![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
১। তিব্বতি কুকুর, নাম টিবেটান ম্যাসটিফ আর দাম ১২ কোটি টাকা!! হ্যাঁ ১.৫ মিলিয়ন ডলার এই পোষা প্রানীটির দাম।
২। হোয়াইট লায়ন কাব, সাদা সিংহের বাচ্চা আর কি, দাম ১৩৮০০০ ডলার!
৩। চায়নীজ ক্রেস্টেড ডগ, ছিলা কুত্তা! দাম ৪০০ ডলার থেকে ৭০০ ডলার!
৪। স্ট্রাইপড বল পাইথন, ডোরাকাটা অজগর দাম ১০০০০ ডলার!
৫। ডায়মন্ড আই ক্যাট বা থাই ভাষায় খাও মানি ক্যাট, দাম ৮০০ থেকে ১৬০০ ডলার।
৬। হায়াসিন্থ ম্যাকায়, এটা নাকি দুনিয়ার সবচাইতে বড় উড়ন্ত টিয়া, দাম ১২০০০ ডলার।
৭। উপরের এটা আইরিশ উলফ হাউন্ড, বেশ লম্বা এক ধরনের ককুর। দাম ২২০০ ডলার।
৮। স্কুইরেল মানকি, বান্দরের দাম ৭০০০ ডলার!
৯। সাভান্নাহ ক্যাট, দাম ৭০০০ ডলার থেকে ২০০০০ ডলার!
১০। ইংলিশ বুলডগ, দাম ১০০০ ডলার।
১১। লোচেন ডগ, জার্মান, দাম ১৮০০ ডলার থেকে ২০০০ ডলার।
১২। ফারাও হাউন্ড, বাড়ী মিসর, দাম ১২০০ ডলার থেকে ২০০০ ডলার।
১৩। দি বেঙ্গল, এটা একটা শংকর প্রজাতির সাইবেরিয়ান কুকুর, দাম ৯০০ ডলার!
১৪। সবশেষে শিম্পান্জী, এরা একটু হিংস্র হয়, দাম ২৫০০০ ডলার প্রায় কুড়ি লাখ টাকা!
সুত্র: Click This Link
১৭ ই জুন, ২০১৩ সকাল ৮:২১
ঢাকাবাসী বলেছেন: ভাল বলেছেন, আম্মো মজা পেলুম। আপনাকে আন্তরিক ধন্যবাদ।
২| ১৭ ই জুন, ২০১৩ রাত ১:৫৪
খেয়া ঘাট বলেছেন: কিছুদিন আগে এক চায়নীজ ব্যবসায়ি নীচের কবতুর কিনেছেন। দাম মাত্র
৪০০ হাজার মার্কিন ডলার। নীচে ছবি দিলাম
১৭ ই জুন, ২০১৩ সকাল ৮:২২
ঢাকাবাসী বলেছেন: আরিব্বাস! চমৎকার ছবিসহ তথ্যটির জন্য আর পড়ার জন্য ধন্যবাদ।
৩| ১৭ ই জুন, ২০১৩ রাত ১:৫৫
খেয়া ঘাট বলেছেন: পাখীর দামের বিশ্ব রেকর্ড
১৭ ই জুন, ২০১৩ সকাল ৮:২৩
ঢাকাবাসী বলেছেন: চীনারা যা করে বিশ্বরেকর্ডই হয়। ধন্যবাদ।
৪| ১৭ ই জুন, ২০১৩ রাত ১:৫৭
খেয়া ঘাট বলেছেন: লিংক আসেনি, নিউজটি হলো-
BRUSSELS — Flying high above Europe's economic crisis, a local lightning-fast pigeon called Bolt became the world's most expensive racing bird when his Belgian breeder sold it for $400,000 to a Chinese businessman.
১৭ ই জুন, ২০১৩ সকাল ৮:২৪
ঢাকাবাসী বলেছেন: বাঃ, চমৎকার, ধন্যবাদ আপনাকে।
৫| ১৭ ই জুন, ২০১৩ রাত ২:০০
সোহাগ সকাল বলেছেন: আমার চাইতে এইগুলার দাম দেখা যায় বেশি!!
১৭ ই জুন, ২০১৩ সকাল ৮:২৪
ঢাকাবাসী বলেছেন: আর বলবেন না, এদের কান্ডজ্ঞানের ঘাটতি আছে মনে হয়! অনেক ধন্যবাদ আপনাকে।
৬| ১৭ ই জুন, ২০১৩ রাত ৩:১৭
*কুনোব্যাঙ* বলেছেন: খাইছে। দুনিয়ায় দেখি টাকার খালি ছড়াছড়ি
১৭ ই জুন, ২০১৩ সকাল ৮:২৮
ঢাকাবাসী বলেছেন: ঢাকায় পাঁচসিকায় ৪ জনের দুবেলার মাছ তরকারীর কাঁচা বাজার করেছি। অনেক ধন্যবাদ *কুনোব্যাঙ* আপনাকে।
৭| ১৭ ই জুন, ২০১৩ সকাল ৯:০৯
বাংলাদেশী দালাল বলেছেন: আমাগো দেশী লেরি কুত্তার দাম জানেন? বিদেশে কোটি টেকা দিয়্যাও পাওয়া যাই বোনা।
পোস্টে মাইনাচ।
১৭ ই জুন, ২০১৩ দুপুর ১:৩৭
ঢাকাবাসী বলেছেন: বিদেশে ঐ জিনিস পাওয়া যাবেনা, একেবারে সত্যি। পড়ার জন্য আর মাইনাচের জন্য আপনাকে অনেক ধন্যবাদ। ভাল থাকুন।
৮| ১৭ ই জুন, ২০১৩ সকাল ৯:১২
বিলাল বলেছেন: খাইচে আমারে,
আমার চৌদ্দগোষ্টিও দেখি এই দামে বিকোবেনা।
১৭ ই জুন, ২০১৩ দুপুর ১:৩৯
ঢাকাবাসী বলেছেন: খাইচে কি বলচেন আপনার কি কোন দাম হয়? অমূল্য আপনি। মন্তব্যের জন্য আন্তরিক ধন্যবাদ নিন।
৯| ১৭ ই জুন, ২০১৩ সকাল ৯:১৯
ইরফান আহমেদ বর্ষণ বলেছেন: মাশাল্লাহ.............
১৭ ই জুন, ২০১৩ দুপুর ১:৪০
ঢাকাবাসী বলেছেন: হ্যাঁ ভাই সৃস্টিকর্তার অপুর্ব সৃস্টিকে মানুষে অদ্ভুত দাম ধরেছে। ধন্যবাদ আপনাকে।
১০| ১৭ ই জুন, ২০১৩ সকাল ৯:৪৪
কান্ডারি অথর্ব বলেছেন:
বাংলাদেশী দালাল বলেছেন: আমাগো দেশী লেরি কুত্তার দাম জানেন? বিদেশে কোটি টেকা দিয়্যাও পাওয়া যাই বোনা।
পোস্টে মাইনাচ।
সহমত।
১৭ ই জুন, ২০১৩ দুপুর ১:৪১
ঢাকাবাসী বলেছেন: হ্যালো। মাইনাচে মাইনাচে প্লাস? দিশি জিনিস সর্বদাই ভাল। আপনাকে অনেক অনেক ধন্যবাদ।
১১| ১৭ ই জুন, ২০১৩ সকাল ১১:২৮
হাসি .. বলেছেন: ++++++++++++
১৭ ই জুন, ২০১৩ দুপুর ১:৪৩
ঢাকাবাসী বলেছেন: অত্তোগুলো প্লাস! আমার তরফ থেকেও সেজন্য অনেক অনেক আন্তরিক ধন্যবাদ হাসি।
১২| ১৭ ই জুন, ২০১৩ দুপুর ২:২৮
~মাইনাচ~ বলেছেন: ওরে বাব্বাহ এত দাম??
মাইনাচ
১৭ ই জুন, ২০১৩ বিকাল ৫:৪৬
ঢাকাবাসী বলেছেন: আসলেই এত দাম?? মাইনাচটা ভালই তো। তা সেজন্য আপনাকে আন্তরিক ধন্যবাদ। ভাল থাকুন।
১৩| ১৭ ই জুন, ২০১৩ বিকাল ৪:২৩
ড. জেকিল বলেছেন: এরা কি টাকা রাখার জায়গা না পেয়ে এইসব করে নাকি ? আজিব !!!!
১৭ ই জুন, ২০১৩ বিকাল ৫:৪৮
ঢাকাবাসী বলেছেন: মি. হাইড টাকা রাখার জায়গা পায়না! আসলেই আজিব!!! পড়া আর সুন্দর মন্তব্যের জন্য অনেক অনেক ধন্যবাদ।
১৪| ১৭ ই জুন, ২০১৩ রাত ১১:৪৯
sajidboss বলেছেন: পরের জন্মে মানুষ ব্যতিত অন্য কিছু হইতে হইলে কি হওয়া উচিত তা সম্পর্কে একটা ভালো ধারণা পেলাম
১৮ ই জুন, ২০১৩ রাত ৯:২৭
ঢাকাবাসী বলেছেন: মন্তব্যটাতে মজা পেলুম। শিবরাম পড়েন? পড়া আর সুন্দর মজার মন্তব্যের জন্য আন্তরিক ধন্যবাদ।
১৫| ১৮ ই জুন, ২০১৩ সকাল ৯:২৬
মাসুম আহমদ ১৪ বলেছেন: এত দাম
১৮ ই জুন, ২০১৩ রাত ৯:২৮
ঢাকাবাসী বলেছেন: এক দেশের অর্থমন্ত্রী বলবেন এটা কোন টাকা হলো? অনেক ধন্যবাদ আপনাকে, ভাল থাকুন।
১৬| ১৮ ই জুন, ২০১৩ রাত ৯:৪৫
এহসান সাবির বলেছেন: ওরে বাপরে....!!
পোস্টে ++++
২০ শে জুন, ২০১৩ রাত ১০:৪৯
ঢাকাবাসী বলেছেন: পড়ার জন্য আর মন্তব্যের জন্য আপনাকে আন্তরিক ধন্যবাদ। আমার ব্লগে স্বাগতম, সাথে থাকুন।
১৭| ০২ রা জুলাই, ২০১৩ দুপুর ১২:৩৫
উৎকৃষ্টতম বন্ধু বলেছেন: ভাগ্যিস আমার প্রাণী পোষার প্রতি কোনো আগ্রহ নাই। আমার কাছে এগুলা সময় এবং সম্পদের অপচয় মনে হয়। দাম দেখে অবশ্যই অবাক হইলাম।
০৩ রা জুলাই, ২০১৩ দুপুর ১:৪৭
ঢাকাবাসী বলেছেন: স্বাগতম, হ্যাঁ আমাদের জন্য এসব তো সময় আর সম্পদের অপচয় অবশ্যি। আর দাম? যার কাছে শতকোটি আছে তার কাছে মনে হয় এটা কোন টাকাই না! ধন্যবাদ আপনাকে। ভাল থাকুন।
©somewhere in net ltd.
১|
১৭ ই জুন, ২০১৩ রাত ১:৩৭
খাটাস বলেছেন:
পড়ে গেলাম দাম শুনে। কিন্তু সুন্দর তথ্য।
বান্দুর টা চরম লাগল।
৭০০০ ডলার ধার দেন, বান্দর টা কিনে ফেলি। :#> :#>
প্লাস।