![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আপনি যে একজন বাংলাদেশী তা প্রমান করতে আপনি নীচের কাজ গুলো করবেন: (তুচ্ছার্থে নয়, সবাই নয়)
১. আপনার বাসার খাবারে তরকারিতে আদা পেয়াজ টমাটো থাকবে।
২. বাসায় উপহারের প্যাকেটের রেপিং পেপার অবশ্যই পুনরায় ব্যাবহার করবেন, অন্য কাজে লাগাবেন।
৩. বিদেশ থেকে আসলে অবশ্যই আপনি সবচাইতে বড় বাক্সদুটোর পাশে দাড়ানো থাকবেন।
৪. পার্টিতে অবশ্যই আপনি এক দেড় ঘন্টা লেট এ পৌছাবেন আর সেটাকেই নেচারাল ভাববেন।
৫. বিয়েতে জন্মদিনে বা বার্ষিকিতে যে সমস্ত উপহার পেয়েছেন সেগুলোই আবার অন্য কোন অনুষ্ঠানে চালিয়ে দেবেন।
৬. আপনার বাচ্চাদের অবশ্যই একটা করে ডাক নাম থাকবে যার সাথে মূল নামের কোন সম্পর্ক নেই যেমন আশফাকুর রহমান খোকন, ওয়ালিউর রহমান নীলু।
৭. অনেক জায়গাতে লেখা থাকে 'বাইরের খাবার নিষেধ' সেখানে আপনি অবশ্যই বাড়ীর খাবার নিয়ে যাবেন, গার্ডের সাথে ক্যাচাল করবেন।
৮. কোন বাড়িতে গিয়ে বেড়িয়ে ফেরৎ আসবার সময় তাদের বাসার প্রধান দরজায় বা পর্চে অন্তত পৌনে একঘন্টা আবার কথা বলবেন।
৯. আপনার গাড়ীতে ছুটির দিনে সব সময় বোঝাই লোক উঠাবেন।
১০. আপনার নতুন কেনা টিভির রিমোট কন্ট্রোলে, নতুন সোফাতে মায় কার্পেটেও আপনি স্বচ্ছ পলিথিনের কাভার লাগাবেন।
১১. আপনি ছাত্র হলে আপনার বাবা মা বলবেন আপনার বন্ধুরা কি ভাবল তাতে কিছু না ভাবতে অথচ আবার বলবেন আপনার চাচা মামারা কি ভাববে সেদিকে খেয়াল রাখতে।
১২. আপনার বাড়িতে আলমারিতে ম্যালা ক্রোকারিজ প্রদর্শনের জন্য রাখা থাকবে, জিজ্ঞেস করলে বলবেন বিশেষ অনুষ্ঠানের জন্য ওগুলো রাখা আছে, অথচ সে অনুষ্ঠান জীবনেও আসেনা!
১৩. দোকানের প্যাকিং ব্যাগটাকেই আপনি আবর্জনা ফেলার ব্যাগ হিসেবে ব্যাবহার করবেন।
১৪. আপনার ফ্রীজে রাজ্যের যত বাসী খাবার কয়েক হালি বাটিতে রাখা থাকবে।
১৫. আপনার রান্নাঘরের শেলফের তাকে কয়েক ডজন বিভিন্ন শিশি বা পাত্র থাকবে যেমন খালি কফির কৌটা, সুন্দর চকলেটের বাক্স .. যার ভেতরে কি আছে আপনি নিজেও জানেননা।
১৬. ছুটির দিনে গাড়ীতে দুঘন্টার বেশি কোথাও বেড়াতে যেতে হলে আপনি নিজের বিশেষ খাবার পানির বোতল অবশ্যই নিবেন।
১৭. আপনার বাসায় একখান রাইস কুকার বা প্রেশার কুকার অবশ্যই আছে।
১৮. রেস্তোরাতে চার পাচজন বন্ধু খেতে বসে ডিনারের বিল দেওয়া নিয়ে আপনি ঝগড়া করবেন।
১৯. রান্না করার সময় আপনি কখনোই মিজারিং কাপ ব্যাবহার করবেননা।
২০. কিভাবে পাবলিক প্লেসে লাইনে দাড়াতে হয় আপনি জীবনেও শিখবেননা।
২১. আপনি কোথাও যাওয়ার সময় বা কোথাও থেকে আসলে পরে আপনি সব সময় চাইবেন যেন কমসে কম ৫ জন মানুষ আপনাকে সি অফ বা রিসিভ করতে আসে।
২২. আপনি যদি বাড়ীতে না থাকেন মানে বাইরে থাকেন হোটেলে খান, তখন আপনার বাবা মা ফোন করলে প্রথমেই জিজ্ঞাসা করবেন 'খাওয়া দাওয়া করেছিস', যদিও তখন মধ্যরাত।
২৩. আপনার চাইতে একজন সিনিয়র বয়স্ক লোকের সাথে যার সাথে আপনার জীবনে কোনদিন দেখা হয়নি তার সাথে প্রথম দেখা হলেও আপনি তাকে খালু মামা বলে সম্বোধন করবেন।
২৪. ওভারসীজ কলে কথা বলবার সময় আপনি বা আপনার বাবা মা চেচিয়ে কথা বলবেন।
২৫. আপনার সোফার উপর একটা বেড শিট থাকবে যাতে সোফাটা ময়লা না হয়ে যায়।
২৬. আপনার বিয়েতে যদি ৬০০ লোকের কম হয় তো আপনি লজ্জিত বোধ করেন।
২৭. আপনার শার্টে পান্জাবীতে খাবার রং এর দাগ থাকবে।
২৮. আপনার বাসায় স্টীলের পানির গ্লাস আছে।
২৯. দোকানে গিয়ে দরাদরি করতে আপনি একজন এক্সপার্ট।
পুনশ্চ: উপরের ওগুলো কোন প্রতিষ্ঠিত তথ্য নয়, ধন্যবাদ।
২৪ শে অক্টোবর, ২০১৩ বিকাল ৫:২৮
ঢাকাবাসী বলেছেন: যাক বাবা গাল দেননি যে তার জন্য ধন্যবাদ।
২| ২৪ শে অক্টোবর, ২০১৩ বিকাল ৫:৩২
হাসান মাহবুব বলেছেন: মজা পাইলাম!
২৪ শে অক্টোবর, ২০১৩ বিকাল ৫:৪২
ঢাকাবাসী বলেছেন: ব্যাস তাহলেই খাটাখাটনি ঠিক আছে। আর আপনাকে আন্তরিক ধন্যবাদ ভাই।
৩| ২৪ শে অক্টোবর, ২০১৩ বিকাল ৫:৩৫
িটউব লাইট বলেছেন: বাংলাদেশীরা সব পরিবেশে নিজেদের মানিয়ে নিতে পারে। হাস্তেই আছে
২৪ শে অক্টোবর, ২০১৩ বিকাল ৫:৪৩
ঢাকাবাসী বলেছেন: ঠিক বলেছেন। পড়ে মন্তব্য করার জন্য আন্তরিক ধন্যবাদ।
৪| ২৪ শে অক্টোবর, ২০১৩ সন্ধ্যা ৬:০০
মশিকুর বলেছেন:
নাতো!!!!! সিরিয়াসলি, আমি অনেককেই দেখেছি। কিন্তু তারা বাংলাদেশী।
২৪ শে অক্টোবর, ২০১৩ সন্ধ্যা ৭:০৪
ঢাকাবাসী বলেছেন: হ্যাঁ তাতো হতেই পারে, আমি উপরে প্রথমে বলে নিয়েছি 'সবাই নয়', সুতরাং আপনার দেখা মানুষরা ঐসব গুনের অধিকারী না'ও হতে পারে। ধন্যবাদ আপনাকে পড়ার জন্য আর মন্তব্য করার জন্য।
৫| ২৪ শে অক্টোবর, ২০১৩ সন্ধ্যা ৬:০২
বোধহীন স্বপ্ন বলেছেন: বুর্র্র্র্.....এত লম্বা লিস্ট !! মাথা আউলাইয়া গেল !!!
২৪ শে অক্টোবর, ২০১৩ সন্ধ্যা ৭:০৬
ঢাকাবাসী বলেছেন: আরে ভাই আসলটা তো আরো লম্বা, আমিতো বেশ খানিকটা এডিট করে ছুটু করে দিলুম, মাইর ধইর খাওনের ভয়ে। যাহোক পড়েছেন খানিকটা সেজন্য ধন্যবাদ আপনাকে।
৬| ২৪ শে অক্টোবর, ২০১৩ সন্ধ্যা ৬:০৫
জিনিয়াস০০০ বলেছেন: আপনি আপনার বাসার সমস্ত আবর্জনা রাস্তায় ফেলবেন।
২৫ শে অক্টোবর, ২০১৩ বিকাল ৩:৪৮
ঢাকাবাসী বলেছেন: আসলেই ঠিক বলেছেন। আমি আবর্জনা রাস্তায় ফেলেই যাব কারো অসুবিধা হলে আমার কি ? ধন্যবাদ ভাই।
৭| ২৪ শে অক্টোবর, ২০১৩ সন্ধ্যা ৬:২৮
সুজাহায়দার বলেছেন: প্রায় সব ঠিক আছে
হাসপাতালের টা যোগ করেন।
কেউ হাসপাতালে ভর্তি হলে ১৪ গুষ্টি সবাই হাজির হবে এবং হৈ চৈ করবে ও বিভিন্ন উপদেশ দিতে দিতে জান শেষ করে দিবে
আবার কেউ যদি না আসে সেটাও আবার একটা কথা হয়
২৪ শে অক্টোবর, ২০১৩ সন্ধ্যা ৭:০৯
ঢাকাবাসী বলেছেন: আরে তাইতো,খেয়াল করিনি! পড়ে সুন্দর একটা মন্তব্য করলেন, একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট যোগ করলৈন সেজন্য অনেক অনেক ধন্যবাদ ভাই।
৮| ২৪ শে অক্টোবর, ২০১৩ সন্ধ্যা ৬:৪৯
অথৈ সাগর বলেছেন:
ভাল লিখেছেন । তবে মনে হচ্ছে আমি এখন ও পুরাপুরি বাংলাদেশী হতে পারি নাই।
২৪ শে অক্টোবর, ২০১৩ সন্ধ্যা ৭:১১
ঢাকাবাসী বলেছেন: যাক ওসব গুন (দোষ) না থেকে বাংলাদেশি হয়ে থাকাটাই ভাল। মনে হচ্ছে আপনি বাইরে থাকেন। পড়ার জন্য আপনাকে বিনীত আর আন্তরিক ধন্যবাদ ভাই।
৯| ২৪ শে অক্টোবর, ২০১৩ সন্ধ্যা ৬:৫৯
কাল্পনিক_ভালোবাসা বলেছেন: হাহাহাহ! আমি তো দেখি পুরাই বাংলাদেশি!!!!
২৪ শে অক্টোবর, ২০১৩ সন্ধ্যা ৭:১৪
ঢাকাবাসী বলেছেন: অভিনন্দন আর ধন্যবাদ আপনাকে। বাথরুম থেকে বেরিয়ে সবার সামনে নাক ঝাড়া, সুরুৎ সুরুৎ করে চায়ে চুমুক দেযা এসব তো লিখিইনি । হ্যালো কাল্পনিক_ ভালবাসা অনেকদিন পাইনি আপনাকে। ভাল থাকুন।
১০| ২৪ শে অক্টোবর, ২০১৩ সন্ধ্যা ৭:০২
নেক্সাস বলেছেন: ১৪. আপনার ফ্রীজে রাজ্যের যত বাসী খাবার কয়েক হালি বাটিতে রাখা থাকবে।
২৪ শে অক্টোবর, ২০১৩ সন্ধ্যা ৭:২০
ঢাকাবাসী বলেছেন: রোজার সময়কার হালিম এখনো ফ্রীজে পেতে পারেন। পড়ে মন্তব্য করার জন্য অনেক অনেক ধন্যবাদ আপনাকে ভাই।
১১| ২৪ শে অক্টোবর, ২০১৩ সন্ধ্যা ৭:০৯
মোঃ মাহমুদুর রহমান বলেছেন: আমি কি তাইলে বাংলাদেশী না
২৪ শে অক্টোবর, ২০১৩ সন্ধ্যা ৭:২২
ঢাকাবাসী বলেছেন: তার মানে আপনার ওসব অভ্যেস নেই! খুব ভাল। পরিবেশ পরিস্হিতি হয়ত ভিন্ন। কষ্ট করে পড়েছেন সেজন্য ধন্যবাদ ভাই। ভাল থাকুন সব সময়।
১২| ২৪ শে অক্টোবর, ২০১৩ রাত ৮:০৬
গোর্কি বলেছেন:
উপরে বর্ণিত গুনগুলো না থাকলে বাংলাদেশী খাতা থেকে নাম বাদ। কয়লা ধুইলে কী আর ময়লা যায়! সিংহভাগ গুণের অধিকারী হয়ে বাংলাদেশী হিসেবে আজও বেঁচে আছি। শুকুর আলহামদুলিল্লাহ।
২৫ শে অক্টোবর, ২০১৩ সকাল ১১:১৯
ঢাকাবাসী বলেছেন: মেনে নেয়ার জন্য ধন্যবাদ। আর পড়ে সুন্দর মন্তব্য করার জন্য আবার ধন্যবাদ।
১৩| ২৪ শে অক্টোবর, ২০১৩ রাত ১১:২৯
কান্ডারি অথর্ব বলেছেন:
এইযে এই পোস্টটি আমি পড়লাম অতএব আমিও একজন বাংলাদেশি।
২৫ শে অক্টোবর, ২০১৩ সকাল ১১:২১
ঢাকাবাসী বলেছেন: যে সমস্ত ভয়ংকর গুনগুলোর কথা পড়লেন সেগুলোর অধিকাংশই আপনার আছে আশা করি! অনেক ধন্যবাদ আপনাকে।
১৪| ২৫ শে অক্টোবর, ২০১৩ ভোর ৪:২৯
েবনিটগ বলেছেন: ২৭. আপনার শার্টে পান্জাবীতে খাবার রং এর দাগ থাকবে।
এটা এক বিদেশির ও শার্টে দেখছি
পইরা মজা পাইলাম
২৫ শে অক্টোবর, ২০১৩ সকাল ১১:২৪
ঢাকাবাসী বলেছেন: ভাই বিশ্বাস করুন আমার হালকা রংএর সব পান্জাবী আর শার্ট বছর খানেকের মধ্যেই বাতিল করতে হয় ঐ তরকারীর রং লাগার জন্য! মুস্কিল হলো রংগুলো সব খাঁটি পার্মানেন্ট, সাবান টাবানরে পাত্তাই দেয়না! ধন্যবাদ ভাই, ভাল থাকুন।
১৫| ২৫ শে অক্টোবর, ২০১৩ দুপুর ১২:৫১
েবনিটগ বলেছেন: kolkata dry cleaners gulshan 2 100% warranty to remove stain
sorry for english writing
২৫ শে অক্টোবর, ২০১৩ বিকাল ৪:২৬
ঢাকাবাসী বলেছেন: ওখানে আগেই গেছি, চেষ্টা করবে বলেছে, কোন গ্যারান্টী নেই! কাপড় ড্যামেজ মানে ছিড়ে যেতে পারে। তবে আপনাকে আন্তরিক ধন্যবাদ আবার কষ্ট করে আসার জন্যে।
১৬| ২৫ শে অক্টোবর, ২০১৩ দুপুর ১:০১
সোহেল রনি বলেছেন: এতদিনে বুঝলাম আমি একজন বাংলাদেশী।
২৫ শে অক্টোবর, ২০১৩ বিকাল ৩:৪৫
ঢাকাবাসী বলেছেন: যাক তাহলে আমার খাটাখাটনি সার্থক। পড়ে মন্তব্য করার জন্য আপনাকে বিনীত ধন্যবাদ।
১৭| ২৬ শে অক্টোবর, ২০১৩ দুপুর ২:৩৬
রাফসান বড়ুয়া বলেছেন: বেশিরভাগই মেলেনি । তবে কি আমি.......
২৬ শে অক্টোবর, ২০১৩ রাত ১১:৪২
ঢাকাবাসী বলেছেন: এগুলো কোন স্বতঃসিদ্ধ তথ্য নয়। আপনার মেলেনি মানে এই নয় যে আপনি বাংলাদেশী নন। এদেশে জন্মে থাকলে আপনি নিশ্চই বাংলাদেশী। বিনীত ধন্যবাদ গ্রহন করুন।
১৮| ২৬ শে অক্টোবর, ২০১৩ রাত ১১:৫২
সাদমান সাদিক বলেছেন: মজা পেলুম
২৭ শে অক্টোবর, ২০১৩ সকাল ১১:৪৩
ঢাকাবাসী বলেছেন: আপনার মজা পাওয়াতে আমারও খুব ভাল লাগল। পড়ে মন্তব্য করার জন্য অনেক ধন্যবাদ।
১৯| ২৭ শে অক্টোবর, ২০১৩ রাত ১২:২৭
সাজিদ ঢাকা বলেছেন: তো কি হইসে হুম , , আমি বাঙ্গাল , ফ্রাইড রাইস হাত দিয়া খামু সমস্যা ??
হোটেলের তোইয়ালা সাবান মাইরা দিমু , সমস্যা ?? ভাড়া ঠিক না কইরা রিক্সায় উইঠা ক্যাচাল করুম , সমস্যা ? ? সাইকেল নিয়া ফুটওভার ব্রিজে উঠুম , সমস্যা ??
কোন কিছুই সমস্যা না , তাই সবচেয়ে শান্তির দেশ আই বাংলাদেশ
২৭ শে অক্টোবর, ২০১৩ সকাল ১১:৪৫
ঢাকাবাসী বলেছেন: কুনু সমস্যা নেই, এক্কেবারে খাটি কথা বলেছেন। কষ্ট করে পড়ার জন্য আন্তরিক ধন্যবাদ। ভাল থাকবেন 'সাজিদ ঢাকা'।
২০| ০৪ ঠা সেপ্টেম্বর, ২০১৪ রাত ৯:১৫
বেকার যুবক বলেছেন: সুন্দর!
০৪ ঠা সেপ্টেম্বর, ২০১৪ রাত ১১:০৬
ঢাকাবাসী বলেছেন: ধন্যবাদ।
©somewhere in net ltd.
১|
২৪ শে অক্টোবর, ২০১৩ বিকাল ৫:২৭
শ্যামল জাহির বলেছেন: পড়ে হাসলাম!
মজার পোস্ট-এ প্লাস!