নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

\"নিভৃত চাষি, এক খন্ড জমির খোঁজে--www.facebook.com/al.hadi.5099

ইমরান আল হাদী

নিভৃত চাষি, এক খন্ড জমির খোঁজে...

ইমরান আল হাদী › বিস্তারিত পোস্টঃ

হেম চাদর

১৯ শে জুলাই, ২০২০ সকাল ১১:১২



জঠরের কোমল আধারেও ফোটে লালাভ ফুল
মৃদু কম্পমান প্রদীপের নিচে অসহন রাত্রি
ওগো মরমিয়া খুলে দাও ত্বকের ভাজ সকল
দ্বিধা মর্ম চুর্ণ রাতের ব্যথায় সহজ ধাত্রেয়ী
প্রসব ব্যাথার কাছে ফুটে ওঠো ওগো মারিয়াম
হাওয়া থেকে উঠে এসো কুমারী মাতার দোহাই
জলের ভেতর খুলে দাও তোমার কুন্ঠা পেখম
জঠরের গভীর অন্ধকারে ফোটাও রোশনাই ---


যেন গহন গণ্ডগাঁয়ে কোন এক প্রৌঢ়া জেনানা
যাদুর ফিকিরি কৌশলে নিয়ে আসে ক্রন্দন স্বর
মায়ের ফ্যাকাসে ফর্সা মুখ আশ্চর্য শান্ত কেন না
রক্ত ও নাড়ির চক্রব্যূহ ভাঙা এই মাতৃ সমর
মাতৃ আকাঙ্খার বাজি পোড়ানো বন্ধ জঠর
খুলে, তুলে আনে পুত্রকন্যা আবৃত হেম চাদর -----

মন্তব্য ৪ টি রেটিং +১/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ১৯ শে জুলাই, ২০২০ দুপুর ১২:০৬

নেওয়াজ আলি বলেছেন: নান্দনিক প্রকাশ।

২| ১৯ শে জুলাই, ২০২০ দুপুর ১২:১৯

সেলিম তাহের বলেছেন: বেশ ভালো লাগলো। সনেট আজকাল লেখা হয় না বললেই চলে। অভিনন্দন।

বিঃদ্রঃ শেষ ছয় লাইনের তৃতীয় স্তবকে শব্দটা কি আসলেই "কেনানা"? নাকি "কেন না"?
"কেনানা" হয়ে থাকলে শব্দটার অর্থটা জানাবেন দয়া করে।
আর "চক্রবুহ" বানানটা সম্ভবতঃ "চক্রব্যুহ" হবে।

১৯ শে জুলাই, ২০২০ দুপুর ১:২৯

ইমরান আল হাদী বলেছেন: হ্যা "কেন না " এবং "চক্রব্যূহ" হবে আপনাকে ধন্যবাদ।

৩| ১৯ শে জুলাই, ২০২০ রাত ৯:৪২

রাজীব নুর বলেছেন: প্রানবন্ত।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.