![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
উত্তর কোরিয়া সম্পর্কে সব কথা জানা যায়না।
কিছু কিছু তথ্য নীচে দেয়া হলো তার কতগুলো রীতিমত ভীতিকর!
বিশ্বাস করুন কারো শাস্তি হলে তাকে তিন পুরুষ ধরে শাস্তি পেতে হবে!
ধরুন কারো শাস্তি হল ক্যাম্পে সাজা খাটবার। তখন ঐ লোক তার পুরো পরিবার, তার ছেলে আর তার নাতি বা হবু নাতি সবাইকে বাকি জীবন কনসেন্ট্রেশন ক্যাম্পেই কাটাতে হবে! ভয়াবহ ব্যাপার না?
এখানে সবাইকে সপ্তাহে ছয়দিন কাজ করতে হয় আর তার উপর আছে বাধ্যতামূলক স্বেচ্ছাশ্রম দেয়ার প্রথা। ফলে এখানে কারো কোন ব্যাক্তিগত সময়ই নেই!
উ. কোরিয়াতে গাঁজা মারিযুয়ানা সেবন করা গুদামজাত করা বা নিয়ে চলাচল করা বিধিসম্মত। কোন অসুবিধা নাই। প্রকাশ্যেই ওসব চাষাবাদ হয় আর কি!
সরকারী ভাবে বলা হয় তাদের নেতা কিম জং ইল জন্মানোর তিন সপ্তাহ বয়সে হাঁটেন আট সপ্তাহ বয়সে কথা বলেন আর বড় হয়ে তিন বছরে ১৫০০ বই লিখেছেন!
তাদের মহাশুন্য প্রোগ্রামের সাফল্য ২০%!
তারা দাবী করে তারা দুনিয়াতে দ্বিতীয় সবচাইতে সুখী নাগরিক। প্রথম চীন। সুখ যাবে কোথায়!
এখানে শিক্ষকের চাকরি পেতে হলে তাকে অবশ্যই একর্ডিয়ান বাজানো জানতে হবে! আর কি, লেখাপড়া না শিখে একর্ডিয়ান বাজানো শিখলেই হলো!
এখানে রেডিও বাজবে তবে আপনি অফ করতে পারবেননা! বাজবেই। শুনতেই হবে আপনাকে! যাবে কোথায়? মাগনা!
হ্যাঁ সেখানে এখন সালটা ২০১৪ নয় সেখানে ১০৩ সাল! এরা তাদের নেতা কিম ইল সাং এর জন্মদিন থেকে বছর শুরু গোনে! যীষুর জন্ম নিয়ে এদের কোন মাথাব্যাথা নেই!
এদের একজন নাগরিক ভাল করে কিম ইল সাং লিখতে পারলেই তাকে শিক্ষিত বলা হয়!
১৯৭০ সালে উত্তর কোরিয়ার অর্থনীতি দঃ কোরিয়া থেকে বড় ছিল। এখন উঃ কোরিয়ার জিডিপি দঃ কোরিয়ার জিডিপির ২.৫ % মাত্র!
এখানে প্রতি পাঁচ বছর পর পর ভোটাভুটি হয় তবে একজনই প্রার্থী! বিনা প্রতিদ্বন্ধিতায় তিনি নির্বাচিত হন!
এখানে ৬০৫ জন মানুষ ইন্টারনেট ব্যবহার করতে পারে! (০.০০%)
সারা দেশে মাত্র তিনখানা টেলিভিশন চ্যানেল আছে, তাই দেখতে হবে!
শহরে কোন ট্রাফিক লাইটপোষ্ট নাই, পুলিশ হাত দিয়েই কাজ সারে। তবে অসুবিধা হয়না কারন একমাত্র মিলিটারীদেরই গাড়ী আছে!
মার্সিডিজ কি জিনিস? খায় না মাথায় দেয়?
স্কুলের ছাত্রছাত্রীদেরকে চেয়ার, টেবিল ও ঘর গরম করার তেলের জন্য টাকা দিতে হয়! বাপ মায়েরা সেজন্য বাচ্চাদের স্কুলে পাঠাতে ইচ্ছুক নন!
রাজধানী পিয়ং ইয়ং শহর শুধুমাত্র অভিজাত শ্রেনীর মানুষদের জন্য!
উত্তর কোরিয়াতে এই মুহুর্তে প্রায় ২ লাখ আসামী বিভিন্ন কাজের ক্যাম্পে সাজা খাটছে!
উঃ কোরিয়ার মোট জনসংখ্যার অর্ধেক চরম দারিদ্রসীমার নীচে বাস করে!
দুনিয়ার সবচাইতে বড় স্টেডিয়াম উঃ কোরিয়ার রাজধানী পিয়ং ইয়ং এ অবস্হিত। এটার ধারণ ক্ষমতা ১৫০০০০ জন!
সুত্র:
Click This Link
Click This Link
০২ রা জুলাই, ২০১৪ রাত ৯:২৬
ঢাকাবাসী বলেছেন: না ভাই পাইনি আর কোরিয়ার ডুয়েল সিটিজেনশিপ? নাঃ পাওয়ার কোনো আগ্রহই নেই। পড়া আর মজাদার মন্তব্যের জন্য অনেক ধন্যবাদ।
২| ০২ রা জুলাই, ২০১৪ রাত ৯:০৮
মদন বলেছেন: দেখেন তো দেখি কি কর্লেন। হাসু আপা এই আইডিয়া পাইয়া যদি এই দেশে শুরু করে তাইলে আমরা যামু কনে?
০২ রা জুলাই, ২০১৪ রাত ৯:২৮
ঢাকাবাসী বলেছেন: তা তিনি বাকী আর কি রেখেছেন, মনে হয় তেনাগো চাইতে বেশীই করসেন! আর আমরা যাবো কেন? তাইলে তো কবেই ফুউট হয়ে যেতুম। ধন্যবাদ আপনাকে মদন।
৩| ০২ রা জুলাই, ২০১৪ রাত ৯:০৮
বোকামানুষ বলেছেন: ভয় পাইছি
০২ রা জুলাই, ২০১৪ রাত ৯:২৯
ঢাকাবাসী বলেছেন: যাক বাবা একজনরে তো ভয় পাওয়াছি! পাঠ আর মন্তব্যে আন্তরিক ধন্যবাদ।
৪| ০২ রা জুলাই, ২০১৪ রাত ৯:১৪
আরহাসান বলেছেন: হাসিনা জানে !!
০২ রা জুলাই, ২০১৪ রাত ৯:৩০
ঢাকাবাসী বলেছেন: আরি জানবোনা ক্যান? ওটাকে মডিফাই করেই তো তিনি চালাচ্ছেন। ধন্যবাদ, সর্বদা ভাল থাকবেন।
৫| ০২ রা জুলাই, ২০১৪ রাত ৯:২৩
হিংস্র ঈগল বলেছেন: কতটুকু সত্য মিথ্যা জানি না, তবে আমেরিকানদের সাথে যাদের ঝামেলা আছে তাদের সম্পর্কে এরকম কথা প্রায়ই শোনা যায়। আজকে বাংলাদেশ যদি আমেরিকার শত্রু রাস্ট্র হতো তাহলে হয়তো গুগলে সার্চ দিলে পাওয়া যেত "এই দেশের ২৫ লাখ নারী "কন্সেন্ট্র্যাশন ক্যাম্পে তৈরি পোশাকের কাজ করতে বাধ্য হয়"
০৩ রা জুলাই, ২০১৪ রাত ১২:০০
ঢাকাবাসী বলেছেন: হয়ত আপনিই রাইট! তবে আমরা তো পড়ে মজাই পাই, কি বলেন? শেষের লাইনে আপনার অজান্তে একটা ভয়ংকর সত্য কথা বলে ফেলেছেন! ২৫ লাখ নারী কিভাবে আছে তা একটা কারখানায় সপ্তাহ খানেক নির্মোহ আর নির্লোভ আর শক্ত মন নিয়ে থাকুন, দেখবেন আপনি প্রায় ৭৫% সঠিক। এরা কন্সেন্ট্রেশন ক্যাম্পের চাইতে ভাল নেই! যান দেখে আসুন না। ধন্যবাদ।
৬| ০২ রা জুলাই, ২০১৪ রাত ৯:৪০
শাহ আজিজ বলেছেন: আরেকটা ব্যাপার লিখেননি । প্রেজেনট কিম তার ফুপা , যে তার বাবা কিম জং ইলের সার্বিক উপদেষ্টা ছিল তাকে অজানা রাষ্ট্রদ্রোহীতার অভিযোগে মৃত্যুদণ্ড দেয়। তিন দিন ২শ হিংস্র কুকুরকে না খাইয়ে রাখা হয়েছিল । উলঙ্গ করে ফুপা ও অন্য কজনকে ঠেলে দিল ক্ষুধার্ত কুকুরের খাচায় । কিছুক্ষনের মধ্যে সব উজাড়। ছোট কিম তার পারিষদ নিয়ে এঞ্জয় করল ওই দৃশ্য । দুদিন বাদে ফুপার পুরো গুষ্ঠি কে ভোররাতে অজানা মুখোশ ধারীরা গুলি করে হত্যা করল । কিম আসলে তার শ্বশুর , শীর্ষ জেনারেলের উপর নির্ভর করছিলেন । বাপের উপদেষ্টা তার পথের কাটা হয়েছিল মনে হয়।
০৩ রা জুলাই, ২০১৪ রাত ১২:০৩
ঢাকাবাসী বলেছেন: তথ্যটি শেয়ার করার জন্য আন্তরিক ধন্যবাদ। আসলে এরকম আরো অনেক তথ্য আছে যেগুলো নির্মমতার উদাহরণ হতে পারে! পাঠ আর সাথে তথ্য জানাবার জন্য অনেক ধন্যবাদ।
৭| ০২ রা জুলাই, ২০১৪ রাত ১০:১১
হাসান মাহবুব বলেছেন: বিচিত্র এবং নিষ্ঠুর দেশ একটা।
০৩ রা জুলাই, ২০১৪ রাত ১২:০৪
ঢাকাবাসী বলেছেন: হ্যাঁ তাই, আর দুনিয়াতে এরকম দেশের অভাব নেই! পড়া আর মন্তব্যের জন্য আন্তরিক ধন্যবাদ।
৮| ০২ রা জুলাই, ২০১৪ রাত ১০:৩৬
লিরিকস বলেছেন: +
০৩ রা জুলাই, ২০১৪ রাত ১২:০৫
ঢাকাবাসী বলেছেন: ধন্যবাদ আপনাকে। ভাল থাকুন।
৯| ০২ রা জুলাই, ২০১৪ রাত ১০:৪২
মামুন রশিদ বলেছেন: কিছু তথ্য ভয়ন্কর, আর বেশিরভাগ তথ্যই হাস্যকর ।
০৩ রা জুলাই, ২০১৪ রাত ১২:০৬
ঢাকাবাসী বলেছেন: আসলেই। একবিংশ শতাব্দীতে এরকম ভাবে একটা দেশ চলছে! ধন্যবাদ আপনাকে।
১০| ০২ রা জুলাই, ২০১৪ রাত ১১:১৭
হোসেন মনসুর বলেছেন: এখানে ৬০৫ জন মানুষ ইন্টারনেট ব্যবহার করতে পারে!!! (০.০০)
০৩ রা জুলাই, ২০১৪ রাত ১২:০৭
ঢাকাবাসী বলেছেন: এটা বিশ্বাস করা যায়! বাস্তবে তাই। আমার ব্লগে স্বাগতম আর পড়ে মন্তব্য করার জন্য অনেক অনেক ধন্যবাদ।
১১| ০৩ রা জুলাই, ২০১৪ রাত ১২:৪০
সুমন কর বলেছেন: কিছু দুঃখজনক, কিছু হাস্যকর, কিছু ভয়ংকর !!!
শেয়ার করার জন্য ধন্যবাদ।
০৩ রা জুলাই, ২০১৪ সকাল ৮:৫৭
ঢাকাবাসী বলেছেন: পাঠ আর মন্তব্যের জন্য কৃতজ্ঞতা আর ধন্যবাদ। ভাল থাকুন।
১২| ০৩ রা জুলাই, ২০১৪ রাত ১:২৭
আহসানের ব্লগ বলেছেন: :O
০৩ রা জুলাই, ২০১৪ সকাল ৮:৫৮
ঢাকাবাসী বলেছেন: অর্থ বুঝিনি, তবে পাঠ করার জন্য ধন্যবাদ।
১৩| ০৩ রা জুলাই, ২০১৪ রাত ১:৫২
নতুন বলেছেন:
তাদের বাজনা খারাপ না...
০৩ রা জুলাই, ২০১৪ সকাল ৮:৫৯
ঢাকাবাসী বলেছেন: সুন্দর একটা বাজনা কষ্ট করে শেয়ার করার জন্য আর পড়ার জন্য কৃতজ্ঞতা আর সাথে ধন্যবাদ নিন।
১৪| ০৩ রা জুলাই, ২০১৪ রাত ২:২৭
পরিবেশ বন্ধু বলেছেন: আজিব তো
০৩ রা জুলাই, ২০১৪ সকাল ৯:০০
ঢাকাবাসী বলেছেন: কি আর করা, এ দুনিয়াতে আরো কত আজিব আছে! ধন্যবাদ কবি।
১৫| ০৩ রা জুলাই, ২০১৪ রাত ২:৪১
জুলিয়ান সিদ্দিকী বলেছেন: তারা তো তাইলে নতুন এক প্রাগৈতিহাসিক যুগের মানুষ!
০৩ রা জুলাই, ২০১৪ সকাল ৯:০১
ঢাকাবাসী বলেছেন: এক্কেবারে খাঁটি কথাই বলেছেন। তবে এরকম বা কাছাকাছি আরো অনেক দেশ আছে না! পড়া আর মন্তব্যের জন্য ধন্যবাদ।
১৬| ০৩ রা জুলাই, ২০১৪ রাত ৩:৪১
কান্ডারি অথর্ব বলেছেন:
তাদেরকে সুখের জন্য নোবেল দেয়া প্রয়োজন।
০৩ রা জুলাই, ২০১৪ সকাল ৯:০২
ঢাকাবাসী বলেছেন: মনে হয় ওরা নিজেরাই নিজেদের নোবেল বা ওরকম কিছু দিয়ে দিবে! ধন্যবাদ ভাই, ভাল থাকুন।
১৭| ০৩ রা জুলাই, ২০১৪ ভোর ৬:৫৫
ডি মুন বলেছেন:
০৩ রা জুলাই, ২০১৪ সকাল ৯:০৩
ঢাকাবাসী বলেছেন: পাঠ আর ইমোর জন্য আন্তরিক ধন্যবাদ। ভাল থাকবেন।
১৮| ০৩ রা জুলাই, ২০১৪ সকাল ৮:৪৫
কাজী রায়হান বলেছেন: নি শুনাইলেন ভাই । আমাদের নারায়ন গঞ্জ তো এর চেয়ে ঢের ভাল
০৩ রা জুলাই, ২০১৪ সকাল ৯:০৪
ঢাকাবাসী বলেছেন: খাইসে বলেন কি! আসলে পদ্ধতিগত তফাৎ, মুল স্পিরিট একই মনে হয়! ধন্যবাদ আপনাকে মজার মন্তব্যের জন্য।
১৯| ০৩ রা জুলাই, ২০১৪ সকাল ৯:০২
আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: পশ্চিমা বিশ্বের সাথে বনিবনা না থাকায় উত্তর কোরিয়ার ব্যাপারে পশ্চিমাদের দৃষ্টিভঙ্গি পুরোপুরি শত্রুসুলভ। ফলে উল্লেখিত তথ্যগুলির মধ্যে কিছু অতিরঞ্জন থাকতে পারে বলে মনে করি। তারপরেও দীর্ঘদিন যাবত স্বৈরশাসক শাসিত কোন দেশে এগুলো অবিশ্বাস্য ঘটনা নয়। আমাদের দেশে আইউব খানের আমলে বুনিয়াদী গনতন্ত্র ছিল এমন একধরণের পাগলামি কার্যকলাপ।
ধন্যবাদ, ভাই ঢাকাবাসী।
০৩ রা জুলাই, ২০১৪ সকাল ১০:৪৩
ঢাকাবাসী বলেছেন: আইউব খানের আমল ভালভাবেই দেখেছি। বুকে হাত দিয়ে এটুকু বলব ঐ আমল আর শাসন এই মাটির জন্য এখনকার তুলনায় স্বর্ণযুগ ছিল। আর উ. কোরিয়ার এটাকে পাগলামি বলা মনে হয় ঠিক হবেনা। অতিরন্জিত হতে পারে তবে যা রটে তা কিছুটা বটে! সুন্দর মন্তব্যের জন্য আন্তরিক ধন্যবাদ। ভাল থাকুন।
২০| ০৩ রা জুলাই, ২০১৪ সকাল ৯:২১
সোহানী বলেছেন: এগুলা কি!!!! এটা কি একবিংশ শতাব্দি???? যারা আমাগো হিউমেন রাইটস্ শিখায় তারা কই ?????
০৩ রা জুলাই, ২০১৪ সকাল ১০:৪৬
ঢাকাবাসী বলেছেন: আজ্ঞে হ্যাঁ, একবিংশ শতাব্দীতেই আমাদের বাড়ীর কাছেই এটা হচ্ছে! আর ওদের কথ্ বলছেন? এরা আমাদের মত চুনোপুটিকেই দাবড়াতে পারে উ. কোরিয়ার মত দৈত্যকে ঘাটায়না। তাদের সাহস আর ইচ্ছা কোনোটাই নেই! অবশ্য অন্য স্বার্থতো আছেই! ব্লগে এসে সাথে থাকার জন্য আন্তরিক ধন্যবাদ
২১| ০৩ রা জুলাই, ২০১৪ সকাল ৯:৪৯
রাতুল_শাহ বলেছেন: ভাই এটা তো ভয়ংকর নিষ্ঠুর দেশ। এরা কেমনে সুখী দেশ হইতে পারে?
পুরা অবাক হলাম।
ব্লগার শাহ আজিজের মন্তব্য পড়েও বিস্মিত না হয়ে পারলাম না।
০৩ রা জুলাই, ২০১৪ সকাল ১০:৫০
ঢাকাবাসী বলেছেন: আরে ভাই নিষ্ঠুরতার দেখেছেন কি! তবে এরকম আরো দেশ কি নেই? অন্য আবরনে অন্য মুখোশে এরকমটা তো চলছে অনেক দেশেই! এরাও সুখী, ওরাও সুখী, সুখের সংজ্ঞাটা কি? ধন্যবাদ।
২২| ০৩ রা জুলাই, ২০১৪ দুপুর ১২:০২
নক্শী কাঁথার মাঠ বলেছেন: হিংস্র ঈগল বলেছেন: কতটুকু সত্য মিথ্যা জানি না, তবে আমেরিকানদের সাথে যাদের ঝামেলা আছে তাদের সম্পর্কে এরকম কথা প্রায়ই শোনা যায়। আজকে বাংলাদেশ যদি আমেরিকার শত্রু রাস্ট্র হতো তাহলে হয়তো গুগলে সার্চ দিলে পাওয়া যেত "এই দেশের ২৫ লাখ নারী "কন্সেন্ট্র্যাশন ক্যাম্পে তৈরি পোশাকের কাজ করতে বাধ্য হয়"
০৩ রা জুলাই, ২০১৪ দুপুর ১২:৩৭
ঢাকাবাসী বলেছেন: ব্লগে আসার জন্য প্রথমে ধন্যবাদ। গার্মেন্টস শ্রমিকদের ব্যাপারে আমার মন্তব্যটা পড়েছেন আশা করি। বাড়িয়ে বলা হতে পারে তবে কতটুকু? ধোঁয়া দেখা গেলে আগুন তো আছে! আমাদের সম্পর্কে বৃটেন আমেরিকাতে খুব ভাল ধারনা নেই বিশেষ করে রানা প্লাজা আর তাজরীন গামেন্টসের হাজারো মানুষ খুনের পর!@
২৩| ০৩ রা জুলাই, ২০১৪ বিকাল ৫:১৩
অদ্বিতীয়া আমি বলেছেন: কি ভয়ানক !!!!! মিস্ট্রীয়াস একটা দেশ ।
০৩ রা জুলাই, ২০১৪ সন্ধ্যা ৬:২০
ঢাকাবাসী বলেছেন: হ্যাঁ দারুণ রহস্যময় একটা দেশ! ব্লগে পাঠ আর মন্তব্যের জন্য আন্তরিক ধন্যবাদ আপনাকে।
২৪| ০৩ রা জুলাই, ২০১৪ রাত ১১:৫২
বাংলাদেশী দালাল বলেছেন:
এই দেশটা সত্যি এক রহস্য আবৃত দেশ।
চমৎকার তথ্য সমৃধ্য পোষ্টের জন্য ধন্যবাদ প্রিয় ঢাকাবাসী
০৪ ঠা জুলাই, ২০১৪ সন্ধ্যা ৬:২২
ঢাকাবাসী বলেছেন: হ্যালো, দেখিনি ম্যালা দিন! পড়া আর মন্তব্যের জন্য আন্তরিক ধন্যবাদ।
২৫| ০৪ ঠা জুলাই, ২০১৪ সন্ধ্যা ৬:৪৬
শান্তির দেবদূত বলেছেন: ভয়াবহ ব্যাপার স্যাপার দেখছি!
০৪ ঠা জুলাই, ২০১৪ রাত ৮:১৮
ঢাকাবাসী বলেছেন: হ্যাঁ সাংঘাতিক ব্যাপার স্যাপার। পাঠ ও মন্তব্যের জন্য বিস্তর ধন্যবাদ।
২৬| ০৫ ই জুলাই, ২০১৪ রাত ১২:২০
একজন ঘূণপোকা বলেছেন:
আজব
০৫ ই জুলাই, ২০১৪ সকাল ৯:৫৫
ঢাকাবাসী বলেছেন: আসলেই আজব! পাঠ আর মন্তব্য দুটোর জন্য কৃতজ্ঞতা আর ধন্যবাদ।
২৭| ০৫ ই জুলাই, ২০১৪ রাত ১:৪৯
*কুনোব্যাঙ* বলেছেন: উত্তর কোরিয়ার খাদ্য সংকট ও ইন্টারনেট অপ্রতুলতার কথা শুনেছি। পড়ে মজা পেলাম তবে সব বিশ্বাস করলামনা। পশ্চিমারা শুধু বন্দুক দিয়ে যুদ্ধ চালায়না। মিডিয়া বুদ্ধিজীবী এসব দিয়েও চালায়।
০৫ ই জুলাই, ২০১৪ সকাল ৯:৫৮
ঢাকাবাসী বলেছেন: আপনি ১০০% ঠিক, সব বিশ্বাসযোগ্য নয়ও বটে! তবে কিছুটা যে সত্য তা দ. কোরীয় ব্যাবসায়ীদের সাথে কথা বলে জেনেছি। পড়ে সুন্দর মন্তব্য করার জন্য অনেক অনেক ধন্যবাদ। ভাল থাকবেন।
২৮| ০৬ ই জুলাই, ২০১৪ রাত ১১:৫০
আরজু পনি বলেছেন:
ভয়ংকর!
০৭ ই জুলাই, ২০১৪ রাত ১২:১১
ঢাকাবাসী বলেছেন: কোনটা? ধন্যবাদ পড়ে মন্তব্য করার জন্য।
২৯| ০৮ ই জুলাই, ২০১৪ দুপুর ১:১৬
প্রবাসী ভাবুক বলেছেন: সরকারী ভাবে বলা হয় তাদের নেতা কিম জং ইল জন্মানোর তিন সপ্তাহ বয়সে হাঁটেন আট সপ্তাহ বয়সে কথা বলেন আর বড় হয়ে তিন বছরে ১৫০০ বই লিখেছেন!
যেমনঃ আমাদের দেশের নেতারাও অনেক আজগুবি মিথ্যা বলে৷ বিশ্বাস না হলেও শুনতে বাধ্য৷
০৮ ই জুলাই, ২০১৪ দুপুর ১:২৩
ঢাকাবাসী বলেছেন: কে জানি দাবী করে তাঁর বাবা নাকি বাংলাদেশের স্বপ্ন দেখছিলেন ৬০ বছর আগে! ধন্যবাদ।
৩০| ১৫ ই জুলাই, ২০১৪ দুপুর ১:০৪
দীপান্বিতা বলেছেন: এভাবে একটা দেশ চলতে পারে!!!
১৫ ই জুলাই, ২০১৪ সন্ধ্যা ৭:৩২
ঢাকাবাসী বলেছেন: প্রশ্ন করতেই পারেন। তবে মনে করে দেখুন তো এর চাইতে আরো ভয়াবহ নিষ্ঠুরতা আর আজিব সিস্টেম দিয়ে কিছু গনতান্ত্রিক দেশ চলছে না? ব্লগে আসবার জন্য আন্তরিক ধন্যবাদ। ভাল থাকবেন।
৩১| ১৫ ই জুলাই, ২০১৪ রাত ৮:০৩
জুন বলেছেন: আমার হাসবেন্ডের যেসব কলিগরা উত্তর কোরিয়া পোষ্টিং তাদের মতে তারা সহ পুরো দেশের বাসিন্দারাই নাকি এক ধরনের নিষ্ঠুর কন্সেনট্রেশন ক্যম্পে জীবন যাপন করছে
শেয়ারের জন্য ধন্যবাদ আপনাকে ঢাকাবাসী ।
+
১৫ ই জুলাই, ২০১৪ রাত ৮:২০
ঢাকাবাসী বলেছেন: অবশ্যই সেখানে একধরণের স্বৈরশাসন চলছে। তবে কন্সেনট্রেশন ক্যাম্পের সংজ্ঞাটি আবার দেখতে হবে। ব্যাক্তি স্বাধীনতা বাক স্বাধীনতা বলতে সেখানে কিছুই নেই। অবশ্য তা অনেক গনতান্ত্রিক দেশেই নেই! ব্লগে আসবার জন্য অনেক অনেক ধন্যবাদ।
৩২| ০৬ ই সেপ্টেম্বর, ২০১৪ ভোর ৪:৪৩
জেন রসি বলেছেন: তথাকথিত মানবতাবাদীরা মানবতার নামে হাজার হাজার নিরীহ মানুষ মাইরা ফেলে।
কি নির্মম পরিহাস!
০৭ ই সেপ্টেম্বর, ২০১৪ সকাল ৯:৫৫
ঢাকাবাসী বলেছেন: কোন দেশের কথা বলছেন জানিনা তবে এরকম অনেক দেশই আছে যেখানে খোদ সরকারই নিরবে নিষ্ঠুরভাবে মানুষ খুন করে, গদি বাঁচিয়ে রাখতে।
৩৩| ১৭ ই সেপ্টেম্বর, ২০১৪ রাত ৮:৩২
ইমরান আশফাক বলেছেন: উত্তর কোরিায়ার লোকজন মানুষিকভাবেই অসুস্হ, তা নাহলে এত দীর্ঘদিন তারা মুখবুজে এইসব অত্যাচার সহ্য করছে কেন?
০৬ ই জানুয়ারি, ২০১৫ দুপুর ১২:২৮
ঢাকাবাসী বলেছেন: আমরাও কি সবাই সুস্হ! ব্লগে আসার জন্য ধন্যবাদ। ভাল থাকুন।
৩৪| ০৫ ই জানুয়ারি, ২০১৫ বিকাল ৫:৫৪
শহুরে কাউয়া বলেছেন: এজন্যই ইন্টারভিউ মুভিটা ভাল লাগছে।
০৬ ই জানুয়ারি, ২০১৫ দুপুর ১২:২৯
ঢাকাবাসী বলেছেন: ধরতে পেরেছেন। পাঠ ও মন্তব্যের জন্য অনেক ধন্যবাদ।
৩৫| ০৫ ই জানুয়ারি, ২০১৫ সন্ধ্যা ৬:১০
আমি অথবা অন্য কেউ বলেছেন: অদ্ভুত রহস্যের দেশ। তবে এতো বেশি খারাপো না যতটা পশ্চিমারা বলে। তবে অর্ধেক হলেও সত্যি
০৬ ই জানুয়ারি, ২০১৫ দুপুর ১২:২৯
ঢাকাবাসী বলেছেন: তাতো বটেই। ধন্যবাদ আপনাকে। ভাল থাকুন।
©somewhere in net ltd.
১|
০২ রা জুলাই, ২০১৪ রাত ৮:৫৩
আবু শাকিল বলেছেন: ঢাকাবাসী হয়ে কোরীয় সংবাদ ।ডুয়াল সিটিজেনসীপ পেয়েছেন বুঝি
।এনিয়েজ ভাল লাগল।