নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি ঢাকার বাসিন্দা- মানুষকে ভালবাসি আর ভালবাসি প্রকৃতিকে

ঢাকাবাসী

প্রকৃতিকে ভালবাসি।

ঢাকাবাসী › বিস্তারিত পোস্টঃ

দুনিয়ার সেরা শ্বাসরুদ্ধকর রকমের সুন্দর কিছু বাড়ীর বিশেষ রুম

১৪ ই মার্চ, ২০১৩ রাত ১১:১২

আসুন দুনিয়ার সেরা শ্বাসরুদ্ধকর রকমের সুন্দর কিছু বাড়ীর একটা বিশেষ রুম হয়ত সেটা স্টাডি রুম বা দৃশ্য দেখার রুম--- দেখি।



প্রথমে নিউইয়র্ক এর এটা বীচের পাশে এক সুন্দর বাড়ীর স্টাডি রুম।







নীচের এটা মন্টানার একটা বাড়ীর স্টাডি রুম:





নীচেরটা নিউইয়র্ক এর ম্যানহাটানের একটা এপার্টমেন্ট এর স্টাডি রুম:





নীচের এটা ম্যাসাচুসেটসে:







উপরের ছবিটা সানফ্রানসিসকোর একটা বাড়ীর স্টাডি রুম বা যা খুশী ভাবুন, তবে সুন্দর তাইনা?



নীচের ছবিটা ফ্লোরিডার একটা বাড়ীর বিশেষ রুম:





উপরের ছবিটা সিয়াটলের বাড়ীর একটা রুম।



নীচেরটা হা্ওয়াইতে:







উপরেরটা ডালাসের একটা বাড়ীর আড্ডা মারবার রুম।



উপরের গুলোই নাকি দুনিয়ার সেরা।



ধন্যবাদ।



সুত্র: Click This Link













মন্তব্য ৩০ টি রেটিং +৬/-০

মন্তব্য (৩০) মন্তব্য লিখুন

১| ১৪ ই মার্চ, ২০১৩ রাত ১১:১৯

মনিরা সুলতানা বলেছেন: বাহ ...

১৪ ই মার্চ, ২০১৩ রাত ১১:২৫

ঢাকাবাসী বলেছেন: বাহ আপনিই প্রথম মন্তব্য দিলেন, ধন্যবাদ আপনাকে।

২| ১৪ ই মার্চ, ২০১৩ রাত ১১:৩৩

আয়রন ম্যান বলেছেন: এগুলাতো সবই আমার বাড়ি।

১৪ ই মার্চ, ২০১৩ রাত ১১:৩৮

ঢাকাবাসী বলেছেন: হ্যাঁ ভাল বলেছেন, আপনার ঐ বর্ম দেখলে বাড়ী আপনাকে দিয়ে সবাই পালাবে বৈকি। আর হ্যাঁ ধন্যবাদ আপনাকে।

৩| ১৪ ই মার্চ, ২০১৩ রাত ১১:৩৫

জাওয়াদ তাহমিদ বলেছেন: বাহ দারুণ তো।


বিদেশ যাইতে মুন চায়। :)

১৪ ই মার্চ, ২০১৩ রাত ১১:৪১

ঢাকাবাসী বলেছেন: হ্যাঁ দারুন, এগুলো সবই যুক্তরাস্ট্রে, সুতরাং সেখানে গেলেই চলবে, কিনে ফেলাটা কোন ব্যাপারই না। অনেক ধন্যবাদ আপনাকে।

৪| ১৪ ই মার্চ, ২০১৩ রাত ১১:৪৪

বুদ্ধিমান বলেছেন: দারুণ !!!!!

১৫ ই মার্চ, ২০১৩ রাত ১২:০৪

ঢাকাবাসী বলেছেন: আসলেই দারুন। হ্যাঁ, ধন্যবাদ আপনাকে।

৫| ১৪ ই মার্চ, ২০১৩ রাত ১১:৫৩

নাহিদ সৈকত বলেছেন: এইডা তো কিছুই না ...লুল

আয়রন ম্যান বলেছেন: এগুলাতো সবই আমার বাড়ি।

কেডায় কইসে?? এইগুলান হইলো আমার বাড়ি ;) ;)

১৫ ই মার্চ, ২০১৩ রাত ১২:০৭

ঢাকাবাসী বলেছেন: তাহলে দেরী কেন ডব্লিউ ডব্লিউ ই শুরু করে দিন, আয়রনম্যান ভার্সাস নাহিদ সৈকত। তবে আগে আমার ধন্যবাদ নিন।

৬| ১৫ ই মার্চ, ২০১৩ রাত ১:১৮

আমি রিয়াদ বলেছেন: শেষ ২টা ফটোশপ মনে হইতাসে। যাই হোক বাড়ি কোনটার দাম কত কন। ঘুমের মধ্যে কিনুম।

১৫ ই মার্চ, ২০১৩ সকাল ৭:৫০

ঢাকাবাসী বলেছেন: না না এগুলো ওসব কিছু না, একেবারে অরিজিনাল বাড়ীঘর, সুত্রে ক্লিক করলেই পাবেন। দামটা যে জানা নেই, তবে হ্যাঁ আপনার জন্য দামের খোজখবর নিতে হয়। আর আপাতত অনেক ধন্যবাদ আপনাকে।

৭| ১৫ ই মার্চ, ২০১৩ রাত ১:৩৬

শান্তা273 বলেছেন: অসম্ভব সুন্দর!

১৫ ই মার্চ, ২০১৩ সকাল ৭:৫১

ঢাকাবাসী বলেছেন: সত্যিই সুন্দর! মন্তব্যের জন্য ধন্যবাদ আপনাকে।

৮| ১৫ ই মার্চ, ২০১৩ দুপুর ২:২৪

শের শায়রী বলেছেন: দেখে শান্তি পেলাম ভাই :)

১৬ ই মার্চ, ২০১৩ সকাল ১১:২৪

ঢাকাবাসী বলেছেন: আম্মো খুশী হলুম। ধন্যবাদ ভাই, ভাল থাকুন।

৯| ১৫ ই মার্চ, ২০১৩ সন্ধ্যা ৬:২২

উৎকৃষ্টতম বন্ধু বলেছেন: ওই স্টাডি রুমগুলোতে স্টাডি করলে আজ পর্যন্ত প্রতিটা পরীক্ষায় ফার্স্ট হতে পারতুম।

১৬ ই মার্চ, ২০১৩ সকাল ১১:২৭

ঢাকাবাসী বলেছেন: আপনি যেগুলোতে বাস্তবে স্টাডি করেছেন আপনার মনের মাধুরী মিশিয়ে সেগুলিকে দেখলে সেগুলো অবশ্যই এর চাইতে ম্যালা বেশি সুন্দর হবে, তাইনা? ধন্যবাদ আপনাকে।

১০| ১৬ ই মার্চ, ২০১৩ বিকাল ৪:০৪

উৎকৃষ্টতম বন্ধু বলেছেন: আরে ভাই, কি যে বলেন, আমি স্টাডি করি যে রুমে সেখানে আলো প্রচুর কিন্তু বাতাস নাই। গরমকাল আসতেসে, আমার দুঃখ আবার বাড়বে। শীতকালেও রেহাই নাই। বাসায় আমার রুমটাতেই সবচেয়ে বেশী ঠান্ডা।

তবে এখন ভালো লাগলেও ভবিষ্যতে লাগবে এটাতে কোনো সন্দেহ নাই। তখন এই রুমকে ঘিরে গড়ে উঠা স্মৃতিগুলোই ভালো লাগার উৎস হিসেবে কাজ করবে।

১৭ ই মার্চ, ২০১৩ দুপুর ১২:৫২

ঢাকাবাসী বলেছেন: দারুণ বললেন তো, 'এই রুমকে ঘিরে গড়ে উঠা স্মৃতিগুলোই ভালো লাগার উৎস হিসেবে কাজ করবে', ভাল লাগল। চমৎকার শব্দচয়ন আর তা দিয়ে একটা সুন্দর ধনাত্মক অনুভুতির বর্ণনা অপুর্ব! ধন্যবাদ।

১১| ১৭ ই মার্চ, ২০১৩ রাত ১২:৪৫

টানিম বলেছেন: হুম । ধারুন । পড়ে আসুন : Click This Link

১৭ ই মার্চ, ২০১৩ দুপুর ১:০০

ঢাকাবাসী বলেছেন: প্রায় মিস করেছিলুম, আন্তরিক ধন্যবাদ আর কৃতজ্ঞতা রইলো।

১২| ১৭ ই মার্চ, ২০১৩ দুপুর ১:০৫

দি সুফি বলেছেন: আমার রুমটা বেশি সুন্দর :-0

১৭ ই মার্চ, ২০১৩ বিকাল ৩:১৫

ঢাকাবাসী বলেছেন: অবশ্যই আপনার রুমটা বেশি সুন্দর, সেজন্য অভিনন্দন আর অনেক ধন্যবাদ আপনাকে।

১৩| ১৯ শে মার্চ, ২০১৩ দুপুর ২:৪৬

উৎকৃষ্টতম বন্ধু বলেছেন: চমৎকার শব্দচয়ন আর তা দিয়ে একটা সুন্দর ধনাত্মক অনুভুতির বর্ণনা অপুর্ব!

হুহ! তা আর বলতে। এর আগের বাক্যেই চমৎকার একটা ভুল করে বসেছিলাম।

তবে এখন ভালো লাগলেও ভবিষ্যতে লাগবে এটাতে কোনো সন্দেহ নাই।
এটা হবে না।

তবে এখন ভালো না লাগলেও ভবিষ্যতে লাগবে এটাতে কোনো সন্দেহ নাই।
এটা হইবেক।

১৯ শে মার্চ, ২০১৩ রাত ১০:৪৫

ঢাকাবাসী বলেছেন: দারুন তো! আসলে মনিটরে বেশীক্ষন পড়তে পারিনা চোখ মাথা দুটোই ক্লান্ত হয়। কষ্ট করে আবার আসলেন সে জন্য ধন্যবাদ।

১৪| ২১ শে মার্চ, ২০১৩ রাত ১:৪০

ফজলে আজিজ রিয়াদ বলেছেন: পিলাছ লন

২১ শে মার্চ, ২০১৩ দুপুর ২:২৪

ঢাকাবাসী বলেছেন: অনেক অনেক ধন্যবাদ।

১৫| ২১ শে মার্চ, ২০১৩ রাত ১:৪৭

কাজী মামুনহোসেন বলেছেন: দারুন .....

২১ শে মার্চ, ২০১৩ দুপুর ২:২৬

ঢাকাবাসী বলেছেন: মন্তব্যের জন্য আন্তরিক ধন্যবাদ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.