![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
নিভৃত চাষি, এক খন্ড জমির খোঁজে...
কৃষি বিনিময়
--
আনাজের গোল বঁধু বুকেতে তোমার
গৃহস্থ লাঙল তুমি খোদার সহায়
জমির আলে রোপিত কৃষি নিরাময়
গহনার হেম বঁধু তোমার খামার
ভালোবেসে বীজতলে রোপো ধাতুবীজ
শিশু মুখে ঢালো সাল দুধ গুনাগুন
পিতলের বাকসো না পায় ফেরাউন
গলেতে বাধো পুতের সোনার তাবিজ
যৌবতী দাগের পাশে নতুন ফসল----
ধানের ছড়ার বাকে ঢুলছে যে ভোর
দানার সুলভ ঠোঁটে উড়ুক্কো খেচড়
বায়ুর সমানু-পাতে ফলদ অফল
শাখার প্রয়াণ ঝরে পাতার বিলাপে
কাঁপছে সোনার বালা বিধবার শাপে!
গীবত
--
খুনের শহরে মরে জননী আচল
মুখের আদলে মুখ মানুষ সকল
বাতাসের ভান যেন সকল খবর
নিজ হাতে খুড়ে যায় নিজ নিজ গোর
এখনো থামেনি শোর ভিমরুল চাক
চক্রবুহে বাধা যেন আহত বরাক
নদী চিরে পার হয় সরল ইস্পাত
গ্রীবার ধমনীতে নামে ত্রিশূলাঘাত
যেন ভুলে ফুঁক দিয়েছে ইস্রাফিল
নাকি কঙ্কর ছুড়েছিল আবাবিল
কসম শিশুর রূহ্ জননীর লাস
দুরুদুরু বুকে বাজে সূরা ইখলাস
কচুরি পানাতে ভাসে হাবিলের শব
নূহের কিস্তি কাটে ইঁদুর গুজব।
মানভঞ্জন
--
মায়ের ছায়ায় ঘুমায় গাছের স্মৃতি
বরাতের রজনী ছুঁয়ে নামে বিভূতি
বেলুনির তলে গোল রুটির ময়ান
ঝিমায় মাতামহের লাল আলোয়ান
ভাঙছে রাতের পাশে সহায় সময়
শিয়রে শিশুস্মরণ খুঁজে নিরাময়
ডুকরে কাঁদে কার নীলমনি তনয়
কলাই ক্ষেতের বুকে পথ বিনিময়
কোলের ওমে ভিজে ঘুমায় মহাজন
কদমরসূল হাঁকে ----- মানভঞ্জন
চক্ষের নিমিশে মিলায় কাঠের সিঁড়ি
চৌচালা ঘরে কাঁদে,নালিশে ফরিয়াদি
সুবহেসাদিকের পাশে ভোরের মিড়
কেউ তো বলেনি তাকে ক্ষত কি গভীর!
©somewhere in net ltd.
১|
০৪ ঠা সেপ্টেম্বর, ২০১৯ দুপুর ১:১২
রাজীব নুর বলেছেন: খুব ভালো লেগেছে।