নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

\"নিভৃত চাষি, এক খন্ড জমির খোঁজে--www.facebook.com/al.hadi.5099

ইমরান আল হাদী

নিভৃত চাষি, এক খন্ড জমির খোঁজে...

ইমরান আল হাদী › বিস্তারিত পোস্টঃ

কবিতা ত্রয়ী

৩১ শে আগস্ট, ২০১৯ রাত ১১:৪১

আমারে ভুলে আছে
----
আমারে ভুলে আছে মুন্সির গাল ভরা লাল পান
আমারে ভুলে আছে আউষের পাঁজা ধান,
বড় পুকুরের পারে নিশাচর জাতসাপ
চৌচালা মসজিদে শিরনীর জুমাবার,
খুৎবার বয়ানে মেরাজের রফরফ
আম্মার বাকসতে জরিদার লালপাড়।


আমারে ভুলে আছে মাতামহ সমাচার
এই খানে ছিল তার জুঁই ফুল লতা ঝাড়,
শীত-ভোর রৌদ্রে ধান রঙা পাটিতে শিশু-ঘুম
ঈদের প্রভাতে সেমাইয়ের রেসেপিতে ঘাসিদুধ,
শ্যামলার সাজিতে ফি-বছর ফেরি করা মৌসুম
ছোট পুকুরের জলে পাতাপচা বুদবুদ।


আমারে ভুলে গেছে গোলদারের ধুলো মাঠ
উঠানের ওপারে তোতলা মেয়েটির শিশুপাঠ,
হাত মাখা সেগুনের কচিপাতা কুড়ি লাল
বিন্নি ঘাসের ওমে সাদা হাস নিল ডিম,
জ্যৈষ্ঠের দুপুরে আমবন, ধুলিঝড়ে পয়মাল
পৌষের সকালে আনাজের বোটাতে স্বেদ-হীম।


আমারে ভুলে আছে ডাহুকের পাটিবন
আমারে ভুলে আছে মৌলতা লালধান,
পশ্চিম মাঠময় কচি-বুট নোনা স্বাদ
ডেরাজের এক কোনে ডোরাকাটা মারবেল,
খালপাড়ে খড়কুটা পোড়ানোর চাঁনরাত
মাতামহ কুর্তায় ভেজানো ঘন-নীল।


আমারে ভুলে আছে জমায়েত রাহবার
আমারে ভুলে আছে মজমার রবিবার,
কাছারির কোনে রাখা মাষ্টারের সাইকেল
ঠুংটাং বেজে যাওয়া এনামেল ওঠাবেল,
আমারে ভুলে আছে দুইহাজার দুই সাল
আমারে ভুলে আছে বহুবহু গতকাল।


ভেবে নাও নিজেকে
--
ভেবে নাও--একটি পথের নাম
নিয়ে যাও সাথে নিজেকেও
পায়ের পাতা বিছিয়ে পথে
হেটে গেলে নলের শেষ প্রান্তে
যেন জমে আছে আলোর বরফ
এক তৈরি পোষাকের দেশে।
নতুর জামার ভিতর পুরোনো অভ্যাস
খুলো ফেলো পোষাকের ছল
নিজেকেই পরো একান্ত পোষাকে
যেন কথা এক অপ্রচলিত মুদ্রা
ফেটিতে বাধা চোখের কর্নিয়া
শূন্য জমেজমে মিলায় শতকিয়া
চিনে নাও নিজেকে অন্ধ মরমিয়া।


আয়না
-----
আয়না অথবা অজানা নদীর কাছে
খুলে দাও তৈলচিত্র মুখোস পোষাক
দেখ কতটা রংয়ের আচড় --- পাথরে;
নিদ্রার কৌশলে কেটে গেছে সময়
পথ বিনিময়ে কে নিয়েছে তোমায়
তুমি ফিরারে দিয়েছো কার বুমেরাং
পাটির ওপর শোয়ানো শৈশব শিশু
যেন শিতল আর নিবিড়তাই চেয়েছিলে
নিশ্চুপ দুপুর ভেঙে গেলে একান্ত ক্রন্দনে
মেয়েদের মোনাজাতের মত জোনাজারে
শোনা যায় কত --- কত কাল আগের স্বর
কে ভুলায় তারে সে সব ধ্বনির বাহাস
যেন তুমি দাড়িয়ে আছো নিজ পাশে
আঙুল ছোঁয়া দুরত্ব নিয়ে একান্ত আরশিতে।

মন্তব্য ১ টি রেটিং +০/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ০১ লা সেপ্টেম্বর, ২০১৯ দুপুর ১২:৩৫

রাজীব নুর বলেছেন: খুব ভালো লেগেছে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.