![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
গাড়ী কেনার সময় আপনি বাইরের শো'টাই মূলত দেখেন, ভিতরের ডেকোরেশন বা কারিগরী দিকটা কেউই অত গৌর সে নাহি দেখতে!! কিন্তু এক শ্রেনীর ক্রেতা আছে যারা ভিতরের সাজ সজ্জা কারিগরী অপশনগুলোকে খুব ভাল করেই চেক করেন! আসুন কয়েকটা ভাল গাড়ীর ভিতরের চেহারা দেখি!
নীচেরটা শেভ্রোলেট ইমপালা ১৯৫৮ মডেল!
এটা একটা এষ্টন মার্টিন রেপিডে, জেমস বন্ডের প্রিয় গাড়ী।
ফোর্ড মাসট্যাং গিউজিয়ারো।
হোন্ডা সিভিক কাস্টম।
এবার জাগুয়ার এক্সজে ২২০
এবার দামী গাড়ী 'লামবোরগিনি' এসপাডা।
রোলস রয়েস ফ্যান্টম।
মার্সিডিজ বেনয এস ক্লাশ!
ব্যাস আপাতত থাক।
১৯ শে এপ্রিল, ২০১৪ রাত ৮:০৭
ঢাকাবাসী বলেছেন: বিশ্বাস করেন মার্কেটেই নাই! প্রয়াত ওয়াহিদ মুরাদের একখান আছিল। আপনাকে সাথে প্রথমেই পেয়ে যার পর নাই আনন্দিত হলুম। থ্যাঙ্কু।
২| ১৯ শে এপ্রিল, ২০১৪ রাত ৮:২৫
খেয়া ঘাট বলেছেন: খুবই সুন্দর।
'লামবোরগিনি' আর রোলস রয়েস- এই দুইটা চালাবার এখনো কোনো সুযোগ হয়নাই।
১৯ শে এপ্রিল, ২০১৪ রাত ১১:১৭
ঢাকাবাসী বলেছেন: আশা করি ওদুটো্ও চালাবেন। ম্যালা দিন পরে এলেন! স্বাগতম আর ধন্যবাদ।
৩| ১৯ শে এপ্রিল, ২০১৪ রাত ৯:২১
দেওয়ান কামরুল হাসান রথি বলেছেন: কয়েক বছর আগে রাস্তায় একটা গাড়ি দেখেছিলাম। অনেক পুরানা মডেল দেখার সাথে সাথে বাসায় গিয়া গুগল সার্চ। হলিউডি পুরাণ ছবিতে ঐ গাড়ি দেখা যায়। আমার খুব আফসোস হচ্ছিলো ঐদিন।
১৯ শে এপ্রিল, ২০১৪ রাত ১১:১৯
ঢাকাবাসী বলেছেন: আফসোস কেন কিনেই ফেলুন। অবশ্য পার্টস পা্ওয়া কঠিন তাই চালু রাখা অস্বাভাবিক খরচ! ধন্যবাদ আপনাকে।
৪| ১৯ শে এপ্রিল, ২০১৪ রাত ১০:৫৫
নূর আদনান বলেছেন: দেখে ভাল লাগলো...
১৯ শে এপ্রিল, ২০১৪ রাত ১১:২১
ঢাকাবাসী বলেছেন: আপনার ভালো লাগায় আমারও ভাল লাগল। ব্লগে আসবার জন্য ধন্যবাদ।
৫| ১৯ শে এপ্রিল, ২০১৪ রাত ১১:২১
দেওয়ান কামরুল হাসান রথি বলেছেন: ভাই এমন কইরা কইলেন যেনো আমার বাপে বিল গেটস। গাড়ি কেন খেলনা গাড়ি কেনার টাকা এই মুহূর্তে নাই।
২০ শে এপ্রিল, ২০১৪ সকাল ১০:০১
ঢাকাবাসী বলেছেন: হা হা হা মন্তব্যটা পইড়া মজা পাইলাম। সকাল সকাল হাইসা স্বাস্হ্যটা বালা করলাম। বিল গেটস মিয়া শ্বশুর তো অইবার পারে, নাকি! যাউকগা বালা থাইকেন। থ্যাঙ্কু।
৬| ২০ শে এপ্রিল, ২০১৪ রাত ১২:৫৮
অলওয়েজ এ্যান্টি গর্ভণমেন্ট বলেছেন: +++
২০ শে এপ্রিল, ২০১৪ সকাল ১০:০৩
ঢাকাবাসী বলেছেন: হ্যালো, অনেক দিন পর এলেন মনে হয়! আসবার জন্য আন্তরিক ধন্যবাদ। প্লাসের জন্য আবার ধন্যবাদ। ভাল থাকবেন।
৭| ২০ শে এপ্রিল, ২০১৪ দুপুর ১:৫০
হাসান মাহবুব বলেছেন: চলে আর কী!
২০ শে এপ্রিল, ২০১৪ দুপুর ২:৪৮
ঢাকাবাসী বলেছেন: হিন্দীতে বলে চলেগি নাহি দৌড়েগি। মার্সিডিজ এস ক্লাশ হলেতো দৌড়েগী! থ্যাঙ্কু!
৮| ২০ শে এপ্রিল, ২০১৪ দুপুর ১:৫৫
অন্ধবিন্দু বলেছেন:
মার্সিডিজ আর ফোর্ডের ইন্টেরিয়র দেখতেও সুন্দর ব্যাবহারেও সুবিধা।
ইন্টেরিয়র ডিজাইনে আগ্রহ আছে নাকি, ঢাকাবাসী ?
পোস্টে প্লাস দেওয়ার চেষ্টা করলাম।
২০ শে এপ্রিল, ২০১৪ দুপুর ২:৩৬
ঢাকাবাসী বলেছেন: আপনার কথা ভাল লাগল। প্রাচীন প্রকৌশলী আমি ভাল লাগে সব সৃস্টি। বলেছেন তাতেই আমার হাজার প্লাস পাওয়া হলো। আন্তরিক ধন্যবাদ কবি।
৯| ২০ শে এপ্রিল, ২০১৪ বিকাল ৫:২০
মিছবাহ পাটওয়ারী বলেছেন: চমত্কার কালেকশন। ছবি দেখে ভালো লাগলো
২০ শে এপ্রিল, ২০১৪ রাত ৮:০৮
ঢাকাবাসী বলেছেন: ব্লগে স্বাগতম আর এসে পড়ে মন্তব্য করবার জন্য আন্তরিক কৃতজ্ঞতা আর ধন্যবাদ।
১০| ১২ ই মে, ২০১৪ সন্ধ্যা ৭:৫৬
তাসজিদ বলেছেন: Aston martyn টা কিনুম। টাকা দেন । james bond হমু।
১৪ ই মে, ২০১৪ রাত ১:৩৯
ঢাকাবাসী বলেছেন: জেমস বন্ড হবেন, খুব ভাল কথা। ঐ এসটন মারটিনটা এখন আর বানায়না, ছবির মডেলটা প্রায় পন্চাশ বছর আগের, ম্যালা জিনিস অনেক পুরোনো টাইপের, আজকাল অচল, আপনের চলবে? ইংল্যান্ডে যোগাযোগ করছি! ততক্ষন ওয়েট প্লিজ। ধন্যবাদ।
১১| ১৩ ই মে, ২০১৪ সকাল ১১:০১
ড. জেকিল বলেছেন: লোভ লাগায়ে দিলেন তো !
১৪ ই মে, ২০১৪ রাত ১:৪০
ঢাকাবাসী বলেছেন: আসলেই ভাল জিনিস, আর আমার লেখাটি সার্থক। ধন্যবাদ নিন।
১২| ১৩ ই মে, ২০১৪ দুপুর ১২:২৭
আহলান বলেছেন: জোস ....
১৪ ই মে, ২০১৪ রাত ১:৪১
ঢাকাবাসী বলেছেন: খুশী হলুম, ধন্যবাদ আপনাকে।
©somewhere in net ltd.
১|
১৯ শে এপ্রিল, ২০১৪ রাত ৮:০৩
দেওয়ান কামরুল হাসান রথি বলেছেন: শেভ্রোলেট ইমপালা পছন্দ হইছে ভাই। উপহার দিবেন নাকি আমারে।