নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি ঢাকার বাসিন্দা- মানুষকে ভালবাসি আর ভালবাসি প্রকৃতিকে

ঢাকাবাসী

প্রকৃতিকে ভালবাসি।

ঢাকাবাসী › বিস্তারিত পোস্টঃ

দুনিয়ার ইতিহাসে সবচাইতে ব্যায়বহুল ১২ খান বিয়ে

০৩ রা অক্টোবর, ২০১৩ রাত ১১:৪৫



বিয়ে তো নাকি সেই 'দিল্লী কা লাড্ডু যে খায় নি সে পস্তায় আর যে খেয়েছে সেও নাকি পস্তায়'! আর সেই বিয়ে করতে এত্তো টাকা খরচ! যাকগে আসুন দেখি দুনিয়ার সবচাইতে ব্যায়বহুল কয়েকটি বিয়ের খরচ কিরকম!



উপরেরটা হল আজকের আলোচ্য বিয়ের মধ্যে সবচাইতে গরীব বিয়ের দম্পতি। বর ছিলেন স্পার্টাকাসের সেই নায়ক কার্ক ডগলাসের ছেলে মাইকেল ডগলাস আর কনে ছিল ক্যাথেরিন জেটা-জোনস। দুজনাই ফিল্মের লোক। মোট খরচ ছিল $১.৫ মিলিয়ন, সেটা ২০০৫ সালে আজ সেটা ১.৬ মিলিয়ন ডলার হবে, প্রায় সাড়ে বারো কোটি টাকা!







উপরের 'বর'টিকে মানে নায়কটাকে তো চিনেনই, টম ক্রুজ আর কনে কেটি হোমস। বিয়ে করে ২.২ মিলিয়ন ডলার খরচ করে। বিয়েতে খাওয়া ৩০০ বোতল মদের দাম ছিল ১৮০,০০০ ডলার!





উপরের কনে হলেন একজন পপ তারকা নাম ক্রিষ্টিনা এগুইলেরা আর আর বর ছিলেন সঙ্গীত পরিচালক জর্ডান ব্রাটম্যান। খরচ হয়েছিল ২ মিলিয়ন ডলারের বেশী।





কনে এলিজাবেথ হরলি একজন ফিল্ম স্টার আর বর অরুন নাইয়ার একজন ভারতীয় ব্যাবসায়ী, 'টায়কো' এর ভাইস প্রেসিডেন্ট। । মোট খরচ আনুমানিক ২.৫ মিলিয়ন ডলারের বেশী। বিয়েটা যোধপুরের এক প্রাসাদে হয়। প্রাইভেট জেট প্লেনের ভাড়াতেই খরচ হয় তিন লাখ ডলার।







৮ নং বিয়েটা ছিল পল ম্যাককার্টনী নামের একজন গীতিকার আর কনে ছিলেন হিদার মিলস-- একজন মডেল। বিয়েটা হয় ২০০২ সালে আয়ারল্যান্ডে। ১,৪৫,০০০ ডলারের ফুল কেনা হয়, দেড় লাখ ডলারের আতসবাজী আর ৪০,০০০ ডলার বাড়ী ভাড়া!





১৯৯১ সালে বিয়ে করেন 'ক্লিয়োপেট্রা' খ্যাত ভুবন বিখ্যাত চলচ্চিত্র অভিনেত্রী এলিজাবেথ টেলর আর ল্যারি ফোরটেন্সকি। সেই আমলে খরচ হয় ২.৫ মিলিয়ন ডলার এখনকার দামে ৪ মিলিয়ন ডলার তো হবেই। বিয়েটা অনুষ্ঠিত হয় প্রয়াত মাইকেল জ্যাকসনের 'নেভারল্যান্ড রান্চে'। বিয়েতে মাইকেল জ্যাকসন উপস্হিত ছিলেন। আর হ্যাঁ বিয়েটা পাক্কা ৫ বছর টিকে ছিল! তারপর ডিভোর্স আর কি।



:|

লিজা মেনেলী আর ডেভিড জেসট ৪.২ মিলিয়ন ডলার খরচ করে বিয়ে করেন ২০০২ সালে। বিয়েতে সাত লাখ ডলারের ফুল কেনা হয় আর ৪০,০০০ ডলার দিয়ে কেক! এই বিয়েতে মাইকেল জ্যাকসন আর এলিজাবেথ টেলর হাজির ছিলেন।







জনপ্রিয় আমেরিকান প্রেসিডেন্ট বিল ক্লিনটন আর আমেরিকার সাবেক পররাস্ট্র মন্ত্রী হিলারী ক্লিনটন এর মেয়ে চেলসী ক্লিনটন আর মার্ক মেজভিনস্কী বিয়ে করেন ২০১০ সালে, খরচ হয় ৫০ লাখ ডলার! এয়ার কনডিশনড তাবুর পিছনে খরচ হয় ৬ লাখ ডলার, ১১,০০০ ডলারের কেক! ছেলেটি একজন ব্যাংকার।





উপরের ছবির বরটিকে চেনেন মনে হয়। দুনিয়ার অন্যতম দামী ফুটবলার ওয়েইন রুনি আর মেয়েটি একজন সাধারণ বৃটিশ নাগরিক। ২০০৮ সালে অনুষ্ঠিত এদের বিয়েতে খরচ হয় ৮০ লাখ ডলার! কিসে কিসে খরচ হলো জিজ্ঞেস করছেন? সে এক এলাহী কারবার!





এইবার রাজা রাজরাদের বিয়ে। উপরেরটার বর বৃটেনের মহামান্য রানী এলিজাবেথের বড় নাতি, সিংহাসনের ভাবী উত্তারাধিকারী প্রিন্স চার্লসের বড় ছেলে প্রিন্স উইলিয়াম ও 'কনে'টি হলেন লেডী কেট মিডলটন। এদের বিয়েতে মোট খরচ হয় তিন কোটি চল্লিশ লাখ ডলার! আট লাখ ডলারের শুধু ফুলই কেনা হয়, ৮০০০০ ডলারের কেক! তবু দুনিয়াতে খরচের দিক থেকে এটা তিন নম্বরে! ইতিমধ্যে ক'দিন আগে এদের একটি সন্তান জন্ম নিয়েছে।





দুনিয়াতে দুই নম্বর ব্যায়বহুল বিয়েটা হয় ভারতীয় বংশোদ্ভুত বিলিয়নেয়ার স্টীল ম্যাগনেট লক্সমী মিত্তালের দুহিতা ভানীশা মিত্তালের সাথে 'সোর্ড ফিশ ইনভেস্টমেন্ট এর মালিক অমিত ভাটিয়ার সাথে। ২০০৫ সালে হওয়া এই বিয়েতে মোট খরচ এখনকার মুল্যমানে ছয় কোটি ষাট লাখ ডলার! বাংলাদেশী টাকায় প্রায় সোয়া পাঁচ'শ কোটি টাকা!











সবশেষে সর্বকালের সর্বশ্রেষ্ঠ বিয়ে, ইতিহাসের সবচাইতে ব্যায়বহুল বিয়ের কথা শুনু। উপরের ছবি দেখে নিশ্চই বুঝে গেছেন এরা কারা! হ্যাঁ বৃটেনের মহামান্য রানীর জ্যেষ্ঠ পুত্র প্রিন্স চার্লস ও লেডী ডায়ানা। এঁদের বিয়েটা হয় ১৯৮১ সালে। তথ্য প্রযুক্তি আর যোগাযোগ তখন এখনকার মত অত উন্নত ছিলনা। তবু সারা দুনিয়া এই বিয়ে প্রচন্ড আগ্রহ ভরে দেখে, কেউ সরাসরি আর অধিকাংশই টিভিতে। সেই যুগে এই বিয়েতে খরচ হয় চার কোটি আশি লাখ ডলার, এখনকার বাজারে তা প্রায় এগারো কোটি ডলার! বাংলাদেশী টাকায় প্রায় আটশত আশি কোটি টাকা।



সুত্র: Click This Link

মন্তব্য ৩৮ টি রেটিং +০/-০

মন্তব্য (৩৮) মন্তব্য লিখুন

১| ০৩ রা অক্টোবর, ২০১৩ রাত ১১:৫৬

দূরের মানুষ বলেছেন: আমার বিয়াতে ৩ মিলিয়ন টাকা খরচ করতে হয়েছে । উপায় ছিলো না । :( তাদের ও হয়তো উপায় ছিলো না।

০৪ ঠা অক্টোবর, ২০১৩ সকাল ৯:২৬

ঢাকাবাসী বলেছেন: বলেন কি! আপনি তো অনেক উপর তলার মানুষ, আপনাকে অভিনন্দন আর ধন্যবাদ। সুখে থাকুন।

২| ০৪ ঠা অক্টোবর, ২০১৩ রাত ১২:১১

কান্ডারি অথর্ব বলেছেন:




হে হে হে আমার বিয়েতে কোন খরচই তেমন করতে হয়নি। বেঁচে গেছি। :P

০৪ ঠা অক্টোবর, ২০১৩ সকাল ৯:২৭

ঢাকাবাসী বলেছেন: যাক বাওয়া বেঁচে গেছেন। এখন পড়ে মন্তব্য করলেন সেজন্য ধন্যবাদ।

৩| ০৪ ঠা অক্টোবর, ২০১৩ রাত ১২:২৩

খেয়া ঘাট বলেছেন: এরা কি বিয়া করছে নাকি ব্যয় করছে? এবার এখনো টিকে আছেন কারা কারা এইটার একটা লিস্ট দেন।/

০৪ ঠা অক্টোবর, ২০১৩ সকাল ৯:৩১

ঢাকাবাসী বলেছেন: শো বিজিনেসের লোকেরা শো করতে ভালবাসে! দাড়ান লিষ্টিটা বানাই। ভারতীয় কয়টা আর উইলিয়ামেরটা ছাড়া বাকি প্রায় সবই সাপা অয়া গেছে>>>>>> মানে আজ দুজনার দুটি পথ ....পরিষ্কার হয়ে গেছে!

৪| ০৪ ঠা অক্টোবর, ২০১৩ রাত ১:০৫

প্রোফেসর শঙ্কু বলেছেন: দারুণ পোস্ট ঢাকাবাসী।

০৪ ঠা অক্টোবর, ২০১৩ সকাল ৯:৩২

ঢাকাবাসী বলেছেন: হ্যালো প্রোফেসর শঙ্কু, থ্যাঙ্কু।

৫| ০৪ ঠা অক্টোবর, ২০১৩ রাত ৩:১৪

রাহাত ইমাম বলেছেন: আমার বিয়েতে অনেক পয়সা খরচ হইসে.... :-B :-B :-B

০৪ ঠা অক্টোবর, ২০১৩ সকাল ৯:৩৪

ঢাকাবাসী বলেছেন: একটা ছবি পাঠিয়ে দিন পরের পোষ্টে বাংলাদেশের একটা সংকলন বের করব ভাবছি! অনেক ধন্যবাদ পড়ে মন্তব্য করার জন্য। ভাল থাকবেন।

৬| ০৪ ঠা অক্টোবর, ২০১৩ ভোর ৪:৪৪

শ্যামল জাহির বলেছেন: দুনিয়ার ইতিহাসে সবচাইতে ব্যায়বহুল ১২ খান বিয়ের খবর পড়লাম।

বিয়ের ব্যায়ে গ্রিনিচ বুকে নাম লিখাতে পারে নাই কেহ? :)

ভাল থাকুন।



০৪ ঠা অক্টোবর, ২০১৩ সকাল ৯:৩৫

ঢাকাবাসী বলেছেন: আসলেই তো! এদের নাম গিনেস বুকে নেই কেন? খোজ নিতে হচ্ছে। আন্তরিক ধন্যবাদ ভাই, ভাল থাকবেন।

৭| ০৪ ঠা অক্টোবর, ২০১৩ সকাল ৯:৩৩

সেলিম আনোয়ার বলেছেন: সর্বকালের সর্বশ্রেষ্ঠ বিয়ে চার্লস আর ডায়না ।কি কঠিন পরিণতি ই না হয়েছিল ডায়ানার। প্রেম প্রেম প্রেম ।প্রেম ক্ষুধা নিয়ে মৃত্যু।অনেকগুলোর স্হায়িত্ব দিয়েছেন।টিকেছে মাত্র কয়েকবছর। বিলাসিতা অঢেল টাকা সুখ দিতে পারে না। এটাই সত্য। বেশ উপভোগ্য ও শিক্ষনীয় একটি পোস্টের অবতারণা করায় ধন্যবাদ। :)

০৪ ঠা অক্টোবর, ২০১৩ সকাল ৯:৩৬

ঢাকাবাসী বলেছেন: হ্যালো কবি, চমৎকার মন্তব্যের জন্য আন্তরিক ধন্যবাদ। ভাল থাকবেন।

৮| ০৪ ঠা অক্টোবর, ২০১৩ সকাল ৯:৪২

*কুনোব্যাঙ* বলেছেন: ইশ বিয়েটা করে ফেললেই তো আজকে আপনার পোষ্টে আমার ছবি দেখতে পেতাম। বিয়ে না করে দেখি ভুলই করেছি :(

০৫ ই অক্টোবর, ২০১৩ সকাল ১০:০৩

ঢাকাবাসী বলেছেন: দিল্লীকি লাড্ডু খেয়ে পস্তানোটাই বেটার মনে হচ্ছে? ট্রাই। মজার কথাগুলোর জন্য ধন্যবাদ *কুনোব্যাঙ*!

৯| ০৪ ঠা অক্টোবর, ২০১৩ দুপুর ১:১৯

আম্মানসুরা বলেছেন: সেলিম আনোয়ার বলেছেন:বিলাসিতা অঢেল টাকা সুখ দিতে পারে না। এটাই সত্য। বেশ উপভোগ্য ও শিক্ষনীয় একটি পোস্টের অবতারণা করায় ধন্যবাদ।

০৫ ই অক্টোবর, ২০১৩ সকাল ১০:০৩

ঢাকাবাসী বলেছেন: আপনাকেও আন্তরিক ধন্যবাদ। ভাল থাকবেন।

১০| ০৫ ই অক্টোবর, ২০১৩ দুপুর ১২:২৭

আরজু পনি বলেছেন:

এমন পোস্ট দিবেন তো আগে বলবেন ! X(

বিয়েটা ভেবে চিন্তে করতাম :P

আর বিয়েতে খরচ করা টাকার উৎস জানতে চাই X(
আর তারা ঠিক মতো ট্যাক্স দেয় কি না তাও জানতে চাই X(

:P

=p~ =p~

০৬ ই অক্টোবর, ২০১৩ সকাল ১০:০৬

ঢাকাবাসী বলেছেন: এই যাহ ভুল হয়ে গেছে আর হবেনা। না ওরা গুনে গুনে ট্যাক্স দেয়, ওদের লেভেলে ওসব দেশে ফাকি দেয়ার সুযোগ খুব কম বলে জানি। আন্তরিক ধন্যবাদ আমার ব্লগে পড়ে মন্তব্য করার জন্য।

১১| ০৫ ই অক্টোবর, ২০১৩ দুপুর ১:১৯

হাসান মাহবুব বলেছেন: এলাহী কারবার!

০৬ ই অক্টোবর, ২০১৩ সকাল ১০:০৭

ঢাকাবাসী বলেছেন: আর বলবেন না এদের কারবারই এরকম। ধন্যবাদ আপনাকে হাসান মাহবুব, ভাল থাকুন।

১২| ০৫ ই অক্টোবর, ২০১৩ দুপুর ১:৩৭

ইরফান আহমেদ বর্ষণ বলেছেন: আপনে তো ভয় ধরায়া দিলেন........

০৬ ই অক্টোবর, ২০১৩ সকাল ১০:০৯

ঢাকাবাসী বলেছেন: আরে দুর, দিল্লী কা লাড্ডু খেয়েই দেখেন। অবশ্য আপনার দেরী আছে। ওয়েট, পড়াশুনা শেষ করুন আর ভাল থাকুন। ধন্যবাদ।

১৩| ০৭ ই অক্টোবর, ২০১৩ রাত ৮:০২

গোর্কি বলেছেন:
হাতে নাই পয়সা-কড়ি
মনে চায় বিবাহ করি।


আফসুস! আফসুস!!

০৭ ই অক্টোবর, ২০১৩ রাত ১১:০৭

ঢাকাবাসী বলেছেন: শুধু বেলি ফুলের মালা দিয়েওতো বিয়ে হয়, করে ফেলুন। আফসুস টাফসুস নেই, আমাদের শুভেচ্ছাতো আছেই। ধন্যবাদ আর দোয়া রইলো।

১৪| ০৭ ই অক্টোবর, ২০১৩ রাত ১১:৪৩

বশর সিদ্দিকী বলেছেন: টেকাটুকা তো মোটেই নাই। :( :(

বিয়া করুম না। :-< :-< :-<

মনটাই খারাপ কইরা দিলেন। :(( :((

০৯ ই অক্টোবর, ২০১৩ সন্ধ্যা ৭:৪২

ঢাকাবাসী বলেছেন: আরে দুর মানি ইজ নো প্রব্লেম, বেলি ফুলের মালা দিয়েই কত বিয়ে হল। নো চিন্তা, ইচ্ছাটি করুন বাকি সব ভুতে যোগাবে। ধন্যবাদ আপনাকে।

১৫| ০৯ ই অক্টোবর, ২০১৩ বিকাল ৪:৩৫

বিশ্বাস করি 1971-এ বলেছেন: ১. ওয়েইন রুনি
২. চেলসী ক্লিনটন
৩. ভানীশা মিত্তালের
৪. প্রিন্স উইলিয়াম

উপরের এই কয়টা মাত্র টিকে আসে । বাকীগুলা ফুটাস। Trend ধরলে ১ আর ৪ নম্বর খুব বেশী দিন থাকার চান্স কম। মানে success rate মাত্র ২০%-৪০% খরুচে বিয়ের ক্ষেত্রে। :(

০৯ ই অক্টোবর, ২০১৩ রাত ৮:১০

ঢাকাবাসী বলেছেন: দারুণ খেয়াল করেছেন তো! তার মানে মনোযোগ দিয়ে পড়ে ফেলেছেন আর সেজন্য আপনাকে আমার ব্লগে স্বাগতম আর অনেক অনেক ধন্যবাদ।

১৬| ০৯ ই অক্টোবর, ২০১৩ বিকাল ৫:৪৬

শহুরে আগন্তুক বলেছেন: দাওয়াত পাইছিলাম সবগুলার ;) , সময়ের অভাবে যাওয়া হয় নি :>

০৯ ই অক্টোবর, ২০১৩ রাত ৮:১২

ঢাকাবাসী বলেছেন: ঠিক করেছেন, এসব লোকের বিয়েতে যাওয়া বেশ বিরক্তিকর বোরিং ব্যাপার। পড়ার জন্য অনেক ধন্যবাদ।

১৭| ০৯ ই অক্টোবর, ২০১৩ বিকাল ৫:৫৭

মনিরা সুলতানা বলেছেন: ভাল পোস্ট :)

০৯ ই অক্টোবর, ২০১৩ রাত ৮:১৩

ঢাকাবাসী বলেছেন: আন্তরিক ধন্যবাদ আপনাকে।

১৮| ১৬ ই অক্টোবর, ২০১৩ রাত ১১:৩৩

রহস্যময়ী কন্যা বলেছেন: মজা পাইলাম অনেক =p~

১৮ ই অক্টোবর, ২০১৩ সকাল ৯:৫১

ঢাকাবাসী বলেছেন: হ্যালো আমার ব্লগে স্বাগতম। পড়েছেন কষ্ট করে সেজন্য কৃতজ্ঞতা আর আন্তরিক ধন্যবাদ। ভাল থাকবেন সব সময়।

১৯| ১৮ ই অক্টোবর, ২০১৩ সকাল ১০:০২

ইমরাজ কবির মুন বলেছেন:
পুরাই মজার !

১৮ ই অক্টোবর, ২০১৩ বিকাল ৩:০৫

ঢাকাবাসী বলেছেন: হ্যাঁ ভাই, তা দিল্লীকা লাড্ডুটি খেয়েছেন তো? ব্যাস । ধন্যবাদ আপনাকে। ভাল থাকবেন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.