![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
মন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বলেন, বন্যা দুর্গত এলাকায় ত্রাণের অভাব নেই।৫ জুলাই থেকে ২৯ জুলাই পর্যন্ত দুর্গত এলাকায় ১৩ হাজার মেট্রিক টন চাল দেয়া হয়েছে। তাছাড়াও সাড়ে পাঁচ কোটি নগদ টাকাও ছাড় করা হয়েছে। অথচ গত কয়েকদিনে কোন একটা মিডিয়াতেও দেখলাম না যে বন্যা সংক্রান্ত কোন রিপোট লেখেছে । এবং অন্যান্য তথ্যঅনুযায়ী যতটুকো জানা গেছে পানিবন্দি অবস্থায় বেশ কয়েক দিন পার হলেও সরকারি এবং বেসরকারি তেমন কোনো সাহায্য সহযোগিতা পাচ্ছেন না দুর্গতরা।শেষ সংবাদ যতদূর জানা গেছে যেসব নদীর পানি বেড়েছিল সেগুলো দুইএকদিনের মধ্যে কমে আসতে শুরু করবে। তবে এই পানি বঙ্গোপসাগরে যাওয়ার সময় রাজবাড়ী ও ফরিদুপর সহ মাদারীপুর, চাঁদপুর, শরীয়তপুর, বরিশাল জেলার প্লাবিত হওয়ার আশঙ্কা রয়েছে।এবারের বন্যায় এখন পর্যন্ত ১৪ জনের মৃত্যু হয়েছে। যাদের মধ্যে রংপুরে একজন, কুড়িগ্রামে দুইজন, গাইবান্ধায় চারজন এবং জামালপুরে সাতজন রয়েছে। এছাড়া ২৯ জুলাই পর্যন্ত বন্যায় তিন লাখ ৯৩ হাজার ৪৯৬টি পরিবার, আর ১৪ লাখ ৭৫ হাজার ৬১৫ মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে। নয় হাজার ৩১৪টি ঘর-বাড়ি সম্পূর্ণ এবং ১২ হাজার ৩৭১টি আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে।
৩০ শে জুলাই, ২০১৬ সন্ধ্যা ৬:৩৫
হাকিম৩ বলেছেন: ধন্যবাদ উনার এত পেশাব হতে পারে না ।
২| ৩০ শে জুলাই, ২০১৬ সন্ধ্যা ৬:২২
মোঃ তোফায়েল ইসলাম বলেছেন: তথ্য গুলো সঠিক. প্রমাণ. কি দিলে ভাল হত
৩০ শে জুলাই, ২০১৬ সন্ধ্যা ৬:৩৩
হাকিম৩ বলেছেন: Click This Link
http://www.manobkantha.com/2016/07/30/144930.php
http://www.shokalerkhobor24.com/details.php?id=36285
http://www.dainikamadershomoy.com/bangladesh/28666/মহাসড়ক-ভেঙে-ঢাকার-সঙ্গে-জামালপুরের-যোগাযোগ-বিচ্ছিন্ন
http://www.shokalerkhobor24.com/details.php?id=36287
নিন দেখে নিন ।
৩| ৩০ শে জুলাই, ২০১৬ সন্ধ্যা ৭:১২
জুয়াড়ি বলেছেন: চাদগাজির মুখে পেশাব করলে ভালো হত।
৩১ শে জুলাই, ২০১৬ সকাল ১১:২২
হাকিম৩ বলেছেন: কি কন ভাই গাঁজী সাহেবকে নিয়া এইগুলান ব্যচারা হজম করতে পারবো না
©somewhere in net ltd.
১|
৩০ শে জুলাই, ২০১৬ সন্ধ্যা ৬:০২
চাঁদগাজী বলেছেন:
মমতাদি পেশাব করছে বেশী?