নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

\"নিভৃত চাষি, এক খন্ড জমির খোঁজে--www.facebook.com/al.hadi.5099

ইমরান আল হাদী

নিভৃত চাষি, এক খন্ড জমির খোঁজে...

ইমরান আল হাদী › বিস্তারিত পোস্টঃ

উপকথা

০৮ ই অক্টোবর, ২০২০ দুপুর ২:৪৫



আমরা মানি,পৃথিবীর শেষে আমাদের গণ্ডগাও,
আমাদের আগে পরে কেউ ছিলনা কোথােও।
কেউ কি ছিলো? কেউ কি ছিলো কখনো?
আমরাই আছি আমাদের আদি-অন্তে যেনো---
আমাদের ভুমি নেমে গেছে সাগরের তলে
আমাদের জল নেমে আসে পাহাড়ের ঢালে।
আমাদের আছে পাখি নদী বৃক্ষেরা।
আমাদের ভূমি শস্য গবাদিপশু শিশু আর নারী দিয়ে ঘেরা।
আমাদের আছে জন্ম-মৃত্যুর ক্রম-পঞ্জি,
আমাদের জনশ্রুতিতে লেখা আছে আমাদের ঠিকুজি।
আমাদের জন্ম আসে পাহাড়ি ঝর্নার জলের মত মিঠা হয়ে।
আমাদের মৃত্যু নেমে যায় ধাপে-ধাপে সাগরের দিকে।
আমাদের পোষাক, পাখি আর বৃক্ষের মত সহজ সামাজিক,
আমাদের গান কান্নার মত লৌকিক।
আমাদের আছে নাড়ি পোঁতা ভিটা-বাড়ি-ঘর,
আমাদের নারীরা জানে শুধু তার ফসলের গোপন খবর।
আমারা যাইনি কারো আগে অথবা কারো পিছুপিছু
আমাদের গল্পে রোদ-বৃষ্টি, জল-জোয়ারে মাখা সব-কিছু
আমরা ঘুরেঘুরে ফিরি, দলে বেদলে বৃত্তে ও সরলে,
আমাদের উপকথা পোঁতা আছে প্রাচিন বৃক্ষের তলে।

মন্তব্য ৫ টি রেটিং +২/-০

মন্তব্য (৫) মন্তব্য লিখুন

১| ০৮ ই অক্টোবর, ২০২০ বিকাল ৪:১৭

সাগর শরীফ বলেছেন: অসাধারণ

২| ০৮ ই অক্টোবর, ২০২০ বিকাল ৪:২২

রাজীব নুর বলেছেন: খুব ভালো ।

৩| ০৮ ই অক্টোবর, ২০২০ বিকাল ৪:২৩

রাজীব নুর বলেছেন: খুব ভালো লাগলো উপকথা।

৪| ০৮ ই অক্টোবর, ২০২০ সন্ধ্যা ৭:৫১

মা.হাসান বলেছেন: সুন্দর হয়েছে।

৫| ১৯ শে নভেম্বর, ২০২০ রাত ১১:৩০

মোহাম্মদ সাখাওয়াত হোসেন বলেছেন: চমৎকার কথামালা হে সুপ্রিয়।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.