নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি ঢাকার বাসিন্দা- মানুষকে ভালবাসি আর ভালবাসি প্রকৃতিকে

ঢাকাবাসী

প্রকৃতিকে ভালবাসি।

ঢাকাবাসী › বিস্তারিত পোস্টঃ

দুনিয়ার সবচাইতে নিরব নিস্তব্ধ কামরা, এখানে থাকলে কিছুক্ষনের মধ্যে আপনি শ্রেফ পাগল হয়ে যাবেন

২০ শে জুলাই, ২০১৩ রাত ১২:২৭





উপরে ছবিতে যা দেখছেন সেটা যুক্তরাস্ট্রের মিনেসোটা অংগরাজ্যের এক জায়গার ছোট একটা রুম বা কামরা। এটা বিশেষ ভাবে নির্মিত রুম যা ৯৯% শব্দকে প্রতিরোধ করে, অর্থাৎ বাইরের কোন শব্দ এখানে ঢুকতে পারবেনা!



মজার ব্যাপার হলো আমাদের শরীর ও মন শব্দ শুনতে অভ্যস্ত, শব্দ শোনার জন্য সেটা টিউনড।



সুতরাং ঐ রুমে আপনি কিছুক্ষন থাকলে আপনি নিজের হার্টবিটের শব্দ, ফুসফুসের ফোস ফাস শব্দ, পাকস্হলির ভুটুর ভাটুর শব্দ সবই শুনতে পারবেন।



সেখানে আপনি নিজেই একটা শব্দ হয়ে পড়বেন। যেহেতু এত নিস্তব্ধতায় আপনার শরীর অভস্ত নয়, সেজন্য শরীরের ভারসাম্য বা ব্যালান্স রক্ষার জন্য আপনার বসবার জন্য একটা চেয়ার দরকার হবে।

হ্যাঁ আপনি দাড়িয়ে থাকতে পারবেননা!



সবচাইতে বিপদজনক হলো ঐ রুমে ৪৫ মিনিট থাকলে আপনি শ্রেফ

পাগল হয়ে যাবেন!



৪৫ মিনিটে উন্মাদ!



থাক যাবার দরকার নেই, কি বলেন?



সুত্র:



Click This Link

মন্তব্য ৪৪ টি রেটিং +১০/-০

মন্তব্য (৪৪) মন্তব্য লিখুন

১| ২০ শে জুলাই, ২০১৩ রাত ১২:৩৬

খেয়া ঘাট বলেছেন: ভয় পেলাম।

২০ শে জুলাই, ২০১৩ বিকাল ৫:৫৮

ঢাকাবাসী বলেছেন: ভয় পাওয়ার মত কিছু নেই মনে হয়, আপনাকে একা থাকতে দেয়া হবেনা। সুতরাং পাগল হবেন না! ধন্যবাদ আপনাকে।

২| ২০ শে জুলাই, ২০১৩ রাত ১২:৩৭

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: দারুন ইন্টারেস্টিং একটা ব্যাপার! আমার তো কিছুটা যেতে লোভ হচ্ছে!!!
আচ্ছা ঐ রুমে থেকে যদি মোবাইলে কথা বলি বা হেডফোনে গান শুনি, তাহলে ব্যাপারটা কেমন হতে পারে??

২০ শে জুলাই, ২০১৩ সন্ধ্যা ৬:০৬

ঢাকাবাসী বলেছেন: লোভ হওয়াটা স্বাভাবিক কারণ জায়গাটা বেশ ইন্টারেস্টিং। মোবাইলে কথা বলা বা হেডফোনে গান শোনা নিয়ে কিছু জানা নেই আমার তবে অভিজ্ঞতা থেকে বলতে পারি দারুন কিছু একটা ঘটবে। অনেক ধন্যবাদ পড়ার জন্য।

৩| ২০ শে জুলাই, ২০১৩ রাত ১২:৩৯

সর্বনাশা বলেছেন:

ইন্টারেস্টিং ! +

২০ শে জুলাই, ২০১৩ সন্ধ্যা ৬:০৮

ঢাকাবাসী বলেছেন: হ্যাঁ ভাই বেশ ইন্টারেস্টিং। পড়ার জন্য ধন্যবাদ আপনাকে।

৪| ২০ শে জুলাই, ২০১৩ রাত ১:০৯

উৎকৃষ্টতম বন্ধু বলেছেন: ভাই এবারের পোস্টটা জটিল লাগলো। প্লাসের বন্যা। তবে আমার থাকার ইচ্ছা আছে এই রুম এ।

২০ শে জুলাই, ২০১৩ সন্ধ্যা ৬:১০

ঢাকাবাসী বলেছেন: হ্যাঁ বেশ মজার! শুনেছি থাকতে দেয় টেয় না, প্রবেশাধিকার সংরক্ষিত, তবে ঘুরে আসতে পারেন। পড়া আর মন্তব্যের জন্য আর প্লাসের জন্য আন্তরিক ধন্যবাদ। ভাল থাকুন।

৫| ২০ শে জুলাই, ২০১৩ রাত ১:১০

টেস্টিং সল্ট বলেছেন: চমৎকার। ডিজাইন দেখে মনে হচ্ছে বাংলাদেশে এরকম বানানো সম্ভব। কাছাকাছি বানানো যেতেই পারে।

২০ শে জুলাই, ২০১৩ সন্ধ্যা ৬:১২

ঢাকাবাসী বলেছেন: অবশ্যই সম্ভব। ডিজাইন আর মেটেরিয়ালের নমুনা স্পেশিফিকেশন জানা থাকলে নিশ্চই সম্ভব। আপনাকে আগাম অভিনন্দন। পড়ার জন্য বিনীত ধন্যবাদ।

৬| ২০ শে জুলাই, ২০১৩ রাত ১:১৬

প্রোফেসর শঙ্কু বলেছেন: ভীষণ ইন্টারেস্টিং!

২০ শে জুলাই, ২০১৩ সন্ধ্যা ৬:১৩

ঢাকাবাসী বলেছেন: আমার কাছেও মনে হলো। পড়ে মন্তব্য করার জন্য আন্তরিক ধন্যবাদ।

৭| ২০ শে জুলাই, ২০১৩ রাত ১:৪৭

স্বপ্নবাজ অভি বলেছেন: ভয় পেলাম

২০ শে জুলাই, ২০১৩ সন্ধ্যা ৬:১৬

ঢাকাবাসী বলেছেন: না না ভয় পাওয়ার কি আছে ভাই। ভিতরে ৪৫ মিনিট না থাকলে ভয় কিসের? ভানু ব্যানার্জীর মত বলি তাইলে হালায় যুদ্ধেই যামুনা! পড়ার জন্য ধন্যবাদ নিন।

৮| ২০ শে জুলাই, ২০১৩ রাত ১:৫৭

আমিনুর রহমান বলেছেন:


শক্ত মনের মানুষগুলো হয়ত উম্মাদ হয়ে যাবে তবে আমার মনে হয় বেশিরভাগ মানুষই ১ ঘন্টার মধ্যে মারা যাবে।

২০ শে জুলাই, ২০১৩ সন্ধ্যা ৬:১৮

ঢাকাবাসী বলেছেন: সম্ভবত আপনি ঠিক বলেছেন। নিঃসঙ্গতা আর নিস্তব্ধতা মানুষকে খুন করতে পারে। মন্তব্যের জন্য আন্তরিক ধন্যবাদ ভাই। ভাল থাকুন।

৯| ২০ শে জুলাই, ২০১৩ রাত ২:০৪

হাসান মাহবুব বলেছেন: কন কী! B:-)

২০ শে জুলাই, ২০১৩ সন্ধ্যা ৬:১৯

ঢাকাবাসী বলেছেন: যা শুনলেন বা পড়লেন! পড়ার জন্য বিনীত ধন্যবাদ ভাই।

১০| ২০ শে জুলাই, ২০১৩ রাত ২:৩০

স্নিগ্ধ শোভন বলেছেন:
B:-) B:-) B:-) B:-) B:-)

২০ শে জুলাই, ২০১৩ সন্ধ্যা ৬:২০

ঢাকাবাসী বলেছেন: মজার! অনেক অনেক ধন্যবাদ ভাই।

১১| ২০ শে জুলাই, ২০১৩ রাত ২:৩৫

এম এস সোহেল বলেছেন: ওরে বাপরে সাংঘাতিক ব্যপার


আচ্ছা যদি পাগল গিয়ে বসে কি হবে?:)

২০ শে জুলাই, ২০১৩ সন্ধ্যা ৬:২৩

ঢাকাবাসী বলেছেন: আসলেই খানিকটা কৌতুহলোদ্দিপক। মনে হয় পাগল ভাল হয়ে যাবে, তা আছে নাকি কাউকে পাঠাবার মত? পড়ে মন্তব্য করার জন্য অনেক ধন্যবাদ ভাই।

১২| ২০ শে জুলাই, ২০১৩ দুপুর ১২:০৭

ম্যানিলা নিশি বলেছেন:

এই রুমে অরিজিনাল পাগল ৪৫ মিনিট থাকলে দিব্যি সুস্থ্য হয়ে উঠবেন।

২০ শে জুলাই, ২০১৩ সন্ধ্যা ৬:২৪

ঢাকাবাসী বলেছেন: এবসলিউটলি রাইট! পড়ার জন্য আর সুন্দর মন্তব্য করার জন্য অনেক অনেক ধন্যবাদ আপনাকে।

১৩| ২০ শে জুলাই, ২০১৩ দুপুর ১২:২০

মনিরা সুলতানা বলেছেন: এখানে কি শাস্তির জন্য নেয়া হয় ?
ভয় পেলাম ।।

২০ শে জুলাই, ২০১৩ সন্ধ্যা ৬:২৬

ঢাকাবাসী বলেছেন: আরে না না, এটা বৈজ্ঞানিক গবেষনার ব্যাপার স্যাপার! আম্মো মজা পেলুম। অনেক অনেক ধন্যবাদ আপনাকে, আর স্বাগতম আমার ব্লগে।

১৪| ২০ শে জুলাই, ২০১৩ দুপুর ১২:২৬

দি সুফি বলেছেন: ল্যাপটপ নিয়া ঢুকলে কোন টেনশন নাই B-)) B-))

২০ শে জুলাই, ২০১৩ সন্ধ্যা ৬:২৮

ঢাকাবাসী বলেছেন: নিশ্চই আছে, স্পিকারের সাউন্ড ভয়ংকর হয়ে আপনার কানে ধরা দিতে পারে, মে বি ফ্যাটাল! অনেক ধন্যবাদ আপনাকে।

১৫| ২০ শে জুলাই, ২০১৩ দুপুর ১২:৩০

মদন বলেছেন: যাওয়ার ইচ্ছে থাকলো

২০ শে জুলাই, ২০১৩ সন্ধ্যা ৬:৩১

ঢাকাবাসী বলেছেন: ঢাকা -দুবাই- পরদিন জেএফকে; পরদিন মিনেসোটা, যান ঘুরে আসুন, ভাল লাগবে। আপনাকে আপনার চমৎকার ইচ্ছার জন্য অনেক অনেক অভিনন্দন আর ধন্যবাদ ভাই।

১৬| ২০ শে জুলাই, ২০১৩ দুপুর ২:৩৭

সাদা রং- বলেছেন: আমাদের দেশের অপরাধিদের ধরে এনে শাস্তির ব্যবস্থা করতে পারে।

২০ শে জুলাই, ২০১৩ সন্ধ্যা ৬:৩৩

ঢাকাবাসী বলেছেন: আরিব্বাপ, খুব এক্সপেনসিভ হয়ে যাবে না ব্যাপারটা? ন্যুনপক্ষে লাখ পনেরোর ধাক্কা। যাকগে আপনাকে মজার সাজেশনের জন্য আর সাথে মন্তব্যের জন্য আন্তরিক ধন্যবাদ।

১৭| ২০ শে জুলাই, ২০১৩ দুপুর ২:৫১

শায়মা বলেছেন: এম এস সোহেল বলেছেন: ওরে বাপরে সাংঘাতিক ব্যপার


আচ্ছা যদি পাগল গিয়ে বসে কি হবে?:)



হা হা


আসলেই তাদের কিছুই হবেনা

২০ শে জুলাই, ২০১৩ সন্ধ্যা ৬:৩৫

ঢাকাবাসী বলেছেন: হয়ত ঠিকই বলেছেন, তাদের সেই শব্দময় পরিবেশ বা শব্দহীনতার বোধই হয়তো নেই! আপনার মন্তব্যের জন্য আন্তরিক ধন্যবাদ।

১৮| ২০ শে জুলাই, ২০১৩ সন্ধ্যা ৬:৪২

একজন ঘূণপোকা বলেছেন: কস কি মমিন

২০ শে জুলাই, ২০১৩ সন্ধ্যা ৬:৪৬

ঢাকাবাসী বলেছেন: মমিনে কি কইবো, শব্দ না থাকনে ঐখানে বয়া বয়া পাগল হওনের দশা আরকি! পড়নের লাইগা ধৈন্যবাদ। ভালা থাইকেন।

১৯| ২০ শে জুলাই, ২০১৩ রাত ৮:৪৯

মোতাব্বির কাগু বলেছেন:

২০ শে জুলাই, ২০১৩ রাত ৯:১১

ঢাকাবাসী বলেছেন: বেশ লাগল ভিডিও ক্লিপটা, শেখার আছে অনেক কিছু। কষ্ট করে পড়া আর সুন্দর একটা ট্রেনিং ভিডিও ক্লিপ শেয়ার করার জন্য আন্তরিক ধন্যবাদ।

২০| ২১ শে জুলাই, ২০১৩ রাত ১২:০৫

কান্ডারি অথর্ব বলেছেন:
B:-) B:-) B:-) B:-) B:-) B:-) B:-)

২১ শে জুলাই, ২০১৩ দুপুর ২:৪৩

ঢাকাবাসী বলেছেন: জিনিসটা অদ্ভুত। পড়া আর মন্তব্য করার (ইমো দিয়ে) জন্য ধন্যবাদ নিন। ভাল থাকবেন।

২১| ২১ শে জুলাই, ২০১৩ দুপুর ২:৪৯

মিত্রাক্ষর বলেছেন: এইরকম একটি ঘর বাংলাদেশেও থাকা দরকার, কেউ দুর্নীতি করলে সরাসরি ঐ রুমে ট্রান্সফার :P

২১ শে জুলাই, ২০১৩ বিকাল ৫:৫২

ঢাকাবাসী বলেছেন: দুর্নীতিবাজদের পিছনে এত্তো খরচ! যাক তবু এটার ভয়ে যদি বাকিগুলো সাবধান হয়। আপনাকে অনেক ধন্যবাদ পড়ার জন্য আর চমৎকার সাজেশনের জন্য।

২২| ২১ শে জুলাই, ২০১৩ বিকাল ৩:০১

আহলান বলেছেন: বাউরি বাউ :( :( :-P

২১ শে জুলাই, ২০১৩ বিকাল ৫:৫৩

ঢাকাবাসী বলেছেন: আঁই ন জান, হেতারা বানাইছে। ধন্যবাদ অনেক খানি।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.