![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আসেন দেখি দুনিয়ার বড় বড় দেশের সর্বোচ্চ পদের মানুষটি নিজ দেশের কেমন সব বাড়ীতে ঘুমান! শুধু ছবি, বর্ণনা নেই!
নীচের ছবির বাড়ীটাতে আমাদের মহামান্য রাস্ট্রপতি থাকেন।
এটাতে বৃটেনের প্রধানমন্ত্রী থাকেন। এটা ১০ নং ডাউনিং স্ট্রীট হিসেবে খ্যাত।
ভারতের মহামান্য রাস্ট্রপতি প্রনব মুখার্জী নীচের এই প্রাসাদটাতে থাকেন।
তিনি মাসে মাত্তর দেড় লাখ টাকা মাইনে নেন।
নীচেরটা ২৪ সাসেক্স ড্রাইভ, কানাডা । সেদেশের প্রধানমন্ত্রীর বাসা।
বেলিভিউ প্যালেস, জার্মানী। সেদেশের প্রেসিডেন্ট থাকেন। ছবি নীচে:
ডমিনিকান রিপাবলিক: প্রেসিডেন্ট থাকেন।
এলিসি প্যালেস, প্যারিস, ফ্রান্স।
এখানে ফরাসী প্রেসিডেন্ট ফ্রাসোঁয়া ওলান্দ থাকেন।
তিনি মাসে ২১,০০০ ইওরো মাইনে পান!
জিম্বাবুয়ের প্রেসিডেন্ট মুগাবে থাকেন নীচের এই বিলাসবহুল বাসাটাতে।
ভাল কথা, তিনি গত ৩৫ বছর যাবৎ সেদেশের প্রেসিডেন্ট।
গভর্নমেন্ট হাউস, হংকং।
ইসতানা নেগরা, মালয়েশিয়া: রাজা হালিম থাকেন।
ক্রেমলীন, রাশিয়া। পুতিন সাহেব থাকেন।
পালাসিও আল বোরাডা, ব্রাজিল। প্রেসিডেন্ট ডিলমা রুসেফ থাকেন। তিনি রাস্ট্রপ্রধান সরকার প্রধান, সেনাবাহিনীর সর্বাধিনায়ক...সব কিছু।
প্রেসিডেনসিয়াল প্যালেস, ভিয়েৎনাম।প্রসিডেন্ট তয়ারং তাং সেং থাকেন।
তাজারলাডা রয়েল ভিলা, থাইল্যান্ড। থাই রাজা থাকেন।
সবার শেষে.... দুনিয়ার সবচাইতে ক্ষমতাধর প্রসিডেন্ট সাহেব এখানে তাঁর বউ বাচ্চা নিয়ে থাকেন। এটা হোয়াইট হাউস আর প্রেসিডেন্ট বারাক ওবামা এখানে থাকেন।
সুত্র:
Click This Link
২৩ শে মে, ২০১৪ রাত ১২:০৪
ঢাকাবাসী বলেছেন: ধন্যবাদ। প্রথম মন্তব্য, আবারো ধন্যবাদ।
২| ২২ শে মে, ২০১৪ সন্ধ্যা ৬:২৩
নীল জোসনা বলেছেন: দারুন পোষ্ট !
২৩ শে মে, ২০১৪ রাত ১২:০৫
ঢাকাবাসী বলেছেন: স্বাগতম আমার ব্লগে। পড়ে সুন্দর মন্তব্য করার জন্য অনেক ধন্যবাদ।
৩| ২২ শে মে, ২০১৪ সন্ধ্যা ৬:২৭
ভুলো মন বলেছেন: ব্রাজিলের প্রেসিডেন্টের বাসভবন পছন্দ হয়েছে। বাসাটা দেখতে সুন্দর। অন্যগুলো আদ্যিকালের।
২৩ শে মে, ২০১৪ রাত ১২:০৭
ঢাকাবাসী বলেছেন: প্রনব বাবুকে আর রাজা ভুমিবলকে বলতে হবে বাসাগুলো রিনোভেট করার জন্য। অনেক অনেক ধন্যবাদ আপনাকে।
৪| ২২ শে মে, ২০১৪ সন্ধ্যা ৭:০৫
বঙ্গভূমির রঙ্গমেলায় বলেছেন: ভ্যাফুক পোস্ট।
২৩ শে মে, ২০১৪ রাত ১২:০৭
ঢাকাবাসী বলেছেন: আন্তরিক ধন্যবাদ। ভাল থাকুন।
৫| ২২ শে মে, ২০১৪ সন্ধ্যা ৭:১৩
একজন ঘূণপোকা বলেছেন:
ক্যানাডার প্রেসিডেন্ট দেখি পুরা ফকিরা
২৩ শে মে, ২০১৪ রাত ১২:০৯
ঢাকাবাসী বলেছেন: কানাডাতে গনতন্ত্রটা একটু বেশীই চর্চা করা হয়। পাবলিকের ট্যাক্সের টাকা নয় ছয় করার কোন অধিকার সরকারের নেই। তবে তৃতীয় বিশ্বে ওটা মানেনা কেউই! কাকের ছানা কিনবে, সরকারী টাকা তো! ধন্যবাদ অনেক ধন্যবাদ।
৬| ২২ শে মে, ২০১৪ সন্ধ্যা ৭:১৪
বিদ্রোহী ভৃগু বলেছেন: আহা ! দুনিয়ার বাদশাহির সেকি আয়োজন!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!
বেশ বেশ!
২৩ শে মে, ২০১৪ রাত ১২:১০
ঢাকাবাসী বলেছেন: পরের ধনে পোদ্দারী আর কি। পড়ে মন্তব্য করার জন্য অনেক অনেক ধন্যবাদ।
৭| ২২ শে মে, ২০১৪ রাত ৮:২৬
অলওয়েজ এ্যান্টি গর্ভণমেন্ট বলেছেন: ধন্যবাদ।
২৩ শে মে, ২০১৪ রাত ১২:১১
ঢাকাবাসী বলেছেন: পড়ার জন্য আপনাকেও আন্তরিক ধন্যবাদ। ভাল থাকুন।
৮| ২২ শে মে, ২০১৪ রাত ৮:৩৪
হাসান মাহবুব বলেছেন: ভাল্লাগসে।
২৩ শে মে, ২০১৪ রাত ১২:১১
ঢাকাবাসী বলেছেন: আম্মো খুশী হলুম। ধন্যবাদ আপনাকে।
৯| ২২ শে মে, ২০১৪ রাত ৮:৩৫
আছিফুর রহমান বলেছেন: ব্রাজিলের প্রধানমন্ত্রী হইতে মুঞ্চায়
২৩ শে মে, ২০১৪ রাত ১২:১৩
ঢাকাবাসী বলেছেন: প্রেসিডেন্ট তো মহিলা! দুআ করি হয়ে যান। তবে স্বস্তিকা দেখলে ব্রাজিলেন পাবলিক আপনেরে কিলিয়ে ভুত তাড়াবে! ধন্যবাদ আপনাকে।
১০| ২২ শে মে, ২০১৪ রাত ১০:১২
মামুন রশিদ বলেছেন: দেখে নিলাম প্রেসিডেন্ট'স হাউসেস ।
২৩ শে মে, ২০১৪ রাত ১২:১৪
ঢাকাবাসী বলেছেন: আমার পরিশ্রম সার্থক। ধন্যবাদ আপনাকে।
১১| ২২ শে মে, ২০১৪ রাত ১০:২৮
লিরিকস বলেছেন: বাংলাদেশের টা সবচেয়ে ভালো।
২৩ শে মে, ২০১৪ ভোর ৫:২৮
ঢাকাবাসী বলেছেন: ঘোড়া রোগ! ভালোকে ভালই বলবেন। সাথে থাকার জন্য অনেক ধন্যবাদ।
১২| ২২ শে মে, ২০১৪ রাত ১০:৩০
বৃতি বলেছেন: সবগুলো ছবিতে শহরের নাম থাকলে আরও প্রিসাইজ হত।
সুন্দর পোস্ট শেয়ারের জন্য থ্যাংকস।
২৩ শে মে, ২০১৪ রাত ১২:১৮
ঢাকাবাসী বলেছেন: প্রথমেই বলে নিয়েছিলুম 'বর্ণনা নেই'। একেকটা প্রাসাদের আলাদা ইতিহাস আছে, আছে আকার আয়তন নির্মান আর কারুকাজের বর্ণনা। ওতে আমার কাছে মনে হলো পাঠকের বিরক্তির কারন হতে পারে। আর আমি বড় পোস্ট দিয়ে পাঠকের বিরক্তি উৎপাদন করতে মোটেই রাজী নই। তবে আপনার কথায় যুক্তি আছে। পরের কোন পোস্টে চেস্টা করব। পড়ে সুন্দর মন্তব্য আর উপদেশের জন্য ধন্যবাদ।
১৩| ২৩ শে মে, ২০১৪ রাত ৩:২৯
রিয়াদ( শেষ রাতের আঁধার ) বলেছেন: পুলকিত হলাম দেখে। নিজেকে প্রেসিডেন্ট প্রেসিডেন্ট লাগছে।
২৩ শে মে, ২০১৪ ভোর ৫:২৭
ঢাকাবাসী বলেছেন: যাক ওটুকুই লাভ! পড়ে মন্তব্য করার জন্য আন্তরিক ধন্যবাদ। ভাল থাকবেন।
১৪| ২৩ শে মে, ২০১৪ রাত ৩:৩৪
ডি মুন বলেছেন: খুব সুন্দর পোস্ট .। প্রিয়তে নিলাম +++
২৩ শে মে, ২০১৪ ভোর ৫:৩০
ঢাকাবাসী বলেছেন: স্বাগতম আমার ব্লগে। সাথে থাকবার জন্য আর প্লাসের জন্য কৃতজ্ঞতা আর ধন্যবাদ। ভাল থাকবেন।
১৫| ২৩ শে মে, ২০১৪ সকাল ৮:০১
সায়েদা সোহেলী বলেছেন: প্রথম আর শেষ এর মাঝে তেমন কোন পার্থক্য বোঝা যাচ্ছেনা
ফরাসী দের ভাব ই আলাদা !!
পোস্টে +
২৩ শে মে, ২০১৪ সন্ধ্যা ৭:২৩
ঢাকাবাসী বলেছেন: হ্যঁ ঠিক ধরেছেন, প্রতিটি প্রাসাদই বিশাল আর বিলাসিতার চুড়ান্ত! ব্লগে স্বাগতম আর পড়ে মন্তব্য করার জন্য আপনাকে আন্তরিক ধন্যবাদ। ভাল থাকুন।
১৬| ২৩ শে মে, ২০১৪ সকাল ৯:০৩
জুপিটার মুহাইমিন বলেছেন: পোষ্ট দ্বারা অনেকটা সমৃদ্ধ হওয়া গেল...
২৩ শে মে, ২০১৪ সন্ধ্যা ৭:২৫
ঢাকাবাসী বলেছেন: আমার পরিশ্রম সার্থক ! সাথে থাকার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ।
১৭| ২৩ শে মে, ২০১৪ সকাল ১১:১৭
শেখ মফিজ বলেছেন:
দেশ প্রাধানের বাসভবন সে দেশেরই সম্মানের প্রতীক নয়কি ?
২৪ শে মে, ২০১৪ সকাল ৯:২৭
ঢাকাবাসী বলেছেন: হ্যাঁ নিশ্চই! অনেক দেশেই পুরো বিষয়টিই একটা সন্মানের প্রতীক। ব্লগে এসে মন্তব্য করার জন্য অনেক ধন্যবাদ।
১৮| ২৩ শে মে, ২০১৪ সকাল ১১:৪৩
বোকামানুষ বলেছেন: ভাল লাগলো
এরকম কোনো একটা বাসায় গিয়ে কিছুদিন থাকা গেলে ভাল হত
২৪ শে মে, ২০১৪ সকাল ৯:৩০
ঢাকাবাসী বলেছেন: এসব জায়গাতে এত সব আইন কানুনের ছড়াছড়ি যে আপনি কিছুক্ষনের মধ্যেই হাঁপিয়ে উঠবেন। হোয়াইট হাউসে আপনি নির্দিষ্ট সময় পর্যন্ত থাকতে পারবেন। পড়ার জন্য ধন্যবাদ আপনাকে বোকামানুষ।
১৯| ২৩ শে মে, ২০১৪ বিকাল ৫:২০
পার্থ তালুকদার বলেছেন: আমাদেরটা তো অনেক সুন্দর !!
২৪ শে মে, ২০১৪ সকাল ৯:৩১
ঢাকাবাসী বলেছেন: আমাদেরটা আসলেই সুন্দর! আন্তরিক ধন্যবাদ আপনাকে পার্থ তালুকদার।
২০| ২৩ শে মে, ২০১৪ বিকাল ৫:৫৭
পংবাড়ী বলেছেন: আমাদের ইডিয়টগুলো এত সুন্দর বাড়ীতে থাকে? বেশীর ভাগ সময় তো হাসপাতালের বেডে ঘুমায়!
২৪ শে মে, ২০১৪ সকাল ৯:৩৩
ঢাকাবাসী বলেছেন: এই লোকেরা ঘুমাতেই পারেনা! পড়ে মন্তব্য করার জন্য আপনাকে আন্তরিক ধন্যবাদ মহান মুক্তিযোদ্ধা পংবাড়ী।
২১| ২৩ শে মে, ২০১৪ রাত ৮:১৮
মোঃ আবদুর রহিম বলেছেন: ভালো লাগল।
২৪ শে মে, ২০১৪ সকাল ৯:৩৪
ঢাকাবাসী বলেছেন: অনেক অনেক ধন্যবাদ আপনাকে।
২২| ২৩ শে মে, ২০১৪ রাত ৮:২৬
এস আই সাহেব বলেছেন: মরার পরে লাষ্ট বেঞ্চের ছাত্রও মেধাবী হয়ে যায় এবং চোর বদমাইশ লুচুমুদ্দিনও ফুলের মত পবিত্র হয়ে যায় ।
২৪ শে মে, ২০১৪ সকাল ৯:৩৫
ঢাকাবাসী বলেছেন: হা হা হা এক্কেবারে ঠিক বলেছেন। এটাই বাংলাদেশ! ধন্যবাদ আপনাকে। ভাল থাকুন।
২৩| ২৩ শে মে, ২০১৪ রাত ৯:০০
দূর্দান্ত দূর্ধষ দূর্বিনীত বলেছেন: পুতিনেরটাই সবচেয়ে সুন্দর লাগল।
২৪ শে মে, ২০১৪ সকাল ৯:৩৬
ঢাকাবাসী বলেছেন: এটাতে জার আর জারীনা গন থাকতেন। অসম্ভব বিলাসবহুল এই ক্রেমলীন । ধন্যবাদ আপনাকে দূ দূ দূ।
২৪| ২৩ শে মে, ২০১৪ রাত ১০:১৪
রেজওয়ানা আলী তনিমা বলেছেন: ব্রাজিলেরটা তো দূর্দান্ত! থাকতে মন চায়
২৪ শে মে, ২০১৪ সকাল ৯:৩৮
ঢাকাবাসী বলেছেন: উপরে কোথাও বলেছি এস্ জায়গাতে থাকা প্রচন্ড বোরিং । স্বাধীনতা বলে এখানে কিছু নেই। অনেক ধন্যবাদ আপনাকে।
২৫| ২৩ শে মে, ২০১৪ রাত ১০:১৬
আদনান শাহ্িরয়ার বলেছেন: প্রেসিডেন্ট হইতে মুঞ্চায় । :# পোস্টে ++++
২৪ শে মে, ২০১৪ সকাল ৯:৩৯
ঢাকাবাসী বলেছেন: পাগল আর শিশু নাহলেই হতে পারবেন। পড়া আর প্লাসের জন্য অনেক অনেক ধন্যবাদ আপনাকে।
২৬| ২৪ শে মে, ২০১৪ ভোর ৬:১৯
আপেক্ষিক বলেছেন: + সহ প্রিয়তে!!! অনেক সুন্দর।।
২৪ শে মে, ২০১৪ সকাল ৯:৪০
ঢাকাবাসী বলেছেন: পড়ে মন্তব্য করার জন্য আন্তরিক ধন্যবাদ আপনাকে। ভাল থাকুন।
২৭| ২৪ শে মে, ২০১৪ রাত ৯:৫৬
সুমন কর বলেছেন: শেয়ার করার জন্য ধন্যবাদ।
আমাদের দেশেরটাও কম না !!
কানাডাটার ভাল পাইছি। সাধারণ গোছের, ছিমছাম।
২৫ শে মে, ২০১৪ সকাল ১১:৩১
ঢাকাবাসী বলেছেন: আমাদের মাথাপিছু আয় আর অর্থনৈতি অবস্হা মনে রেখে একজন সরকারী কর্মচারীর জন্য এত বিলাসবহুল প্রাসাদ কতটা যুক্তিযুক্ত সে প্রশ্ন এসেই যায়! কানাডা? সেখানে গনতন্ত্র আছে জবাবদিহিতা আছে। ধন্যবাদ।
২৮| ২৪ শে মে, ২০১৪ রাত ১০:০৩
অন্ধবিন্দু বলেছেন:
এখানে তাঁর বউ বাচ্চা নিয়ে থাকেন।
হাহ হা। লাইনটা খুব মজার লাগলো।
শুভ কামনা, ঢাকাবাসী।
পোস্টে ভালোলাগা +
২৫ শে মে, ২০১৪ সকাল ১১:৩২
ঢাকাবাসী বলেছেন: পোস্টে আসার জন্য আন্তরিক ধন্যবাদ আপনাকে। ভাল থাকুন।
২৯| ২৫ শে মে, ২০১৪ বিকাল ৩:৩৭
সেলিম আনোয়ার বলেছেন: আফটার অল রাজাদের বাড়িঘর। সুন্দর তো হবেই। সুন্দর জিনিস দেখে কার না ভাল লাগে? +
২৮ শে মে, ২০১৪ রাত ৯:৪৯
ঢাকাবাসী বলেছেন: এটার অর্থনৈতিক দিকটা আমার কাছে অজ্ঞাত আর সম্পুর্ণ ব্যাক্তিগত কারণেই ভাল লাগেনা! যাক আপনি পড়ে পছন্দ করলেন সেজন্য ধন্যবাদ আর শুভকামনা।
৩০| ২৫ শে মে, ২০১৪ বিকাল ৫:৫১
পংবাড়ী বলেছেন: বাংলাদেশের মানুষের জীবন যাত্রার সাথে প্রেসিডেন্ট এর বাড়ীর মিল নেই!
২৮ শে মে, ২০১৪ রাত ৯:৫৬
ঢাকাবাসী বলেছেন: এখানকার বাসিন্দাদেের পেছনে আমাদের করের টাকার দৈনিক খরচ শুনে আমার খারাপ লেগেছিল। ধন্যবাদ আপনাকে। ভাল থাকুন।
৩১| ২৬ শে মে, ২০১৪ সকাল ১০:২৫
আজীব ০০৭ বলেছেন: শেয়ার করার জন্য ধন্যবাদ.....।
২৮ শে মে, ২০১৪ রাত ৯:৫৮
ঢাকাবাসী বলেছেন: পড়ে মন্তব্য করার জন্য আন্তরিক ধন্যবাদ। ভাল থাকবেন।
৩২| ২৯ শে মে, ২০১৪ রাত ৯:১৬
জুলিয়ান সিদ্দিকী বলেছেন: অল্প কয়টা মানুষের জন্য কত জাগার অপচয়। হায়, দেশের প্রধান বইল্যা কথা। খায় পাবলিকের টাকা, থাকেও পাব্লিকের চাইতে আরামে। এইটারেই কয় রাজকপাল।
৩১ শে মে, ২০১৪ রাত ১২:৫০
ঢাকাবাসী বলেছেন: আবার বলে গনতন্ত্র! অথচ কেউ প্রতিবাদ করেনা! ধন্যবাদ আপনাকে।
৩৩| ৩১ শে মে, ২০১৪ রাত ৮:১০
দৃষ্টিসীমানা বলেছেন: ভাল পোষ্টের জন্য ধন্যবাদ ।
০২ রা জুন, ২০১৪ রাত ১২:১২
ঢাকাবাসী বলেছেন: ব্লগে স্বাগতম। পড়ে মন্তব্য করার জন্য অনেক ধন্যবাদ।
৩৪| ০৩ রা জুন, ২০১৪ রাত ৮:৫৭
জুন বলেছেন: রবার্ট মুগাবের বাসভবন টা সুন্দর । মনে হয় বৃটিশরা তৈরী করেছিল তাদের উপনিবেশ থাকার সময়।
সুন্দর পোষ্ট।
০৪ ঠা জুন, ২০১৪ সকাল ৯:২০
ঢাকাবাসী বলেছেন: আজ্ঞে ওটা মনে হয় বৃটিশ শাসনামলেই তৈরী হয়--- ১৯৮০ এর আগেই, দেশটা রোডেশিয়া নামে থাকার সময়। পড়ে মন্তব্য করার জন্য আন্তরিক ধন্যবাদ।
৩৫| ০৪ ঠা জুন, ২০১৪ সকাল ১০:২০
নীল আকাশ ২০১৩ বলেছেন: সাবেক প্রেসিডেন্ট আহমদিনেজাদের বাসা এটা
০৪ ঠা জুন, ২০১৪ সকাল ১১:২০
ঢাকাবাসী বলেছেন: ভাল তথ্য শেয়ার করার জন্য অনেক ধন্যবাদ নীল আকাশ। আর আমার ব্লগে আসার জন্য আবার ধন্যবাদ। হ্যাঁ আহমেদনিজাদ প্রেসিডেন্ট পদ থেকে যাবার সময় একটা মোটর সাইকেলে করে যান এবং অধ্যাপনা করার জন্য ওটা চেপেই ভার্সিটিতে যান। আমাদের নেতারা শুনলে কি বলবেন বলা গেলনা!
৩৬| ০৪ ঠা জুন, ২০১৪ সকাল ১১:৪৬
সুমন জেবা বলেছেন: বঙ্গভুমি'র টাই সুন্দর ..
০৪ ঠা জুন, ২০১৪ দুপুর ১:৪৫
ঢাকাবাসী বলেছেন: হ্যাঁ নিশ্চই সুন্দর। স্বাগতম আমার ব্লগে আর আগমনের জন্য আন্তরিক ধন্যবাদ।
৩৭| ০৪ ঠা জুন, ২০১৪ সকাল ১১:৫৩
কেএসরথি বলেছেন: বোকামানুষ বলেছেন: ভাল লাগলো
এরকম কোনো একটা বাসায় গিয়ে কিছুদিন থাকা গেলে ভাল হত
-----------------------------------
খেয়াল করবেন থাকতে গেলে কিন্তু হাগতেও হবে।
০৪ ঠা জুন, ২০১৪ দুপুর ১:৪৬
ঢাকাবাসী বলেছেন: ধন্যবাদ।
৩৮| ০৪ ঠা জুন, ২০১৪ দুপুর ১২:০৯
কেএসরথি বলেছেন: তামাশা বাদে - আমাকে যদি কেউ এই বাড়ীগুলোর একটাকে বেছে নিতে বলত, তাহলে আমি বেছে নিতাম কানাডার প্রধানমন্ত্রীর বাসভবনটাই।
ছিমছাম, কোলাহল থেকে দূরে। লেকের পাশে বাড়ী - সন্তানেরা দাপাদাপি করবে পানিতে, আর আপনি লাইব্রেরীর জানালার ধারে বসে দেশের ভবিষ্যৎ নির্ধারন করবেন। এক চোখ সন্তানদের দিকে, আরেক চোখ সংবিধানে।
টাকা খরচ করে তো বিলাসবহুল হোটেলে থাকাই যায়। কিন্তু বাড়ী তো হবে মনের মতো।
কথায় আছে "Home is where the heart is" - মানে আপনি যতই বড় বাড়ীতে ঘুমাননা কেন, সেটাতে যদি আপনার মন না ভরে, তাহলে সেটাকে কখনই নীড় মনে হবে না।
০৪ ঠা জুন, ২০১৪ দুপুর ১:৪৮
ঢাকাবাসী বলেছেন: খুব ভাল বলেছেন। কথাগুলো ভাল লাগল্ আবার ধন্যবাদ।
©somewhere in net ltd.
১|
২২ শে মে, ২০১৪ সন্ধ্যা ৬:১৪
সুমাইয়া আলো বলেছেন: সুন্দর