নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি ঢাকার বাসিন্দা- মানুষকে ভালবাসি আর ভালবাসি প্রকৃতিকে

ঢাকাবাসী

প্রকৃতিকে ভালবাসি।

ঢাকাবাসী › বিস্তারিত পোস্টঃ

দুনিয়াতে সবচাইতে সুন্দর ডাইনিং রুম

০৭ ই অক্টোবর, ২০১৩ রাত ১১:৩৫





দুনিয়াতে সবচাইতে ইম্পর্ট্যান্ট কাজ হলো খাওয়া দাওয়া, অন্তত আমার কাছে তো বটেই! তা সেই কাজটা যদি একটা সুন্দর ঘরে বা হলে করা যায় তাহলে তো আরো মজা। আসুন সেই সুবাদে পৃথিবীর সবচাইতে সুন্দর কয়েকটা ডাইনিং রুম দেখি।





উপরেরটা লন্ডনের বিবেনডাম নামক হোটেলের ডাইনিং রুম।





উপরের এটা দক্ষিন আফ্রিকার বোসম্যানস।



এবার নীচেরটা। এটা আর্জেন্টিনার রাজধানী বুয়েনস আইরিসের হোটেল এল বিসট্রো।









উপরের এই ডাইনিং হলে অনেকেই গেছেন। হ্যাঁ এটা নিউইয়র্কের 'ফোর সিজনস' হোটেলের খাবার ঘর। খাবারটাও চমৎকার,ট্রাই।



এরপরেরটা নীচে বোরা বোরা আইল্যান্ডের একটা লেগুন।







উপরের এটা ফ্রান্সের মন্টি কার্লোর 'লা লুই ১৫' রেস্তোরার ডাইনিং হল। অসাধারন না?







উপরের এটা প‌্যারিসের লা এমব্যাসাডর রেস্তোরার ডাইনিং হল।





নরওয়ের একটা রেস্তোরার ডাইনিং হল।







উপরের এটা ইস্তাম্বুলের রেস্তোরা 'মুজেদেচেঙ্গা' এর ডাইনিং হল।



শেষে নীচেরটা দেখুন, রাদারফোর্ডের সুন্দর একটা ওয়াইন টেস্টিং রুম।







সুত্র:



Click This Link



মন্তব্য ৪০ টি রেটিং +০/-০

মন্তব্য (৪০) মন্তব্য লিখুন

১| ০৭ ই অক্টোবর, ২০১৩ রাত ১১:৪২

প্রোফেসর শঙ্কু বলেছেন: দারুণ পোস্ট!

০৮ ই অক্টোবর, ২০১৩ সকাল ১০:১৫

ঢাকাবাসী বলেছেন: মন্তব্যের জন্য ধন্যবাদ ভাই।

২| ০৭ ই অক্টোবর, ২০১৩ রাত ১১:৪৪

স্নিগ্ধ শোভন বলেছেন: দারুণ সব ডাইনিং রুম।

০৮ ই অক্টোবর, ২০১৩ সকাল ১০:১৫

ঢাকাবাসী বলেছেন: হ্যাঁ সেজন্যই তো এগুলো দুনিয়ার সেরা! অনেক ধন্যবাদ আপনাকে।

৩| ০৭ ই অক্টোবর, ২০১৩ রাত ১১:৫৪

আমাবর্ষার চাঁদ বলেছেন: ভাই দেইখাই পেট ভইরা গেছে........... ;)

০৮ ই অক্টোবর, ২০১৩ সকাল ১০:১৬

ঢাকাবাসী বলেছেন: গিয়া খায়া আইলে আরো মজা লাগতো। আপনাকে ধন্যবাদ।

৪| ০৭ ই অক্টোবর, ২০১৩ রাত ১১:৫৮

বশর সিদ্দিকী বলেছেন: ফ্রান্সের দুইটাই সেইরাম।

০৮ ই অক্টোবর, ২০১৩ সকাল ১০:১৭

ঢাকাবাসী বলেছেন: সৌন্দর্যের পুজারী ফ্রান্স। আপনাকে ধন্যবাদ ভাই।

৫| ০৮ ই অক্টোবর, ২০১৩ রাত ১২:৩০

শান্তির দেবদূত বলেছেন: দুনিয়াতে সবচাইতে ইম্পর্ট্যান্ট কাজ হলো খাওয়া দাওয়া, -- এক্কেবারে ঠিক কথাটা কইছেন ভাই, খাওয়া দাওয়া রক্স।

পরিচিত কারও সাথে দেখা হলে আমরা হাত মেলাই, আসলে আমার থিউরী অনুযায়ী হাত না মিলিয়ে পেটে পেট মিলানো উচিত :) :)

ছবি গুলা পছন্দ হইছে, এগুলোতে খাইতে পারলে সেই রকম হইত। :)

০৮ ই অক্টোবর, ২০১৩ সকাল ১০:১৮

ঢাকাবাসী বলেছেন: সুন্দর কথাগুলোর জন্য আপনাকে আন্তরিক ধন্যবাদ । আমার ফিলসফির সাথে মিল আছে কিনা!

৬| ০৮ ই অক্টোবর, ২০১৩ সকাল ৯:০৮

ইরফান আহমেদ বর্ষণ বলেছেন: B:-/ B:-/ B:-/ B:-/



যাইতে মুঞ্চায়.......

০৮ ই অক্টোবর, ২০১৩ সকাল ১০:২৪

ঢাকাবাসী বলেছেন: আর কি চলে যান। আপনাকে ধন্যবাদ, পড়ার জন্য।

৭| ০৮ ই অক্টোবর, ২০১৩ সকাল ৯:৫১

কান্ডারি অথর্ব বলেছেন:


:-B :-B :-B

০৮ ই অক্টোবর, ২০১৩ সকাল ১০:২৪

ঢাকাবাসী বলেছেন: পড়ার জন্য ধন্যবাদ কান্ডারী অথর্ব।

৮| ০৮ ই অক্টোবর, ২০১৩ সকাল ১০:১৭

এক্সট্রাটেরেস্ট্রিয়াল স্বর্ণা বলেছেন:
কয়েকটা বেশি সুন্দর লাগল না।

০৮ ই অক্টোবর, ২০১৩ সকাল ১০:২৭

ঢাকাবাসী বলেছেন: ওমা আপনি! অনেকদিন পর এলেন। আসলেই কয়েকটা অতো আহামরি কোন কিছু নয়। হয়ত কিছু ক্রাইটেরিয়ার উপর নির্ভর করেই এই তালিকাটা করা হয়। পড়ে মন্তব্য করার জন্য আপনাকে অনেক ধন্যবাদ।

৯| ০৮ ই অক্টোবর, ২০১৩ সকাল ১০:২৭

বোকামন বলেছেন:
সুন্দর ডাইনিং রুমের মতই
সুন্দর হোক প্রত্যেকের ভোজনপর্ব ... হা হা :-)

পোস্টে ভালোলাগা রইলো ।

০৮ ই অক্টোবর, ২০১৩ সকাল ১০:২৯

ঢাকাবাসী বলেছেন: হ্যালো কবি, আরে দুনিয়াটাই ভোজন নির্ভর, পেটে খাবার নেই তো কিসসু নেই! ধন্যবাদ বোকামন।

১০| ০৮ ই অক্টোবর, ২০১৩ দুপুর ২:৪৮

সেলিম আনোয়ার বলেছেন: সুন্দর ডাইনিং রুম হলো এবার মাজাদার খাবার চাই !:#P

সুন্দর পোস্ট।

০৯ ই অক্টোবর, ২০১৩ রাত ৮:১৫

ঢাকাবাসী বলেছেন: একটা জিনিস বলা যায় ঐসব সুন্দর জায়গার খাবার আমাদের হাজীর বিরিয়ানী খাওয়া মুখে জমবে বলে মনে হয় না! ধন্যবাদ কবি।

১১| ০৯ ই অক্টোবর, ২০১৩ রাত ১১:০৭

শ্যামল জাহির বলেছেন: বাহ্! ঢাকাবাসী দেখেই মুগ্ধ! সত্যিই আপনি রসের মানুষ! :)

১১ ই অক্টোবর, ২০১৩ ভোর ৫:০৪

ঢাকাবাসী বলেছেন: আরিব্বাস অতো বড় বিশেষন! আন্তরিক ধন্যবাদ ভাই। ভাল থাকুন।

১২| ১০ ই অক্টোবর, ২০১৩ বিকাল ৪:৩৫

হাসান মাহবুব বলেছেন: আপনার কল্যাণে চমৎকার সব জিনিস দেখছি।

১১ ই অক্টোবর, ২০১৩ ভোর ৫:০৭

ঢাকাবাসী বলেছেন: আরি কি যে বলেন ভাই। আমি তো শুধু খুঁজে বের করি, আপনারা দয়া করে দেখেন পড়েন তাতেই আমি ধন্য। আন্তরিক ধন্যবাদ আপনাকে। ভাল থাকবেন সবসময়।

১৩| ১০ ই অক্টোবর, ২০১৩ বিকাল ৫:০৭

গোর্কি বলেছেন:
পরিচ্ছন্ন, টিপটপ, মনোমুগ্ধকর ডাইনিং হলগুলোর ছবি দেখতে দেখতে লাঞ্চের সময় হয়ে এলো। পেটে মনে হয় ফুটবল খেলা হচ্ছে।

১১ ই অক্টোবর, ২০১৩ ভোর ৫:১০

ঢাকাবাসী বলেছেন: শিগগির চলে গিয়ে খাওয়া শুরু করুন। দুনিয়াটাই খাওয়ার জন্য, খাবারই সব। অনেক অনেক ধন্যবাদ গোর্কি।

১৪| ১২ ই অক্টোবর, ২০১৩ বিকাল ৫:৩৯

মামুন রশিদ বলেছেন: দুর্দান্ত পোস্ট ।

১৩ ই অক্টোবর, ২০১৩ ভোর ৬:০৫

ঢাকাবাসী বলেছেন: পড়ে মন্তব্য করার জন্য বিনীত ধন্যবাদ।

১৫| ১৩ ই অক্টোবর, ২০১৩ রাত ২:২৪

শহুরে আগন্তুক বলেছেন: ভালো লাগলো ।

১৩ ই অক্টোবর, ২০১৩ ভোর ৬:০৭

ঢাকাবাসী বলেছেন: আমারও ভাল লাগলো আপনার মন্তব্য। আন্তরিক ধন্যবাদ আপনাকে।

১৬| ১৩ ই অক্টোবর, ২০১৩ দুপুর ২:১৫

ভিয়েনাস বলেছেন: খাবারের জন্য ডাইনিং রুম আর পরিবেশন খুবি গুরুত্বপূর্ন। ছবি গুলো দেখে ভালো লাগলো।

১৬ ই অক্টোবর, ২০১৩ রাত ১২:৪৮

ঢাকাবাসী বলেছেন: আমার ব্লগে স্বাগতম আর পড়ে মন্তব্য করার জন্য আন্তরিক ধন্যবাদ।

১৭| ১৪ ই অক্টোবর, ২০১৩ দুপুর ২:৪৭

অস্পিসাস প্রেইস বলেছেন:

apnar akekta photo blog jeno momtazer aguner gola!! Nice post...thanx

১৬ ই অক্টোবর, ২০১৩ রাত ১২:৫০

ঢাকাবাসী বলেছেন: মমতাজাটি কে বুঝিনি ভাই। পড়ে চমৎকার মন্তব্য করেছেন সেজন্য কৃতজ্ঞতা আর ধন্যবাদ।

১৮| ১৪ ই অক্টোবর, ২০১৩ বিকাল ৩:০১

ধুম্রজ্বাল বলেছেন: ইস্তাম্বুলের টা টার্গেট করলাম

১৬ ই অক্টোবর, ২০১৩ রাত ১২:৫২

ঢাকাবাসী বলেছেন: আসলেই ওটা খুব সুন্দর। তো আরকি টিকিট কাটেন আর চলে যান। আন্তরিক ধন্যবাদ আপনাকে।

১৯| ১৬ ই অক্টোবর, ২০১৩ রাত ১:০১

আমি সাজিদ বলেছেন: আমি উপরের যেকোন একটা ডাইনিং রুমে বসে আলুভাজি, ডিম মামলেট আর ঘন ডাল দিয়ে গরম ভাত খাইতে চাই।

১৬ ই অক্টোবর, ২০১৩ সকাল ৮:১০

ঢাকাবাসী বলেছেন: দারুণ টেষ্ট আপনার! তা আরকি প্যারিসের টিকিটটা কেটে রওয়ানা হয়ে যান। তবে ঐ রেস্তোরাতে ঠিক ঐ আইটেম গুলোই পাবেন তা মনে হয় গ্যারান্টি দিতে পারবোনা! প্রথমটা আর শেষটা তো নয়ই। অনেক ধন্যবাদ ভাই।

২০| ১৩ ই নভেম্বর, ২০১৩ বিকাল ৩:০৬

সপন সআথই বলেছেন: konta chere konta banabo :/ poysa thakle sobgulai banaitam ;)

১৫ ই নভেম্বর, ২০১৩ বিকাল ৩:০৩

ঢাকাবাসী বলেছেন: কি বানাতেন বুঝিনি। ঐসব ডাইনিং রুম বানানো সিম্পলি অসম্ভব। তবু আপনার চমৎকার আশা সফল হোক।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.