নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি ঢাকার বাসিন্দা- মানুষকে ভালবাসি আর ভালবাসি প্রকৃতিকে

ঢাকাবাসী

প্রকৃতিকে ভালবাসি।

ঢাকাবাসী › বিস্তারিত পোস্টঃ

দুনিয়াতে সবচাইতে বেশি বেতন পাওয়া সিইও গন; একজনে পান দৈনিক পৌনে তিন কোটি টাকারও বেশী!

০৪ ঠা ডিসেম্বর, ২০১৩ রাত ১২:১০





উপরে যেই ভদ্রলোকের ছবি দেখলেন তার নাম জন হ্যামারগ্রেন, তিনি ক্যালিফোর্ণিয়ার ম্যাকেসন কোম্পানীর সিইও। ওটা একটা অষুধ কোম্পানী।

তিনি বছরে ১৩১.২ মিলিয়ন ডলার বেতন নিয়ে থাকেন!! কনভার্ট করলে তার দৈনিক বেতন হয় দুই কোটি তিরাশী লাখ টাকার মত!! না কোন ভুল নাই।







ইনার নাম রালফ লরেন, ইনি রালফ লরেন কোম্পানীর সিইও। কোম্পানীটি কাপড়, জুয়েলারী ইত্যাদির ব্যাবসা করে।

লরেন সাহেব বছরে ছয় কোটি সাতষট্টি লাখ ডলার বেতন পান! $৬৬.৭ মিলিয়ন!







উপরের ছবিটির ভদ্রলোকের নাম মাইকেল ফ্যাসিটেলী। তার বছরে আয় $৬৪.৪ মিলিয়ন, ছয় কোটি চুয়াল্লিশ লাখ ডলার, ও হ্যাঁ তিনি ভরনাডো রিয়েলিটি নামের একটা ডেভেলপার কোম্পানীর সিইও।

ওই কোম্পানীর নিউইয়র্কে ১০ লাখ বর্গ ফুটের একটা ছোট্ট অফিস আছে!





ইনি রিচার্ড কাইনডার, কাইনডার মরগান নামক একটা পাইপ কোম্পানীর সিইও, বছরে বেতন পান ছয় কোটি নয় লাখ ডলার!







হানিওয়েল কোম্পানীর সিইও মি. ডেভিড কোট, বছরে পাঁচ কোটি আটান্ন লাখ ডলার বেতন পান, দৈনিক এক কোটি কুড়ি লাখ টাকা!







উপরের ছবির ভদ্রলোকটার নাম জর্জ পায, মার্কিনী ড্রাগস কোম্পানীর সিইও, বছরে পাঁচ কোটি ১৫ লাখ ডলার মাইনে পান।







ইনি ইউনাইটেড হেলথ গ্রুপের সিইও, আমেরিকান, বছরে চার কোটি অষ্টাশী লাখ ডলার পাইনে পান।







উপরের ছবির ভদ্রলোকটার নাম ক্লারেন্স পি কাজালট, ম্যারাথন অয়েল কোম্পানীর সিইও, মাইনে বছরে $৪৩.৭ মিলিয়ন!









সবার শেষে আসলেন জন সি মার্টিন, একটা আমেরিকান ড্রাগ কোম্পানীর সিইও, বছরে চার কোটি বত্রিশ লাখ ডলার বেতন পান। মাসে ৫৪ কোটি টাকা!!!



সুত্র: ফর্বস ডট কম:

Click This Link

মন্তব্য ৫৩ টি রেটিং +১/-০

মন্তব্য (৫৩) মন্তব্য লিখুন

১| ০৪ ঠা ডিসেম্বর, ২০১৩ রাত ১২:১৪

এস.কে.ফয়সাল আলম বলেছেন: এদের ভিত্রে কার কার বিবাহযোগ্য কন্যা রহিয়াছে সেই তথ্য যদি একটু কষ্ট করে দিতেন তাহা হইলে ঝাতি চিরকৃতজ্ঞ হইবার একটা চান্স পাইতো ;)

০৪ ঠা ডিসেম্বর, ২০১৩ সকাল ৮:২৬

ঢাকাবাসী বলেছেন: ভারি মজার প্রশ্ন! খোজ নিয়েছিলুম, মোটামুটি সবার কন্যারাই বিবাহিতা, সো কৃতজ্ঞ হবার চান্স কম। প্রথমেই আপনার আগমন আর চমৎকার অংশ নেয়ার জন্য কৃতজ্ঞতা আর ধন্যবাদ।

২| ০৪ ঠা ডিসেম্বর, ২০১৩ রাত ১২:১৭

নাজমুল হাসান মজুমদার বলেছেন: :)

০৪ ঠা ডিসেম্বর, ২০১৩ সকাল ৮:২৭

ঢাকাবাসী বলেছেন: হা হা হা আন্তরিক ধন্যবাদ ভাই। ভাল থাকুন।

৩| ০৪ ঠা ডিসেম্বর, ২০১৩ রাত ১২:২২

সুমন কর বলেছেন: দোয়া করি, আপনিও এদের মতো একজন সিইও হবেন!!! B:-) তখন আবার আমাদের ভুলে যাবেন না তো!!! |-)

০৪ ঠা ডিসেম্বর, ২০১৩ সকাল ৮:৩০

ঢাকাবাসী বলেছেন: প্রিয় ব্লগার আপনার অপুর্ব ভালবাসা আর সদিচ্ছার জন্য আন্তরিক ধন্যবাদ। ঐ স্টেজটা পার হয়ে এসেছি বেশ আগে। তবে নিঃসন্দেহে আমৃত্যু আপনারা আমার অন্তরে থাকবেন, বিভিন্ন পরিচয়ে। ভাল থাকবেন সুমন কর।

৪| ০৪ ঠা ডিসেম্বর, ২০১৩ রাত ১২:২৬

মদন বলেছেন: :-*

০৪ ঠা ডিসেম্বর, ২০১৩ সকাল ৮:৩১

ঢাকাবাসী বলেছেন: অনেক অনেক ধন্যবাদ আপনাকে । ভাল থাকুন।

৫| ০৪ ঠা ডিসেম্বর, ২০১৩ রাত ১:০২

আকাশদেখি বলেছেন: এস.কে.ফয়সাল আলম বলেছেন: এদের ভিত্রে কার কার বিবাহযোগ্য কন্যা রহিয়াছে সেই তথ্য যদি একটু কষ্ট করে দিতেন তাহা হইলে ঝাতি চিরকৃতজ্ঞ হইবার একটা চান্স পাইতো ;)

০৪ ঠা ডিসেম্বর, ২০১৩ সকাল ৮:৩৩

ঢাকাবাসী বলেছেন: আহা নো চান্স! তবে আমার ব্লগে এসে অংশ নেয়ার জন্য আমি আপনার কাছে কৃতজ্ঞ। ধন্যবাদ।

৬| ০৪ ঠা ডিসেম্বর, ২০১৩ রাত ১:০৬

তামিম ইবনে আমান বলেছেন: মাত্র :-B

০৪ ঠা ডিসেম্বর, ২০১৩ সকাল ৮:৩৪

ঢাকাবাসী বলেছেন: আর বলবেন না, এরা বেতন বাড়াবার জন্য বলেছিল, তা আমিই না করে দিলুম! ধন্যবাদ আপনাকে।

৭| ০৪ ঠা ডিসেম্বর, ২০১৩ রাত ১:১৪

মনিরা সুলতানা বলেছেন: কবে যে আমার স্বামী এদের লাইনে যাবে ।। অপেক্ষা আর ফুরায় না B:-/ B-)) :P :P :P :P :P :P :P :P

০৪ ঠা ডিসেম্বর, ২০১৩ সকাল ৮:৩৭

ঢাকাবাসী বলেছেন: দুয়া করি এদিন না একদিন তিনি অবশ্যই ঐ লেভেলে যাবেন। আর আপনার অপেক্ষার পালা অবশ্যই শেষ হবে। ধন্যবাদ আপনাকে, ভাল থাকুন।

৮| ০৪ ঠা ডিসেম্বর, ২০১৩ রাত ১:২৩

কলাবাগান১ বলেছেন: সব সাদা আমেরিকান পুরুষ.......!!!!! কেমনে কি???

০৪ ঠা ডিসেম্বর, ২০১৩ সকাল ৮:৪০

ঢাকাবাসী বলেছেন: ঐ লেভেলে মালিকরা খুবই বর্ণবাদী। অবশ্য কালারডরা অতখানি যোগ্যতাই অর্জন করেনা বিভিন্ন কারনে। সে অনেক লম্বা কাহিনী। আমার ব্লগে এসে চমৎকার অংশ নেয়ার জন্য আন্তরিক ধন্যবাদ কলাবাগান১, ভাল থাকবেন।

৯| ০৪ ঠা ডিসেম্বর, ২০১৩ রাত ১:২৫

মাসুম আহমদ ১৪ বলেছেন: আইটি'র দেখি কেউ নাই!

০৪ ঠা ডিসেম্বর, ২০১৩ সকাল ৮:৪১

ঢাকাবাসী বলেছেন: হ্যাঁ তাইতো! কথা বলতে হবে যাতে ওরা ঐ সেক্টরটা ওপেন করে। আসবার জন্য আপনাকে অনেক ধন্যবাদ ভাই ।

১০| ০৪ ঠা ডিসেম্বর, ২০১৩ রাত ১:৫১

তারছেড়া লিমন বলেছেন: আকাশদেখি বলেছেন: এস.কে.ফয়সাল আলম বলেছেন: এদের ভিত্রে কার কার বিবাহযোগ্য কন্যা রহিয়াছে সেই তথ্য যদি একটু কষ্ট করে দিতেন তাহা হইলে ঝাতি চিরকৃতজ্ঞ হইবার একটা চান্স পাইতো ;)

০৪ ঠা ডিসেম্বর, ২০১৩ সকাল ৮:৪৩

ঢাকাবাসী বলেছেন: নো চান্স! আর জাতি হিসেবে আমরা আদৌ কখনো কারো কাছে কৃতজ্ঞ হই কিনা সেটা গবেষনার বিষয়! আমাদের অকৃতজ্ঞ জাতি হিসেবেই দুনিয়া জানে! অনেক অনেক ধন্যবাদ আপনাকে।

১১| ০৪ ঠা ডিসেম্বর, ২০১৩ রাত ৩:২০

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: এগো জলদি ঠিকানা দেন!! কিছু চান্দা লাগব!!!! :P :P

০৪ ঠা ডিসেম্বর, ২০১৩ সকাল ৮:৪৬

ঢাকাবাসী বলেছেন: এফ বি আই, এনএসএ, এনওআইপিডি (সব পুলিশ) এদের স্পেশাল সিকিউরিটি খেয়াল রাখে! হালায় কাছে ভিড়নই কঠিন! চান্দা দিব মাগার... ধন্যবাদ কা.ভা.।

১২| ০৪ ঠা ডিসেম্বর, ২০১৩ রাত ৩:৩৬

খেয়া ঘাট বলেছেন: তারছেড়া লিমন বলেছেন: আকাশদেখি বলেছেন: এস.কে.ফয়সাল আলম বলেছেন: এদের ভিত্রে কার কার বিবাহযোগ্য কন্যা রহিয়াছে সেই তথ্য যদি একটু কষ্ট করে দিতেন তাহা হইলে ঝাতি চিরকৃতজ্ঞ হইবার একটা চান্স পাইতো

০৪ ঠা ডিসেম্বর, ২০১৩ সকাল ৮:৪৮

ঢাকাবাসী বলেছেন: হ্যালো খেয়াঘাট, খোজ নিলাম, জাতির চিরকৃতজ্ঞ হবার চান্স নেই! আর আমার অভিজ্ঞতা বলে এই জাতি ১০০% অকৃতজ্ঞ! ধন্যবাদ আপনাকে। ভাল থাকবেন।

১৩| ০৪ ঠা ডিসেম্বর, ২০১৩ রাত ৩:৪০

ভুল্কিস বলেছেন: বাক্হারা হৈলাম!

০৪ ঠা ডিসেম্বর, ২০১৩ সকাল ৮:৫১

ঢাকাবাসী বলেছেন: না না সেটা হবেন না। এরা বেতন নেয় এই টাকাটা, এ্ছই বেতন ছাড়াওতো এদের শেয়ারের আয় অন্য ব্যাবসার আয় ওসব আছে! কি আর করা! হ্যাঁ আপনাকে অনেক অনেক ধন্যবাদ।

১৪| ০৪ ঠা ডিসেম্বর, ২০১৩ সকাল ৭:৩২

*কুনোব্যাঙ* বলেছেন: বোঝা গেলো সবচাইতে বড় ব্যবসাগুলা এখন ওষুধ কোম্পানি গুলাই করে

০৪ ঠা ডিসেম্বর, ২০১৩ সকাল ৮:৫৩

ঢাকাবাসী বলেছেন: বেশ কিছু ফ্যাক্টর কাজ করে। প্রফিট মার্জিন, ব্যাবসার জন্য কানেকশন, সিইও'র পরিশ্রম ইত্যাদি। এদের চাইতে বেশী টার্ণ ওভার তো অনেক কোম্পানীরই আছে। কেমন আছেন কুনোব্যাঙ? ভাল থাকুন।

১৫| ০৪ ঠা ডিসেম্বর, ২০১৩ সকাল ৭:৪৬

মামুন রশিদ বলেছেন: সিইও হইতে মন চায় 8-|

০৪ ঠা ডিসেম্বর, ২০১৩ সকাল ৮:৫৬

ঢাকাবাসী বলেছেন: বিশ ত্রিশ মিলিয়ন ডলার নিয়ে ব্যাবসায় নেমে আপনিই এমডি, আপনিই সিইও আপনিই চেয়ারম্যান হয়ে যান, কেউ কিসসু বলবেনা! আমার ব্লগে এসে চমৎকার অংশ নেয়ার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ মামুন রশিদ।

১৬| ০৪ ঠা ডিসেম্বর, ২০১৩ সকাল ৮:৫৭

স্নিগ্ধ শোভন বলেছেন: 8-|

০৪ ঠা ডিসেম্বর, ২০১৩ দুপুর ১২:৪৫

ঢাকাবাসী বলেছেন: স্বাগতম! আন্তরিক ধন্যবাদ আর কৃতজ্ঞতা পড়ার জন্য।

১৭| ০৪ ঠা ডিসেম্বর, ২০১৩ সকাল ৯:০২

বিদ্রোহী ভৃগু বলেছেন: উরিব্বাপ..স................... (নিজের)

সুশীল প্রতিক্রিয়া..
-এরাই পৃথিবীর সকল নষ্টের গোড়া। পৃথিবীর অর্থনৈতিক ভারসাম্য এদের কারণেই অনেকটা ব্যালেন্স করা যাচ্ছৈ না!!!

বদলে দাও, বদলে যাও (কোং)

মনে মনে আহারে আমি কেন বাংলায় জন্মাইলাম; তাগো ..কিছূ হইলৈওতো জেবন স্বার্থক :P

০৪ ঠা ডিসেম্বর, ২০১৩ দুপুর ১২:৫০

ঢাকাবাসী বলেছেন: আপনার কথায় কিছুটা যুক্তিতো আছেই। তবে জেনে রাখুন আমাদের এই দেশে, বছরে মাথা পিছু সাত আটশ ডলার কামাই করার দেশে ম্যালা এমডি সিইও আছেন যারা বছরে পনেরো মিলিয়ন টাকা বেতন নিয়ে থাকেন (আয় নয়)!

১৮| ০৪ ঠা ডিসেম্বর, ২০১৩ সকাল ৯:৪০

কাক পাখি বলেছেন: ভাই, আমাদের দেশে সবচাইতে বেশি বেতন পাওয়া সিইও গন- এই তথ্যটাও জানতে মন চায়...।

০৪ ঠা ডিসেম্বর, ২০১৩ দুপুর ১২:৫২

ঢাকাবাসী বলেছেন: এটা আমার জানা থাকলেও বলা অসম্ভব। চোখ কান খোলা রাখুন বুঝবেন। আর আপনার যাতাযাত তো সব জায়গাতে! আন্তরিক ধন্যবাদ আপনাকে।

১৯| ০৪ ঠা ডিসেম্বর, ২০১৩ সকাল ৯:৫৭

এহসান সাবির বলেছেন: এদের মাসে কি পরিমান টাকা খরচ হয়? আমার মতো প্রতি মাসের শেষের দিকে কি টাকা ধার করতে হয়??

০৪ ঠা ডিসেম্বর, ২০১৩ দুপুর ১২:৫৬

ঢাকাবাসী বলেছেন: হা হা হা ! ভাই বেশ মজা পেলুম এই রসিকতায়! তবে এটাও ঠিক এদেশেই কয়েক কোটি মানুষ আছে যারা পে চেক কখনো দেখেইনি। চমৎকার আন্তরিক মন্তব্য করার জন্য আপনাকে আন্তরিক ধন্যবাদ ভাই। ভাল থাকুন, ধার করা ছাড়াই চমৎকার থাকুন।

২০| ০৪ ঠা ডিসেম্বর, ২০১৩ সন্ধ্যা ৬:০৫

জেনারেশন সুপারস্টার বলেছেন: সকলেই আমার ছাত্র ছিল কিন্তু টাকা না দিয়া ভাগছে X( এখনও রাস্তায় দেখা হলে পায়ে ধরে বলে স্যার চলেন আম্রিকা বসের সাথে কথা বলে বানাইয়া দিমু কোম্পানীর ৫০% শেয়ারের মালিক /:) পাওনা টাকা ফেরত না দিলে যামুনা আম্রিকা /:)

০৪ ঠা ডিসেম্বর, ২০১৩ সন্ধ্যা ৬:১০

ঢাকাবাসী বলেছেন: আরি কি বলছেন? এইরাম চান্স ছেড়ে দিবেন? অবশ্য আপনার ছাত্ররা এজ ইউজুয়াল চাপা মারসে কিনা কে জানে! ছাত্রসহ পড়ে মন্তব্য করার জন্য আপনাকে আন্তরিক ধন্যবাদ ভাই। ভাল থাকবেন, সবসময়।

২১| ০৪ ঠা ডিসেম্বর, ২০১৩ সন্ধ্যা ৬:৩৬

েবনিটগ বলেছেন: ব্যাপার না, আমরা ও পামু এক সময়

০৪ ঠা ডিসেম্বর, ২০১৩ রাত ৮:৫৬

ঢাকাবাসী বলেছেন: নিশ্চই পাবেন, সেজন্য আমার আন্তরিক দোয়া থাকলো। আর আমার ব্লগে মন্তব্য করার জন্য বিনীত ধন্যবাদ আর কৃতজ্ঞতা।

২২| ০৪ ঠা ডিসেম্বর, ২০১৩ সন্ধ্যা ৬:৫৪

মশিকুর বলেছেন:
ছোটবেলায় 'টাকার মেশিন' নামে একটা গল্প ছিল(মনে পরে গেল)। এদের যোগ্যতা নিয়ে কোন সন্দেহ নাই, তাও কেম্নে কি?? প্রথমটায় মরার আগে তার ইস্তাবর অস্তাবর সম্পত্তি বাংলাদেশরে দান করে গেলে, বাংলাদেশের সবাইতো অর্থমন্ত্রী হইয়া যাইব!!!

০৪ ঠা ডিসেম্বর, ২০১৩ রাত ৯:০০

ঢাকাবাসী বলেছেন: মনে হয় না ভাই , জন হ্যামারগ্রনকে বহুবার কিনতে পারে এমন মানুষ এই বাংলাদেশেই আছে! এটা ঠিক এদের মাসিক বেতনের অংকটা অবিশ্বাস্যই লাগে আমাদের কাছে! কি আর করা দেখেই যাই, বেল পাকলে কাউয়ার তো কিছু না!

২৩| ০৪ ঠা ডিসেম্বর, ২০১৩ রাত ১১:২০

আরিফ আরাফাত রুশো বলেছেন: আপ্নি নিজেও কি সিইও?

০৫ ই ডিসেম্বর, ২০১৩ সকাল ৮:৩১

ঢাকাবাসী বলেছেন: আমার ব্লগে আপনাকে স্বাগতম আর অংশ নেয়ার জন্য আন্তরিক ধন্যবাদ আর শুভেচ্ছা। ভাল থাকবেন সবসময়।

২৪| ০৫ ই ডিসেম্বর, ২০১৩ সকাল ৯:২৪

না পারভীন বলেছেন: এহসান সাবির বলেছেন: এদের মাসে কি পরিমান টাকা খরচ হয়? আমার মতো প্রতি মাসের শেষের দিকে কি টাকা ধার করতে হয়??





=p~ =p~ =p~ =p~ =p~ হাসতেই আছি সাবির ভাই এর কথা শুনে । আচ্ছা সি, ই,ও অর্থ কি ? ( বুঝতেছি যে এরা আসলে মালিক না , তারপরের কর্মকর্তা )

০৫ ই ডিসেম্বর, ২০১৩ সকাল ১১:৪৮

ঢাকাবাসী বলেছেন: এহসান সাবির হয়তো মজা করার জন্যই এটা বলেছেন! লাখ টাকার কম্পিউটারে বা এন্স্মাড্রয়েড ..স্মার্টফোনে যারা ব্লগিং করে তারা ধার করেনা সেটা আশা করি বুঝতে পারছেন!
সিইও মানে 'চীফ এক্সিকিউটিভ অফিসার' বা বাংলায় 'প্রধান নির্বাহী কর্মকর্তা'. এরা অধিকাংশ ক্ষেত্রেই মালিক না তবে প্রায় সর্বময় ক্ষমতার অধিকারী হয়, অবশ্য তাকে মালিকের বা বোর্ড অব ডিরেক্টরের কাছে জবাবদিহি করতে হয়। ব্লগে আসার জন্য আন্তরিক ধন্যবাদ আপনাকে।

২৫| ০৫ ই ডিসেম্বর, ২০১৩ রাত ১১:০৬

বিশ্বাস করি 1971-এ বলেছেন: আমার এক কর্মকর্তা আছেন যে আয় করেন শুধু স্যালারি ৬০ লক্ষ টাকা

০৬ ই ডিসেম্বর, ২০১৩ রাত ১:৫৪

ঢাকাবাসী বলেছেন: খাইছে! তিনি কি কি বাংলাদেশে কোথাও কাজ করেন? আশা করছি আপনিও সেই অংকের কাছাকাছি আয় করছেন। কষ্ট করে পড়ে অংশ নেয়ার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ। ভাল থাকুন।

২৬| ০৫ ই ডিসেম্বর, ২০১৩ রাত ১১:০৭

বিশ্বাস করি 1971-এ বলেছেন: এইটা মাসে আয়

২৭| ০৬ ই ডিসেম্বর, ২০১৩ রাত ১২:৫৬

মোতাব্বির কাগু বলেছেন: উপরের অনেকে নিজের কোম্পানির নিজেই সিইও মনে হচ্ছে ( নামের সাথে কোম্পানির মিল দেখে উইকি ঘেঁটে দেখলাম)
নিজের কোম্পানি থেকে যত ইচ্ছা বেতন নিক কে কি বলবে?? সবার চাকরী খেয়ে ফেলবে না??
আরেকটা কথা স্টিভ জবস, যূকার বার্গ সহ অনেকেই নিজের কোম্পানি থেকে মাত্র ১ ডলার বেতন নিতেন/নেন... এখন কথা হলো এত কমে চলে কেমনে??
নাকি এগুলা শো-অফ লাভের গুড় একাউন্টে চলে যায়??
ভালো থাকবেন শুভ কামনা ...

বিদ্রঃ আমি সামুতে আসিই না আমাকে একটা মেইলে জানালে বা ব্ল্যাংক মেইল করলে এখানে আপনার জবাব জেনে যাব...
[email protected]

০৬ ই ডিসেম্বর, ২০১৩ রাত ১:৫৮

ঢাকাবাসী বলেছেন: এক ডলার নেয়া টেয়া এসব প্রতিকি। যেহেতু ওরাই মালিক সুতরাং নেট প্রফিট লস সবইতো নিজস্ব একাউন্টেই থাকে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.