নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি ঢাকার বাসিন্দা- মানুষকে ভালবাসি আর ভালবাসি প্রকৃতিকে

ঢাকাবাসী

প্রকৃতিকে ভালবাসি।

ঢাকাবাসী › বিস্তারিত পোস্টঃ

জীবনের ৭ টি বিতর্কমূলক দর্শন

২১ শে জুলাই, ২০১৩ রাত ১২:৫১







১. এই স্বল্প সময়ের সীমিত জীবনে সীমাহীন টাকার পেছনে ছোটার কোন মানে নেই।



২. যত টাকা আপনি খরচ করার জন্য বেঁচেই থাকবেননা তত টাকা কামাই করার কোন অর্থ হয়না।



৩. টাকাটা যতক্ষন না আপনি নিজে খরচ করছেন ততক্ষন টাকাটা আপনারই না।



৪. যখন আপনি তরুন তখন আপনি আপনার শরীর স্বাস্হ্য আর যৌবনটাকে ব্যাবহার করলেন-- টাকার পেছনে দৌড়ে। যখন আ্পনি বৃদ্ধ/বৃদ্ধা তখন আপনি আপনার টাকা খরচ করবেন -সিঙ্গাপুর লন্ডন লসএন্জেলস গিয়ে -- ঐ স্বাস্হ্যকে ফিরে পেতে! কিন্তু তখন অনেক দেরী হয়ে যায়।



৫. একজন মানুষ সুখী --- কত তার আছে তার উপর নির্ভর করে নয়-- কত কম তার প্রয়োজন তার উপর নির্ভর করে!



৬. যাদের সাথে থেকে একসাথে টাকাটা আপনি খরচই করতে পারবেননা তাদের জন্য টাকা কামাইয়ের জন্য অতো খাটাখাটনির দরকারটা কি?



মনে রাখবেন--- দুনিয়াতে এসেছেন একা খালি হাতে -- যাবেনও একা খালি হাতে।



৭. নিজের সমস্যা বাইরের কাউকে বলার দরকার নেই। মনে রাখবেন ২০% লোক ভাল করে সমস্যাটা শোনেইনা, আর বাকী ৮০% লোক আপনার সমস্যা আছে দেখে আর জেনে মনে মনে খুশী হয়!



হ্যাঁ উপরের কথাগুলোর সাথে আপনার দ্বিমত থাকতেই পারে।



মন্তব্য ২৮ টি রেটিং +১২/-০

মন্তব্য (২৮) মন্তব্য লিখুন

১| ২১ শে জুলাই, ২০১৩ রাত ১:০৭

ফুরব বলেছেন: আল্লার শাস্তি সম্পর্কে মানুষের কোন ধারনা নাই এবং বিশ্বাস ও কতটা করে এ নিয়ে সন্দেহ আছে। তাই এরা নির্ভিগ্নে অবৈধ পথে অর্থ উপার্যন করে এবং মনে মনে আসায় থাকে এই টাকা সব ভোগ করে যাবে।

২১ শে জুলাই, ২০১৩ সকাল ১০:০৯

ঢাকাবাসী বলেছেন: ঠিক বলেছেন। অনেক ধন্যবাদ।

২| ২১ শে জুলাই, ২০১৩ রাত ১:৪২

নীলতিমি বলেছেন: /:) /:)

২১ শে জুলাই, ২০১৩ সকাল ১০:১০

ঢাকাবাসী বলেছেন: অনেক অনেক ধন্যবাদ আপনাকে।

৩| ২১ শে জুলাই, ২০১৩ রাত ১:৫৯

কান্ডারি অথর্ব বলেছেন:
মনে রাখবেন--- দুনিয়াতে এসেছেন একা খালি হাতে -- যাবেনও একা খালি হাতে।



এটাই চিরসত্য

২১ শে জুলাই, ২০১৩ সকাল ১০:১১

ঢাকাবাসী বলেছেন: মাঝে মাঝে একটু দার্শনিক হতে ভালই লাগে। অনেক অনেক ধন্যবাদ আপনাকে।

৪| ২১ শে জুলাই, ২০১৩ রাত ২:১০

একজন ঘূণপোকা বলেছেন: কান্ডারী অথর্ব বলেছেন:
মনে রাখবেন--- দুনিয়াতে এসেছেন একা খালি হাতে -- যাবেনও একা খালি হাতে।
এটাই চিরসত্য

২১ শে জুলাই, ২০১৩ সকাল ১০:১২

ঢাকাবাসী বলেছেন: তাইতো মনে হয়। আমার আগে যারা যারা গেছেন সবাইতো তাই গেলেন মানে খালি হাতেই গেলেন।

৫| ২১ শে জুলাই, ২০১৩ সকাল ৮:৪৯

আর.হক বলেছেন: একজন ঘূণপোকা বলেছেন: কান্ডারী অথর্ব বলেছেন:
মনে রাখবেন--- দুনিয়াতে এসেছেন একা খালি হাতে -- যাবেনও একা খালি হাতে।
এটাই চিরসত্য

২১ শে জুলাই, ২০১৩ সকাল ১০:১২

ঢাকাবাসী বলেছেন: বাস্তবেই তাই। অনেক অনেক ধন্যবাদ আপনাকে।

৬| ২১ শে জুলাই, ২০১৩ সকাল ৯:২৬

জাহাজী বাউল বলেছেন: টাকার সবই ফাকা। :)

২১ শে জুলাই, ২০১৩ সকাল ১০:১৩

ঢাকাবাসী বলেছেন: নাহ এটা মনে হয় পুরো ঠিক নয়। টাকা ছাড়া বাঁচতেই পারবেননা। অনেক ধন্যবাদ ভাই।

৭| ২১ শে জুলাই, ২০১৩ দুপুর ১২:৩৫

হাসান মাহবুব বলেছেন: ২ এ দ্বিমত আছে। সন্তানদের জন্যে টাকা রেখে যাওয়া দরকার। শুধু নিজের খাওয়া-পরার জন্যে তো উপার্জন, বেঁচে থাকা না।

২১ শে জুলাই, ২০১৩ দুপুর ১:০৬

ঢাকাবাসী বলেছেন: অবশ্যই আপনি তা ভাবতে পারেন। আপনার বাবাকে মাকে আপনি ক'দিন বাজার করে খাইয়েছেন বা বেড়াতে নিয়ে গেছেন মনে করুন তো। মন্তব্যের জন্য ধন্যবাদ।

৮| ২২ শে জুলাই, ২০১৩ রাত ২:১৬

পেন্সিল চোর বলেছেন: ৭ নাম্বারটা অনেক ক্ষেত্রে দেখেছি আমি

২৩ শে জুলাই, ২০১৩ দুপুর ২:০৮

ঢাকাবাসী বলেছেন: হ্যাঁ আসলে এগুলো অনেক অভিজ্ঞতা থেকেই লেখার পর্যায়ে আসে। ফাইনাল সেমিস্টারের ব্যাস্ততার মাঝেও আপনার উপস্হিতি ভাল লাগে। ধন্যবাদ।

৯| ২৪ শে জুলাই, ২০১৩ রাত ১২:১৪

ববিজী বলেছেন:
অসাধারন।
অনেক ধন্যবাদ আপনাকে।

২৪ শে জুলাই, ২০১৩ বিকাল ৫:০১

ঢাকাবাসী বলেছেন: পড়ার জন্য আপনাকেও অনেক অনেক ধন্যবাদ আপনাকে ববিজী।

১০| ০২ রা আগস্ট, ২০১৩ রাত ৯:১৫

লজিক মানুষ বলেছেন: বাস্তবতা বড়ই কঠিন

০৩ রা আগস্ট, ২০১৩ দুপুর ১২:৫০

ঢাকাবাসী বলেছেন: হ্যা ভাই আর ওটাকে মেনে নিয়েই আগানো। অনেক ধন্যবাদ সুন্দর মন্তব্যের জন্য।

১১| ০৩ রা আগস্ট, ২০১৩ দুপুর ১২:৫৫

ইরফান আহমেদ বর্ষণ বলেছেন: :) :)
++++++

০৩ রা আগস্ট, ২০১৩ বিকাল ৫:৫৪

ঢাকাবাসী বলেছেন: অনেক অনেক ধন্যবাদ ইরফান আহমেদ।

১২| ০৩ রা আগস্ট, ২০১৩ দুপুর ১:১৪

ৎঁৎঁৎঁ বলেছেন: চমৎকার!

দর্শন ভালো লাগলো! ++++++

০৩ রা আগস্ট, ২০১৩ বিকাল ৫:৫৫

ঢাকাবাসী বলেছেন: আমারও ভাল লাগল আপনার আগমন। অনেক ধন্যবাদ।

১৩| ১৭ ই আগস্ট, ২০১৩ সন্ধ্যা ৭:৩৪

জিপসি মেহেদি বলেছেন: :) :)

০৫ ই সেপ্টেম্বর, ২০১৬ সকাল ১১:৪২

ঢাকাবাসী বলেছেন: ধন্যবাদ।

১৪| ০৪ ঠা সেপ্টেম্বর, ২০১৬ সকাল ৭:১৪

আজিব দুনিয়ার মানুষ। বলেছেন: ৭ নম্বর এর ব্যাপারে বলতে চাই, এই দেশের মানুষ অপরের সমস্যা খুজে বের করতে ওস্তাদ। এদেরকে বলতেও হয় না।

০৫ ই সেপ্টেম্বর, ২০১৬ সকাল ১১:৪৫

ঢাকাবাসী বলেছেন: ঠিক বলেছেন। অবশ্য আমার মতে পৃথিবীর নিকৃস্টতম অসভ্য অশিক্ষিত লোভী পরশ্রীকাতর দুর্ণীতিবাজ অতি নীচু মনের মানুষ হল এই বা...। ধন্যবাদ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.