| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস | 
   
চট্টগ্রামের বড় সাগরিকা গরুর হাটের এবারের অন্যতম একটি আকর্ষণ শাহীওয়াল জাতের বাদশা নামের একটি কালো রংয়ের গরু। ঝিনাইদহ জেলার হরিনাকুন্ড থানার আলমডেঙ্গা বাজার থেকে পাঁচ বছর আগে ১৭ হাজার টাকা দিয়ে এটি ক্রয় করছেন বকুল মিয়া। বিক্রির জন্য এটি নিয়ে আসেন চট্টগ্রামে। ৫ বছরের ব্যবধানে এটির দাম হয়েছে ২২ লাখ টাকা। তবে সাড়ে ৬ লাখ টাকা পর্যন্ত দাম  উঠেছে । তাছাড়াও বাদশার মালিক বাজারে নিয়ে এসেছেন প্রিমিয়াম জাতের আরো দুটি ষাঁড়। সেগুলো কেনা হয়েছিলো তিন বছর আগে ১ লাখ ৬০ টাকায়।  আর এবারের বাজারে সেগুলোরও দাম হাকাঁনো হয়েছে ১৫ লাখ টাকা করে।
সূত্র ইন্টারনেট।
 
০৮ ই সেপ্টেম্বর, ২০১৬  রাত ১২:৫৪
হাকিম৩ বলেছেন: মনে হয় তেমনি
২| 
০৭ ই সেপ্টেম্বর, ২০১৬  সকাল ৯:২৩
উম্মু আবদুল্লাহ বলেছেন: বেচারী বাদশা। সে কি জানে যে তার আয়ু ঘনিয়ে আসছে!
 
০৮ ই সেপ্টেম্বর, ২০১৬  রাত ১২:৫৫
হাকিম৩  বলেছেন: ![]()
৩| 
০৭ ই সেপ্টেম্বর, ২০১৬  সকাল ১০:১৫
শামচুল হক বলেছেন: দাম শুইনা মাথা ঘুরতেছে।
৪| 
০৮ ই সেপ্টেম্বর, ২০১৬  রাত ১২:৫৮
হাকিম৩  বলেছেন: গরুর সাইজ ছোট ![]()
©somewhere in net ltd.
১|
০৭ ই সেপ্টেম্বর, ২০১৬  সকাল ৯:১৮
অগ্নিবেশ বলেছেন: টেহা কি গাছে ধরে?