নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি ঢাকার বাসিন্দা- মানুষকে ভালবাসি আর ভালবাসি প্রকৃতিকে

ঢাকাবাসী

প্রকৃতিকে ভালবাসি।

ঢাকাবাসী › বিস্তারিত পোস্টঃ

দুনিয়ার জঘন্যতম অবাসযোগ্য ১০ টা শহর

১১ ই এপ্রিল, ২০১৩ রাত ১২:২৪



ব্রাজাভিল, কঙ্গো: পৃথিবীতে ১০ নম্বর শহর জঘন্যতম অবাসযোগ্য শহর



দুনিয়ার সবচাইতে দামী এপার্টমেন্টের শহর দেখেছেন, সুন্দর শহর

দেখেছেন এবার দুনিয়ার সবচাইতে নিকৃষ্টতম অবাসযোগ্য শহরের নাম আর ছবি দেখুন। উপরে তো ১০ নম্বরটা দেখলেন এবার ৯ নম্বরটা দেখুন, নাম আলমাতী, কাজাখস্তান, ছবি নীচে:







নীচে ৮ নম্বর নিকৃষ্ট অবাসযোগ্য শহর ইরাকের রাজধানী বাগদাদ:





এরপর ৭ নং জঘন্য নোংরা শহর ভারতের মুম্বাই:





৬ নং নোংরা শহর হল ইথিওপিয়ার রাজধানী আদ্দিসআবাবা:







উপরের ছবিটা মেক্সিকো সিটি, মেক্সিকোর যা দুনিয়ার ৫ নং নিকৃষ্টতম শহর।



এরপর দুনিয়ার ৪ নং নোংরা শহর আবার কঙ্গোর একটা শহর:





দুনিয়ার ৩ নং নিকৃষ্টতম অবাসযোগ্য শহর হল আনতানানারিভো, মাদাগাষ্কার। ছবি নীচে:



হ্যাঁ এবার দেখুন আপাতত দুনিয়ার ২ নং নিকৃষ্টতম অবাসযোগ্য নোংরা শহর, বাংলাদেশের রাজধানী ঢাকা।





আর গবেষনাকারীরা বলে দুনিয়ার ১ নং নোংরা অবাসযোগ্য জঘন্যতম শহর হচ্ছে আজারবাইজানের রাজধানী বাকু, ছবি নীচে:





সুত্র নীচে:

Click This Link













মন্তব্য ১৯ টি রেটিং +১/-০

মন্তব্য (১৯) মন্তব্য লিখুন

১| ১১ ই এপ্রিল, ২০১৩ রাত ১:১১

নাহিদ সৈকত বলেছেন: গানায় যামুগারে পাগলা.... অইডা লিস্টত নাই !! :P :P

১১ ই এপ্রিল, ২০১৩ সকাল ৭:৪৮

ঢাকাবাসী বলেছেন: হ্যাঁ ঠিক ধরেছেন খাওয়া দাওয়ার বিষয়টা ঠিক করে অবশ্যই যেতে পারেন। ধন্যবাদ আপনাকে।

২| ১১ ই এপ্রিল, ২০১৩ রাত ২:৩০

পুংটা বলেছেন: ফাস্ট হইবার পারলাম না :((

১১ ই এপ্রিল, ২০১৩ সকাল ৭:৫০

ঢাকাবাসী বলেছেন: আমার তো মনে হয় আসলে ঢাকা ফাস্টই অইসে মাগার পারশিয়ালিটি কইরা সভ্য তেল সমৃদ্ধ দেশ আজারবাইজানরে ঢুকায়া দিসে। অনেক ধন্যবাদ আপনাকে।

৩| ১১ ই এপ্রিল, ২০১৩ রাত ২:৫৬

ক্লোরোফিল বলেছেন: জেনে জানা গেলো ভাল লাগলো, আপনাকে ধন্যবাদ পোষ্ট এর জন্য । অন্যরকম কষ্টের /পাশবিকতার কথা - Click This Link

১১ ই এপ্রিল, ২০১৩ সকাল ৭:৫১

ঢাকাবাসী বলেছেন: আপনাকেও অনেক ধন্যবাদ।

৪| ১১ ই এপ্রিল, ২০১৩ সকাল ৮:১৬

রিফাত হোসেন বলেছেন: জরিপ করল কেমতায় ? মানে কোন প্রতিষ্ঠান করল ?

দূষিত নগরী, নাকি বসবাসের অযোগ্য নগরী , নোংরা শহর তো পৃথিবীতে অভাব নাই !

উন্নতির দিক দিয়ে ঢাকা তো পিছিয়ে নেই আবার নোংরাও কম নয়, দূষিতও কম নয় । সব দিক দিয়ে মোটামোটি এ্যাভারেজ এ আছে !
তবে পরিকল্পনা বিহীন শহর এই ব্যাপার টপ এ রাখতে রাজী আছি !

১১ ই এপ্রিল, ২০১৩ দুপুর ১২:১৯

ঢাকাবাসী বলেছেন: সুত্রটা ক্লিক করলে পেতেন, এটা হাবপেজেস নামে একটা ঘরের খেয়ে বনের মোষ তাড়ানো প্রতিষ্ঠানের জরিপ্। এটাতে আরো ১৫ টা নোংরা শহরের নাম ছিল। দুনিয়ার অন্যতম নোংরা (Dirtiest) শহর হিসেবে ঢাকা ২নং। আপনাকে ধন্যবাদ। ভাল থাকুন।

৫| ১২ ই এপ্রিল, ২০১৩ দুপুর ২:২৬

উৎকৃষ্টতম বন্ধু বলেছেন: কিছু দিন আগে ব্লগে দেখলাম সবাই ক্যাচাল করতেসে যে ঢাকা ১ নং, আপনার এখানে দুই নং এ দেখে অন্তরে একটু শান্তি পেলাম।

১২ ই এপ্রিল, ২০১৩ বিকাল ৩:৪০

ঢাকাবাসী বলেছেন: আরে কেমন আছেন? আসলে ঢাকাকে ভালবাসেন তাই এই আবেগ, আর আমি তো ঢাকা বাসীই অনেক কাল থেকে- জন্ম থেকে। ধন্যবাদ আপনাকে। আপনি ভাল থাকুন।

৬| ১৩ ই এপ্রিল, ২০১৩ রাত ৮:৩৪

উৎকৃষ্টতম বন্ধু বলেছেন: ভাই ঢাকা বাংলাদেশকে প্রতিনিধিত্ব করে বলেই অমন আবেগ জন্ম হলো। কিন্তু ভাই, সত্যি বলছি প্লিজ মন খারাপ করবেন না, নিতান্ত দুঃখের সাথেই বলছি, ঢাকা আসলেই বসবাসের এক অযোগ্য নগরী। আমাদের চট্রগ্রামো একই পথে আছে।

১৩ ই এপ্রিল, ২০১৩ রাত ১০:২২

ঢাকাবাসী বলেছেন: যা বলিনি তা হলো ঢাকা ভয়ংকর শব্দবহুল, দুর্গন্ধময়, ভয়াবহ রকমের জনবহুল, আরো বহুরকম দূষনে আক্রান্ত যেমন পলিথিন, বাতাসে সীসা সহ আরো বহু রকমের দূষিত পদার্থ ইত্যাদি। এ নিয়ে কারো মাথা ব্যাথা আছে বলে মনে হয়না। ইতিমধ্যেই ঢাকা দুনিয়ার নিকৃষ্টতম বাসযোগ্য শহরে নাম লিখিয়েছে। ধন্যবাদ।

৭| ১৩ ই এপ্রিল, ২০১৩ রাত ৯:০৫

ধুম্রজ্বাল বলেছেন: আপনার পোস্টের সাথে ভীষন ভাবে দ্বিমত পোষন করছি। বাকি যে সব শহরের নাম আছে তা অনেকগুলিই আমার দেখা। সে তুলনায় ঢাকা এক অসাধারন সুন্দর নগরী।
আজেবাজে ব্লগ থেকে অনুবাদ করে দেশকে ছোট করবেন না।
দেশকে এভাবে দেখুন

অথবা

ভাল থাকুন

১৩ ই এপ্রিল, ২০১৩ রাত ১০:৩৭

ঢাকাবাসী বলেছেন: অবশ্যই আপনি দ্বিমত পোষন করতে পারেন, কিন্তু তাতে ঢাকা তিলোত্তমা হয়ে যাবেনা। উপরে ৬ নং কমেন্টে আমার উত্তরটা পড়ুন আর নীচে এই ব্লগেই শাকিল খানের লেখাটা পড়ুন যা যুক্তরাস্ট্রের প্রভাবশালী পত্রিকা ইকনমিস্ট এর একটা শাখার জরিপ এর উপর ভিত্তি করে লেখা। অবশ্য ওটাকে আজে বাজে মনে করলে কিছু করার নেই। পড়ার জন্য আর মন্তব্য করার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ।

Click This Link

৮| ১৩ ই এপ্রিল, ২০১৩ রাত ৯:১২

ঘুমন্ত আমি বলেছেন: যামুগা উগান্ডা !

১৩ ই এপ্রিল, ২০১৩ রাত ১০:২৬

ঢাকাবাসী বলেছেন: কাম্পালা সুন্দর পরিচ্ছন্ন শহর। তবু ঐযে বলে নিজের শহর বলে কথা! আপনাকে ধন্যবাদ।

৯| ১৪ ই এপ্রিল, ২০১৩ সকাল ১০:৫৭

জয়তি বন্দ্যোপাধ্যায় বলেছেন: এই পোস্টগুলি প্রচার করা দরকার।কলকাতাও খুব নোংরা।মানুষ এগুলি পড়ে রেগে গিয়ে স্বভাব বদলাবে।আমরা সরকারী ব্যবস্থাকে দায়ী না করে নিজেরা সচেতন হলে অনেক বদল সম্ভব।জলজমা,ড্রেন পরিস্কার ইত্যাদি বিষয়ে শুধু নির্ভর করা যায়।তাও মনে রাখতে হবে ড্রেণেও কি কি ফেলা উচিত কি কি নয়।সল্টলেকের একটা অঞ্চলে দেখেছিলাম নর্দমাগুলি খুব ভালো আর তাতে গাপ্পি মাছ ছাড়া হয়েছিল।ফলে প্রজননের অভাবে মশা কমে গিয়েছিল অবিশ্বাস্যভাবে।কিন্তু খুব অল্পদিন এটা সম্ভব হয়েছিল অসচেতন মানুষের আচরণে

১৫ ই এপ্রিল, ২০১৩ দুপুর ১২:১৯

ঢাকাবাসী বলেছেন: ঢাকাতে দুকোটির বেশী মানুষ বাস করে যা বাড়ছে প্রতি ঘন্টায়, আর এদের ৮০%- ৮৫% অশিক্ষিত, কমন সেন্স আইকিউ অতিা মাত্রায় কম। সুতরাং আশা নেই।
অনেক অনেক ধন্যবাদ আপনাকে আমার ব্লগে মন্তব্য করার জন্য।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.