![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
নিভৃত চাষি, এক খন্ড জমির খোঁজে...
আত্ম হত্যার পদ্ধতিতে হারিকিরি মনে হলো শ্রেষ্ট,
আর খুজে নিলাম এক প্রবীণ সামুরাই যোদ্ধা
যে আমাকে শিখাবে এ আত্ম হনন কৌশল।
তার আছে দৈর্ঘ্যে প্রস্থে ঔজ্জ্বল্যে আদর্শ তরবারি
আর তাকে বললাম যেহেতু আপনি শেখাবেন
তাই আপনি কৌশল টা করে দেখান, আমি শিখে নেই।
সে তার তরবারি দিয়ে সেটা করলেন।
তাকে জিজ্ঞাস করি এটা কেমন ছিল সে বললো এটা শিতল,
আমি তার তরবারি হাতে নিয়ে দেখলাম সেটা উষ্ণ
আমি তার ও তার কৌশলের উপর বিশ্বাস হারালাম।
©somewhere in net ltd.
১|
০৪ ঠা নভেম্বর, ২০১৯ বিকাল ৩:৩৬
রাজীব নুর বলেছেন: খুব সুন্দর।