![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
উপরের ছবিটা একটা মটরাইজড মানে চলন্ত দ্বীপ বিশেষ। একটা
বিলাসবহুল ইয়টে এটাকে বানানো হচ্ছে্ এবছর নাগাদ বানানো শেষ হবে।
এটাতে ১২ জন অতিথি আরামসে দিন সগুজরাণ করতে পারেন।
এটা বাতাস মটর আর সোলার প্যানেলে যখন খুশী নড়া চড়া বা চলাচল করতে পারে।
এটা বানাতে প্রায় ৪.৬ মিলিয়ন ডলার লাগছে। নাহ অতো দাম নাহ।
এটাকে ভাড়ায় পা্ওয়া যাবে, ভাড়াটা মনে হয় বেশ উচু অংকের হবে!
সুত্র: ইন্টারনেট
৩১ শে মার্চ, ২০১৩ বিকাল ৩:৪৪
ঢাকাবাসী বলেছেন: ঢাকাবাসী বলেছেন: ভেরি গুড। বানানোটা কমপ্লিট হউক তারপর ক্যালিফোর্ণিয়ার বাইরে আপনিই ফার্স্ট কাস্টমার মনে হয়্। আর আমার কমিশনটা খেয়াল রাখবেন। অনেক অনেক ধন্যবাদ আপনাকে।
২| ৩১ শে মার্চ, ২০১৩ বিকাল ৩:৪০
টেকনিসিয়ান বলেছেন: দেশের ভ্রমণবিলাসী ভাই-বোনেরা অপেক্ষা করুন, আগে দেশের আপামর জনসাধারণের চাঁদার টাকা যোগাড় করে পদ্মা সেতু তৈরী করে এ সরকারই পদ্মা সেতুর নিচে এ ধরণের অনেক অনেক চলন্ত দ্বীপ ভ্রমণবিলাসীদের জন্য উন্মুক্ত করে দেবে দেশের পর্যটন শিল্প ঢ্যাইল্যা সাইজ্যাতে হবে না..........
৩১ শে মার্চ, ২০১৩ বিকাল ৩:৪৭
ঢাকাবাসী বলেছেন: অপুর্ব আইডিয়া তো আপনার! বেশ লাগলো! ভাল টেকনিসিয়ান তো! শেষে, অনেক ধন্যবাদ আপনাকে।
৩| ৩১ শে মার্চ, ২০১৩ বিকাল ৩:৪৯
লিন্কিন পার্ক বলেছেন:
ভাল লাগল
৩১ শে মার্চ, ২০১৩ বিকাল ৩:৫২
ঢাকাবাসী বলেছেন: অনেক ধন্যবাদ আপনাকে, ভাল থাকুন।
৪| ৩১ শে মার্চ, ২০১৩ সন্ধ্যা ৬:০৮
বোকামানুষ বলেছেন: অনেক সুন্দর
এই দ্বীপে থাকতে মন চায়
৩১ শে মার্চ, ২০১৩ রাত ৮:২৬
ঢাকাবাসী বলেছেন: শুনেছি কয়েক মাসেই বানানো শেষ হবে, সোজা বুকিং দিয়ে চলে যান, রাজকীয় থাকা আর খানাপিনা হবে। আমার পক্ষ থেকে অভিনন্দন আর ধন্যবাদ রইলো।
৫| ৩১ শে মার্চ, ২০১৩ রাত ৮:৪৩
এক্সট্রাটেরেস্ট্রিয়াল স্বর্ণা বলেছেন:
ভাল লাগল।
০১ লা এপ্রিল, ২০১৩ সকাল ৮:০২
ঢাকাবাসী বলেছেন: আম্মো খুশী হলুম। আন্তরিক ধন্যবাদ আপনাকে।
৬| ০৭ ই এপ্রিল, ২০১৩ রাত ৯:১০
উৎকৃষ্টতম বন্ধু বলেছেন: এরকম একটা দ্বীপে আমাকে থাকতে দেওয়া হলে, আমি সারাদিন শুধু বইই পড়তুম।
০৮ ই এপ্রিল, ২০১৩ রাত ৯:২৮
ঢাকাবাসী বলেছেন: খুব ভাল উৎকৃষ্টতম চিন্তাভাবনা। আমার সময় থাকলে অবশ্য আমি আরো কিছু করার কথা ভাবতুম। অনেক ধন্যবাদ আপনাকে।
©somewhere in net ltd.
১|
৩১ শে মার্চ, ২০১৩ বিকাল ৩:৩৬
সাদা রং- বলেছেন: এটা কোন ব্যাপারই না আমি আগামি কালই ভাড়ার জন্য কথা বলবো।