![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
উপরের ছবিটা দেখেছেন? ছবিতে মাইক্রোসফট প্রতিষ্ঠাতা বিল গেটস করমর্দন করছেন দক্ষিন কোরিয়ার প্রসিডেন্ট পার্ক জুন হী' র সাথে।
তো তাতে সমস্যাটা কি?
হ্যাঁ সমস্যা হল গেটসএর বাঁ হাতটা পকেটের ভিতরে আর তিনি করমর্দন করছেন ডান হাতে যা সাধারনত সমবয়সী বা ছোট কারো সাথেই করা যায়। অন্তত দক্ষিন পুর্ব এশিয়ার সংস্কৃতিতে তাই বলে মনে হয়।
ব্যাস আর এতেই ক্ষেপেছে দক্ষিন কোরিয়ার কিছু পাবলিক।
কোরিয়ান পার্লামেন্টের সেক্রেটারী জেনারেল বলেন 'এটা খুবই দুঃখজনক', কেউ বলেন এটা গেটসের ইচ্ছাকৃত কারণ তিনি আগেও ২০০৮ সালে তখনকার প্রেসিডেন্ট প্রসিডেন্ট লী'র সাথে করমর্দন করার সময় পকেটে হাত রেখেই করেছিলেন।
অবশ্য প্রসিডেন্ট হাউস থেকে কিছুই বলা হয়নি, আর গেটস বাড়ী চলে এসেছেন।
তিনি গিয়েছিলেন তার নতুন নিউক্লিয়ার রিএকটর উন্নয়নের কারখানার প্রমোশনের ব্যাপারে।
সুত্র: Click This Link
২৩ শে এপ্রিল, ২০১৩ রাত ১১:১৪
ঢাকাবাসী বলেছেন: গেটসের পকেটে কিছুই থাকার কথা না, কারণ এইসব দেশের নিরাপত্তা ব্যাবস্হা সাংঘাতিক, আপনি তো দেখেছেনই। আপনার পড়া, অভিজ্ঞতা শেয়ার আর মন্তব্যের জন্য আন্তরিক ধন্যবাদ সাপিয়েন্স।
©somewhere in net ltd.
১|
২৩ শে এপ্রিল, ২০১৩ রাত ১০:৪৬
সাপিয়েন্স বলেছেন:
বেশ কয়েক বছর আগে একবার এক দলের সদস্য হিসেবে দক্ষিণ কোরিয়া গিয়েছিলাম। এত খাতির করেছিল, বিশেষত সব চেয়ে ভালো রেস্তরাঁগুলোতে ভুড়িভোজনে, যে আমরা কিছুটা ক্লান্ত হয়ে পড়েছিলাম। অধিকাংশ সময় আমাদের গাইড হিসেবে কাজ করেছিলেন এক অবসরপ্রাপ্তি কর্নেল। রাজধানী সোল শহরের মাঝ দিয়ে পর্যটনে যাওয়ার দেখলাম চারদিকে ঊঁচু দেয়াল আর তারকাঁটা দিয়ে ঘেরা শহরের সুবিশাল অংশ অধিকারী আমেরিকান সেনানিবাস। কর্নেল সাহেব বেশ বিরক্ত গলায় বলেছিলেন ঃ হারামীদের এখানে রাখার প্রতি পয়সা আমাদের দিতে হয়, এমনকি টুথপেস্টও কিনে দিতে হয়।
বিল গেটসের বাঁ পকেটে কি আছে?