নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি ঢাকার বাসিন্দা- মানুষকে ভালবাসি আর ভালবাসি প্রকৃতিকে

ঢাকাবাসী

প্রকৃতিকে ভালবাসি।

ঢাকাবাসী › বিস্তারিত পোস্টঃ

পৃথিবীর শ্রেষ্ঠ ধনীদের নিজস্ব প্রমোদতরী

১৩ ই আগস্ট, ২০১৩ রাত ১২:৫৪



সুপার ইয়ট 'রাইজিং সান'



মি. ল্যারি এলিসন



আসেন আজ দেখি দুনিয়ার সেরা বড়লোকদের ব্যাক্তিগত ইয়ট বা প্রমোদতরীগুলো দেখতে কেমন।

প্রথমে উপরে দেখলেন প্রকান্ড আর বিলাসবহুল একটা ইয়টের ছবি। ইয়টটার নাম রাইজিং সান, ২৩ জন ক্রু আর ১৮ জন অতিথীর আরাম আয়েসের ব্যাবস্হা আছে এই ইয়টে। এটার মালিক আমেরিকান বিলিয়নেয়ার ল্যারি এলিসন। তিনি বিখ্যাত আমেরিকান কোম্পানী 'ওরাকল' এর প্রতিষ্ঠাতা মালিক আর দুনিয়ার ৫ নম্বর ধনী। তার সম্পদের পরিমান ৪৩ বিলিয়ন ডলার।





প্রমোদতরী 'আমেডিউস'



মি. বার্ণার্ড আরনল্ট



এটা একটা সুপার ইয়ট নাম 'আমেডিউস' যার মালিক মি. বার্নার্ড আরনল্ট। ইনি একজন ফরাসী বিলিয়নেয়ার, দুনিয়ার ১০ নং ধনী।





ইয়ট সেনসেস



গুগলএর প্রতিষ্ঠাতা মি. ল্যারি পেজ



তিন নং ইয়টটার নাম সেনসেস, একটা শক্তিশালী সুপার ইয়ট। এই ইয়ট লম্বায় ২০০ ফিট আর ইন্জিনের শক্তি ৩২০০ হর্স পাওয়ার। এটার মালিক মি. ল্যারি পেজ, তিনি গুগলের সহপ‌্রতিষ্ঠাতা। তার ধনসম্পদের পরিমান ২৩ বিলিয়ন ডলার আর তিনি পৃথিবীর ২০ নম্বর ধনী।





ইয়ট 'কিংডম ৫কেআর'



উপরের ইয়টের মালিক প্রিন্স ওয়ালিদ বিন তালাল



৪ নং ইয়টটার নাম কিংডম ৫ কেআর। এটা একটা বিলাসবহুল শক্তিশালী ৮৬ মিটার লম্বা ২০০ মিলিয়ন ডলারের প্রমোদ তরী। এটার প্রথম মালিক ছিলেন আদনান খাসোগী, তার টাকাপয়সার টানাটানি পড়লে তিনি এটা বেচে দেন আমেরিকার বিলিয়নেয়ার ট্রাম্প সাহেবের কাছে।

ট্রাম্প সাহেবের অর্থনৈতিক অবস্হা খারাপ হলে তিনি এটা বেচে দেন তালালের কাছে। এটার নাম পাল্টে রাখা হয় 'কিংডম ৫ কে আর'। তালালের কোম্পানীর নাম 'কিংডম' আর '৫' তার লাকি নম্বর আর 'কে' এবং 'আর' তার দুই মেয়ের নামের প্রথম অক্ষর। এই হল কিংডম ৫ কে আর।

তালালের সম্পদের পরিমান ২০ বিলিয়ন ডলার আর তিনি পৃথিবীর ২৬ নং ধনী।







ইয়ট 'ষ্টারফায়ার'



কার্ল আইকান



উপরের ইয়টের নাম স্টারফায়ার, এটার মালিক কার্ল আইকান, আইকান এন্টারপ্রাইজের মালিক, পৃথিবীর ২৬ নং ধনী।





মায়ান কুইন



আলবার্তো বেইলারেস



৬ নম্বরে একটা চমৎকার বিলাসবহুল ইয়ট মায়ান কুইন আর এই ইয়টটার মালিক মেক্সিকান কোম্পানী গ্রুপো ব্যাল এর মালিক মি. আলবার্তো বেইলারেস। ইনি দুনিয়ার ৩২ নম্বর ধনী, তার টাকার পরিমান ১৮.২ বিলিয়ন ডলার।







ইয়ট 'আমেভি'



স্টীল সাম্রাজ্যের সম্রাট লক্সমী মিত্তাল



এবারের প্রমোদতরীটির নাম আমেভী আর এটার মালিক লক্সমী মিত্তাল। আমেভি একটা ৯১০০ হর্স পাওয়ারের ১৫০ মিলিয়ন ডলার দামের একটা ইয়ট যাতে ১১ জন ভিআইপি আরামসে থাকতে পারেন। স্টীলের জগতের সম্রাট লক্সমী মিত্তাল পৃথিবীর ৪১ তম বড়লোক তার সম্পদের পরিমান ১৬.৫ বিলিয়ন ডলার।





মনেকস



লিউনার্দো ডেল ভেসেহায়ো



মনেকস নামক এই ইয়টটার মালিক ইতালির চশমার কারখানা 'লুক্সোলিকা'র মালিক পৃথিবীর ৪৯ নম্বর বড়লোক লিউনার্দো ডেল ভেসেহায়ো, যার সম্পদের পরিমান ১৫.৩ বিলিয়ন ডলার।





প্রমোদতরী অক্টোপাস



পল এ্যালেন



প্রমোদতরী অক্টোপসের মালিক মাইক্রোসফট এর সহ প্রতিষ্ঠাতা পল এ্যালেন। তার সম্পদের পরিমান ১৫ বিলিয়ন ডলার আর তিনি পৃথিবীর ৫৩ তম বড়লোক। এদের মধ্যে মনে হয় ইনিই সবচাইতে গরিব।





স্পিলবার্গের নৌকা!



উপরেরটা বিখ্যাত চিত্র পরিচালক স্টীফেন স্পিলবার্গ এর প্রমোদতরী। ইনি দুনিয়ার প্রথম দিককার বড়লোকদের তালিকাতেই পড়েননা! যা ব্বাবা!



সুত্র:



Click This Link

মন্তব্য ৩২ টি রেটিং +১২/-০

মন্তব্য (৩২) মন্তব্য লিখুন

১| ১৩ ই আগস্ট, ২০১৩ রাত ১:০৮

রাজীব নুর বলেছেন: বাহ !!

১৩ ই আগস্ট, ২০১৩ রাত ১:২৩

ঢাকাবাসী বলেছেন: পড়ে মন্তব্য করার জন্য ধন্যবাদ।

২| ১৩ ই আগস্ট, ২০১৩ রাত ২:৩৯

বাংলাদেশী দালাল বলেছেন: ইয়ট 'আমেভি' টাই দেখতে বেশি সুন্দর। এগেইন চমৎকার পোস্ট।
+++

১৩ ই আগস্ট, ২০১৩ সকাল ৯:১৩

ঢাকাবাসী বলেছেন: হ্যালো, ভাবছিলুম 'আমেভি' ক্লাশের একটা কিনেই ফেলি, খালি চালাবার সারেং আর নদীতে পানি নাই আর পকেটে ... তাই প্ল্যানটি স্হগিত করা হল! মন্তব্য আর প্লাসের জন্য আন্তরিক ধন্যবাদ।

৩| ১৩ ই আগস্ট, ২০১৩ ভোর ৫:৩২

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: আপনার এই অজানারে জানো টাইপের সিরিজটা ভালোই হচ্ছে। সুন্দর বর্ণনা, ছবি, তথ্যসূত্রের উল্লেখ্য সব মিলিয়ে খুব সুন্দর!

মন্তব্য কম পেলেও মন খারাপ করবেন না। কিছুটা ভ্যারিয়েশন আনার চেষ্টা করুন, দেখবেন অতি অল্প সময়ে পাঠক প্রিয়তা পেয়ে যাবেন।

শুভ কামনা রইল।

১৩ ই আগস্ট, ২০১৩ সকাল ৯:১৭

ঢাকাবাসী বলেছেন: আপনার চমৎকার কথাগুলো মন ছুঁয়ে গেল, খুব ভাল লাগল। হ্যাঁ আমার সীমাবদ্ধতা আছে কিছু জায়গাতে। আপনার কথাগুলোর জন্য আন্তরিক ধন্যবাদ। ভাল থাকুন।

৪| ১৩ ই আগস্ট, ২০১৩ ভোর ৫:৪৮

জালিস মাহমুদ বলেছেন: শুধু রিলাক্স আর রিলাক্স |-) |-) |-)

১৩ ই আগস্ট, ২০১৩ সকাল ৯:১৮

ঢাকাবাসী বলেছেন: আর রিল্যাক্স আর ..। অনেক ধন্যবাদ ভাই অনেক ধন্যবাদ।

৫| ১৩ ই আগস্ট, ২০১৩ সকাল ৯:২২

কান্ডারি অথর্ব বলেছেন:

সবসময়ের মতই চমৎকার পোস্ট।

১৩ ই আগস্ট, ২০১৩ বিকাল ৩:২০

ঢাকাবাসী বলেছেন: আন্তরিক ধন্যবাদ আপনাকে।

৬| ১৩ ই আগস্ট, ২০১৩ সকাল ৯:৫৮

বাঁধলেই বাঁধন বলেছেন: হুমম..
এইদেশের কারও ইয়ট নাই ?

১৩ ই আগস্ট, ২০১৩ বিকাল ৩:১৯

ঢাকাবাসী বলেছেন: ব্যাক্তিগত কারো ইয়ট নেই মনে হয় কারন নদীপথ অনেক ঝামেলাপুর্ণ, লাইসেন্সে অনেক সমস্যা আর ইয়টে করে যাবেটা কোথায়? পড়ে মন্তব্য করার জন্য অনেক ধন্যবাদ।

৭| ১৩ ই আগস্ট, ২০১৩ সকাল ১০:৩৮

আমিনুর রহমান বলেছেন:




বাহ ! বেশ তো !! চমৎকার পোষ্ট +++

১৩ ই আগস্ট, ২০১৩ বিকাল ৩:২২

ঢাকাবাসী বলেছেন: আন্তরিক ধন্যবাদ আপনাকে।

৮| ১৩ ই আগস্ট, ২০১৩ দুপুর ১২:০৫

রবিউল ৮১ বলেছেন: আমার কাছে ইয়ট আমেভিটাই পছন্দ হইছে।পোষ্টে প্লাস।

১৩ ই আগস্ট, ২০১৩ বিকাল ৩:২৭

ঢাকাবাসী বলেছেন: তা ইয়ে আমেভির মালিক ভারতীয় লক্সমী মিত্তাল সাহেব লন্ডনে থাকেন, বেচবে কিনা জিজ্ঞেস করব নাকি? যাহোক পড়ে প্লাসের জন্য আন্তরিক ধন্যবাদ।

৯| ১৩ ই আগস্ট, ২০১৩ দুপুর ১২:১৮

আরজু পনি বলেছেন:

চেয়ে চেয়ে দেখলাম .....
দেখলাম আর দেখলাম :( |-)

১৩ ই আগস্ট, ২০১৩ বিকাল ৩:৩৪

ঢাকাবাসী বলেছেন: আরে এগুলো কেনা কোন ব্যাপারই না খালি সারেং পাচ্ছিনা, নদীতে পানিও নাই আর শাজাহান খানের মন্ত্রনালয় পারমিশনটা দিচ্ছেনা ....এত সমস্যা নিয়ে যাই কোথায়? তাই আমি দেখাও বাদ দিয়েছি। অনেক অনেক ধন্যবাদ আপনাকে।

১০| ১৩ ই আগস্ট, ২০১৩ বিকাল ৩:৩৭

আশরাফুল ইসলাম লিংকন বলেছেন: +++++++++++++++++++++++++++

১৩ ই আগস্ট, ২০১৩ বিকাল ৩:৪৬

ঢাকাবাসী বলেছেন: আরিব্বাস অত্তোগুলো প্লাস! খুব খুশী হলুম ভাই আর আপনাকে আন্তরিক ধন্যবাদ।

১১| ১৩ ই আগস্ট, ২০১৩ বিকাল ৩:৫১

রোহান খান বলেছেন: সুপার্ব - ++++

১৩ ই আগস্ট, ২০১৩ বিকাল ৪:৩৭

ঢাকাবাসী বলেছেন: আন্তরিক মন্তব্য আর প্লাসের জন্য অনেক অনেক ধন্যবাদ রোহান খান। ভাল থাকবেন।

১২| ১৫ ই আগস্ট, ২০১৩ সন্ধ্যা ৬:৪৮

হাছন রাধা করিম বলেছেন: বার্ণার্ড আরনল্ট আমেরিকান নয়। ফ্রান্সের লোক।

১৬ ই আগস্ট, ২০১৩ সকাল ১০:৪১

ঢাকাবাসী বলেছেন: আন্তরিক ধন্যবাদ আপনাকে ভুলটা ধরিয়ে দেয়ার জন্য। ঠিক করে দিলুম। আবারো ধন্যবাদ।

১৩| ১৬ ই আগস্ট, ২০১৩ সকাল ১০:২৫

জুন বলেছেন: মায়ান কুইনে চড়তে চাই ঢাকাবাসী :)
+

১৬ ই আগস্ট, ২০১৩ সকাল ১০:৩৮

ঢাকাবাসী বলেছেন: ওহ শিওর! আমাকে যেতে হবে মেক্সিকোতে জনাব আলবার্তো বেইলারেস সাহেবের সাথে 'মায়ান কুইন' কিভাবে নেয়া যায় সে ব্যাপারে কথা বলতে। সময় বের করে নি। অনেক অনেক ধন্যবাদ আপনাকে।

১৪| ১৮ ই আগস্ট, ২০১৩ রাত ১১:০০

এহসান সাবির বলেছেন: বাংলাদেশে কি ধরনের ইয়ট আছে?

দারুন পোস্ট।

২৪ শে আগস্ট, ২০১৩ সন্ধ্যা ৭:০৭

ঢাকাবাসী বলেছেন: ব্যাক্তিগত এরকম কোন ইয়ট এদেশে নেই তবে সরকারী পর্যায়ে বিজিবি, কোষ্ট গার্ড নৌবাহিনীর এরকম বিলাসবহুল না হলেও কাছাকাছি ধরণের বোট আছে। মন্তব্যের জন্য আন্তরিক ধন্যবাদ।

১৫| ২১ শে আগস্ট, ২০১৩ রাত ১০:৫৭

শহুরে আগন্তুক বলেছেন: আফসোস ... আফসোস ... আর আফসোস :( . সব মিলিয়ে এত্তগুলা আফসোস :( :(

২৪ শে আগস্ট, ২০১৩ সন্ধ্যা ৭:০৮

ঢাকাবাসী বলেছেন: আরে না না আফসোস করবনেনা। ভাল থাকুন আর মন্তব্যের জন্য আন্তরিক ধন্যবাদ ভাই। ভাল থাকুন।

১৬| ২৩ শে ডিসেম্বর, ২০১৩ বিকাল ৪:০১

জাহিদ ২০১০ বলেছেন: আমারটা তৈরী হইতাছে। ১০০০০০ হর্স পাওয়ার দিয়া বানাইতেছি । পোষ্ট কিন্তু আপডেট করা লাগপে

২৩ শে ডিসেম্বর, ২০১৩ সন্ধ্যা ৭:৫৯

ঢাকাবাসী বলেছেন: আজ্ঞে জেনে খুব খুশি হলুম। ওটা তখন ইয়ট না হয়ে সুপার ট্যাংকার হয়ে যাবে, কুনু অসুবিধা নেই। আর পোষ্ট আপডেট? যখন বলবেন বা জানব তখনই হবে! পড়ার জন্য আন্তরিক ধন্যবাদ আপনাকে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.