নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি ঢাকার বাসিন্দা- মানুষকে ভালবাসি আর ভালবাসি প্রকৃতিকে

ঢাকাবাসী

প্রকৃতিকে ভালবাসি।

ঢাকাবাসী › বিস্তারিত পোস্টঃ

দুনিয়ার সেরা কয়েকটা রোমান্টিক জায়গা- প্রেমিক প্রেমিকা, হানিমুনার বা ভ্রমন পিয়াসিদের জন্য

২৯ শে জুলাই, ২০১৩ রাত ১২:৩৩

প্রেমিক প্রেমিকা বা হানিমুনারদের জন্য কিংবা সৌখীন ট্যুরিষ্টদের জন্য পৃথিবীর সেরা কয়েকটা রোমান্টিক জায়গার কথা শুনুন:





২। জামাইকা:





অপুর্ব সুন্দর পরিষ্কার বীচ টলটলে পানি ছিটানো ঝিনুক বা নিশ্চিন্ত সাঁতার। ক্যারিবিয়ান পানিতে দুজনে মিলে সাঁতরান, একা সাঁতরান .. দুনিয়াটাই স্বর্গ মনে হবে!



৩। স্যান ব্লাস, পানামা।





জায়গাটা পানামার উত্তরান্চলে। এখানে নেই আধুনিকতা কিন্তু আছে প্রকৃতির অপার দান --ভালবাসা, অসাধারণ একটা জায়গা! সময় কোথা দিয়ে যাবে টের পাবেন না।



৪। মাউয়ি, হাওয়াই :







স্বর্গের আমেরিকান অংশ! প্লেন থেকে নামলেই টের পাবেন পরিবর্তন। ঠান্ডা! খাঁটি প্রকৃতির নরম ছোঁয়া, শরীর আপনার পুরোপুরি রিল্যাক্সড হয়ে পড়বে, মনে হবে আপনি স্বর্গে আছেন!



৫। বুয়েনস আইরিস, আর্জেন্টিনা:





স্প‌্যানিশ ভাষাটা জানলে অনেক সুবিধা হবে। এখানে ট্যাংগো নাচ দেখবেন, পৃথিবীর অন্যতম জনপ্রিয় নাচ, মানুষগুলো খুব ভাল। হোটেলগুলো একটু ব্যায়বহুল মনে হতে পারে, কিন্তু মানুষগুলো? আপনি ভাবতে পারবেন না এরা এত্তো ভাল! আপনি হতাশ হবেননা। ভাল লাগবে।



৬। নাপা ভ্যালি, ক্যালিফোর্নিয়া:



মাইলের পর মাইল আঙুর বাগান, মদ বানাতে লাগে আঙুর, আপনার কি? দুনিয়ার অন্যতম বৃহত্তম আঙুরের বাগান এখানে। নেই কোলাহল, নেই সভ্যতার নির্মম শব্দ । ঘুরে বেড়ান, নিশ্চিন্তে। ভুলে যান দুনিয়া।



৭। কিয়োটো, জাপান:





হাজার বছর জাপানের রাজধানী ছিল। প্রচুর নদী খাল, চমৎকার পানি শহরের ভেতর দিয়ে গেছে --- টলটলে পানি কুল কুল করে, আপনার ভাল লাগবে।



৮। আউটার ব্যাংক, নর্থ ক্যারোলিনা:





আটলান্টিকের পারে, দেখুন লাইট হাউস বা ডোবা জাহাজ আর প্রকৃতি। ভাল লাগতেই হবে।



৯। বোরা বোরা আইল্যান্ড:



প্রশান্ত মহাসাগরের দক্ষিনান্চলে প্রবাল বেস্টিত এই দ্বীপটিকে কোন সাহিত্যিক এই গ্রহের সবচাইতে সুন্দর দ্বীপ বলেন। আসলেই অপুর্ব! অতি চমৎকার!



১০। ভিয়েৎনাম:





হ্যানয় বা হোচি মীন সিটি ছাড়িয়ে চলে যান 'হই আন' নামক ৫০০ বছরের পুরোনো একটা শহরে কিংবা চায়না বীচে। অথবা দুনিয়ার এক আশ্চর্য জায়গা হালং বে । হাজার তিনেক দ্বীপ দেখুন --- চুনাপাথরের দ্বীপ, মাছ ধরা.. নির্জনতা... ভাল লাগবে।



১১। ভেনিস, ইটালি:







আহা কি অপুর্ব শহর! খালে ভরা, আর খালগুলোতে গন্ডোলায় ঘুরতে যে কি আনন্দ! দেখবেন পাশের বাড়ীগুরোর বারান্দায় ফুলের ডালাগুলো ঝুলছে, আপনাকে প্রায় ছুঁয়ে যায়!

সুর্য ডোবার সময় গন্ডোলায় বসে একটা ব্রীজের নীচে প্রিয়জনের হাত ধরে থাকুন, কিংবা একাই বসুন, মনে হবে হেভেন ইজ হিয়ার।



১২। ভ্যাংকুভার আইল্যান্ড, কানাডা:





কানাডার পশ্চিম তীরে। আছে চমৎকার বন্দর নগরী ভিক্টোরিয়া। আছে সুন্দর বীচ.... রেইন ফরেষ্ট। একটু আধুনিকতা আবার নির্জনতা পছন্দ করলে চলে যান। অসাধারণ.. অপুর্ব!



১৩। বারমুডা:





গোলাপী বালুর বীচ, স্বল্প গভীরতার ডাইভিং স্পট, আর নির্জনতা আবার ছোট ছোট ঢেউএর আছড়ে পড়ার শব্দ---ঘুরে আসতে পারেন, খুব ভাল লাগবে।



জার্মানীতে প্রতি বছর একটা উৎসব হয় নাম 'বিয়ার ফেস্টিভাল', সেই উৎসবের সময় জার্মানদের হাসি দেখুন, এই হাসির দাম কোটি টাকা! জীবনটাকে উপভোগ করতে ওরা জানে! আপনিও করুন আর ছবি দেখুন নীচে:













সুত্র: Click This Link

মন্তব্য ৩০ টি রেটিং +৬/-০

মন্তব্য (৩০) মন্তব্য লিখুন

১| ২৯ শে জুলাই, ২০১৩ রাত ১:১৩

নোবিতা রিফু বলেছেন: বোরা বোরা আইল্যান্ড ভাল্লাগচে... B-)

২৯ শে জুলাই, ২০১৩ সকাল ৯:১০

ঢাকাবাসী বলেছেন: আমারও ভাল লাগে। ধন্যবাদ আপনাকে।

২| ২৯ শে জুলাই, ২০১৩ রাত ১:১৩

সৌমিক জামান বলেছেন: বাংলাদেশ কি কম সুন্দর? পোস্ট এর জন্য ধন্যবাদ

২৯ শে জুলাই, ২০১৩ সকাল ৯:১১

ঢাকাবাসী বলেছেন: অবশ্যই আমার দেশ অনেক সুন্দর। পড়ার জন্য আপনাকেও অনেক অনেক ধন্যবাদ।

৩| ২৯ শে জুলাই, ২০১৩ রাত ২:২২

ববিজী বলেছেন: আপনার সব পোষ্টই অসাধারন। ধন্যবাদ আপনাকে।
চালিয়ে যান। শুভ কামনা রইল।

২৯ শে জুলাই, ২০১৩ সকাল ৯:১৫

ঢাকাবাসী বলেছেন: আপনি আমার একজন শুভানুধ্যায়ী তাই আমার পোষ্ট হয়ত আপনার ভাল লাগে। এখানে আমার কৃতিত্ব খুব কম। মন্তব্য আর শুভকামনার জন্য আপনাকে আন্তরিক ধন্যবাদ। ভাল থাকবেন।

৪| ২৯ শে জুলাই, ২০১৩ সকাল ৯:৪৪

মুহিব বলেছেন: যদি কখনও সুযোগ আসে............

২৯ শে জুলাই, ২০১৩ সকাল ৯:৪৯

ঢাকাবাসী বলেছেন: দোয়া করি শিগগিরই যেন আসে। ধন্যবাদ।

৫| ২৯ শে জুলাই, ২০১৩ সকাল ১১:১৬

ভাসমান বলেছেন: ভাই গরীবের জন্য কিছু নাই ?

২৯ শে জুলাই, ২০১৩ দুপুর ১২:৫৭

ঢাকাবাসী বলেছেন: এ কথায় আমার কোন মন্তব্য নেই। আপনার পড়া আর মন্তব্যের জন্য আন্তরিক ধন্যবাদ।

৬| ২৯ শে জুলাই, ২০১৩ দুপুর ১২:৩৫

কান্ডারি অথর্ব বলেছেন:

মাইনাচ আমাদের দেশের কক্সবাজার নাই কেন লিস্টে ?

২৯ শে জুলাই, ২০১৩ দুপুর ১:০২

ঢাকাবাসী বলেছেন: বুকে হাত দিয়ে বলুনতো ঐ প্রচন্ড ভীড়ে, যেখানে দুর্গন্ধযুক্ত বীচে সর্বদা লাখ খানেক মানুষ গিজগিজ করছে, হকাররা হোটেলওয়ালারা চেচাচ্ছে, চিপসের প‌্যাকেট আর পলিথিন দিয়ে বীচ ছেয়ে আছে, অসভ্য অশিক্ষিত লোক দিয়ে বীচ ভরা, সন্ধ্যার পর বীচে থাকা মানে জান যাওয়ার সমূহ সম্ভাবনা রয়েছে সেখানে আপনি নির্জনতা আর আনন্দ খুঁজতে আপনার প্রিয় কাউকে নিয়ে যাবেন?
আপনাকে অনেক অনেক ধন্যবাদ।

৭| ৩০ শে জুলাই, ২০১৩ রাত ১২:০০

নোবিতা রিফু বলেছেন: কক্সবাজারের সবথেকে বড় পেইন একটু পর পর রিকশাওয়ালারা এসে বলে, "মাম্মা, মাইয়া আছে মাইয়া, লাগবো নাকি?" /:)

৩০ শে জুলাই, ২০১৩ সকাল ৯:৫২

ঢাকাবাসী বলেছেন: সে এক ভয়ংকর অবস্হা! কথা আর বললুম না, বুঝে নিন। আপনাকে অনেক অনেক ধন্যবাদ মন্তব্যের জন্য।

৮| ৩১ শে জুলাই, ২০১৩ বিকাল ৫:৪৫

গোর্কি বলেছেন:
-"প্রবাল দ্বীপে নীলের কোলে" ভূস্বর্গ খ্যাত "মালদ্বীপ" ও কিন্তু অপার প্রাকৃতিক সৌন্দর্যমন্ডলীত দর্শনীয় স্থান। আমার স্বপ্ন রাজ্য।
-পোস্টে উল্লেখিত অন্যান্য জায়গাগুলোর ছবি ও বর্ণনা ভাল লেগেছে।

৩১ শে জুলাই, ২০১৩ রাত ১১:৩১

ঢাকাবাসী বলেছেন: আপনার কথার সাথে সম্পুর্ণ একমত, মালদ্বীপ খুব সুন্দর জায়গা। বিশাল এই পৃথিবীতে অনেক সুন্দর জায়গাই আছে যাদের অধিকাংশের নাম আমাদের জানা নেই, শুনিইনি।
সুন্দর কথাগুলোর জন্য আপনাকে বিনীত কৃতজ্ঞতা আর আন্তরিক ধন্যবাদ।

৯| ০১ লা আগস্ট, ২০১৩ সন্ধ্যা ৬:১০

ইরফান আহমেদ বর্ষণ বলেছেন: হুমম..................

গার্লফ্রেন্ড দরকার ঘুরার লাইগা।

০২ রা আগস্ট, ২০১৩ বিকাল ৫:৩২

ঢাকাবাসী বলেছেন: হ্যা তাতো দরকার হবেই। আপনার বয়সে একা গেলে একেবারেই পানসে লাগতে পারে। তা যোগার করে ফেলুন না। অনেক ধন্যবাদ আপনাকে।

১০| ০২ রা আগস্ট, ২০১৩ রাত ১:৩৪

তুষার কাব্য বলেছেন: কবে যে যাব /:)

০২ রা আগস্ট, ২০১৩ বিকাল ৫:৩৪

ঢাকাবাসী বলেছেন: সেই কবে যেন পড়েছিলুম ইচ্ছে থাকলেই উপায় হয়। আপনার আশাটা বাস্তবে রূপ নিতেও পারে। আপনার জন্য দোয়া করছি। আর শেষে আন্তরিক ধন্যবাদ রইলো।

১১| ০২ রা আগস্ট, ২০১৩ বিকাল ৫:৪০

বোকামন বলেছেন:




সুন্দর পোস্ট ! সবগুলো জায়গাই পছন্দের। তবে সবচাইতে পছন্দ আমার কাছে-আমার দেশের ধান ক্ষেতের আইল ধরে অনেকটা দুর বিশাল আকাশ।

গ্রাম-বাংলার এমন সৌন্দর্য পৃথিবীর আর কোথাও নেই, আমার মতে।। :-)

কিয়োটো, জাপান নাইস ওয়ান

পোস্টে প্লাস রইলো। ভালো থাকুন ভাই।।

০২ রা আগস্ট, ২০১৩ বিকাল ৫:৫৪

ঢাকাবাসী বলেছেন: আপনার রুচি আর আবেগকে আমি প্রচন্ড শ্রদ্ধা করি-- প্রসংসা করি। দেশটাকে আমিও ভালবাসি। তবে আগের সেই ধান খেতের আইল ধরে দুরে বিশাল আকাশ আজ আছে কি? জনসংখ্যার চাপে ধানক্ষেত সংকুচিত, পাটক্ষেত প্রায় নাই, দুর্নীতির জন্য ঘন গাছের বন জঙ্গল উধাও, পাখি অভিমানী হয়ে চলে গেছে কোন দুরে, মাইলকে মাইল ক্ষেতের বদলে দৃস্টি বাধাগ্রস্হ হয় বাড়িঘর দিয়ে। বুড়িগঙ্গাতে পন্টুন থেকে টলটলে পানিতে ঝাপ দিয়েছি সেটাতো এখন কল্পনাও করা নিষিদ্ধ।
আপনাকে আঘাত দেয়ার কোন ইচ্ছে আমার নেই।
প্লাসের জন্য অনেক অনেক ধন্যবাদ। ভাল থাকবেন।

১২| ০২ রা আগস্ট, ২০১৩ সন্ধ্যা ৬:১০

বোকামন বলেছেন:
না, ভাইজান ... সত্য ও বাস্তবকথা বলেছেন। আঘাত পাওয়ার কিছুই নেই। আসলে আমার গ্রাম-বাংলার অপরুপ প্রকৃতির স্মৃতিগুলো সবসময় চোখে লেগে থাকে তো এবং খুব মিস করি। তাই প্রকৃতি দর্শনের কথা আসলেই নষ্টালজিক হয়ে যাই।।

আবার আসলুম ডিস্টার্ব করতে :-)
ভালো থাকুন ভাই।।

০৩ রা আগস্ট, ২০১৩ দুপুর ১২:৪৮

ঢাকাবাসী বলেছেন: ভাল বলেছেন। ধন্যবাদ।

১৩| ১৭ ই আগস্ট, ২০১৩ সন্ধ্যা ৭:৩০

জিপসি মেহেদি বলেছেন: :) :) :) :) :)

১৮ ই আগস্ট, ২০১৩ সন্ধ্যা ৭:১৩

ঢাকাবাসী বলেছেন: অনেক ধন্যবাদ আপনাকে পড়ে ইমো দেয়ার জন্য। ভাল থাকবেন।

১৪| ১১ ই ডিসেম্বর, ২০১৪ বিকাল ৪:২৪

জেকলেট বলেছেন: আমি যাইবার চাই কিন্তু টাকা নাই :(( :(( :((

১২ ই ডিসেম্বর, ২০১৪ রাত ১২:৩৪

ঢাকাবাসী বলেছেন: পৃথিবীর তাবৎ মানুষের সমস্যার কথাবলেছেন যার সমাধান দেয়ার ক্ষমতা আমার নেই। প্রার্থনা করি একদিন পারবেন। অনেক ধন্যবাদ আপনাকে।

১৫| ০৪ ঠা এপ্রিল, ২০১৫ দুপুর ২:৩৫

মুহিব বলেছেন: এই লিস্ট দেখে আমি আউটার ব্যাংক দেখতে গিয়েছিলাম। এসে বইতে সেই গল্পও করেছি। আপনাকে ধন্যবাদ।

০৪ ঠা এপ্রিল, ২০১৫ বিকাল ৪:০০

ঢাকাবাসী বলেছেন: প্রকৃতিকে ডিসটার্ব না করে ওরা জায়গাটাকে সুন্দর রেখেছে। বইতে সে গল্প কেরেছেন জেনে ভাল লাগল্। সাথে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.