![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
নিভৃত চাষি, এক খন্ড জমির খোঁজে...
১.
অতিদূর সূর্যোদয়ের দেশে
ফোটে কি চেরির ডালে ডালে
ছুঁয়ে রোজ ফুজিয়ামার চুড়া
ফোটে রোজ কুন্দ প্রভাতকালে
ঝলসায় পাহাড়ি জুমের ঢালে
হাকালু খাঁ'য়ের তরবারি
যেনবা ফর্সা মেয়ের গালে
চমকায় রঙিন বেলোয়ারি
খুলে যায় পূবের দুয়ার খানি
উবে যায় স্বেদ-বিন্দু হেম
হালটে জোড়ে বদল কৃষাণ
মাটিতে পবিত্র হেরেম
যেন সেই কনক-মনি দেশে
নগরে প্রভাত ফেরার দল
চোখেতে ঘুম পিচুটি ডলে
খুঁজে সে আলোর কোলাহল।
২.
দিগন্তে উড়ে বহু কলোচিল
ঠোঁটের বক্রভাজ ততোধিক
রক্ত নদীতে লাশ পিলপিল
আচলে ঢাকা শোক থিকথিক
সওয়াল জওয়াব তামাদি
তেলাওয়াতে আর রাহমান
ডুকরে কাঁদে কোন ফরিয়াদি
লহুর ফিনিকে হরকা বান
আসর ওয়াক্তে নামে কালোরাত
কোথাও ধীরে কাঁদে শিশু-স্বর
আসমানে উবে যায় পুরো চাঁদ
বায়ুর ত্বরায় কাঁপে খনজর্
রাত্রির ছায়াপথে দুলদুল
আরসে হোসেনের লহুলাল
গৃবার ধমনিতে মরুফুল
শুকায় ফোরাতের কালোজল।
২| ০২ রা সেপ্টেম্বর, ২০২০ বিকাল ৪:২৭
রাজীব নুর বলেছেন: ভালো।
©somewhere in net ltd.
১|
০২ রা সেপ্টেম্বর, ২০২০ দুপুর ২:১১
কাজী ফাতেমা ছবি বলেছেন: খুব সুন্দর হয়েছে