![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
বিদেশী সেলিব্রেটিরা ডিভোর্স টিভোর্স দিলে পরে অসম্ভব রকমের টাকা দিতে হয়। এই যেমন উপরের টম ক্রুজ আর কেটি হোমসএর ডিভোর্স হল, টম বছরে ৪০ মিলিয়ন ডলার মানে প্রায় ৩২০ কোটি টাকা দিবে কেটিকে, তাদের মেয়ে সুরির ভরন পোষনের জন্য!
টারমিনেটর খ্যাত অভিনেতা আর্নল্ড শোয়ার্জনেগার আর তার স্ত্রী মারিয়া। এদের ডিভোর্স হয়নি কিন্তু যদি হয় তাহলে আর্নল্ডকে ২০০ মিলিয়ন ডলার দিতে হবে তার স্ত্রী মারিয়াকে!! ১৬০০ কোটি টাকা!
গলফার টাইগার উডস তার স্ত্রী এলিন নর্ডেগ্রেন কে ডিভোর্স দিলেন, গুনতে হলো ১০০ মিলিয়ন ডলার, প্রায় ৮০০ কোটি টাকা!
প্রখ্যাত অভিনেতা হ্যারিসন ফোর্ড আর তার স্ত্রী ম্যালিসা ম্যাথিসনকে ডিভোর্সে দিলেন ১১৮ মিলিয়ন ডলার, প্রায় ৯৪৪ কোটি টাকা!
অভিনেতা চার্লী শীন আর ব্রুক, তালাকের পর একটা বাচ্চার পালবার খরচ মাসে ৫৫০০০ ডলার দিতে হবে চার্লীকে!
বিখ্যাত গায়িকা ম্যাডোনা আর তার স্বামী পরিচালক গাই রিচি, ডিভোর্স হয়নি, কিন্তু হলে পরে ম্যাডোনা গাই রিচিকে দিবে ৯০ মিলিয়ন ডলার! উল্টো কেস!
বিখ্যাত অভিনেতা মেল গিবসন আর তার স্ত্রী রবীন, তালাকের মূল্য ৫০০ মিলিয়ন ডলার, ৪০০০ কোটি টাকা!!!
বিখ্যাত অভিনেতা হ্যারিসন ফোর্ড আর তার স্ত্রী মেলিসা মেথিসন, ডিভোর্স হলে ফোর্ড দিবে ১১৮ মিলিয়ন ডলার!
দুনিয়া খ্যাত পরিচালক স্টিফেন স্পিলবার্গ এর সাথে ডিভোর্স হল তার স্ত্রী এমি আরভিং এর সাথে, এমি পেল নগদে ১০০ মিলিয়ন ডলার!
সেই বিখ্যাত বক্সার মাইকেল জর্ডান তার স্ত্রী জুয়ানিটা ভেনয় কে ডিভোর্স দিলেন, ভেনয় পেল ১৬৮ মিলিয়ন ডলার, মানে প্রায় সাড়ে তেরোশ কোটি টাকা!!
টাইটানিক খ্যাত পরিচালক জেমস ক্যামেরুন আর লিনডা হ্যামিলটন এর বিবাহ বিচ্ছেদ হল. লিনডা পেলেন ১০২ মিলিয়ন ডলার!
এপর্যন্ত মেল গিবসনই সর্বোচ্চ টাকা ৫০০ মিলিয়ন ডলার দিয়ে দিয়ে চ্যাম্পিয়ন আছেন, তাইনা?
এবার দেখুন ডিভোর্সে ক্ষতিপুরনের বিশ্ব রেকর্ডধারীদের ছবি নীচে::
মিডিয়া মুগল রুপার্ট মারডক, বিশ্ব খ্যাত চ্যানেল ফক্স কর্পোরেশনের চেয়ারম্যান, একজন বিলিয়নেয়ার তাঁর স্ত্রী এ্যানার সাথে ডিভোর্স এর পর এ্যানা ক্ষতিপূরন পেলেন ১.৭ বিলিয়ন ডলার!!! প্রায় আধখানের বেশী পদ্মা সেতু হয়ে যায়!
সুত্র:
Click This Link
৩০ শে মে, ২০১৩ বিকাল ৪:৩১
ঢাকাবাসী বলেছেন: তা অবশ্যই ঠিক বলেছেন। মন্তব্যের জন্য আন্তরিক ধন্যবাদ।
২| ৩০ শে মে, ২০১৩ বিকাল ৪:৪৭
মোহাম্মদ হারুন বলেছেন: ভাল লাগলো , ধন্যবাদ।
৩০ শে মে, ২০১৩ বিকাল ৫:৪১
ঢাকাবাসী বলেছেন: আপনাকেও আন্তরিক ধন্যবাদ।
৩| ৩০ শে মে, ২০১৩ বিকাল ৫:০৫
mdrajibsamir বলেছেন: Good
৩০ শে মে, ২০১৩ বিকাল ৫:৪২
ঢাকাবাসী বলেছেন: অনেক অনেক ধন্যবাদ।
৪| ৩০ শে মে, ২০১৩ বিকাল ৫:২৭
মাহমুদুল হাসান কায়রো বলেছেন:
৩০ শে মে, ২০১৩ বিকাল ৫:৪৩
ঢাকাবাসী বলেছেন: আন্তরিক ধন্যবাদ আপনাকে।
৫| ৩০ শে মে, ২০১৩ বিকাল ৫:২৮
বাকি বিল্লাহ বলেছেন: খালি টাকার খেলা
৩০ শে মে, ২০১৩ বিকাল ৫:৪৪
ঢাকাবাসী বলেছেন: দুনিয়াটাই মনে হয় তাই, সর্বক্ষেত্রে সর্বস্তরে! অনেক অনেক ধন্যবাদ আপনাকে
৬| ৩০ শে মে, ২০১৩ বিকাল ৫:৩৯
স্বপনীল জলরং বলেছেন: এতো টেকা কিতার লাগি !!!!!
৩০ শে মে, ২০১৩ বিকাল ৫:৪৬
ঢাকাবাসী বলেছেন: বড়লুখ মাতারিরা থালাক লইলেই ফায়। ধইন্যবাদ, বালা থাখইন।
৭| ৩০ শে মে, ২০১৩ সন্ধ্যা ৬:০২
ওবায়েদুল আকবর বলেছেন: এর জন্যই পশ্চীমা দেশে মেয়েরা জুয়ান পোলা বাদ দিয়ে বুইড়া জামাই বিয়া করে। মরলেই টাকা আর টাকা।
আয়রনিঃ পোলারাও বিয়া করতে চায়না। লিভিং টুগেদার ইজ চিপার দ্যান ম্যারিজ।
৩০ শে মে, ২০১৩ সন্ধ্যা ৬:৪১
ঢাকাবাসী বলেছেন: আপনার দুটো তথ্যের প্রতিটি কথা ১০০% সত্যি। বিনীত ধন্যবাদ আপনাকে ।
৮| ৩০ শে মে, ২০১৩ সন্ধ্যা ৬:২৯
সাফায়াত কাদির বলেছেন: কেন টাকা দিব?
কে দিব? স্বামী না স্ত্রী?
৩০ শে মে, ২০১৩ সন্ধ্যা ৬:৪৪
ঢাকাবাসী বলেছেন: প্রায় সব ক্ষেত্রেই স্বামী বেচারাকেই দিতে হয়, কি আর করা? বিয়ের পর থেকেই স্বামীর নামের অংশ নিয়ে যে নেয়া শুরু করে তালাক হলেও নিতেই থাকে। যাবেন কোথায়? ধন্যবাদ আপনাকে।
৯| ৩০ শে মে, ২০১৩ সন্ধ্যা ৭:৩৬
হ্যাজাক বলেছেন: সেবিব্রেটি হমু
৩০ শে মে, ২০১৩ রাত ৯:৩৪
ঢাকাবাসী বলেছেন: কুনু অছুবিদা নাইক্কা, গরমেন্ট চাইলে আপনেরে ১০ মিলিটের মদ্যে বানায়া(!!) দিবার পারে। অইলে পরে আমাগো কথা মনে কইরেন। ধন্যবাদ আপনাকে।
১০| ৩০ শে মে, ২০১৩ রাত ১১:০১
খাটাস বলেছেন: সেলিব্রেটি দের লাইফ কাঁথা পড়তে ভাল লাগে না আমার। ছবি দেখতেই মজা পাই। পোষ্টে অনেক গুলো ছবি দেয়ার জন্য ধন্যবাদ।
৩১ শে মে, ২০১৩ রাত ১:৪০
ঢাকাবাসী বলেছেন: এটা ঠিক জীবন গাঁথা টাইপের না, কথা খুব কম, ছবিই সব। পড়বার জন্য বিনীত ধন্যবাদ নিন।
১১| ০১ লা জুন, ২০১৩ রাত ১২:৫৬
কান্ডারি অথর্ব বলেছেন:
০৩ রা জুন, ২০১৩ সকাল ১১:১৭
ঢাকাবাসী বলেছেন: পড়া আর ইমোর জন্য আন্তরিক ধন্যবাদ।
১২| ১১ ই জুন, ২০১৩ রাত ৯:২১
তুষার আহাসান বলেছেন: সেলিব্রেটিদের সবেই টাকার খেল!
পোস্টে ৩নং ভাল লাগা।
১১ ই জুন, ২০১৩ রাত ১১:৪৪
ঢাকাবাসী বলেছেন: হ্যাঁ ভাই এদের সব কিছুতেই কিছু শো আর টাকার খেলা। পড়ার জন্য আর মন্তব্যের জন্য ধন্যবাদ।
১৩| ১৭ ই জুন, ২০১৩ দুপুর ১:১৬
ইরফান আহমেদ বর্ষণ বলেছেন: বুঝলাম.........
১৮ ই জুন, ২০১৩ রাত ৯:২৯
ঢাকাবাসী বলেছেন: আমি কইলাম বুঝি নাই। তবে আপনাকে আন্তরিক ধন্যবাদ ভাই। ভাল থাকুন।
©somewhere in net ltd.
১|
৩০ শে মে, ২০১৩ বিকাল ৪:০৪
জহীরুল ইসলাম বলেছেন: ট্যাহা দিব না ক্যা, যেমনে কামাইছে এমনে দিব