নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি ঢাকার বাসিন্দা- মানুষকে ভালবাসি আর ভালবাসি প্রকৃতিকে

ঢাকাবাসী

প্রকৃতিকে ভালবাসি।

ঢাকাবাসী › বিস্তারিত পোস্টঃ

দুনিয়ায় সবচাইতে বেশী প্রায় সাড়ে চার হাজার কোটি টাকার লটারী জিতলেন ৮৪ বছর বয়সী আমেরিকান

০৬ ই জুন, ২০১৩ বিকাল ৩:৫২

গতকালও তিনি ছিলেন অখ্যাত ফ্লোরিডার যেফারহিলসে একটা







ভাংগাচোরা টিনের ডুপ্লেক্স বাসায় বসবাসকারী নিম্ন মধ্যবিত্ত আমেরিকান। একটা পুরোনো ফোর্ড ফোকাস গাড়ী চালান, আজ তিনি একজন ধনী প্রায় সেলেব্রেটি মহিলা!

গত বুধবার এই ফ্লোরিডার এক ছেোট্ট শহরের ৮৪ বছর বয়সী গ্লোরিয়া সি ম্যাকেন্জী জিতলেন পাচশ সত্তর মিলিয়ন ডলারের পাওয়ার বল জ্যাকপট লটারীর পুরষ্কারের অর্থ!

জিতেছিলেন আগেই কাল বুধবার গিয়ে লটারী অফিসে দাবী করে টাকাটা আনবার বন্দোবস্ত করে আসলেন। সাথে ছিলেন দুজন অজ্ঞাত উকিল আর তার ছেলে। ছবিতে বায়ে তার ছেলে।

পুরষ্কারের ঘোষিত টাকা ৫৭০ মিলিয়ন ডলার, দেয়া হবে ৩৭০ মিলিয়ন ডলার আর ট্যাক্স ফ্যাক্স কেটে হাতে পাবেন ২৭০ মিলিয়ন ডলার, প্রায় দুই হাজার একশ ষাট কোটি টাকা, ২১৬০ কোটি টাকা!

ভাগ্য! কেনবার সময় লাইনে থাকতে এক লোক তাকে লাইন ছেড়ে এগিয়ে দেন আর তিনি ঐ নম্বরের টিকিটটাই পান যা তাকে শতকোটিপতি করে দিয়েছে।

তার ঐ শহরটাতে মাত্র ১৩৩০০ লোক বাস করে।



সুত্র: Click This Link





মন্তব্য ১৯ টি রেটিং +৩/-০

মন্তব্য (১৯) মন্তব্য লিখুন

১| ০৬ ই জুন, ২০১৩ বিকাল ৪:০২

কান্ডারি অথর্ব বলেছেন:

হায় ভাগ্য রে !!! :( :( :(

০৬ ই জুন, ২০১৩ বিকাল ৪:০৫

ঢাকাবাসী বলেছেন: আসলেই ভাগ্য। অনেক ধন্যবাদ আপনাকে।

২| ০৬ ই জুন, ২০১৩ বিকাল ৪:০৫

ফরিদ আলম বলেছেন: B-) B-)

০৬ ই জুন, ২০১৩ বিকাল ৪:০৬

ঢাকাবাসী বলেছেন: পড়ার জন্য অনেক অনেক ধন্যবাদ।

৩| ০৬ ই জুন, ২০১৩ বিকাল ৪:১৩

বিদ্রোহী ভৃগু বলেছেন: এরেই
কপালের নাম গোপাল
কপাল হইলে ভালা
লাগায় মাকাল বীজ
ফলায় সোনার গোলা ;)

=p~ =p~ =p~ =p~ =p~ =p~

কনগ্রাচুলেশন মহিলাকে!!!!

০৬ ই জুন, ২০১৩ বিকাল ৪:৩৯

ঢাকাবাসী বলেছেন: পড়ার জন্য আর মন্তব্যের জন্য ধন্যবাদ। ভাল থাকুন।

৪| ০৬ ই জুন, ২০১৩ বিকাল ৪:৩১

সোহাগ সকাল বলেছেন: এই মহিলা তো শান্তিতে মরতেও পারবো না। মরার আগে টাকা খরচ করতে পারলো না এই দুঃখে কইলজা ফাইটা মইরা-ই যায় কিনা! /:)

০৬ ই জুন, ২০১৩ বিকাল ৪:৪১

ঢাকাবাসী বলেছেন: যমের মুখে ছাই দিয়ে মরতে মরতে আরো দশ পনের বছর, সুতরাং..। অনেক ধন্যবাদ আপনাকে।

৫| ০৬ ই জুন, ২০১৩ বিকাল ৪:৪৩

টানিম বলেছেন: আমার টেকাটুকা নাই , আমি পাইলাম না ক্যা ?

০৬ ই জুন, ২০১৩ রাত ১০:৩৫

ঢাকাবাসী বলেছেন: আম্মো তাই ভাবছি। পড়ে মন্তব্য করার জন্য অনেক ধন্যবাদ আপনাকে।

৬| ০৬ ই জুন, ২০১৩ বিকাল ৪:৪৫

বাংলাদেশী দালাল বলেছেন: ভাগ্য! কেনবার সময় লাইনে থাকতে এক লোক তাকে লাইন ছেড়ে এগিয়ে দেন আর তিনি ঐ নম্বরের টিকিটটাই পান যা তাকে শতকোটিপতি করে দিয়েছে।


ঐ ভদ্র লোক বেচে আছেন।

শেয়ার করার জন্য ধন্যবাদ।

০৬ ই জুন, ২০১৩ রাত ১০:৩৭

ঢাকাবাসী বলেছেন: ঐ ভদ্রলোক হার্টফেল করলে খবর হত কি বলেন? সিরিয়াস পয়েন্ট ধরবার জন্য আর মন্তব্য করার জন্য আন্তরিক ধন্যবাদ আপনাকে।

৭| ০৬ ই জুন, ২০১৩ বিকাল ৫:০৫

তন্ময় চক্রবর্তী বলেছেন: যে ভদ্রলোক মিস করেছে, তার অনুভুতি জানতে ইচ্ছা করছে। চেহারাট দেখতে পারলে আরো ভালো লাগতো।

উপরওয়ালা যাভভি দেতা, দেতা ছাপ্পর ফাড়কে ...

০৬ ই জুন, ২০১৩ রাত ১০:৪১

ঢাকাবাসী বলেছেন: হ্যাঁ তার অনুভুতি আর চেহারা নিশ্চই ভাল না বরং ভয়ংকর! ইয়ে ঐ ছাপ্পর ফাড়কের ব্যাপারটার সময় উপরওয়ালা আমাদের দেখে টেখে না? মজার মন্তব্য করার জন্য অনেক অনেক ধন্যবাদ। ভাল থাকুন।

৮| ০৬ ই জুন, ২০১৩ বিকাল ৫:৩৩

েমা ফয়সাল হাসনাইন বলেছেন: আমি কবে পামু :(

০৬ ই জুন, ২০১৩ রাত ১০:৪৩

ঢাকাবাসী বলেছেন: স্হান কাল মিলাবেন, যেমন ফ্লোরিডার যফারহিলসে টিনের ডুপ্লেক্সে থাকা, পুরাণ ফোর্ড ফোকাস চালানো... ম্যালা কিছু ..তারপর। অনেক অনেক ধন্যবাদ আপনাকে।

৯| ০৬ ই জুন, ২০১৩ সন্ধ্যা ৬:১৮

ভুল্কিস বলেছেন: লটারি- ফটারি খেলন ভালো না /:)
(মেরা নাম্বার কব আয়েগা :(( )

০৬ ই জুন, ২০১৩ রাত ১০:৪৪

ঢাকাবাসী বলেছেন: ইন্তেযার কিজিয়ে, আওর ইন্তেযার কি ঘড়ি বহুৎ লাম্বি হোতি হ্যায়। পড়নে কে লিয়ে বহুৎ বহুৎ শুকরিয়া।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.