![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
নিভৃত চাষি, এক খন্ড জমির খোঁজে...
হাওয়া, খুলে ফেল মর্ম নেকাব,
লোমের নিচে জমে আছে কত শ্বেতসার
তরবারি ফিরে আসে ছায়ায় পিছু----
আড়ালে শিষ বাজায় আততায়ী ঠোঁট
নিশানা রেখেছে জারি ফুকিয়ার নল;
বৃক্ষের ছায়া থেকে ঝরে যায় পাতার বহর,
পকেটে ক্ষীণায়ু কার্পাস ফুলের সেলাই----
ব্যথাতুর মুখে চেয়ে থাকে সোনামুখি সুই
কি এমন কালা জ্বর ভেদ ব্যথা বুকে
ফুরায় ঘন্টির দোল,নাভিমূলের সন্তরন;
অমোঘ আধারে তুলে নাও সবটুকু শেষরাত
গড়ায়ে গেল পয়সার গোলগোল সমানুপাত
পথের ওপারে পোতা শূন্য মাইল ফলক
বৃত্ত পুরনের দিকে হেটে যাবে একলা পথিক।
২৭ শে ডিসেম্বর, ২০১৮ রাত ৮:৪৪
ইমরান আল হাদী বলেছেন: ভাই টাইপিং ভুল, নেকাব হবে।
ধন্যবাদ।
২| ২৭ শে ডিসেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:৩৩
পবিত্র হোসাইন বলেছেন: অনেক কঠিন ভাষার ব্যবহার।
প্রতিভাশালী ।
২৭ শে ডিসেম্বর, ২০১৮ রাত ৮:৪৬
ইমরান আল হাদী বলেছেন: সহজ কঠিনের বিষয় না, আপনার সাথে যোগাযোগ ঘটছে কিনা সেটা বিষয়।
ধন্যবাদ।
৩| ২৭ শে ডিসেম্বর, ২০১৮ রাত ৮:৪৯
রাজীব নুর বলেছেন: ইদানিং লোকজন খুব বেশি কবিতা লিখছে। আর আমি খুব বেশি বিরক্ত হচ্ছি।
আমার সমস্যা টা কি?
©somewhere in net ltd.
১|
২৭ শে ডিসেম্বর, ২০১৮ বিকাল ৫:৫৯
বিজন রয় বলেছেন: নেকাক মানে কি?