নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি ঢাকার বাসিন্দা- মানুষকে ভালবাসি আর ভালবাসি প্রকৃতিকে

ঢাকাবাসী

প্রকৃতিকে ভালবাসি।

ঢাকাবাসী › বিস্তারিত পোস্টঃ

পেঁয়াজের ঝাজ আর ছবির কথা বলা!

১৯ শে আগস্ট, ২০১৩ দুপুর ১:৩৮



সবসময় শুনেছি পেঁয়াজ কাটবার সময় চোখ দিয়ে পানি পড়ে, আর এখন তো দাম শুনে চোখের পানি পড়ার দশা!



আমার ভাগ্নে কাবুল কাল দুকেজি পেঁয়াজ কিনে ফেসবুকে স্টেটাসে দিয়েছে আর ২৮৯ জনকে ট্যাগ করেছে! প্রচুর কংগ্রেটস পেয়েছে!



আগে এক কোম্পানীর আলু চিপসের একটা নাম আর আইটেম ছিল ক্রীম এন্ড অনিয়ন এখন খালি ক্রীম!



পিজ্জাতে পেঁয়াজ কমে কাঁচা পেঁপে আসছে!



ভারতীয় একটা ছবির নাম হয়েছে পেঁয়াজ কাপড়া আওর মাকান!



আমাদের বানিজ্য সচিব বলেছেন পেয়াজের দাম ঠিকই আছে!!





লোকটা বলছে 'ছেলেটা ৩ কেজি পেঁয়াজ কিনছে মানে বেশ মালদার পার্টির ছেলে হবে, আমার কন্যা নাবিলার সাথে কেমন হবে!'



যাক পেয়াজের দামে সংষ্লিষ্টরা মাথা চুলকাক আপনি এবার ছবি দেখে কথা বুঝুন:





মুড খারাপ! মা বকেছে!





কি ঠান্ডা! জমে গেলুম!





সাহসের দেখেছেন কি? এতগুলান কুত্তা! তাতে কি আমি থোড়াই কেয়ার করি!





সাহায্যকারী হাত! আসলে সবাই একবারেই আসে!





হায় হায় এটা কি হলো, এত দুঃখে যাব কোথায়!





আচ্ছা পরে হলেও চলবে! মাথা খারাপ নাকি এটা দিয়ে নেমে বাথরুম যাব, আর উঠতে হবেনা!





ধৈর্য্যের অভাব! পেট্রোল পাম্পে তেল দেয়া শেষ হওয়ার আগেই পাইপ নিয়েই দৌড়!





অন্তরঙ্গ! আমি এত যে তোমায় ভালবাসি তবু মনে হয় ..





সরি! ভুল হয়ে গেছে।





ট্যাক্সের টাকা হালাল হচ্ছে! বেতন নিবা ঘুষও নিবা আর রা্তে ডিউটি করবানা তাতো হয়না!





এই যাহ বানান ভুল! পেইন্টার ব্যাটা কোথায়?





টায়ার্ড! এত খাটাখাটনীর পর আর নড়তে পারছিনা ভাই।





সুত্র: ইন্টারনেট থেকে সংগৃহিত

মন্তব্য ২২ টি রেটিং +৬/-০

মন্তব্য (২২) মন্তব্য লিখুন

১| ১৯ শে আগস্ট, ২০১৩ দুপুর ১:৪৬

শহুরে আগন্তুক বলেছেন: মিক্সড পোস্ট :-B :#) :D

১৯ শে আগস্ট, ২০১৩ দুপুর ১:৫৪

ঢাকাবাসী বলেছেন: ঠিক। সামনে পেলুম কায়দা করে পোষ্ট করলুম আর কি। পড়ার জন্য ধন্যবাদ।

২| ১৯ শে আগস্ট, ২০১৩ দুপুর ১:৫২

লাবনী আক্তার বলেছেন: =p~ =p~ =p~



ছবিগুলো দেখে মজা পেলাম।

১৯ শে আগস্ট, ২০১৩ দুপুর ১:৫৫

ঢাকাবাসী বলেছেন: মজা পেলেন তাতেই আমার খাটনি সার্থক। অনেক আন্তরিক ধন্যবাদ আপনাকে।

৩| ১৯ শে আগস্ট, ২০১৩ দুপুর ১:৫৪

ইরফান আহমেদ বর্ষণ বলেছেন: :D :D

১৯ শে আগস্ট, ২০১৩ দুপুর ১:৫৬

ঢাকাবাসী বলেছেন: অনেক অনেক ধন্যবাদ আপনাকে।

৪| ১৯ শে আগস্ট, ২০১৩ বিকাল ৩:০৫

সমুদ্র কন্যা বলেছেন: ছবিগুলা ইন্টারেস্টিং।

১৯ শে আগস্ট, ২০১৩ বিকাল ৩:৪৩

ঢাকাবাসী বলেছেন: আন্তরিক ধন্যবাদ আপনাকে।

৫| ১৯ শে আগস্ট, ২০১৩ বিকাল ৩:১৮

বোকামন বলেছেন:
হা হা হা ! দারুণ মজা দিলেন ভাই :-)
ধন্যবাদ !

১৯ শে আগস্ট, ২০১৩ বিকাল ৩:৪৫

ঢাকাবাসী বলেছেন: মজা পেয়েছেন জেনে ভাল লাগল। আপনাকে আন্তরিক ধন্যবাদ আর কৃতজ্ঞতা।

৬| ২০ শে আগস্ট, ২০১৩ সকাল ৮:৫৩

কান্ডারি অথর্ব বলেছেন:

:) :) :)

২০ শে আগস্ট, ২০১৩ বিকাল ৩:৩০

ঢাকাবাসী বলেছেন: আন্তরিক ধন্যবাদ আর কৃতজ্ঞতা কান্ডারী অথর্ব।

৭| ২০ শে আগস্ট, ২০১৩ রাত ৯:২৫

গোর্কি বলেছেন:
-কুং ফু ক্যাট! হা হা হা!!!

-পোস্ট দারুণ মজারু হয়েছে।

২৪ শে আগস্ট, ২০১৩ সন্ধ্যা ৬:৪৯

ঢাকাবাসী বলেছেন: ভারি মজারু মন্তব্য তো। ছবিটা খুব ভাল লাগল আর আপনাকে আন্তরিক ধন্যবাদ।

৮| ২১ শে আগস্ট, ২০১৩ ভোর ৪:৩০

শিপন মোল্লা বলেছেন: বেস মজা পেলাম। চমৎকার।

২৪ শে আগস্ট, ২০১৩ সন্ধ্যা ৬:৫০

ঢাকাবাসী বলেছেন: পড়ার জন্য বিনীত ধন্যবাদ।

৯| ২১ শে আগস্ট, ২০১৩ ভোর ৬:১১

খেয়া ঘাট বলেছেন: জোস। হাহাশে। হাহাশে। হাহাশে।
++++++++++++++++++++++++++++++++++++++++++++
একগুচ্ছ প্লাস।

২৪ শে আগস্ট, ২০১৩ সন্ধ্যা ৬:৫১

ঢাকাবাসী বলেছেন: পড়ে মন্তব্য করার জন্য অনেক অনেক ধন্যবাদ । ভাল থাকবেন।

১০| ২৩ শে আগস্ট, ২০১৩ বিকাল ৫:৪৭

পরিবেশ বন্ধু বলেছেন: অসাধারন ছবি ও বর্ণনা
থাকল শুভকামনা ।।

২৪ শে আগস্ট, ২০১৩ সন্ধ্যা ৬:৫১

ঢাকাবাসী বলেছেন: হ্যালো স্বভাব কবি, পড়ে মন্তব্য করার জন্য আন্তরিক ধন্যবাদ।

১১| ২৫ শে আগস্ট, ২০১৩ রাত ১০:৩৪

বাংলাদেশী দালাল বলেছেন:

কি খবর ঢাকা বাসী? চমৎকার পোস্ট দিয়েছেন। ++++++

ভালো থাকুন।

২৬ শে আগস্ট, ২০১৩ সকাল ১০:১০

ঢাকাবাসী বলেছেন: হ্যালো ভাই, খুশি হলুম আপনাকে পেয়ে। সুন্দর মন্তব্যের জন্য আন্তরিক ধন্যবাদ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.