![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
চলুন এবার দুনিয়ার সবচাইতে বিলাসবহুল আরামদায়ক কয়েকটা জেলখানা দেখে আসি।
উপরের ছবিটা একটা জেলখানার! আজ্ঞে এটা নরওয়ের 'বাসটা প্রীজন', এটার অবস্হান নরওয়ের বাসটা দ্বীপে। কয়েদীদের থাকার জন্য এখানে ছোট ছোট কটেজ আছে আলাদা বাথরুম সহ, তাদের জন্য টেনিস খেলার বন্দোবস্ত আছে। কয়েদীরা সান বাথ নেয়, ঘোড়ায় চড়ে, মাছ ধরে, জিমে যায়।
হার ম্যাজেস্টী'স প্রীজন আডিওয়েল, স্কটল্যান্ড। উপরে দেখছেন। এটা দক্ষিন স্কটল্যান্ডে অবস্হিত প্রাইভেট ব্যাবস্হাপনায় পরিচালিত আরামদায়ক জেলখানা। এখানে প্রচুর কাজ শেখানো হয় যাতে কয়েদীরা বেরিয়ে কিছু করে খেতে পারে।
নীচে জেলখানাটার নাম জাস্টিস সেন্টার লিউবেন, অস্ট্রিয়ায় অবস্হিত।
যদি হালকা পতলা অপরাধ করেন ধরুন চুরি তাহলে এখানে ঠাঁই হবে। কয়েদীদের জন্য আলাদা রুম বাথরুম রান্নাঘর সব আছে। আরো আছে বাস্কেটবল খেলার জায়গা, টিভি দেখার ব্যাবস্হা।
এবার নীচে আসছে ওতাগো কারেকশন ফ্যসিলিটিজ, নিউজিল্যান্ড।
[i
এটাতে ঐ একই জিনিস মানে আলাদা রুম বাথরুম রান্নাঘর ইত্যাদি সব আছে। এরা খালি দুধ বানায় আর ক্রিকেট খেলেনা ক্রাইমও করে মনে হয়।
উপরের এটা আরানজয়েস প্রীজন, স্পেন।
অনেক সময় অপরাধীরা জেলে গেলে তাদের ছোট বাচ্চাদের খুব কস্ট হয়। সেকথা ভেবেই স্পেনিয়ার্ডরা এই জেলখানা চালু করে। এখানে কয়েদীরা তাদের আন্ডা বাচ্চা নিয়ে সপরিবারে থাকতে পারে। বাকি আর সব সুবিধাতো আছেই!
নীচের জেলখানাটি সুইজারল্যান্ডের চাম্পদোলন প্রীজন!
মোটামুটি একটা তারকা হোটেল আর কি!
উপরের সাত নম্বরটা হলো পনডক বামবু প্রীজন ইন্দোনেশিয়া। উপরে ছবি।
এটাতে প্রত্যেক রুমে এসি, ফ্রীজ, কারাওকে মেশিন.. সব আছে।
এবার জার্মানী। এটার নাম জেভিএ ফুলেসবুটেল প্রীজন, জার্মানী। এটা হামবুর্গে অবস্হিত, দীর্ঘমেয়াদি কয়েদীদের জন্য। দেখলেই বোঝা যায় সব আছে।
উপরের জেলখানাটার নাম সলেনতুনা প্রীজন, এটা সুইডেনে। এটাতে কয়েদীদের জন্য রান্নাঘর, বাথরুম টিভি সিসিটিভি সবই আছে।
উপরের ছবিটা হালডেন প্রীজন, নরওয়ের। লাইব্রেরী, শেয়ারড কিচেন, বিশাল বেডরুম, মিউজিক সব আছে এখানে।
উপরের ছবিটা একটা এশিয়ার দেশ ফিলিপাইনের সেবু প্রীজনের। এটা অতো বিলাসবহুল না তবে আনন্দ বিনোদনের প্রচুর সামগ্রি আর বন্দোবস্ত এখানে আছে।
বি.দ্র.: প্লিজ বিদেশে এসব দেখে আবার অপরাধ করে বসবেননা। জেলখানা জেলখানাই।
সুত্র: Click This Link
০১ লা নভেম্বর, ২০১৩ সকাল ১০:১৭
ঢাকাবাসী বলেছেন: ভাই গেলে বুঝতেন কষ্ট কারে কয়। হ্যা আদালত জেলে পাঠালে অবশ্যই যেতে পারবে। পড়ার জন্য আর মন্তব্য করার জন্য অনেক ধন্যবাদ।
২| ৩১ শে অক্টোবর, ২০১৩ রাত ১১:০৮
এম ই জাভেদ বলেছেন: এ রকম জেল খানা দেশে থাকলে আমি ৫৭ ধারাকে কোন পরোয়া করতাম না !!!
০১ লা নভেম্বর, ২০১৩ সকাল ১০:১৯
ঢাকাবাসী বলেছেন: সেরকম জেলার আর জেল পুলিশ থাকতে হবে, তো! আমাদের দেশের মত হারামী টাইপ থাকলে চৌদ্দ পুরুষের নাম ভুলিয়ে দেবে রিমান্ডে নিয়ে! ধন্যবাদ আপনাকে।
৩| ৩১ শে অক্টোবর, ২০১৩ রাত ১১:২২
গোর্কি বলেছেন:
প্লিজ বিদেশে এসব দেখে আবার অপরাধ করে বসবেননা।
ইস়! বললেই হলো!! চাইল-ডাইল ফ্রি!!! জুম এন্ড ঘুম!!!!
পোস্ট এক কথায় দুর্দান্তিস। +++++++ রইল।
০১ লা নভেম্বর, ২০১৩ সকাল ১০:২১
ঢাকাবাসী বলেছেন: হ্যালো গোর্কি, এছাড়া আরো আছে টিভি, সান বাথ, জিম, বাস্কেট বল খেলা, বৌ বাচ্চা নিয়ে থাকার ব্যাবস্হা, আর কি চাই! অনেক ধন্যবাদ আপনাকে, ভাল থাকুন।
৪| ৩১ শে অক্টোবর, ২০১৩ রাত ১১:২৩
মদন বলেছেন:
০১ লা নভেম্বর, ২০১৩ সকাল ১০:২১
ঢাকাবাসী বলেছেন: আন্তরিক ধন্যবাদ আপনাকে।
৫| ০১ লা নভেম্বর, ২০১৩ রাত ২:১৩
খেয়া ঘাট বলেছেন: খুব সুন্দর সংগ্রহ।
প্লিজ বিদেশে এসব দেখে আবার অপরাধ করে বসবেননা। জেলখানা জেলখানাই।
হাহাহহাহহাা
০১ লা নভেম্বর, ২০১৩ সকাল ১০:২২
ঢাকাবাসী বলেছেন: হ্যারো কবি। পড়েছেন আর মন্তব্য করলেন সেজন্য ধন্যবাদ।
৬| ০১ লা নভেম্বর, ২০১৩ ভোর ৪:৪৪
আমিই মিসিরআলি বলেছেন: খাইছে
০১ লা নভেম্বর, ২০১৩ সকাল ১০:২৪
ঢাকাবাসী বলেছেন: পুরাই খাইসে! যাবেন নাকি অভিজ্ঞতা অর্জনের জন্য! অনেক অনেক ধন্যবাদ আপনাকে।
৭| ০১ লা নভেম্বর, ২০১৩ ভোর ৫:০৪
নীল জানালা বলেছেন: হ...তবে ঐসব জেলে যাইতে হৈলে চেস্টা তদ্বির করন লাগে। ঐসব দেশের খালেদা হাসিনাগো লগে গোযাগোয থাকলে তাইলে আশা করন যায়।
০১ লা নভেম্বর, ২০১৩ সকাল ১০:২৬
ঢাকাবাসী বলেছেন: দুর্ভাগ্য, ওসব দেশে এদের মত কেউ থাকেনা, সুতরাং মনে হয় তদ্বির টদ্বির লাগেনা! কষ্ট করে পড়ে মন্তব্য করার জন্য অনেক অনেক ধন্যবাদ।
৮| ০১ লা নভেম্বর, ২০১৩ বিকাল ৪:০৩
ময়নামতি বলেছেন: অপরাধ মানুষই করে আর সংশোধন মানুষই হবে তাই যদি হয় তাহলে এদের চিন্তাধারাকে শ্রদ্ধ্যা না জানিয়ে পারা যায়।
ধন্যবাদ।
এখানে বিপরিত চিন্তার হলে রিমান্ডে নিয়ে মেরে ফেলা হয়!!!!!!!!!!!!
০১ লা নভেম্বর, ২০১৩ বিকাল ৪:০৯
ঢাকাবাসী বলেছেন: এক্কেবারে ঠিক বলেছেন। ধন্যবাদ আপনাকে।
৯| ০১ লা নভেম্বর, ২০১৩ সন্ধ্যা ৬:১১
হাসান মাহবুব বলেছেন: যাদের কোন থাকার জায়গা নাই তারা তো অপরাধ করে এইসব জেলে থাকতে চাইবে!
০২ রা নভেম্বর, ২০১৩ ভোর ৪:৫৫
ঢাকাবাসী বলেছেন: ইন্দোনেশিয়া আর ফিলিপাইন ছাড়া আর সব দেশে সেরকম লোক পাওয়া কঠিন হবে না? পড়ার জন্য ধন্যবাদ।
১০| ০১ লা নভেম্বর, ২০১৩ রাত ৮:৫২
ইমরাজ কবির মুন বলেছেন:
চমৎকার পোস্ট ॥
০২ রা নভেম্বর, ২০১৩ ভোর ৪:৫৬
ঢাকাবাসী বলেছেন: অনেক অনেক ধন্যবাদ আপনাকে।
১১| ০১ লা নভেম্বর, ২০১৩ রাত ৯:১১
শায়মা বলেছেন: মজার!!!
০২ রা নভেম্বর, ২০১৩ ভোর ৫:০১
ঢাকাবাসী বলেছেন: কোনটা? পোষ্ট না জেলে যাওয়া! জেলে যাওয়াটা স্বাস্হ্যকর মনে হয় না! সেখানে শিং মাছ আর আলুর ঝোল উইথ ধনে পাতা পাওয়া যায়না! আন্তরিক ধন্যবাদ আপনাকে।
১২| ০১ লা নভেম্বর, ২০১৩ রাত ৯:১৩
ওবায়েদুল আকবর বলেছেন: আমি স্পেনের টায় যেতে চাই। ভাগ্যে থাকলে জীবনসঙ্গী জুটে যেতে পারে।
বাপ-মা অপরাধী হতে পারে কিন্তু বাচ্চা কাচ্চা নিষ্পাপই হবার কথা। ইস দোয়া করেন যাতে কোন সুইট সিক্সটিন .........
০২ রা নভেম্বর, ২০১৩ ভোর ৫:০২
ঢাকাবাসী বলেছেন: দোয়া করছি সেটা জুটুক বাট আউটসাইড জেল! অনেক ধন্যবাদ আপনাকে, ভাল থাকুন।
১৩| ০১ লা নভেম্বর, ২০১৩ রাত ৯:৩৪
রাফসান বড়ুয়া বলেছেন: Murder যদিও করি ওই দেশে গিয়েই করব। যা আছে কপালে............
ও একটা কথা মৃত্যুদন্ড বৈধ না নিষিদ্ধ ওসব দেশে জানাবেন।।।।
০২ রা নভেম্বর, ২০১৩ ভোর ৫:০৫
ঢাকাবাসী বলেছেন: এশিয়ার দেশ দুটো ছাড়া বাকি সব দেশেই মৃত্যুদন্ড নিষিদ্ধ, সুতরাং শুরু করে দিন আর কি! পড়ে মন্তব্য করার জন্য অনেক অনেক ধন্যবাদ।
১৪| ০১ লা নভেম্বর, ২০১৩ রাত ১০:১৫
ভিয়েনাস বলেছেন: একদিন একটি গল্প শুনলাম,,একটা লোক খুব ফুরফুরে মেজাজে ছোট্র একটা ব্যাগ আর কিছু বই নিয়ে বের হয়েছে। কোথায় যাচ্ছে জিগ্গাসা করা হলে বলে ,জেলে যাচ্ছে কি একটা অপরাধের জন্য তার কয়েক মাসের জেল হয়েছে,আজ নাকি তার জেলে যাওয়ার দিন তারিখ
উনি মনে হয় জাস্টিস সেন্টার লিউবেন জেলে যাচ্ছিলেন
০২ রা নভেম্বর, ২০১৩ ভোর ৫:০৮
ঢাকাবাসী বলেছেন: আমার ব্লগে স্বাগতম। হ্যাঁ মনে হয় সেখানেই মানে অস্ট্রিয়ার জেলখানাতেই যাচ্ছিলেন। এটা অস্ট্রিয়া বা ইউরোপেই সম্ভব, এশিয়াতে নয়। ধন্যবাদ আপনাকে, ভাল থাকুন।
১৫| ০৫ ই নভেম্বর, ২০১৩ সকাল ১১:১৩
কান্ডারি অথর্ব বলেছেন:
এমন জেল পাইলে আমি জেলেই থাকতে চাই। আমি তখন ডিস্কো মুডে গান গাবো
আমি বন্দী কারাগারে.... আছিগ মা মহা সুখে
০৫ ই নভেম্বর, ২০১৩ বিকাল ৩:৩৪
ঢাকাবাসী বলেছেন: বেশ বলেছেন! কখনো মনে হয় বন্দী হয়ে জেলে বা হাজতে থাকেননি। বিশ্বাস করুন গান আর বেরোবেনা। মজার মন্তব্য করার জন্য অনেক অনেক ধন্যবাদ।
১৬| ০৫ ই নভেম্বর, ২০১৩ সকাল ১১:২৬
বোকামানুষ বলেছেন: সেইরকম অবস্থা দেখা যায়
০৫ ই নভেম্বর, ২০১৩ বিকাল ৩:৩৫
ঢাকাবাসী বলেছেন: বেক্কেবার সেইরাম! অনেক অনেক ধন্যবাদ।
১৭| ১৭ ই নভেম্বর, ২০১৩ দুপুর ২:৫৩
সপন সআথই বলেছেন: oporadh korar ichhe jege utheche
১৭ ই নভেম্বর, ২০১৩ রাত ৮:৪৬
ঢাকাবাসী বলেছেন: সেরেছে , জেলখানা জেলখানাই, স্বাধীনতা নেই। অবশ্য আরাম আয়েশের যা ব্যাবস্হা তাতে লোভ জাগাটা একেবারে অন্যায় না। তবু অপরাধ করার দরকার নেই। অনেক অনেক ধন্যবাদ আপনাকে। ভাল থাকুন।
©somewhere in net ltd.
১|
৩১ শে অক্টোবর, ২০১৩ রাত ১১:০০
সাইবার অভিযত্রী বলেছেন: এরম জেল বানাইলে কেডা জেলে যাইব না ?
অবৈধ ইমিগ্রেন্টরা এই সব জেলে যাইতে পারবে???