![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
বালি, ইন্দোনেশিয়া।
এটাও বালি, ইন্দোনেশিয়ার:
গ্র্যান্ড কেনিয়ন, যুক্তরাস্ট্র
হোটেল ট্রেমেযো, ইটালি:
সানটোরিনি, গ্রীস:
হোটেল কারুসো, ইটালি।
থাইল্যান্ড:
কিনতা ভ্যালি, মালয়েশিয়ার নেচারাল পুল:
কুয়ালালামপুর, মালয়েশিয়ার আরেকটা পুল:
রিথি রাহ হোটেল, মালদীভস:
ধীভানা ফুসি রিসোর্ট, মালদীভস।
ওশেন ভিউ পুল, মালদীভস।
পর্তুগাল।
কালিয়া হোটেল, অস্ট্রেলিয়া:
ওবেরয় উদয় ভিলা, রাজস্থান, ভারত।
রুফটপ পুল, মেরিনা বে, সিঙ্গাপুর:
দক্ষিন আফ্রিকা:
সানটোরি, গ্রীস।
গ্রীস এর নেচারাল পুল:
ঢাকা যার তীরে অবস্হিত, যে নদীর হালকা সবুজ টলটলে পরিষ্কার পানিতে ছোটবেলায় ওয়াইজঘাটের পন্টুন বা জয়দুর্গা হিন্দু হোটেল (নৌকা) থেকে লাফ দিতুম! সেই বুড়িগঙ্গার ছবি!
মরেই গেছে নদীটি। লাইফ সাপোর্টেও কুলোবেনা!
খুন করা হলো একটি নদীকে।
সভ্যতার অতীব প্রয়োজনীয় একটা অংশকে।
আমরা কি সভ্য?
২৬ শে এপ্রিল, ২০১৪ সন্ধ্যা ৬:৪৩
ঢাকাবাসী বলেছেন: আপনার মূল্যবান কথা বোঝার মত নীতিনির্ধারক হারিকেন দিয়ে খুজে পাবেন না। বুড়িগঙ্গা নামক পচা পানির নর্দমাটি না দেখাই ভালো, চোখ দিয়ে রক্ত ঝরে। ধন্যবাদ আপনাকে।
২| ২৬ শে এপ্রিল, ২০১৪ দুপুর ১:২২
নিয়ামুল ইসলাম বলেছেন: দেখেতে যাইয়েনও না। সহ্য নাও করতে পারেন।
২৬ শে এপ্রিল, ২০১৪ সন্ধ্যা ৬:৪৫
ঢাকাবাসী বলেছেন: ঠিক বলেছেন নিয়ামুল ইসলাম। প্রকৃতিকে এরকম নির্মম ভাবে ধ্বংশ করা দুনিয়ার কোথাও দেখিনি। ধন্যবাদ।
৩| ২৬ শে এপ্রিল, ২০১৪ দুপুর ১:৩৪
সেলিম আনোয়ার বলেছেন: সত্যি বুড়ি গঙ্গার অবস্থা ভয়াবহ।প্রশাসনের নজর ওখানে পড়ে না। সুন্দর পোস্ট ।
২৬ শে এপ্রিল, ২০১৪ সন্ধ্যা ৬:৪৫
ঢাকাবাসী বলেছেন: অনেক অনেক ধন্যবাদ কবি।
৪| ২৬ শে এপ্রিল, ২০১৪ দুপুর ১:৪১
কান্ডারি অথর্ব বলেছেন:
একটা সময় খুব গর্ব করেই বলতাম বাংলাদেশ নদীমাত্রিক দেশ। হয়ত একটা সময় বলতে হবে বাংলাদেশ হল মরুভূমির দেশ।
এখানে হোটেলে উটের বিরিয়ানী পাওয়া যায়।
২৬ শে এপ্রিল, ২০১৪ সন্ধ্যা ৬:৫০
ঢাকাবাসী বলেছেন: নদীমাতৃক শব্দটাই এদেশে প্রযোজ্য না। নদী মা হলে মাকে এভাবে হত্যা করবে কতগুলো পলিটিশিয়ান আর তাদের চামচারা! বাংলাদেশে বাংলাদেশীরা পারে। মা বাবাকে খুন করেছে সন্তান এটা তো কিছুকাল আগে পত্রিকাতে পড়লুম। উটের বিরিয়ানী রাঁধতে পানি লাগে, মনে হচ্ছে সেটাও থাকবেনা! জয় উন্নয়ন। ধন্যবাদ আপনাকে।
৫| ২৬ শে এপ্রিল, ২০১৪ বিকাল ৪:০৮
এহসান সাবির বলেছেন: সেলিম আনোয়ার বলেছেন: সত্যি বুড়ি গঙ্গার অবস্থা ভয়াবহ।প্রশাসনের নজর ওখানে পড়ে না। সুন্দর পোস্ট ।
২৬ শে এপ্রিল, ২০১৪ সন্ধ্যা ৬:৫২
ঢাকাবাসী বলেছেন: পুরো প্রশাসন ২৪ ঘন্টা ব্যাস্ত ঘুষ খাওয়ার কাজে, জনগনের কাজ করবে কখন? ধন্যবাদ আপনাকে। ভাল থাকবেন।
৬| ২৬ শে এপ্রিল, ২০১৪ বিকাল ৪:১১
আদনান শাহ্িরয়ার বলেছেন: আমাদের শৈশবের পদ্মাও মরে যাচ্ছে । আর কেবল সভ্য হচ্ছি !
২৬ শে এপ্রিল, ২০১৪ সন্ধ্যা ৬:৫৪
ঢাকাবাসী বলেছেন: যেভাবে ঘের দিয়ে পদ্মা দখল করছে নেতারা পদ্মা মরতে বেশিদিন বাকি নেই্ ! সভ্য হতে নদী খুন করতে হয়না। পৃথিবীর কোথাও এরকম ইতিহাস নেই। নেতারা খালি চাপাই মেরে গেল! আন্তরিক ধন্যবাদ আপনাকে।
৭| ২৬ শে এপ্রিল, ২০১৪ সন্ধ্যা ৭:৩৬
আম্মানসুরা বলেছেন: খুব বেশী দূরে নয়, হয়ত ছেলেমেয়রা সাধারন জ্ঞান প্রশ্ন উত্তরে শিখবে- বাংলাদেশের বড় ড্রেনের নাম বুড়িগঙ্গা
২৬ শে এপ্রিল, ২০১৪ সন্ধ্যা ৭:৪৩
ঢাকাবাসী বলেছেন: বাড় কষ্টে বলচি, কথাটি নির্মম সত্যি। অবাক হবোনা যখন শুনবো সরকারী নেতারা এটাকে ভরাট করে প্লট বানিয়ে ৩ কাঠার প্লট নয় কোটি টাকা করে বেচছে! সাথে আছে রাজউক! আন্তরিক ধন্যবাদ আপনাকে । ভাল থাকবেন।
৮| ২৬ শে এপ্রিল, ২০১৪ রাত ৮:২৮
মামুন রশিদ বলেছেন: ঝাঁপ দিতে ইচ্ছে করছে নীল-সবুজ পানিতে ।
২৭ শে এপ্রিল, ২০১৪ ভোর ৪:৩৫
ঢাকাবাসী বলেছেন: এখন আর সেরকম পানিসহ নদী পাবেন না। সব চলে গেছে বা যাচ্ছে রজনৈতিক নেতা মন্ত্রীদের খপ্পরে। এক সাবেক ব ও প মন্ত্রী চট্টগ্রামের জঙ্গলের কয়েক হাজার বিঘা গাপ করে দিয়েছেন। জঙ্গলেই প্লট হবে। গাছ সব খেয়ে ফেলবে ঐ মন্ত্রী! ধন্যবাদ।
৯| ২৭ শে এপ্রিল, ২০১৪ সকাল ৯:৫৩
আজীব ০০৭ বলেছেন: আম্মানসুরা বলেছেন: খুব বেশী দূরে নয়, হয়ত ছেলেমেয়রা সাধারন জ্ঞান প্রশ্ন উত্তরে শিখবে- বাংলাদেশের বড় ড্রেনের নাম বুড়িগঙ্গা
সহমত......
২৭ শে এপ্রিল, ২০১৪ সকাল ১০:১৬
ঢাকাবাসী বলেছেন: একদম ঠিক বলেছেন। ব্লগে আসবার জন্য আন্তরিক ধন্যবাদ।
১০| ২৭ শে এপ্রিল, ২০১৪ বিকাল ৪:১২
হাসান মাহবুব বলেছেন: বুড়িগঙ্গা মনে হয় পৃথিবীর সবচেয়ে দুষিত নদী। আফসোস।
২৭ শে এপ্রিল, ২০১৪ রাত ৮:৫৩
ঢাকাবাসী বলেছেন: এবসলিউটলি! ওটাকে এখন আর নদী বলা যাবেনা মনে হয়! ধন্যবাদ আপনাকে। ভাল থাকুন।
১১| ২৭ শে এপ্রিল, ২০১৪ রাত ৯:৪২
মাহমুদ০০৭ বলেছেন: আমরা অসভ্য , বর্বর । আমাদের উদাসিনতা আর মানসিকতাই
তার প্রমাণ । আমরা নদী , বন সবই খেয়ে ফেলতে পারি ।
২৮ শে এপ্রিল, ২০১৪ সকাল ১১:২৫
ঢাকাবাসী বলেছেন: আমরা সত্যি অসভ্য বর্বর দুর্ণীতিবাজ লোভী অশিক্ষিত। প্রকৃতি বা দেশ কোনটার প্রতিই আমার বিন্দুমাত্র মায়া ভালবাসা নেই! সাথে থাকার জন্য আন্তরিক ধন্যবাদ আপনাকে।
১২| ২৯ শে এপ্রিল, ২০১৪ বিকাল ৪:১৩
অতঃপর জাহিদ বলেছেন: প্রাকৃতিক স্নানের জায়গা গুলো ভালো লাগলো, ধন্যবাদ শেয়ার করার জন্য।
৩০ শে এপ্রিল, ২০১৪ সকাল ১১:৫৩
ঢাকাবাসী বলেছেন: পড়ে মন্তব্য করবার জন্য আপনাকে আন্তরিক ধন্যবাদ। ভাল থাকুন।
১৩| ৩০ শে এপ্রিল, ২০১৪ দুপুর ১২:০১
শরৎ চৌধুরী বলেছেন: আমার বালি যাওয়ার সুযোগ হয়েছিল। অনবদ্য সুন্দর জায়গা। কিন্তু এটাকে সুন্দর রাখার জন্য পর্যাপ্ত ব্যবস্থা নেয়া হয়েছে বলেই এমনটা থেকেছে। আমাদের বাংলাদেশেও এমনটাই করতে হবে তবেই সুন্দর থাকবে।
যদিও হত্যা আমাদের প্রিয় খেলা, নদী প্রকৃতি হত্যায় আমরা বিমলানন্দ পাই।
৩০ শে এপ্রিল, ২০১৪ রাত ১১:০০
ঢাকাবাসী বলেছেন: আমাদের মত অসভ্য উশৃংখল অশিক্ষিত জাতি দুনিয়ায় আর নেই। আমরা সব অসভ্য কাজে দক্ষ।
১৪| ০১ লা মে, ২০১৪ সকাল ৯:০১
এ কে এম রেজাউল করিম বলেছেন: আমি ২০১৩ সালের ফেব্রুয়ারী দেশে গিয়েছিলাম। তখন তোপখানা রোড থেকে হেটে হেটে সদরঘাট পরযন্ত গিয়েছিলাম ছোট্ট কালে দেখা প্রিয় বুরীগঙ্গা নদী দেখতে। সে এক করুন দৃশ্য .।.।
মরেই গেছে নদীটি। লাইফ সাপোর্টেও কুলোবেনা!
খুন করা হলো একটি নদীকে।
সভ্যতার অতীব প্রয়োজনীয় একটা অংশকে।
আমরা কি সভ্য?
ঠিক যেন পোষ্টে দেয়া শেষের ছবির মত।
০১ লা মে, ২০১৪ বিকাল ৪:৫৬
ঢাকাবাসী বলেছেন: শেষর ছবিটা বুড়িগঙ্গারই। আমাদের দিশি কতগুলো নেতা মন্ত্রী আমলারা মিলে এটাকে খুন করলো। বাকি মন্ত্রী আসলে সব মন্ত্রীরা বসে বসে হাততালি দিল আর কেউ বলল আমরা আরেকটা নতুন নদী খনন করার টেন্ডার দিতাছি! ধন্যবাদ।
১৫| ০৩ রা মে, ২০১৪ সকাল ১১:০০
কাফী হাসান বলেছেন: শেষ ছবিটা দিয়ে মনটা খারাপ করে দিলে...
০৩ রা মে, ২০১৪ দুপুর ১:০৫
ঢাকাবাসী বলেছেন: আরি! ভাই এটাইতো মুখ্য, বাকী সব গৌন! নিজের দেশের বহমান সভ্যতাকে খুন করছে কতগুলো লোভী ইতর জনীতিবিদ, আমলা আর নেতা! ধন্যবাদ ভাই পড়ার জন্য। ভাল থাকবেন।
১৬| ০৩ রা মে, ২০১৪ সকাল ১১:০২
কাফী হাসান বলেছেন: শেষ ছবিটা দিয়ে মনটা খারাপ করে দিলেন...
১২ ই মে, ২০১৪ সন্ধ্যা ৭:২৩
ঢাকাবাসী বলেছেন: ওটাইতো আমার দুঃখের কাহিনীর সারমর্ম। জানি কিছুই হবেনা, পরিবেশ মন্ত্রনালয় খালি দূষনের জন্য কোটি কোটি টাকা ইন্ডাসট্রিগুলোকে জরিমানা করে, যদিও টাকাটা ওদের পকেটেই যায় বা আসলে কোন টাকাই সরকারের কাছে যায় না! আমরা মন খারপই করতে পারি আর কিচু না।
১৭| ১১ ই মে, ২০১৪ দুপুর ২:২৭
স্বপ্নবাজ (অতি ক্ষুদ্র একজন) বলেছেন: ন্যাচারাল পুল গুলা অস্থির !!! এখনই নামতে মুন্চায়
১২ ই মে, ২০১৪ সন্ধ্যা ৭:২৫
ঢাকাবাসী বলেছেন: আসলেই সুন্দর, পানি কি চমৎকার! ধন্যবাদ আপনাকে।
১৮| ১২ ই মে, ২০১৪ সন্ধ্যা ৭:৫৪
তাসজিদ বলেছেন: অথচ, এই বুড়িগঙ্গার পানিই পিওরিফাই করে সরবরাহ করা হচ্ছে। বিশ্বাস করুন আর নাই করুণ পুরান ঢাকার মানুষ এ পানিই খাচ্ছে।
কিন্তু যে হারে দুষিত হচ্ছে তাতে মনে হয় আর কাজ হবে না।
১৩ ই মে, ২০১৪ সকাল ৯:৪৯
ঢাকাবাসী বলেছেন: বুড়িগঙ্গার পানি আর পিউরিফায়েবল না। ঢাকায় অধিকাংশ ক্ষেত্রে ডীপ টিউবওয়েলের পানিই আমরা ফুটিয়ে খাচ্ছি। তবে বুড়িগঙ্গা শীতলক্ষ্যা তুরাগ সহ দেশের সব নদীগুলোই খুন হচ্ছে লোভী দুর্ণিতিবাজ কিছু আমলা আর রাজনৈতিক নেতাদের লোভের কারণে। আজকেও প্রথম আলোতে পৃষ্ঠা ৮ এ দেখবেন লালবাগের আওয়ামী লীগের সভাপতি সহ সব আমালীঘাররা সরকারীর মদদে খুন করে লাশ নিল লালবাগের পুষ্প সাহার পুকুরকে!
ধন্যবাদ।
১৯| ১৭ ই মে, ২০১৪ বিকাল ৫:৩৮
পংবাড়ী বলেছেন: আমাদের নদীকে আমরা জীবন ফিরিয়ে দিয়ে নিজেরা সুখী হবো।
১৭ ই মে, ২০১৪ সন্ধ্যা ৭:৪৭
ঢাকাবাসী বলেছেন: সেটা আর সম্ভব না ভাই। খুন করে ফেলেছি নদীগুলোকে। ধন্যবাদ আপনাকে।
©somewhere in net ltd.
১|
২৬ শে এপ্রিল, ২০১৪ দুপুর ১:০০
অন্ধবিন্দু বলেছেন:
ঢাকাবাসী,
আমরা সভ্য ঠিকই। তবে দাঁত থাকতে দাঁতের মর্যাদা না দেওয়া আমাদের সভ্যতার অংশ হয়ে গেছে।
বহুদিন হলো বুড়িগঙ্গা দেখি না ...