নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

\"নিভৃত চাষি, এক খন্ড জমির খোঁজে--www.facebook.com/al.hadi.5099

ইমরান আল হাদী

নিভৃত চাষি, এক খন্ড জমির খোঁজে...

ইমরান আল হাদী › বিস্তারিত পোস্টঃ

নবী মুহাম্মদ সা:

১৪ ই সেপ্টেম্বর, ২০১৯ রাত ৮:০৪

মরুদ্যানে নামে সে খোদার মেহমান
পাথরের পুত্তলিকা ভাঙে খানখান
হেরার বুকেতে নামে জিব্রাইল দূত
পড় তার নামে যিনি মহান মাবুদ
সওয়াল জওয়াবে উড়ে রফরফ
হাওয়ার বেগে ছিল কোন মাজাহাব
খরিদ ক্ষমাতে কাঁদে হাবসি গোলাম
উষ্ট্রের গ্রীবা ভাজে আলিফ আর লাম

আঁধার মরুতে নামে নূরের কাফেলা
তোমার নামেতে দুরূদ বেলা অবেলা
আরাফার ময়দানে বিদায় ভাষন
সহস্র সাহাবি বুঝি কাঁদে উচাটন
মুহাম্মদ নবী তুমি বিস্ময় দুনিয়া
মোহান্ধ কালের রবি ঘুম জাগানিয়া।

মন্তব্য ৪ টি রেটিং +২/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ১৪ ই সেপ্টেম্বর, ২০১৯ রাত ৮:৪৬

রাজীব নুর বলেছেন: ভীষন ভালো।

২| ১৪ ই সেপ্টেম্বর, ২০১৯ রাত ১১:১৬

কবি হাফেজ আহমেদ বলেছেন: চমৎকার লিখেছেন। ভালো লাগলো।

৩| ১৫ ই সেপ্টেম্বর, ২০১৯ ভোর ৫:০০

ডঃ এম এ আলী বলেছেন:
রাসুল হযরত মুহাম্মদ( সঃ) নিয়ে লেখা কবিতা পাঠে ভাল লাগল ।
ইসলাম ধর্মে, রাসুল হলেন আল্লাহ্‌ প্রেরিত বার্তাবাহী ব্যক্তিত্ব। রাসূল বলতে তাঁদেরকেই বোঝানো হয় যারা আল্লাহ্‌র কাছ থেকে কিতাব বা পুস্তক প্রাপ্ত হয়েছেন। হাদিস সহ অন্যান্য ইসলামী বইয়ে এক লক্ষ চব্বিশ হাজার মতান্তরে দুই লক্ষ চব্বিশ হাজার নবীর কথা বলা হয়েছে। এদের মাঝে সকলে কিতাব প্রাপ্ত হন নি। যারা কিতাব প্রাপ্ত হয়েছেন তারাই শুধু রাসূলের খেতাব পেয়েছেন। অর্থাৎ সকল রাসূলই নবী কিন্তু সকল নবী রাসূল নন। কোরআন অনুযায়ী, আল্লাহ্‌ মানবজাতির নিকট বহু নবী রাসুল প্রেরণ করেছেন। তাঁদের মধ্যে পঁচিশ জনের নাম কোরআনে উল্লেখ আছে। কুরআন তাদের চার জনকে রাসূল হিসাবে উল্লেখ করে: দাউদ (আঃ) , মুসা , ঈসা (আঃ) , এবং মুহাম্মাদ (সঃ)। ইসলাম ধর্ম অনুসারে সকল নবী ও রাসূলের মাঝে শ্রেষ্ঠ রাসূল বলে ধরা হয় মুহাম্মদ (সাঃ) কে। তাই যদিও সকল রাসুলই নবী। তার পরেও নবী ও রাসূলের মাঝে শ্রেষ্ঠ রাসূল হিসাবে গন্য হযরত মুহাম্মদ (সাঃ) এর নামের পুর্বে নবী না লিখে রাসুল মুহাম্মদ( সঃ) লিখলে খুশী হব , তবে অবশ্য এটা লেখা কিংবা না লেখা একান্তই আপনার ইচ্ছাধীন বিষয়।
শুভেচ্ছা রইল

৪| ১৫ ই সেপ্টেম্বর, ২০১৯ ভোর ৫:০৩

ডঃ এম এ আলী বলেছেন:
মুসা হবে মুসা(আঃ) ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.