![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
নিভৃত চাষি, এক খন্ড জমির খোঁজে...
সত্যের মত করে বলে গেলো যে ভাষণ
আমি সে ছুড়ির নিচে গলা পেতে দিয়েছি
ইহা একটি পূণ্য
অথবা ইব্রাহিমের বিশ্বস্ত হাত ভেবে
গলা বাড়িয়ে দিয়েছি আমি পুত্র তোমার
চেয়ে দেখি ভেসে গেছে ভাইয়ের গলা
তোমার হালালা পশু কোথায় ঈশ্বর।
ইস্পাতের ফলার চেয়ে যদি দ্যুতি হয় বেশি
তবে কোন দিকে যাবো
কার দিকে ছুড়ে দিবো বিশ্বাসের পাথর
আর বেহেস্তের বাগানে কিভাবে যাবো
যে খানে আমাদের আম্মা এখনো একটি গ্রাম
বোনেরা কোচরে গুজে রাখে প্রিয় ফুলের হৃদয়
আমরা পিঠাপিঠি ভাই আমরা এক সাথে
গলা পেতে দেই তবু আমাদের চোখ খুলে দাও।
২| ৩০ শে নভেম্বর, ২০১৯ বিকাল ৫:৫২
নার্গিস জামান বলেছেন: সুন্দর
©somewhere in net ltd.
১|
৩০ শে নভেম্বর, ২০১৯ বিকাল ৫:৩০
রাজীব নুর বলেছেন: সহজ সরল সুন্দর।