![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সাতার কাটলে যদি নিজেকে ফিট রাখা যায় তাহলে সব তিমিগুলো হোৎকা মোটা কেন?
সবাই স্বর্গে যেতে চায় কিন্তু কেউ মরতে চায়না কেন?
দাবা খেলার বোর্ডেও বর্ণ বৈষম্য আছ, কেন, দেখুন ''সাদা আগে মুভ করে"!
যদি কথা বলার স্বাধীনতা বলা হয় (FREEDOM OF SPEECH) তাহলে টেলিফোনে বিল আসে কেন?
টাকা নাকি গাছে হয়না তাহলে ব্যাংকগুলোর গাছের মতই শাখা (BRANCH) থাকে কেন?
সুপার গ্লু কেন বোতলে আটকে থাকেনা?
আমরা কেন বলি 'বিল্ডিং' (BUILDING) যখন ওটা অলরেডি বানানো হয়ে গেছে (BUILT)?
যদি এটা সত্যি হয় যে 'আমরা সবাই অন্যকে সাহায্য করার জন্য আছি' তাহলে অন্যরা আছে কি করতে?
বলা হয় পান করে (মদ পান করে) ড্রাইভ করবেননা (DON'T DRINK AND DRIVE) তাহলে পানশালাগুলোতে (বার) পার্কিং এরিয়া আছে কেন?
দুনিয়ার সব দেশ যদি ঋণগ্রস্হ হয় তাহলে সব টাকা গেল কোথায়?
ডগ ফুডের গায়ে লেখা তাকে 'নতুন আর উন্নত মানের স্বাদ সহ' তা ওটা টেষ্ট করলে কে?
প্লেন ক্রাশ করলেও নাকি প্নেনের 'ব্ল্যাক বক্স' অক্ষত থাকে, তাহলে বাপু পুরো প্লেনটাই ঐ জিনিস দিয়ে বানালে হয়না?
পানির নীচে কাঁদতে পারেন?
লোকে প্রায়ই বলে 'য়ু হ্যাভ বিন ওয়ার্কিং লাইক এ ডগ' (YOU HAVE BEEN WORKING LIKE A DOG) অথচ কুকুর ব্যাটা সারাদিন বসে বসেই কাটায়, কেন?
আসেন এবার কিছু ধাধার উত্তর দেন।
১. এক লোক পুরান গাড়ী কিনে। সে একটা ঝকঝকে টয়োটা প্রিমিও এফ পেল ৩০,০০,০০০.০০ টাকায়, ব্যাস কিনে ফেলল... একটা পয়সাও না দিয়ে! কিভাবে?
২. একজন মাঝবয়সী ট্রাক ড্রাইভার ওয়ান ওয়ে রোডের গাড়ী চলার বিপরিত দিক দিয়ে যাচ্ছে, পুলিশ তাকে দেখেও কিছু বললনা! কেন?
নীচে দেখছেন দুনিয়ার সবচাইতে বড় দস্তরখান।
:- ইংরেজী থেকে অনুদিত
২৬ শে নভেম্বর, ২০১৩ সন্ধ্যা ৭:৩৭
ঢাকাবাসী বলেছেন: চমৎকার অংশ নেয়ার জন্য আন্তরিক ধন্যবাদ। ধাধার জবাব হয় নি। পরে বলব।
২| ২৬ শে নভেম্বর, ২০১৩ সন্ধ্যা ৬:২১
আমাবর্ষার চাঁদ বলেছেন: ভালই তো.....
২৬ শে নভেম্বর, ২০১৩ সন্ধ্যা ৭:৩৮
ঢাকাবাসী বলেছেন: হ্যালো, অনেক অনেক ধন্যবাদ।
৩| ২৬ শে নভেম্বর, ২০১৩ সন্ধ্যা ৬:৪৯
কাকতড়ুয়া007 বলেছেন: ১ ,নতুন গাড়ীই সেকেন্ড হ্যান্ড হিসেবে কিনেছে !
২, ট্রাক ড্রাইভার ঠিকই , কিন্তু সে উল্টোদিকে হেঁটে আসছিল তাই ট্রাফিক পুলিশ তাকে আটকানোর প্রয়োজন পড়েনি !
২৬ শে নভেম্বর, ২০১৩ সন্ধ্যা ৭:৩৯
ঢাকাবাসী বলেছেন: আপনি জিনিয়াস! ২ নং উত্তর ঠিক আছে তবে এক নং টা হয়নি, উত্তর পরে বলছি।
৪| ২৬ শে নভেম্বর, ২০১৩ সন্ধ্যা ৬:৫০
কাকতড়ুয়া007 বলেছেন: ১ ,নতুন গাড়ীই সেকেন্ড হ্যান্ড হিসেবে কিনেছে !
২, ট্রাক ড্রাইভার ঠিকই , কিন্তু সে উল্টোদিকে হেঁটে আসছিল তাই ট্রাফিক পুলিশ তাকে আটকানোর প্রয়োজন পড়েনি !
২৬ শে নভেম্বর, ২০১৩ রাত ১১:২৬
ঢাকাবাসী বলেছেন: চমৎকার তবে ১ নম্বরটা আবার ট্রাই করুন। ধন্যবাদ আপনাকে।
৫| ২৬ শে নভেম্বর, ২০১৩ সন্ধ্যা ৭:০১
রাজীব নুর বলেছেন: good.
২৬ শে নভেম্বর, ২০১৩ সন্ধ্যা ৭:৪০
ঢাকাবাসী বলেছেন: ধন্যবাদ।
৬| ২৬ শে নভেম্বর, ২০১৩ সন্ধ্যা ৭:৫৩
ড. জেকিল বলেছেন:
তাইলে বোঝেন, না সাতরাইলে তিমির অবস্থাডা কি হইতো !!
১। টাকা না দিলে সেইডারে আবার "কেনা" কয় নাকি?
২। কাকতড়ুয়া007
২৬ শে নভেম্বর, ২০১৩ রাত ১১:২৮
ঢাকাবাসী বলেছেন: মনে হয় সমুদ্রে জায়গা হতোনা! ১ আর ২ এ খালি চারকোনা ঘর দেখা যায়! তবে ধন্যবাদ আপনাকে।
৭| ২৬ শে নভেম্বর, ২০১৩ সন্ধ্যা ৭:৫৭
বিদ্রোহী ভৃগু বলেছেন: আপনি যদি কইতে পারেন- খাইলে খিদা লাগেনা কেন?
আর ঘূমাইলে চোখে দেখিনা কেন?
তাহলে আমরাও এইগুলান ট্রাই করি
দেখি সব্বাই কি বলে????
২৬ শে নভেম্বর, ২০১৩ রাত ১১:২৯
ঢাকাবাসী বলেছেন: হা হা হা ঢিল তো পাটকেল! পড়ে মজাদার মন্তব্য করার জন্য কৃতজ্ঞতা আর ধন্যবাদ।
৮| ২৬ শে নভেম্বর, ২০১৩ রাত ৮:৩৭
নীরব মানুষ বলেছেন: প্রথম ধাঁধাঁর উত্তর হবে টাকা দিয়ে কিনেছে, পয়সা দিয়ে নয়
২৬ শে নভেম্বর, ২০১৩ রাত ১১:৩১
ঢাকাবাসী বলেছেন: আপনিই প্রথম পারলেন। কনগ্রেটস, আর পড়ে অংশ নেয়ার জন্য আন্তরিক ধন্যবাদ।
৯| ২৬ শে নভেম্বর, ২০১৩ রাত ১০:২৮
তেপান্তর মন বলেছেন: আমি একটা অ্যাড কইরা দিলাম -
সবাই কয় শাক সবজি খাইলে নাকি স্লিম থাকা যায়।
তাইলে গরুর মাংসে এতো চর্বি কেন?
২৬ শে নভেম্বর, ২০১৩ রাত ১১:৩২
ঢাকাবাসী বলেছেন: ওয়াও, দারুণ! রাত্র হয়ে গেছে না হলে আপনার অনুমতি নিয়ে গরুকে যোগ করে দিতুম। তয় আপনাকে অনেক অনেক ধন্যবাদ ভাই। ভাল থাকুন।
১০| ২৬ শে নভেম্বর, ২০১৩ রাত ১১:২৯
ইমরাজ কবির মুন বলেছেন:
হাহাহ, মজা পাইসি।
তেপান্তরের টাও ভাল হৈসে ||
২৬ শে নভেম্বর, ২০১৩ রাত ১১:৩৫
ঢাকাবাসী বলেছেন: পড়ে মন্তব্য করার জন্য আন্তরিক ধন্যবাদ। হ্যাঁ তেপান্তরেরটা চমৎকার। ভাল থাকবেন মুন।
১১| ২৭ শে নভেম্বর, ২০১৩ বিকাল ৩:১৫
হাসান মাহবুব বলেছেন: উপভোগ্য পোস্ট।
২৭ শে নভেম্বর, ২০১৩ রাত ৮:১৫
ঢাকাবাসী বলেছেন: উপভোগ করেছেন তাতেই আমি খুশী। আর অনেক অনেক ধন্যবাদ আপনাকে ।
১২| ২৭ শে নভেম্বর, ২০১৩ বিকাল ৩:৪০
অথৈ সাগর বলেছেন:
মজারু।
২৭ শে নভেম্বর, ২০১৩ রাত ৮:১৫
ঢাকাবাসী বলেছেন: খুশী হলুম ভাই। সাথে কৃতজ্ঞতা আর ধন্যবাদ রইলো।
১৩| ২৭ শে নভেম্বর, ২০১৩ রাত ৯:৪০
কাল্পনিক_ভালোবাসা বলেছেন: দারুন একটা পোষ্ট!!! প্রশ্নগুলো আসলেই অনেক মজার!
শেয়ার করার জন ধন্যবাদ
২৮ শে নভেম্বর, ২০১৩ দুপুর ২:৫৪
ঢাকাবাসী বলেছেন: হ্যালো, আপনি আসাতে খুব ভাল লাগল। অনেক অনেক ধন্যবাদ আপনাকে।
১৪| ২৮ শে নভেম্বর, ২০১৩ বিকাল ৫:৩১
মামুন রশিদ বলেছেন: প্রশ্ন গুলো খুব মজার! আর ধাঁধা পানির মত সহজ
২৮ শে নভেম্বর, ২০১৩ রাত ১০:০৫
ঢাকাবাসী বলেছেন: মজা পেলেন তাতেই আমার পরিশ্রম সার্থক। আপনাকে কস্ট করে পড়ার জন্য ধন্যবাদ।
১৫| ২৮ শে নভেম্বর, ২০১৩ বিকাল ৫:৫৩
জনাব মাহাবুব বলেছেন: সুন্দর পোষ্ট।
মজা পাইলাম সাথে সাথে কিছু চিন্তা মাথায় ঘুরপাক খেয়ে গেল।
২৮ শে নভেম্বর, ২০১৩ রাত ১০:০৬
ঢাকাবাসী বলেছেন: ভাই চিন্তা ফিন্তা আবার কেন। মজাটাই মুখ্য। পড়ে মন্তব্য করার জন্য অনেক ধন্যবাদ।
১৬| ০২ রা ডিসেম্বর, ২০১৩ রাত ৯:১১
সুমন কর বলেছেন: মজাদার পোস্ট
১৬ ই ডিসেম্বর, ২০১৩ বিকাল ৩:৩৭
ঢাকাবাসী বলেছেন: পড়ার জন্য অনেক অনেক ধন্যবাদ।
১৭| ০২ রা ডিসেম্বর, ২০১৩ রাত ৯:১৪
খেয়া ঘাট বলেছেন: চমৎকার ঢাকাবাসী ভাই। ইংরেজীতে পড়েছিলাম। দারুন অনুবাদ করেছেন।
একগুচ্ছ লাইকস।
১৬ ই ডিসেম্বর, ২০১৩ বিকাল ৩:৩৮
ঢাকাবাসী বলেছেন: ঠিক ধরেছেন এটা শ্রেফ অনুবাদ, লাইকসের জন্য আন্তরিক ধন্যবাদ।
©somewhere in net ltd.
১|
২৬ শে নভেম্বর, ২০১৩ বিকাল ৪:৩৩
মশিকুর বলেছেন:
সবাই স্বর্গে যেতে চায় কিন্তু কেউ মরতে চায়না কেন?
কারন সর্গ নিশ্চিত হইছে কিনা মানুষ জানেনা।
সুপার গ্লু কেন বোতলে আটকে থাকেনা?
কিছু কিছু জিনিষ একটিভ হইতে অন্য কিছুর সাহায্য লাগে। এক্ষেত্রে অন্যকিছু হইলো বাতাস।
প্লেন ক্রাশ করলেও নাকি প্নেনের 'ব্ল্যাক বক্স' অক্ষত থাকে, তাহলে বাপু পুরো প্লেনটাই ঐ জিনিস দিয়ে বানালে হয়না?
তাইলে টিকিটের দাম কত হইব খেয়াল আছে। তারপরেও আগুনে ক্ষতি হইব না, কিন্তু ঝাকি আর ভয়েইতো মরবো সবাই।
ধাঁধা
১) বুঝিনাই
২) মনেহয় ফায়ার ব্রিগেডের গাড়ি ছিল
মাঝে মাঝে এমুন পোস্ট খারাপ না। শুভকামনা রইলো।