![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
নিভৃত চাষি, এক খন্ড জমির খোঁজে...
শূণ্য মেলের ধুধু জংশনে
কি উদ্দেশে ফুরায় হাওয়া
ভাবি কি তরায় নৌকা ডুবে
কারো আর হয়নি যাওয়া
তোমাকে ডাকছি অনর্থক
ফিরায়ে দিচ্ছে প্রতিধ্বনি
দুটি তীর শুধু অপচয়
ভূমি ক্ষয়ে ভাঙে দেহখানি
জপেছি রাতের আঙুলের
সহসা সরল অন্ধকার
তুমি কি মন্দ বায়ুর তরী
ছলাৎ জলে ইতস্তত দাড়
ফুরালে ঘুঘুর ডাক টুকু
কি ভেবে ফেলো দীর্ঘশ্বাস
যেন বা পরিযায়ী রীতি
উড়ে যায় দীর্ঘ পরবাস।
২| ১৭ ই ডিসেম্বর, ২০১৯ বিকাল ৫:০০
আলমগীর সরকার লিটন বলেছেন: বাহ ছন্দময়
৩| ১৭ ই ডিসেম্বর, ২০১৯ বিকাল ৫:৩৬
শিখা রহমান বলেছেন: ছন্দ কবিতাটা ভালো লেগেছে। বিষন্নতা মাখা ছন্দেরা!!
শুভকামনা কবি।
৪| ১৭ ই ডিসেম্বর, ২০১৯ সন্ধ্যা ৭:০১
নুরহোসেন নুর বলেছেন: চমৎকার লিখেছেন, ভালো লাগলো।
©somewhere in net ltd.
১|
১৭ ই ডিসেম্বর, ২০১৯ বিকাল ৪:৪৮
রাজীব নুর বলেছেন: খুব সুন্দর কবিতা।