![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
একজন প্রেসিডেন্টের বাড়ীঘর, গাড়ী কাপড় চোপড় চলা ফেরা সবই ভয়ানক ব্যায়বহুল যা সাধারণের মাথার অনেক উপর দিয়ে যায়। অন্তত আমরা তাই জানি। তবে ব্যাতিক্রম কিছু প্রেসিডেন্ট আছেন যাঁরা মহাপুরুষ, দেবতাতূল্য!
তাদের একজন প্রেসিডেন্ট জোসে মুযিকা, দক্ষিন আমেরিকার রাস্ট্র উরুগুয়ের প্রেসিডেন্ট।
আর হ্যাঁ তাঁর এই দেশটাই কিন্তু ১৯৩০ সালে প্রথম ফিফা ফুটবল বিশ্বকাপের আয়োজন করে আর .....ঐ দেশ উরুগুয়ে ফুটবলে বিশ্ব চ্যাম্পিয়ন হয়!
উপরের ছবিতে মাঝখানের ঐ ক্যাজুয়াল পোষাকের অতি সাধারণ দেখতে লোকটিই জোসে মুযিকা।
একসময় তিনি ছিলেন গেরিলা যোদ্ধা। এখন তাঁর বয়স আশি ছুঁই ছুঁই।
তারা মাসিক মাইনে ১২০০০ ডলার আর তিনি ঐ টাকার ৯০% দান করে দেন গরিব লোকদের মাঝে! গল্প নয় চাপা নয় বাস্তবেই দান করে দেন। হাজার বারোশ ডলারে তিনি দিন গুজরান করেন।
আমাদের পাড়ার শওকত কাবাব ওয়ালা তাঁর চাইতে অনেক বেশি খরচ করেন!
সরকারের কাছে জোসে মুযিকা তার গত নির্বাচনের সময় ঘোষিত নিজের সম্পদ বলতে দেখাতে পারেন ১৯৮৭ মডেলের একখান ফোকসওয়াগেন।
জোসে মুযিকার কোন বাড়ী নেই। আর তিনি নীচের ছবিতে দেখানো সরকারী প্রেসিডেন্ট'স হাউসে থাকতে পারলেও সেখানে থাকেন না।
তিনি থাকেন তার স্ত্রীর নিজস্ব ফার্ম হাউসে। ছবি নীচে।
তাঁর ঐ বাসায় দুটো পুলিশ আর একটা
তিন ঠ্যাং ওয়ালা কুত্তা পাহারা দেয়।
বিরোধীরা মিন মিন করে বলে 'ওসব বাড়াবাড়ি!'
উরুগুয়ের মাথা পিছু বছরে আয় ৫৭৫০ ডলার, আমাদের প্রায় সাড়ে পাঁচ গুন (সরকারী হিসেবে)।
তার সমালোচনাও আছে। তিনি গর্ভপাত বিল পাশ করেছেন, মারিযুয়ানা ব্যাবহার এলাও করেছেন, আগের প্রেসিডেন্টের মত ভেটো দেন নি!
এই যে ভাই, বারাক ওবামাকে আঙুল তুলে কি বলছেন?
হেঃ, ওবামার কাছে যেতে আবার টাই লাগে নাকি?
[img|https://s3.amazonaws.com/somewherein/assets/images/thumbs/HELLOPOP_1402476111_1-images__1_.jpg
একজন প্রেসিডেন্ট জোসে মুযিকা, আপনাকে হাজার সালাম, কোটি কোটি সালাম।
আপনি কি জন্ম নিতে পারেন এই বাংলাদেশে?
এরকম কেউ আমাদের বড্ড দরকার ছিল।
সুত্র:
http://www.bbc.com/news/magazine-20243493
১২ ই জুন, ২০১৪ দুপুর ১:১১
ঢাকাবাসী বলেছেন: হয়ত ঠিকই বলেছেন। এত নিকৃষ্ট মানের রাজনীতিবিদ আর কোথাও পাওয়া যায়না! ধন্যবাদ সাথে থাকার জন্য।
২| ১২ ই জুন, ২০১৪ সকাল ১১:৫৭
শরৎ চৌধুরী বলেছেন: ইন্টারেস্টিং।
১২ ই জুন, ২০১৪ দুপুর ১:১২
ঢাকাবাসী বলেছেন: হ্যাঁ ইন্টারেস্টিং তবে আমাদের জন্য দরকারী ছিল! ধন্যবাদ আপনাকে।
৩| ১২ ই জুন, ২০১৪ বিকাল ৪:১৮
মাথা ঠান্ডা বলেছেন: আসলেই এরকম একজন আমাদের দেশের জন্য বড্ড দরকার।
১২ ই জুন, ২০১৪ সন্ধ্যা ৭:৫৩
ঢাকাবাসী বলেছেন: এদেশে এরকম পাওয়া প্রায় অসম্ভব, তবে আশা করতে দোষ নেই! স্বাগতম আর ধন্যবাদ মাথা ঠান্ডা।
৪| ১২ ই জুন, ২০১৪ বিকাল ৪:২৭
হাসান মাহবুব বলেছেন: শ্রদ্ধা রইলো ইনার প্রতি।
১২ ই জুন, ২০১৪ সন্ধ্যা ৭:৫৪
ঢাকাবাসী বলেছেন: অনেক বড় মাপের মানুষ ইনি। পড়া আর মন্তব্যের জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ।
৫| ১২ ই জুন, ২০১৪ বিকাল ৪:৪৯
কান্ডারি অথর্ব বলেছেন:
শ্রদ্ধা রইল।
১২ ই জুন, ২০১৪ সন্ধ্যা ৭:৫৫
ঢাকাবাসী বলেছেন: সাথে থাকার জন্য কৃতজ্ঞতা আর অবশ্যই আন্তরিক ধন্যবাদ। ভাল থাকুন।
৬| ১২ ই জুন, ২০১৪ বিকাল ৪:৫৯
সিস্টেম অ্যাডমিন বলেছেন: ভাল লাগল ।
১২ ই জুন, ২০১৪ সন্ধ্যা ৭:৫৬
ঢাকাবাসী বলেছেন: আন্তরিক ধন্যবাদ আর শুভেচ্ছা।
৭| ১২ ই জুন, ২০১৪ বিকাল ৫:১৮
বিদ্রোহী ভৃগু বলেছেন: হে আল্লাহ আমাদের জন্য ইরকম একজন ভাল মানুষ বরাদ্ধ করে দাও।
সততা, কৃচ্ছতা, সাধারন জীবনবোধ সর্বদাই শ্রদ্ধা অর্জনে সক্ষম হয়। যদিও আমরা উল্টো ভাবি - বিলাস, ব্যাস, অবৈধ ক্ষমতা প্রদর্শন আর হামবড়া ভাব নিয়ে শ্রদ্ধ পেতে চাই! যা পাওয়া যায়- তা শ্রদ্ধা নয়- ভয় অথবা লোভী চাটুকারিতা!!!
এইরকম নির্মল শ্রদ্ধা আর ভালবাসা পেতে হলে এইরকমই নির্মোহ হওয়া লাগে।
ধন্যবাদ লেখক।
১২ ই জুন, ২০১৪ রাত ৮:০৬
ঢাকাবাসী বলেছেন: এরকম মানুষ দেবতাতূল্য মানব যুগে যুগে হাতা গোনা পয়দা হয়। টাকায় তিন হালি হিসেবে পাওয়া যায়না। আপনার প্রার্থনা কখনোই কাজে লাগবেনা। এদেশে এসব মানুষকে সৃস্টিকর্তা কখনোই পাঠাবেননা। পাঠ ও মন্তব্যের জন্য আন্তরিক ধন্যবাদ। ভাল থাকবেন।
৮| ১৩ ই জুন, ২০১৪ দুপুর ১২:০৯
মামুন রশিদ বলেছেন: উনার সম্পর্কে জেনে ভালো লেগেছে ।
১৩ ই জুন, ২০১৪ দুপুর ১:১৬
ঢাকাবাসী বলেছেন: উনি অনেক উঁচু মাপের মানুষ। পাঠ আর মন্তব্যের জন্য আন্তরিক ধন্যবাদ। ভাল থাকুন।
৯| ১৩ ই জুন, ২০১৪ দুপুর ২:২৫
সুমন কর বলেছেন: শ্রদ্ধা রইলো ইনার প্রতি।
শেয়ার করার জন্য ধন্যবাদ।
১৩ ই জুন, ২০১৪ দুপুর ২:৪১
ঢাকাবাসী বলেছেন: সাথে আসার জন্য আন্তরিক ধন্যবাদ সুমন কর। ভাল থাকবেন।
১০| ১৫ ই জুন, ২০১৪ দুপুর ১২:৩০
দীপান্বিতা বলেছেন: একজন প্রেসিডেন্ট জোসে মুযিকা, আপনাকে হাজার সালাম +++
১৬ ই জুন, ২০১৪ রাত ১২:০৮
ঢাকাবাসী বলেছেন: পড়া আর মন্তব্যের জন্য আন্তরিক ধন্যবাদ আপনাকে।
১১| ১৫ ই জুন, ২০১৪ বিকাল ৫:২০
নাহিদ ইসলাম ৩৫০ বলেছেন: জটিল তথ্য শেয়ার করেছেন। ধন্যবাদ।
আইডিয়া বাজ
১৬ ই জুন, ২০১৪ রাত ১২:০৯
ঢাকাবাসী বলেছেন: তথ্যগুলো জানা ভাল মনে হয়। পাঠ আর মন্তব্যের জন্য কৃতজ্ঞতা আর ধন্যবাদ।
১২| ১৮ ই জুন, ২০১৪ সকাল ৭:১৬
আপেক্ষিক বলেছেন: ধন্যবাদ। অনেক তথ্য জানলাম।
১৮ ই জুন, ২০১৪ সন্ধ্যা ৭:১৬
ঢাকাবাসী বলেছেন: স্বাগতম আমার ব্লগে। পড়ে মন্তব্য করার জন্য অনেক ধন্যবাদ।
১৩| ১৯ শে জুন, ২০১৪ রাত ৮:৫০
জুন বলেছেন: এরকম কেউ আমাদের বড্ড দরকার ছিল।
এমন নিরহংকার সাধাসিধা একজন একটি দেশের সর্বোচ্চ প্রধান, সত্যি ভাবতেও ভালোলাগে।
+
১৯ শে জুন, ২০১৪ রাত ১০:২৩
ঢাকাবাসী বলেছেন: পাঠ আর চমৎকার মন্তব্যের জন্য আন্তরিক ধন্যবাদ আপনাকে।
©somewhere in net ltd.
১|
১২ ই জুন, ২০১৪ সকাল ১১:৪০
আরশী বলেছেন: এরকম কেউ জন্ম নেওয়ার আগেই মেরে ফেলবে আমাদের রাজনিতিবিদরা।