![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
১. উপরের এই প্লেনটার নাম এমব্রায়ার লিগেসি ৬৫০. প্রথম ছবিটা বাইরের বডির ছবি আর পরেরটা এর মালিক সহ ছবি।
এটার দাম ২৯ মিলিয়ন ডলার প্রায় ২৩৫ কোটি টাকা! এটার মালিক বিখ্যাত চীনা অভিনেতা কুংফু ছবি খ্যাত জ্যাকি চান। প্লেনটাতে দুপাশে জ্যাকি চানের লোগো আছে ফলে সবাই বুঝতে পারে ভেতরে কে আছেন।
২. উপরের যে প্লেনটার বাইরের আর ভিতরের ছবি দেখলেন তার নাম ডাসল্ট ফ্যালকন ৯০০।
এটার দাম ৩৩ মিলিয়ন ডলার আর এটার মালিক স্পেনের গ্লোবাস নামের ট্যুর অপারেটর কোম্পানীর মালিক সার্গিও মনটেগাজা।
এই প্লেনটা ঘন্টায় ৫৯০ মাইল যেতে পারে আর রেন্জ ৪৫০০ মাইল, মানে একবার তেল ভরে উড়াল দিয়ে তেল না নিয়ে ৪৫০০ মাইল যেতে পারে।
৩. এই প্লেনটার নাম বম্বারডিয়ার চ্যালেন্জার ৬০০।
এটার দাম ২৫ মিলিয়ন ডলার।
এটার মালিক ভারতীয় ব্যাবসায়ী গৌতম সিংহানিয়া, যিনি বিখ্যাত 'রেমনড' স্যুটিং কাপড়ের মিলের মালিক, উপরে ছবিতে গাড়ীর পাশের নায়ক নায়ক ভাবের তরুনটিই গৌতম সিংহানিয়া।
৪. উপরেরটা একটা গালফ স্ট্রীম-৪।
এটার দাম ৩৫ মিলিয়ন ডলার।
এটার মালিক ভারতের রিয়েল এস্টেট ব্যাবসায়ী কে পি সিং, ছবি উপরেই দেয়া আছে।
প্লেনটা ঘন্টায় ৫৮০ মাইল যায়। এটাতে ২ টা বেড, গোসলখানা আর আছে বিলাসবহুল আড্ডা মারবার জায়গা।
৩৫০০০ ফুট উঁচুতে আড্ডা মারবার জায়গাটা ভালই হবে।
৫. উপরে যে প্লেনটা দেখছেন তার নাম গালফ স্ট্রীম জি ৫৫০।
এটার দাম ৩৬ মিলিয়ন ডলার।
এটার মালিক ব্রটিশ বিলিয়নেয়ার ফিলিপ গ্রীন। প্লেনটার রেন্জ ৭০০০ মাইল, মানে যেখানে খুশি যেতে পারবেন।
৬. এবারের উপরের ছবির প্লেনটার নাম বমবারডিয়ার বিডি ৭০০ ।
এটার দাম ৪৫ মিলিয়ন ডলার।
এটার মালিক এই গ্রহের সবচাইতে ধনী মানুষ মাইক্রোসফট এর প্রতিষ্ঠাতা বিল গেটস।
এটা একটা এক হাজার বর্গফুটের বিলাস বহুল অফিস কাম বাসা সাথে বৈঠক খানা। মোট ১৯ খানা সিট।
রেন্জ ৭০৮০ মাইল।
৭. উপরের এই প্লেনটার নাম 'এমব্রায়ার লাইনেজ ১০০০' প্রথমে বাইরের অংশ তারপর ভিতরের অংশের ছবি দেয়া হলো।
এটার দাম ৪৯.২৫ মিলিয়ন ডলার।
এটাতে ১৯০ জন প্যাসেন্জারের বদলে সিট মডিফাই করে ১৯ জনের বসবার আর আরাম করবার বন্দোবস্ত করা হয়েছে।
এটার মালিক মেক্সিকোর ব্যাবসায়ী, 'ডেপোর্ডিও গুয়াডালাজারা' আর 'সিভাস ইউএসএ' এই দুটো ফুটবল ক্লাবের মালিক জনাব জর্গে ভারজারা (ছবি উপরে দেয়া হলো, ৩য় ছবি)।
৮. উপরে ভিতরের আর বাইরের ছবি যে প্লেনটার দেয়া হলো তার নাম ডাসল্ট ফ্যালকন ৭এক্স।
এটার দাম ৫০ মিলিয়ন ডলার।
এই প্লেন আছে অনিল আম্বানীর (ছবি উপরে), বিল ক্লিনটনের আর স্টিফেন স্পিলবার্গের।
এটার রেন্জ ৬৮০০ মাইল। সাংঘাতিক বিলাসবহুল প্লেন।
৯. উপরের ছবিটা একটা গালফ স্ট্রীম জি ৬৫০ প্লেনের।
এটার দাম ৬৫ মিলিয়ন ডলার।
এরকম প্লেন আছে ওয়ারেন বুফেটের, অপরাহ্ উইনফ্রে'র।
এটা বেশ জোরে চলে ঘন্টায় ৭০৪ মাইল! খুব বিলাসবহুল প্লেন এটা। এটার এত চাহিদা যে বিলিয়নেয়াররা সবাই লাইন ধরে কিনেন। লাইনের জায়গাটাই ছেড়ে দিলে ব্ল্যাকে বিক্রি হয় ৬ মিলিয়ন ডলারে!
১০. উপরের এই প্লেনটার নাম বোয়িং বিজিনেস জেট-২ । এটা একটা সত্যিকার কমার্শিয়াল যাত্রীবাহী প্লেনকে মডিফাই করে বানানো।
এটার দাম ৭৩ মিলিয়ন ডলার!
এটার মালিক প্রখ্যাত ভারতীয় ব্যাবসায়ী মুকেশ আম্বানী।
এটাতে বেডরুম বোর্ডরুম এক্সিকিউটিভ স্যুট সব আছে। একটা উড়ন্ত অফিস বাসা সব এটাই।
১১. উপরের এই বিশাল প্লেনটার নাম 'এয়ার বাস এ ৩১৯ এসিজে' ।
এটার দাম ৮১ মিলিয়ন ডলার!
এটার মালিক ভারতীয় কিংফিশার এয়ার লাইনসের মালিক বিজয় মালিয়া। কিং ফিশার বিয়ার কোম্পানীও তার।
প্লেনটা কেনার পর তিনি আরো ৪০ মিলিয়ন ডলার খরচ করে প্লেনটাকে নিজের ইচ্ছামত সাজিয়েছেন, আরো লাক্সারিয়াস করেছেন। দারুন সৌখিন মানুষ।
১২. উপরের প্লেনটা একটা বোয়িং ৭৫৭ যার মালিক আমেরিকান বিলিয়নেয়ার ডোনাল্ড ট্রাম্প। নিউইয়র্কের কাছেই আটলান্টিক সিটিতে তার ক্যাসিনো 'ট্রাম্প তাজমহলে' হয়ত অনেকেই বিশেষ করে সিনিয়ররা গেছেন। নিউইয়র্কে বিশাল কয়েকটা ভবনের মালিক ডোনাল্ড ট্রাম্প এর ছবিও দেয়া হল।
১৩. এটা একটা জোম্বো জেট 'বোয়িং ৭৪৭- ৮১ ভিআইপি'। ৪৫০ সিটের এই প্লেনটার দাম ১৫৩ মিলিয়ন ডলার।
এই ব্যাক্তিগত প্লেনটার মালিক হংকং এর রিয়েল এস্টেট টাইকুন জোসেফ লও, উপরে ছবি। ।
১৪. উপরের এই চমৎকার প্লেনটার নাম বোয়িং ৭৬৭- ৩৩এ ।
এটার দাম ১৭০ মিলিয়ন ডলার।
এটার মালিক জনাব রোমান আব্রামোভিক। চেনেন নি? ইনি বিখ্যাত চেলসী নামক ফুটবল টিমের মালিক।
এরকম প্লেন আরো আছে গুগলসের প্রতিষ্ঠাতা ল্যারি পেজের।
এটাকে আরামদায়ক করবার জন্য ৩০০ সিটের বদলে জনা পন্চাশেকের থাকার বন্দোবস্ত করা হয়েছে। পুরা ফুটবল টিম নিয়ে তিনি এখান থেকে ওখানে আরামেই যান আর কি। দ্বিতীয় ছবিতে জেতবার ফুর্তিতে টিমের আনন্দ মালিকের আনন্দ। । উপরের তৃতীয় ছবিতে আব্রামোভিক।
১৫. আসেন এবার সবার শেষে। উপরের এই আজদাহা প্লেনটা দুনিয়ার অন্যতম দামী আর বড় প্লেন। এটার নাম 'এয়ার বাস এ ৩৮০'।
এটার দাম ৫০০ মিলিয়ন ডলার। অবশ্য এটাকে সাজসজ্জা করাতে আরো কত মিলিয়ন ডলার লেগেছে তা জানা নেই।
এটাতে অর্ডার মোতাবেক দুইখানা রোলস রয়েস বা অন্য কোন গাড়ী রাখবার গ্যারেজ আছে।
ঘোড়া আর উট রাখবার জন্য আস্তাবল আছে।
এখানে একটা নামাজের ঘর আছে যেটা সর্বক্ষন ঘুরে যাতে সম্মুখটা কেবলার দিকেই থাকে।
এটার মালিক প্রিন্স আল ওয়ালিদ বিন তালাল, সৌদি প্রিন্স।
ইনি সৌদি আরবের সবচাইতে প্রভাবশালী মানুষ, দুনিয়ার ২৬ তম ধনী ব্যাক্তি
যার টাকা আছে ২০- ২৬ বিলিয়ন ডলারের মত। মানে ফর্বস বলে ২০ বিলিয়ন ডলার আছে আর তিনি নিজে বলেন ২৬ বিলিয়ন ডলার আছে।
ইনি ক্যালিফোর্নিয়ার মেনলো ইউনিভার্সিটির বিজনেস গ্র্যাজুয়েট আর নিউইয়র্কের সিরাকুয ইউনিভার্সিটির মাষ্টার্স।
সুত্র:
Click This Link
০৭ ই আগস্ট, ২০১৩ রাত ১১:৩০
ঢাকাবাসী বলেছেন: হ্যালো প্রিন্স, কৌতুকটা মজা লাগল। ধন্যবাদ।
২| ০৭ ই আগস্ট, ২০১৩ রাত ১১:০১
ইরফান আহমেদ বর্ষণ বলেছেন:
@হেক্টর
ভালা পোস্ট +++++++
ঈদের শুভেচ্ছা রইল
০৭ ই আগস্ট, ২০১৩ রাত ১১:৩০
ঢাকাবাসী বলেছেন: ধন্যবাদ।
৩| ০৭ ই আগস্ট, ২০১৩ রাত ১১:০৫
মদন বলেছেন: + দেওয়া আর আফছোস করা ছাড়া কিইবা করার আছে???
০৭ ই আগস্ট, ২০১৩ রাত ১১:৩২
ঢাকাবাসী বলেছেন: আফসোসের কি হলো ভাই? মনে রাখবেন আপনি দুনিয়ার ৩০% মানুষের একজন। অনেক ধন্যবাদ আপনাকে। ভাল থাকুন।
৪| ০৭ ই আগস্ট, ২০১৩ রাত ১১:২৫
ভোরের সূর্য বলেছেন: Number 1 photo of private jet plane if it is 29$million,it means at present dollar rate Bangladeshi taka it's price 226 koti 60lakh.
০৭ ই আগস্ট, ২০১৩ রাত ১১:৩৪
ঢাকাবাসী বলেছেন: ঠিক ধরেছেন একটা শুন্য ভুলে টাইপে পড়েনি। ২৩০ কোটি লিখছিলুম। তবু আপনাকে অনেক ধন্যবাদ ভুল ধরানোর জন্য আর ব্লগে আসার জন্য।
৫| ০৭ ই আগস্ট, ২০১৩ রাত ১১:৩৩
খেয়া ঘাট বলেছেন: BOGO ডীলে পাওয়া গেলে দাম অফার করতাম
০৭ ই আগস্ট, ২০১৩ রাত ১১:৪০
ঢাকাবাসী বলেছেন: ওয়েট করেন দেখেন। পড়ে মন্তব্য করার জন্য বিনীত ধন্যবাদ।
৬| ০৭ ই আগস্ট, ২০১৩ রাত ১১:৪২
নক্শী কাঁথার মাঠ বলেছেন: আমার এগুলোর কোনটাই নেই।
০৭ ই আগস্ট, ২০১৩ রাত ১১:৫১
ঢাকাবাসী বলেছেন: যাহ আমারও নেই, আরে দুর থাকলেই ড্রাইভার রাখো পার্কিংএর গ্যারাজ নাও তেল কিনো কত্তো ঝামেলা! অনেক ধন্যবাদ আপনাকে।
৭| ০৮ ই আগস্ট, ২০১৩ রাত ১:৩৭
আরজু পনি বলেছেন:
০৮ ই আগস্ট, ২০১৩ সকাল ১০:১৭
ঢাকাবাসী বলেছেন: স্বাগতম আর ধন্যবাদ আপনাকে।
৮| ০৮ ই আগস্ট, ২০১৩ রাত ৩:৩৬
কান্ডারি অথর্ব বলেছেন:
ব্যাপক আফসোসের ইমো হইবেক
০৮ ই আগস্ট, ২০১৩ সকাল ১০:১৯
ঢাকাবাসী বলেছেন: কেন হইবেক বোধগম্য নহে। আপনি পৃথিবীর ভাগ্যবান ২৮% মানুষদের একজন। ধন্যবাদ আপনাকে।
৯| ০৮ ই আগস্ট, ২০১৩ ভোর ৪:৩৩
মোস্তফা কামাল পলাশ বলেছেন:
০৮ ই আগস্ট, ২০১৩ সকাল ১০:২০
ঢাকাবাসী বলেছেন: মজা পেলুম খুশী হলুম। অনেক ধন্যবাদ আপনাকে।
১০| ০৮ ই আগস্ট, ২০১৩ ভোর ৪:৫১
উৎকৃষ্টতম বন্ধু বলেছেন: শুধুমাত্র চোখে দেখে স্বাদ মিটাতে হবে দেখছি। প্লাস।
০৮ ই আগস্ট, ২০১৩ সকাল ১০:২১
ঢাকাবাসী বলেছেন: হ্যালো, তাইতো মনে হচ্ছে। আপনাকে অনেক ধন্যবাদ, ভাল থাকবেন।
১১| ০৮ ই আগস্ট, ২০১৩ বিকাল ৫:০৩
শফীক রহমান বলেছেন: +
০৮ ই আগস্ট, ২০১৩ বিকাল ৫:৫৬
ঢাকাবাসী বলেছেন: আমার ব্লগে স্বাগতম আর পড়ে প্লাসের জন্য আন্তরিক ধন্যবাদ। ভাল থাকুন।
১২| ০৯ ই আগস্ট, ২০১৩ ভোর ৬:৩২
বাংলাদেশী দালাল বলেছেন:
ঈদ মোবারক ঢাকাবাসী। পোস্টে ভালো লাগা।
০৯ ই আগস্ট, ২০১৩ দুপুর ১২:৩২
ঢাকাবাসী বলেছেন: কি সৌভাগ্য আমার! আপনার ভাল লগেছে তাই আমারও ভাল লাগলো। আপনাকে আন্তরিক ধন্যবাদ আর ঈদ মোবারক। ভাল থাকবেন।
১৩| ১২ ই আগস্ট, ২০১৩ রাত ১০:৩০
গোর্কি বলেছেন:
-বিশিষ্ট ব্যক্তিবর্গের লাইফ স্টাইলের সাথে পরিচিত হতে পেরে ধন্য।
-আর পরিচয় করিয়ে দেবার জন্য আপনাকে হৃদয় নিংড়ানো সাধুবাদ।
১৩ ই আগস্ট, ২০১৩ বিকাল ৪:০৪
ঢাকাবাসী বলেছেন: আপনার সুন্দর মনের পরিচয় পেয়ে ধন্য হলুম। চমৎকার মন্তব্যের জন্য আন্তরিক ধন্যবাদ ভাই।
১৪| ১২ ই আগস্ট, ২০১৩ রাত ১০:৪৭
ধুম্রজ্বাল বলেছেন: বাংলাদেশের ইয়ং ওয়ান গ্রুপের মালিক চড়েন P180 avanti II বিমানে।
Click This Link
চালক আমার দুই দোস্তের সৌজন্যে ভিতরটা দেখার সুযোগ হয়েছিল।
সেই রকম বিমান
১৩ ই আগস্ট, ২০১৩ বিকাল ৪:০৮
ঢাকাবাসী বলেছেন: আপনি সৌভাগ্যবান। অভিজ্ঞতা শেয়ারের জন্য ধন্যবাদ।
১৫| ১২ ই আগস্ট, ২০১৩ রাত ১১:১০
অর্ফিয়াস বলেছেন: টাকা থাকলে আমিও এমন একটা প্লেন বানাইতাম
১৩ ই আগস্ট, ২০১৩ বিকাল ৪:১০
ঢাকাবাসী বলেছেন: লাগে টাকা দিবে হলমার্কের তানভীর সাহেব, চলেন তাকে ধরি। মজার মন্তব্যের জন্য আন্তরিক ধন্যবাদ্।
১৬| ১২ ই আগস্ট, ২০১৩ রাত ১১:৫১
চুক্কা বাঙ্গী বলেছেন: মানুষ পথে ঘাটে না খেয়ে মরে আর এদের টাকার কি নিদারুন অপচয়। এদের মত হাতে গোনা কিছু মানুষকে বিলাসিতা দেওয়ার জন্য আমরা নিজেদের রক্ত পানি করে চলছি রাত্রিদিন। আফসোস আর কাকে বলে!
১৩ ই আগস্ট, ২০১৩ বিকাল ৪:২২
ঢাকাবাসী বলেছেন: ঠিক বলেছেন। আসলে পুঁজিবাদী সমাজ ব্যাবস্হায় এটা হওয়া থেকে রেহাই নেই, হবেই। যার যার সামাজিক অর্থনৈতিক অবস্হান থেকে বাঁচতে হবে। নিজ যোগ্যতা দক্ষতা দিয়ে ধীরে ধীরে বড় হতে হবে অথবা পৈতৃক ধন থেকে ধনী হতে পারবেন। এর ব্যাত্যয় ঘটানো অতি কঠিন। খোলাখুলি সুন্দর মন্তব্য করার জন্য আন্তরিক ধন্যবাদ।
১৭| ১৩ ই আগস্ট, ২০১৩ বিকাল ৪:০২
রোহান খান বলেছেন: ব্রুনাই রাজার একটা প্লেন আসে টোটালি স্বর্নের আস্তরন দিয়ে বানানো। ওটা বাদ দিলেন কেন? শুনেছি সোনা দিয়ে বানানো এমন কি সেই প্লেন এর টয়লেটের কমোদ সোনা দিয়ে বানানো। লিংক টা দেখেন।
http://www.youtube.com/watch?v=Tym2VxPLFdI
১৩ ই আগস্ট, ২০১৩ বিকাল ৪:২৭
ঢাকাবাসী বলেছেন: এবসলিউটলি কারেক্ট। তবে আমার যে সুত্র সেখানে ব্রুনাইএর সুলতানের নাম কেন নেই জানি না। সুলতানের দুটো বিশাল উড়োজাহাজ আছে। একটা তার নিজ দামের অতিরিক্ত ১২০ মিলিয়ন ডলার খরচ করে বানানো দুনিয়ার সবচাইতে বিলাস বহুল বোয়িং ৭৪৭ আরেকটা এয়ার বাস ৩৪০।
তথ্যটি শেয়ার করবার জন্য আন্তরিক ধন্যবাদ।
১৮| ১৩ ই আগস্ট, ২০১৩ বিকাল ৪:২৪
গ্যাম্বলার বলেছেন:
আইডিয়া যাই একটা গালফ স্ট্রীম জি ৬৫০ প্লেনের লাইন দিই। পরে ব্লাকে লাইন বিক্রি করুম..
চরম পোস্ট, ধন্যবাদ।
১৩ ই আগস্ট, ২০১৩ বিকাল ৪:৩০
ঢাকাবাসী বলেছেন: আমার ব্লগে স্বাগতম আর এই আপনার আইডিয়াটা অসাধারণ গ্যাম্বলার! নামটা সার্থক! চমৎকার একটা মন্তব্য করবার জন্য কৃতজ্ঞতা আর ধন্যবাদ।
©somewhere in net ltd.
১|
০৭ ই আগস্ট, ২০১৩ রাত ১০:৫৫
প্রিন্স হেক্টর বলেছেন: আমার একখান ঘোড়া আছে। তাতেই সই

একটা কৌতুক মনে পড়ল।
♦ বলতো কোন স্তন্যপায়ী প্রানী আকাশে উড়ে অথচ সরাসরি বাচ্চা দেয়?
উত্তরঃ এয়ার হোষ্টেস