![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আসেন দেখি দুনিয়ার সবচাইতে বড় তাবুর ছবি দেখতে কেমন, ওটা কোথায় ওটার সাইজই বা কিরকম!।
সর্বশেষ তথ্য অনুযায়ী দুনিয়ার সবচাইতে বড় তাবুটা আছে কাজাখস্তানের রাজধানী আস্তানাতে।
তাবুটা একটা ১৫০ মিটার উঁচু পোলের চারপাশে তারের জালের উপর বিছানো।
ভিতরের মোট এরিয়া ১৪০,০০০ বর্গ মিটার যা কিনা দশটা ফুটবল স্টেডিয়ামের চাইতেও বড়! ছবি দেখুন:
এর উপরের অংশ অনেকখানিই স্বচ্ছ যাতে সুর্যের আলো সহজে আসে আর এটাতে ভিতরে গরম রাখা বা ঠান্ডা রাখা দুটোরই ব্যাবস্হা আছে। ভিতরের তাপমাত্র সবসময়ই ১৫ ডিগ্রী সেন্টিগ্রেড থেকে ৩৫ ডিগ্রী সেন্টিগ্রেড রাখা হয় যেখানে বাইরের তাপ মাত্রা -৩৫ ডিগ্রী সে. থেকে ৩৫ ডিগ্রী সে. এর মধ্যে উঠানামা করে!
এবার গল্প : একবার সেখানে আগুন লাগে, তো আমার ভাগ্নেটা অনেক কসরৎ করে ভিতরে ঢুকে দুজনকে বের করে আনে, কিন্তু ভাগ্নেকে জেলে পাঠানো হয়! কেন বলুনতো?
সুত্র: Click This Link
২৩ শে ডিসেম্বর, ২০১৩ রাত ১১:২৭
ঢাকাবাসী বলেছেন: পেলুম অন্য জায়গাতে। তবে লিংকে কিন্তু লেখাই আছে 'দুনিয়ার সবচাইতে বড় তাবু'! ওটা ধাঁধা ছিল। মনে হয় বোঝাতে পারিনি। উত্তরটা পরে দেব। আর আপনাকে অনেক ধন্যবাদ অংশ নেয়ার জন্য।
২| ২৩ শে ডিসেম্বর, ২০১৩ রাত ৯:২১
মামুন রশিদ বলেছেন: এটা কি তাবু? দেখেতো গ্রীন হাউজ মনে হয় ।
গল্পের ধাঁধার উত্তর পারছিনা ।
২৩ শে ডিসেম্বর, ২০১৩ রাত ১১:২৯
ঢাকাবাসী বলেছেন: এটা আসলেই তাবু। ১৪০০০০ বর্গ মিটার!! ধাঁধার উত্তরটা দিচ্ছি! আপনাকে আন্তরিক ধন্যবাদ সাথে থাকার জন্য।
৩| ২৩ শে ডিসেম্বর, ২০১৩ রাত ৯:২৩
নীল ভোমরা বলেছেন: জিগাই.....এত বড় তাম্বু কিল্লাই?!
২৩ শে ডিসেম্বর, ২০১৩ রাত ১১:৩০
ঢাকাবাসী বলেছেন: ওখানে অত বড় ভবন বানানো আনইকনমিকাল তাই! ধন্যবাদ আপনাকে।
৪| ২৩ শে ডিসেম্বর, ২০১৩ রাত ৯:২৮
জনৈক রুয়েটিয়ানের ব্লগ বলেছেন: ভাগ্নের জাল ভিসা আছিল?
২৩ শে ডিসেম্বর, ২০১৩ রাত ১১:৩২
ঢাকাবাসী বলেছেন: ভাগ্নেটা ভিকটিম মানুষ না এনে সেখানেই কর্মরত দুজন ফায়ার ব্রিগেড কর্মীকে ধরে নিয়ে এসেছিল! ধন্যবাদ আপনাকে।
৫| ২৪ শে ডিসেম্বর, ২০১৩ রাত ১২:৪৫
পেন্সিল চোর বলেছেন: নাইস শেয়ার ভাইয়ে...
২৪ শে ডিসেম্বর, ২০১৩ ভোর ৫:৩৬
ঢাকাবাসী বলেছেন: হালো, অনেকদিন পর! পড়ার আর মন্তব্যের জন্য অনেক অনেক ধন্যবাদ।
৬| ২৪ শে ডিসেম্বর, ২০১৩ সকাল ৯:৪৭
লাইলী আরজুমান খানম লায়লা বলেছেন: অনেক ধন্যবাদ শেয়ার করার জন্য
২৪ শে ডিসেম্বর, ২০১৩ বিকাল ৫:৪২
ঢাকাবাসী বলেছেন: পড়ে মন্তব্য করার জন্য আপনাকেও অনেক ধন্যবাদ।
৭| ২৬ শে ডিসেম্বর, ২০১৩ রাত ২:৩৪
হাসান মাহবুব বলেছেন: ঐ তাবুতে করেডা কী! ধাঁধার উত্তরে মজা পাইলাম।
২৬ শে ডিসেম্বর, ২০১৩ ভোর ৫:৪৬
ঢাকাবাসী বলেছেন: ওখানে একটা প্রজেক্টের কাজে লাগে। ধন্যবাদ।
৮| ০১ লা জানুয়ারি, ২০১৪ সকাল ১০:৩৪
এহসান সাবির বলেছেন: নতুন বছরের শুভেচ্ছা!
০১ লা জানুয়ারি, ২০১৪ রাত ৮:৩২
ঢাকাবাসী বলেছেন: ধন্যবাদ আর আপনাকেও নতুন বছরের আন্তরিক শুভেচ্ছা। ভাল থাকুন সব সময়।
৯| ০১ লা জানুয়ারি, ২০১৪ রাত ৮:৩৭
জনাব মাহাবুব বলেছেন: বিলাসিতার একটা নমুনা দেখলাম
০২ রা জানুয়ারি, ২০১৪ সকাল ১১:২৩
ঢাকাবাসী বলেছেন: হ্যাঁ তাতো বটেই! আর পকেটে মাল থাকলে বিলাসীতা আর বিলাসীতা থাকেনা মনে হয়! ধন্যবাদ আপনাকে।
©somewhere in net ltd.
১|
২৩ শে ডিসেম্বর, ২০১৩ রাত ৯:১৭
সুমন কর বলেছেন: আপনার দেয়া লিংকে গিয়ে বর্ণনা পেলাম না।
আপনে কই পাইলেন? ঐ লিংকে খালি ছবি!!
ওখানে কি সুটিং হচ্ছিল? ডিসটাব করাতে তাকে জেলে পাঠায়?
গুড পোস্ট।