![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
২০১৩ সালের জন্য দুনিয়ার সবচাইতে দামী গাড়ী কোনটি? জার্মান গাড়ী নাকি আমেরিকান গাড়ী? নাহ এরা কেউ বানায়নি এবারের সবচাইতে দামী গাড়ী।
২০১৩ সালের সবচাইতে দামী গাড়ী বানিয়েছে লেবাননের ডব্লিউ মটরস। গাড়ীটার নাম লাইকান হাইপারস্পোর্ট, উপরে সেটার ছবি দেখে ফেলেছেন।
গাড়ীটার দাম ৩.৪ মিলিয়ন ডলার> প্রায় ২৬ কোটি টাকারও বেশী।
৬ বছর ধরে চেষ্টা করে এটা বানিয়েছে।
এটার ইন্জিন ৭৫০ হর্স পাওয়ার শক্তি সম্পন্ন।
এটা সর্বোচ্চ ঘন্টায় ৩৯৫ কিলোমিটার বেগে ছুটতে পারে।
একসিলারেশন সাংঘাতিক মাত্র ২.৮ সেকেন্ডে এই গাড়ী শুন্য থেকে ১০০ কিমি প্রতি ঘন্টা স্পীড উঠাতে পারে।
সামনে কয়েক জায়গাতে হীরা বসানো আছে! আরো ছবি দেখুন।
উপরে তো ২৬ কোটি টাকা বলে কাজ সারলুম এবার দেখুন নীচের গাড়ীটি।
আমরা কিন্তু বহন করে নিয়ে যাওয়া গাড়ীটির কথা বলছি, ক্যারিয়ারটার না।
এটা একটা ১৯৫৪ মডেলের মারসিডিয ডব্লিউ ১৯৬ আর। গত ১২ জুলাই এটার নিলাম হল। সেই নিলামে (নিলামের ছবি নীচে)
এই গাড়ীটা ৩১ মিলিয়ন ডলারে বিক্রী হয়! ২৪৫ কোটি টাকায় ১৯৫৪ মডেলের গাড়ী!
সুত্র:
Click This Link
Click This Link
২৬ শে আগস্ট, ২০১৩ সকাল ৯:৫০
ঢাকাবাসী বলেছেন: আরে ভাই আপনিতো (হাতী) বড় হলেই বা মরলেও লাখ টাকা! ঐ শরীর নিয়ে চলে যান কাতার আর কিনে ফেলুন।অনেক ধন্যবাদ আপনাকে পড়া আর মন্তব্যের জন্য।
২| ২৬ শে আগস্ট, ২০১৩ রাত ১:২৫
খাটাস বলেছেন:
২৪৫ কোটি টাকা দিয়ে পুরান গাড়ি, পৃথিবীতে কত জাতের প্রতিবন্ধী আছে !!! আর প্রতিবন্ধী দের কাছেই কেন এত টাকা থাকে!!!!
ভাল আছেন, ঢাকাবাসী ভাই? ঈদ কেমন কাটল?
২৬ শে আগস্ট, ২০১৩ সকাল ৯:৫৬
ঢাকাবাসী বলেছেন: হ্যালো ভাল আছেন বোধ করি। এইটা বড়ই না ইনসাফী, ওদের কাছে কেন এত টাকা! অবশ্য এই হতদরিদ্র দেশেও অনেকের কাছে এত টাকা আছে যে তারাও এইটা কিনতে পারে। লাখ কোটি টাকা নিয়ে ঘাপটি মেরে অনেকেই বসে আছে।
আশা করি আপনাকে মাঝে মাঝে পাব। অনেক ধন্যবাদ আপনাকে। ভাল থাকুন।
৩| ২৬ শে আগস্ট, ২০১৩ রাত ১:৩৪
একজন আরমানের আত্মা বলেছেন:
খাটাস বলেছেন: ২৪৫ কোটি টাকা দিয়ে পুরান গাড়ি, পৃথিবীতে কত জাতের প্রতিবন্ধী আছে !!! আর প্রতিবন্ধী দের কাছেই কেন এত টাকা থাকে!!!!
আমারও তাই মনে হয় !
আমগোর কাছে তো চা খাওয়ারই টাকা থাকে না।
২৬ শে আগস্ট, ২০১৩ সকাল ৯:৫৮
ঢাকাবাসী বলেছেন: হয়ত ওদের যা গুন আর যোগ্যতা আছে তা আপনার মধ্যে নেই, আপনি সেই ভাগ্য নিয়েই জন্মাননি ইত্যাদি। আন্তরিক ধন্যবাদ আপনাকে।
৪| ২৬ শে আগস্ট, ২০১৩ রাত ২:০৭
খেয়া ঘাট বলেছেন: গাড়িতো গাড়ি। কিছুদিন আগে "বোল্ট" নামে একটা পাখি বিক্রি হয়েছে ৪০ মিলিয়ন ডলার দিয়ে। কিনেছেন এক চায়নিজ ব্যবসায়ী।
২৬ শে আগস্ট, ২০১৩ সকাল ৯:৫৯
ঢাকাবাসী বলেছেন: হ্যা আপনার কাছেই শুনেছিলুম। যোগ দেয়ার জন্য বিনীত আন্তরিক ধন্যবাদ খেয়াঘাট।
৫| ২৬ শে আগস্ট, ২০১৩ ভোর ৫:৩৮
তারেক বলেছেন: গাড়ীর মডেল প্রর্দশনী ঠিক আছে, কিন্তু সাথে যে দাড়ায়া আছে তার কি দরকার? গাড়ীর প্রর্দশনীতে গাড়ী থাকবে , আবার নারী কেন? তার মানে এখানে নারীকে শুধু মাত্র প্রর্দশনীর জন্য রাখা হয়েছে? এত তাদের কোন সম্মান নষ্ট হয় না । আর তেতু্ল বললে মান - সম্মান নষ্ট হয়ে যায়?
২৬ শে আগস্ট, ২০১৩ সকাল ১০:০২
ঢাকাবাসী বলেছেন: আধুনিক বিশ্বে বিজ্ঞাপনের যুগে সব সামগ্রীতেই মেয়েদের ব্যাবহার একটা তীব্র প্রয়োজনীয়তা আর মাত্রা পেয়েছে যা অস্বীকার করার উপায় নেই। এছাড়াও মেয়েটা লেবানীজ, আরও এক ডিগ্রী বেশী হল! মেনে নিন।
ধন্যবাদ আপনাকে।
৬| ২৬ শে আগস্ট, ২০১৩ সকাল ৯:৫৩
আদম_ বলেছেন: |
| ২৪৫ কোটি টাকা দিয়ে পুরান গাড়ি, পৃথিবীতে কত জাতের প্রতিবন্ধী আছে !!! আর প্রতিবন্ধী দের কাছেই কেন এত টাকা থাকে!!!!
ভাল আছেন, ঢাকাবাসী ভাই? ঈদ কেমন কাটল?
২৬ শে আগস্ট, ২০১৩ সকাল ১০:০৭
ঢাকাবাসী বলেছেন: আরি আপনি! কি চমৎকার! আমি ভাল আর আশা করব আপনিও খুব ভাল আছেন। ঈদ করেছি ১/১০০ মিলিয়ন মাইল দূরে । আর বলবেন না, টাকা দেনেওয়ালার এটা বড়ই না ইনসাফী, প্রতিবন্ধীদের কাছেই এত টাকা থাকে!
৭| ২৬ শে আগস্ট, ২০১৩ সকাল ৯:৫৮
কান্ডারি অথর্ব বলেছেন:
:!> :!> :!> :#> :#> :#>
২৬ শে আগস্ট, ২০১৩ সকাল ১০:০৯
ঢাকাবাসী বলেছেন: হ্যালো কেমন আছেন? অনেক ধন্যবাদ । ভাল থাকবেন।
৮| ২৬ শে আগস্ট, ২০১৩ সকাল ১০:১৪
আহলান বলেছেন: বহুত আজব
২৭ শে আগস্ট, ২০১৩ রাত ১২:৩৪
ঢাকাবাসী বলেছেন: আরে বলবেননা একেবারেই আজব। কেমন আছেন? অনেক অনেক ধন্যবাদ মন্তব্য করার জন্য।
৯| ২৬ শে আগস্ট, ২০১৩ সকাল ১০:১৪
গোর্কি বলেছেন:
-আমরা শুধু দেখেই যাই! (মন উদাসের ইমো হইবে)
-বেঁচে থাকুক ধনিক শ্রেণী দুধে-সন্দেশে।
২৭ শে আগস্ট, ২০১৩ রাত ১২:৩৬
ঢাকাবাসী বলেছেন: হা হা হা, উদাসী গোর্কি বললেন দুধে-ভাতে না দুধে -সন্দেশে! কয়েক ডিগ্রী বেশী। ভারী মজার! আন্তরিক ধন্যবাদ ভাই ।
১০| ২৬ শে আগস্ট, ২০১৩ সকাল ১১:১৪
আমিনুর রহমান বলেছেন:
দীর্ঘশ্বাস এর ইমো হইবেক
২৭ শে আগস্ট, ২০১৩ রাত ১২:৩৯
ঢাকাবাসী বলেছেন: কি লাভ ভাই? তাতে অবস্হার মানে সিচুয়েশনের বিশেষ পরিবর্তন হবে কি? অনেক অনেক ধন্যবাদ আপনাকে, পড়ার জন্য।
১১| ২৬ শে আগস্ট, ২০১৩ দুপুর ১:১৯
ইরফান আহমেদ বর্ষণ বলেছেন: ওরীঈঈঈঈঈঈঈ.............
২৭ শে আগস্ট, ২০১৩ রাত ১২:৪০
ঢাকাবাসী বলেছেন: আমি তো ভয়ই পেলুম। অনেক অনেক ধন্যবাদ বর্ষন, পরীক্ষার খবর কি?
১২| ২৭ শে আগস্ট, ২০১৩ রাত ৯:১১
জুলিয়ান সিদ্দিকী বলেছেন: দুনিয়ায় কত পদের পাগল আছে। এই গাড়িও বিক্রি হবে।
২৭ শে আগস্ট, ২০১৩ রাত ১০:৪৮
ঢাকাবাসী বলেছেন: হ্যাঁ ভাই এই গাড়ীও বিক্রী হবে হচ্ছে, কি আর করা দেখে আর শুনে যাওয়া ছাড়া! আর সেজন্যই কিন্তু আজ আমরা তাকে নিয়ে আলোচনা করছি! এটাই তো তার এচিভমেন্ট! অনেক অনেক ধন্যবাদ আপনাকে।
১৩| ২৮ শে আগস্ট, ২০১৩ সকাল ৯:১১
আরজু পনি বলেছেন:
বিশাল একটা দীর্ঘশ্বাস ছাড়লাম !
ঢাকা ক্লাবে একবার গাড়ি প্রদর্শনী দেখে বুঝেছি, টাকাওয়ালা বাংলাদেশের মানুষেরও কতো শখ আছে !
২৯ শে আগস্ট, ২০১৩ দুপুর ১২:০৯
ঢাকাবাসী বলেছেন: কোথায় ছিলেন, আগে পেলেই তো দীর্ঘশ্বাসের একটা ব্যবস্হা করতুম। অনেক ধন্যবাদ আপনাকে। ভাল থাকবেন।
১৪| ২৮ শে আগস্ট, ২০১৩ রাত ৯:৫৫
লিন্কিন পার্ক বলেছেন:
টাকায় এদের গাবায় !
২৯ শে আগস্ট, ২০১৩ দুপুর ১২:১২
ঢাকাবাসী বলেছেন: আমাদের দেশেও এদের মত বা আরো বেশী টাকার মালিক/ মালেকীন আছে যাদের টাকায় গাবায়! অনেক অনেক ধন্যবাদ পার্ক।
১৫| ২৮ শে আগস্ট, ২০১৩ রাত ১০:০৪
মাসুম আহমদ ১৪ বলেছেন: গাড়িতে হীরা বসাইছে কেন সেটা বোঝলাম না
২৯ শে আগস্ট, ২০১৩ দুপুর ১২:১৪
ঢাকাবাসী বলেছেন: টেকা রাখনের জাগা নাই তাই কাউয়ার লেন্জায় হীরার দূল লাগায় মনে হয়! স্বাগতম আর আন্তরিক ধন্যবাদ আপনাকে।
১৬| ০২ রা সেপ্টেম্বর, ২০১৩ রাত ১২:০৭
শহুরে আগন্তুক বলেছেন: আজ রাতেই কিন্মু :#> ..চড়তে চাইলে বইলেন , লজ্জার কিছু না । ভাই বেরাদার মানুষ
০৭ ই নভেম্বর, ২০১৩ সকাল ১১:১৪
ঢাকাবাসী বলেছেন: ভাই কিনছেন? আমি কিন্তুক চড়বার জন্য এক ঠ্যাং উঠায়া বইসা আছা।
১৭| ০৭ ই নভেম্বর, ২০১৩ রাত ১২:৪০
anonno420 বলেছেন: ভাই গাড়ি কিনলে মাইয়া টা কি ফ্রি????
০৭ ই নভেম্বর, ২০১৩ সকাল ১১:১৬
ঢাকাবাসী বলেছেন: ভাই বড়লোকদের কারবার তো বলা যায়না হতেও পারে। আলাপ করে দেখি। তবে মারধোর খেতে হতে পারে আমাকে! অনেক ধন্যবাদ পড়ে মজার মন্তব্য করার জন্য।
©somewhere in net ltd.
১|
২৬ শে আগস্ট, ২০১৩ রাত ১:১১
হাতীর ডিম বলেছেন: সামনেই আমার জন্মদিন। একটা গিফট করেন না ভাই।