![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
গত ১৬ ই এপ্রিল সিউলে একটা ফেরী দুর্ঘটনায় কিশোর শিশু সহ তিনশতাধিক যাত্রী নিহত হয়।
গতকাল দক্ষিন কোরীয় প্রধানমন্ত্রী চুং হন উন এর পরিপ্রেক্ষিতে বলেন আমার এই পদে থাকাটা প্রশাসনের জন্য বোঝা! আমি পদত্যাগের প্রস্তাব করছি।
কোরিয় প্রধানমন্ত্রীর পদত্যাগ প্রেসিডেন্ট পার্ক জুন হি কতৃক গৃহিত হতে হয়।
ক'দিন আগে তিনি দুর্ঘটনাস্হলে গেলে তার প্রতি পানির বোতল ইত্যাদি ছোড়া হয়।
ওটা বাংলাদেশ না, দক্ষিন কোরিয়া।
সুত্র: Click This Link
২৭ শে এপ্রিল, ২০১৪ রাত ৮:৪৬
ঢাকাবাসী বলেছেন: সঠিক কথাই বলেছেন। ঐ কথা আমারা আবার গিলেও ফেলি! অনেক ধন্যবাদ আপনাকে।
২| ২৭ শে এপ্রিল, ২০১৪ সকাল ১০:৪৫
ইঁদুর চিকার মারামারি, নষ্ট করে বসত বাড়ি বলেছেন: ওদের দেশে মানুষ মরলে প্রধানমন্ত্রী পদত্যাগ করে আর আমাদের দেশে আরো ৫ বছরের জন্য ক্ষমতায় আসে!!
২৭ শে এপ্রিল, ২০১৪ রাত ৮:৪৮
ঢাকাবাসী বলেছেন: প্রথমে তো বলবে কেউ মরেই নাই! সব বিরোধী দলের ষড়যন্ত্র! তারপর ক্ষমতায় আসবে। আন্তরিক ধন্যবাদ ভাই।
৩| ২৭ শে এপ্রিল, ২০১৪ সকাল ১১:৩৭
কাল্পনিক_ভালোবাসা বলেছেন:
বাংলাদেশে এই ধরনের ইচ্ছার প্রবেশ নিষেধ
২৭ শে এপ্রিল, ২০১৪ রাত ৮:৪৯
ঢাকাবাসী বলেছেন: এধরনের ইচ্ছা করা যায় তাইতো জানেনা! প্রবেশ নিষেধ তো বটেই! ধন্যবাদ কা.ভা.।
৪| ২৭ শে এপ্রিল, ২০১৪ সন্ধ্যা ৭:৪০
অন্ধবিন্দু বলেছেন:
লোকটার কপাল মন্দ। বাংলাদেশে জন্মায় নাই ...
২৭ শে এপ্রিল, ২০১৪ রাত ৮:৫১
ঢাকাবাসী বলেছেন: এখানে পয়দা হলে সাহায্য টাহায্য নিয়া বেশ টুপাইস কামানো যেত! সাথে থাকার জন্য আপনাকে ধন্যবাদ।
৫| ২৭ শে এপ্রিল, ২০১৪ রাত ৯:১৪
আদনান শাহ্িরয়ার বলেছেন: মনুষ্যত্ব আজও আছে তাহলে পৃথিবীতে !
২৮ শে এপ্রিল, ২০১৪ সকাল ১১:২৯
ঢাকাবাসী বলেছেন: আছে তবে ...লাদেশ নামক রাস্ট্রটিতে নেই!
৬| ২৭ শে এপ্রিল, ২০১৪ রাত ১১:১৪
কান্ডারি অথর্ব বলেছেন:
আমাদের দেশের প্রধানমন্ত্রী অনেক বুদ্ধিমতী
২৮ শে এপ্রিল, ২০১৪ সকাল ১১:৩০
ঢাকাবাসী বলেছেন: নিঃসন্দেহে। ধন্যবাদ আপনাকে।
৭| ০১ লা মে, ২০১৪ সকাল ১০:১৩
মাহমুদ০০৭ বলেছেন: কাভা ভাই যা বলার বলে দিলেন
০১ লা মে, ২০১৪ বিকাল ৪:৪৮
ঢাকাবাসী বলেছেন: এবসলিউটলি! আর কি করার আছে! অনেক অনেক ধন্যবাদ আপনাকে।
৮| ০১ লা মে, ২০১৪ দুপুর ১:৫০
মশিকুর বলেছেন:
শিক্ষনিয় বিষয়। এখন দেখার বিষয় কে কার থেকে শিখে..
ভালো থাকুন।
০১ লা মে, ২০১৪ বিকাল ৪:৫১
ঢাকাবাসী বলেছেন: আমরা শিখি কি করে দামী গাড়ীতে বসে গুলতানী মারা যায় ৭ কোটি টাকার জাহাজ 'বাঙালী' কেনা হয় ২৬ কোটি টাকায় পদ্মা সেতু বানাতে চুরি করতে যেয়ে ধরা পড়া মন্ত্রী দেশপ্রেমিক বনে যায় আবার আমরা সেগুলো ভুলেও যাই! ধন্যবাদ আপনাকে। ভাল থাকবেন।
৯| ০৫ ই মে, ২০১৪ রাত ১১:৪৫
আরজু পনি বলেছেন:
আমাদের দেশে ক্ষমতার চেয়ারগুলোতে সম্ভবত সুপার গ্লু লাগানো থাকে, তাই কেউ বসলে আর উঠতে পারে না যত নৌকা, ফেরি, লঞ্চই ডুবুক ...
০৬ ই মে, ২০১৪ দুপুর ১:৫০
ঢাকাবাসী বলেছেন: আসলেই মনে হয় তাই! আপনার অনুমতি নিয়ে যোগ করছি, সুপার গ্লু এর সাথে নগদ অর্থ প্রাপ্তিযোগ থাকে, ফলে গ্লুর প্রতি আকর্ষন ভয়ংকর রকম বেড়ে যায়! তখন আসনধারী যা খুশি তাই করা শুরু করে! ধন্যবাদ অনেক ধন্যবাদ আপনাকে। ভাল থাকবেন।
১০| ১৫ ই মে, ২০১৪ বিকাল ৪:১১
ক্যাপস্টেন বলেছেন: লজ্জা নাই!
১৫ ই মে, ২০১৪ রাত ৯:৫৩
ঢাকাবাসী বলেছেন: এদেশে উপরের দিকে কারো লজ্জা আছে বলে তো মনে হয়না! ধন্যবাদ আপনাকে।
১১| ০৭ ই জুলাই, ২০১৪ বিকাল ৩:৪২
এমএস ইসলাম বলেছেন: আমাদের দেশে এটা রূপকথার গল্প
০৭ ই জুলাই, ২০১৪ বিকাল ৩:৪৮
ঢাকাবাসী বলেছেন: আসলেই এটা অসম্ভব। পাছার মইদ্দে লা.. না পড়লে একটাও গদি ছাড়বেনা। পড়া আর মন্তব্য করার জন্য ধন্যবাদ আপনাকে।
©somewhere in net ltd.
১|
২৭ শে এপ্রিল, ২০১৪ সকাল ১০:২৩
এন ইউ এমিল বলেছেন: এই দেশে ফেরি ডুবে মানুষ মরলে মন্ত্রী বলতেন
"হয়তো বিরোধি দলের কেউ পানি বেশি খেয়ে ফেরিতে উঠে লাফালাফি করতেছিল যার কারনে ফেরিটি ডুবে গিয়ে থাকবে পারে"