নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

\"নিভৃত চাষি, এক খন্ড জমির খোঁজে--www.facebook.com/al.hadi.5099

ইমরান আল হাদী

নিভৃত চাষি, এক খন্ড জমির খোঁজে...

ইমরান আল হাদী › বিস্তারিত পোস্টঃ

কথা

০৮ ই সেপ্টেম্বর, ২০২০ সকাল ১১:১৬


* উপকার করলে তা ভুলে যেতে হয়, তাহলে উপকৃতের কাছে থেকে অবহেলা পেলে তা সহজে সওয়া যায়

* মাছের ক্ষততে কখনো মাছি বসতে পারে না,আর মাছে কে ডুবিয়ে মারতে যেওনা।

* সেরা অস্ত্র গুলিই কাছে রাখতে হয় অনেক গুলি অস্ত্র নিজেকে বরং অস্ত্রা-ভারে অক্ষম করে তোলে।

* মানুষ যত বেশি কথা বলে তত বেশি কদর্য বের হয়।যত নিরব থাকে তত বেশি সৌন্দর্য বের হয়।

* জেলখানায় যেমন সবাই পাপি নয়,তেমনি প্রার্থনালয়ে সবাই পূণ্যবান নয়।

*কবর --- ভুমিহীন হয়ে কেউ মারা যায় না।

* জন্ম মৃত্যু --- প্রথম হওয়ার চেয়ে দ্বিতীয় হওয়া শ্রেয়।

* গোপনীয়তা ---- এমন কিছু গোপনীয়তা থাকে যা ব্যক্তির সাথে কবরস্থ হয়।

* একাকিত্ব --- একাকিত্বের স্বাদ যে কোন নেশার চেয়ে শক্তিধর।

* টাকা --- ব্যাক্তি অর্থ একটি ভুল পদ্ধতি।

* শ্রদ্ধা --- ভালোবাসার শ্রদ্ধা আর ভয়ের শ্রদ্ধা এক নয়।

* আলো অন্ধকার -- আলো পরনির্ভরতা শেখায়

* অন্ধকার শেখায় অনুসন্ধান জ্ঞান।

* উজ্জ্বল ভবিষ্যৎ ---কবরের পাশেও কিন্তু মোমবাতি জ্বলে, সেটাও কিন্তু উজ্জ্বল এবং ভবিষ্যৎ।

* ভাষা --- মৌনতা সর্বশ্রেষ্ঠ ভাষা।

* শ্রোতা --- অন্যকে শোনানোর চেয়ে নিজেকে শোনানো কঠিন।

* ক্ষুধা --- ভাতের চেয়ে ইশ্বর বেশিদূর নয়।

* মৃত্যু --- মানুষের জ্ঞাত এক মাত্র ভবিষ্যৎ।

* শিক্ষা সেটাই যা প্রতিষ্ঠানের বাইরে থেকে শেখা হয়।

* বন্ধু --- আলাদা প্রকৃতির তবু পাশাপাশি হাঁটে, হাঁটতে হাঁটতে দূরে চলে যায় তবু দূরত্ব কমেনা।

*মানুষ --- যে নিজেকে চিনেনা কিন্তু পৃথিবীর যাবতীয় চিনতে ব্যকুল।

* পবিত্রতা --- মানুষ পবিত্র, এই পবিত্রতা বজায় রাখতে মানুষের বিভিন্ন পদ্ধতি অর্জন অথবা গ্রহন করতে হয়েছে।

* প্রতিবেশী --- আপনি এক পৃথিবীতে বাস করেন আমি অন্য পৃথিবীতে,অথচ আমরা পাশাপাশি থাকি।

* সবার থেকে একটু দূরে দাড়াতে হয় যাতে কারো ছায়া না হতে হয়,তবে এতোটাও দূরে নয় যাতে জনবিচ্ছিন না হতে হয়।

* পথ --- দূরত্ব পথের মাপকাঠি নয়।

পথিকের উপযোগীতা পথের মাপকাঠি।

* মানুষ যদি জানতো পোষাকের চেয়ে দ্রুত মলিন হয় সে।

* আমি আমার নিজের কাছেই ফিরে যাবো।

* উত্তরের চেয়ে প্রশ্ন খোঁজা কঠিন।

* আমি আমার নিজেকে জিকির করি আর ঈশ্বর খুশি হয়ে যায়।

* জীবন-- তুমি না থাকলে আমার কবরের পাশে দাড়িয়ে কাঁদার মত কেউ থাকবেনা,
অথচ আমরা পরস্পর কে চিনিনা।

* মায়েরা চিরন্তন নিঃসঙ্গ এমন কি বেহেস্তেও।

* মায়েরা একই সাথে পৃথিবীর সব চেয়ে বেশি আনন্দ আর উৎকন্ঠা নিয়ে কিভাবে জীবন পার করে মাবুদ!

* আফসোস বেহেস্তেও মায়ের পাশে বাবা থাকবেন না।

মন্তব্য ১ টি রেটিং +০/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ০৮ ই সেপ্টেম্বর, ২০২০ দুপুর ১২:৩০

রাজীব নুর বলেছেন: বেশ জ্ঞানী জ্ঞানী কথা।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.