![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
নিভৃত চাষি, এক খন্ড জমির খোঁজে...
হেমন্ত চাঁদ
ঝরে হিম জোছনা
শীতল রাত
ঘাস ফড়িঙ
দোলে গমের শীষ
রংধনু রিঙ
বায়ুর দিক
পাখিরা জানে ভালো
উড্ডিন চিলো
কাকতাড়ুয়া
ফসল পায়নি যে
মিথ্যে মিথ্যে সে
মৎস কাল
উজায় মাতৃ মাছ
বৈশাখী জল
যাইনি দূরে
তাকিয়ে দেখ নিজ
হৃদ-কুহরে
২| ০৯ ই ফেব্রুয়ারি, ২০২১ বিকাল ৩:০৮
এম এ হানিফ বলেছেন: সুন্দর লিখেছেন। দাঁড়ি কমা ব্যবহার করতেন, আরো ভালো হত।
৩| ০৯ ই ফেব্রুয়ারি, ২০২১ বিকাল ৩:২২
কাজী ফাতেমা ছবি বলেছেন: সুন্দর হয়েছে
৪| ০৯ ই ফেব্রুয়ারি, ২০২১ বিকাল ৩:৩৪
এম ডি মুসা বলেছেন: হাইকু মাত্রাবৃত্ত থেকে তৈরি, ৫+৭ +৫
তবে,
হে মন তো ৪+চাঁদ ২
প্রথমে ভুল হয়েছে।
৫| ০৯ ই ফেব্রুয়ারি, ২০২১ বিকাল ৪:২১
ফয়সাল রকি বলেছেন: সুন্দর।
৬| ০৯ ই ফেব্রুয়ারি, ২০২১ বিকাল ৪:৩৬
রাজীব নুর বলেছেন: বাংলাদেশী হাইকু। সুন্দর হয়েছে।
৭| ০৯ ই ফেব্রুয়ারি, ২০২১ সন্ধ্যা ৭:৫৬
নেওয়াজ আলি বলেছেন: অনবদ্য এক মনোমুগ্ধকর
উপস্থাপনা
৮| ০৯ ই ফেব্রুয়ারি, ২০২১ রাত ১০:১৯
জগতারন বলেছেন:
যতিচিহ্ন বিহীন [দাড়ি (।), কমা (,)]
একি অভিনব হাইকু
কবিতা পড়িলাম আজ (!)
কেন যেন ভালো লাগা জড়াইয়া
রহিল কবিতাপাঠ।
৯| ১০ ই ফেব্রুয়ারি, ২০২১ দুপুর ১:১৬
এল গ্যাস্ত্রিকো ডি প্রবলেমো বলেছেন: ঠান্ডা ঠান্ডা একটা শৈল্পিক আমেজ পেলাম। আপনার হাইকু লেখার হাত ভালো।
©somewhere in net ltd.
১|
০৯ ই ফেব্রুয়ারি, ২০২১ দুপুর ২:৪৮
মাসুদুর রহমান (শাওন) বলেছেন: হাইকু এক ধরনের ছন্দ না...?