![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
গত ২৩ শে আগষ্ট ২০১৪ শনিবার উপরের মিরপুর ইনডোর স্টেডিয়ামে বাংলাদেশ ব্যাংক আয়োজিত একটা সেমিনার হয় সকাল ৯ টা থেকে্ । নকল নোটের উপর আয়োজিত এ্বই সেমিনারে বিভিন্ন বাংকের কয়েক শ অফিসার এ অনুষ্ঠানে আসেন বেশ সুটেড বুটেড হয়েই। আমরা এই মাঠে সকালে হাটাহাটি করি সেদিন ওটা আমাদের জন্য বন্ধ ছিল।
পরদিন মানে আজ সকালে গিয়ে দেখি পুরো মাঠের ভয়াবহ অবস্হা! সারা মাঠ জুড়ে বিরিয়ানীর খালি প্যাকেট, কিছু প্যাকেটে খানিকটা করে বিরিয়ানী কোকের গ্লাস ছড়িয়ে ছিটিয়ে আছে। দুর্গন্ধে মাঠে টেকা দায়! ব্যাংকের অফিসাররা শনিবার বিকেলে বিরিয়ানী খেয়েছেন তা বুঝলুম কিন্তু এভাবে কেউ খায়? ছিঃ ছিঃ। এরা লাখো টাকা মাইনের অফিসার!
ছবি দিলাম না।
২৪ শে আগস্ট, ২০১৪ দুপুর ২:৫৩
ঢাকাবাসী বলেছেন: ধন্যবাদ।
২| ২৪ শে আগস্ট, ২০১৪ বিকাল ৩:০৭
ইমতিয়াজ ১৩ বলেছেন: এটা উচিৎ হয়নি। প্রয়োজন ছিল পরিস্কার করে আসা। আয়োজক দের এটা করা উচৎ ছিল।
২৪ শে আগস্ট, ২০১৪ বিকাল ৩:২৮
ঢাকাবাসী বলেছেন: একটা নির্দিষ্ট জায়গাতে ফেললেই হতো! সে শিক্ষা রুচি সভ্যতা এদের নেই! আয়োজকরাওতো এদেশেরই, একই মাল ! আপনাকে অনেক অনেক ধন্যবাদ।
৩| ২৪ শে আগস্ট, ২০১৪ বিকাল ৩:১০
বিদ্রোহী ভৃগু বলেছেন: ছিঃ ছিঃ। এরা লাখো টাকা মাইনের অফিসার!
ইল্লত যায়না ধূইলে
খাসলম যায়না মরলে!!!
এদের রুটস এদের আচরনেই প্রমাণ করে!!!
সাধে কি আর বলে ময়ূর পুচ্ছ লাগালেও কাক ময়ূর হয় না!!!!
২৪ শে আগস্ট, ২০১৪ রাত ৮:১২
ঢাকাবাসী বলেছেন: এরা ম্যালা জিপিএ নিয়ে অনেক পরীক্ষা পাশ করে ব্যাংকে যোগ দেয়। এই তাদের স্ট্যান্ডার্ড! সাথে থাকার জন্য ধন্যবাদ অনেক ধন্যবাদ আপনাকে।
৪| ২৪ শে আগস্ট, ২০১৪ বিকাল ৩:৪২
সেজুতি_শিপু বলেছেন: ইনডোর স্টেডিয়ামের মাঠ (যেটি ইনডোর এবং যেখানে সেমিনার হয় সেটি ) সকালে হাঁটাহাঁটির জন্য খুলে দেওয়া হয়? !! বলেন কি?????
আর মাঠের মধ্যে ব্যাংকের অফিসাররা ঢোকেনি । ওখানে ভলািন্টয়ার আর আয়োজকগন ছিলেন । লাঞ্চের পরও ওখানে প্রোগ্রাম চলেছে । 'বিরিয়ানীর খালি প্যাকেট, কিছু প্যাকেটে খানিকটা করে বিরিয়ানী কোকের গ্লাস ছড়িয়ে ছিটিয়ে- ' তার মধ্যেই প্রোগ্রাম চলেছে --কি বলেন ? ব্যাংকাররা সব ভ্যালুজলেস রুট থেকে এসেছে ।
ব্যাংকাররা লাখো টাকা মাইনে পায়-- বড় কষ্টের কথা !!
কোকের কোন গ্লাসই ও প্রোগ্রামে দেয়নি ।
আর মাঠের মধ্যে ব্যাংকের অফিসাররা ঢোকেনি । ওখানে ভলািন্টয়ার আর আয়োজকগন ছিলেন ।
পুরো একটা শ্রেণী সম্পর্কে মন্তব্য করার আগে দায়িত্ববান হওয়া জরুরী ।
২৪ শে আগস্ট, ২০১৪ রাত ৮:২৬
ঢাকাবাসী বলেছেন: ছবিটি দিলে বুঝতে পারতেন। মুল ভবনের বাইরে শামিয়ানা টাঙিয়ে খাবার দেয়া হয়েছে। আর খাবারের উচ্ছিস্ট, খাবারের প্যাকেট, কোকের কাগজের গ্লাস সবই মনে হয় এখনো মুল ভবনটার চারিদিকে আছে। কারা কোথায় ছিল বা কে কোথায় ঢুকেছে তা জানা নেই তবে সকালে ঐ বিশ্রী দৃশ্য শত শত প্রাতঃভ্রমনকারী সবাই দেখেছেন, দুর্গন্ধ তাদের নাকেও গেছে। খাবার নিশ্চই কিছু লোক কে দেয়া হয়েছে আর কিছুকে দেয়া হয়নি তা মনে হয় না! সকালে কিছু টোকাই আর মহিলা খাবারের উচ্ছিস্ট, প্লাস্টিকের চামচ আর কাগজের প্যাকেট সংগ্রহ করেছেন। শ্রেনীর একটা অংশকে বলা হয়েছে এবং দায়িত্ব নিয়েই বলা হয়েছে।
হাঁটাহাটির জন্য প্রধান গেট খোলা হয়, মূল ভবনের বাইরের চারি দিকটা হাঁটার জন্য ব্যাবহার করা হয়। যেকোন দিন সকালে আপনি আমন্ত্রিত। ধন্যবাদ।
৫| ২৪ শে আগস্ট, ২০১৪ বিকাল ৪:৩৪
In2the Dark বলেছেন: ইমতিয়াজ ১৩ বলেছেন:
এটা উচিৎ হয়নি। প্রয়োজন
ছিল পরিস্কার করে আসা।
আয়োজক দের এটা করা উচৎ
ছিল।
কমেন্ট পডে হাসতে হাসতে মরে গেলুম।
২৪ শে আগস্ট, ২০১৪ রাত ৮:৩২
ঢাকাবাসী বলেছেন: উনি নিজের মত করে লিখেছেন। ইউরোপ অস্ট্রেলিয়ায় গাড়ী থেকে একটুকরা টিস্যু পেপার রাস্তায় ফেললে টিকিট দিয়ে দিবে, কয়েকশ ডলারের ধাক্কা! ধন্যবাদ।
৬| ২৪ শে আগস্ট, ২০১৪ বিকাল ৪:৩৯
In2the Dark বলেছেন: হ ভাই ঠিকি। খাইয়া প্যাকেট পকেটে কইরা বাসায় নিয়া আইতে পারতো......
শেইম অন দেম
২৪ শে আগস্ট, ২০১৪ রাত ৮:৩৭
ঢাকাবাসী বলেছেন: হা হা হা মজা পেলুম। পাঠ ও মন্তব্যের জন্য অনেক অনেক ধন্যবাদ আপনাকে।
৭| ২৫ শে আগস্ট, ২০১৪ বিকাল ৪:৩৬
জাফরুল মবীন বলেছেন: নিন্দা জ্ঞাপন করছি।
২৫ শে আগস্ট, ২০১৪ রাত ৮:৩৫
ঢাকাবাসী বলেছেন: এদেশে আর কি করার আছে। ব্লগে আসার জন্য অনেক অনেক ধন্যবাদ।
৮| ২৫ শে আগস্ট, ২০১৪ রাত ৮:১৭
মামুন রশিদ বলেছেন: এই লেভেলের অফিসিয়ালদের কাছে পরিষ্কার পরিচ্ছন্নতা আর হাইজিন সেন্স আশা করাই যায় ।
২৫ শে আগস্ট, ২০১৪ রাত ৮:৩৭
ঢাকাবাসী বলেছেন: কিন্তু আশা করে লাভ নেই কারন আপনার আশার মুল্য দিতে এরা শেখেনি! ধন্যবাদ ভাই। ভাল থাকুন।
৯| ২৭ শে আগস্ট, ২০১৪ রাত ১২:১৫
ডি মুন বলেছেন: শুধু অফিসারই হয়েছে মানুষ হয় নি
২৭ শে আগস্ট, ২০১৪ সকাল ১০:৫১
ঢাকাবাসী বলেছেন: ঠিক বলেছেন। শুধু এরাই না বর্তমানে যা দেখছি তাতে মনে সারা দেশের সব শ্রেনীর অফিসারদের মান অতি নীচু হয়ে গেছে আর এরাই চালাচ্ছে সব।
১০| ২৭ শে আগস্ট, ২০১৪ বিকাল ৫:১৭
কান্ডারি অথর্ব বলেছেন:
২৭ শে আগস্ট, ২০১৪ রাত ৮:৫৯
ঢাকাবাসী বলেছেন: সাথে থাকার জন্য আন্তরিক ধন্যবাদ। ভাল থাকুন।
১১| ২৭ শে আগস্ট, ২০১৪ সন্ধ্যা ৭:২৩
একজন ঘূণপোকা বলেছেন:
২৭ শে আগস্ট, ২০১৪ রাত ৯:০০
ঢাকাবাসী বলেছেন: অনেক অনেক ধন্যবাদ। ভাল থাকবেন সর্বদা।
১২| ২৭ শে আগস্ট, ২০১৪ রাত ৯:০৩
খেয়া ঘাট বলেছেন: উনাদের রুচিকে সার্ফ এক্সেল দিয়ে আগে পরিস্কার করা উচিত ছিলো।
২৯ শে আগস্ট, ২০১৪ দুপুর ২:৫৪
ঢাকাবাসী বলেছেন: আপনি যদি বর্তমান পুরো শিক্ষা ব্যাবস্থা আর এর পরবর্তী ফল আর চিত্র দেখেন তাহলে দেখবেন ওটা একেবারে ধ্বংশ হবার পথে। দুতিনটা জিপিএ পাঁচ পাওয়া পত্রিকাতে সহাস্যে ছবি তোলা তরুণ পাঁচ লাইন ইংরেজী লিখতে পারেনা, রবিন্দ্রনাথ কোথায় বাস করতেন জানেনা, শেলী কীটস জিজ্ঞেস করলে বলে ...। কি বলছি, এরা বাংলাওতো জানেনা! রুচি খালি পরিবার থেকেই আসেনা, শিক্ষাজীবন থেকেও আসে। আর এরা শিখবে কি ওদের শিক্ষক মশাইওতো একই জিনিস! নকল করে পাশ করে ঘুষ দিয়ে বা কোন দলীয় পরিচয়ে শিক্ষক হলেন। অনেক বেশী বললুম নাকি? ধন্যবাদ। ভাল থাকুন।
১৩| ২৯ শে আগস্ট, ২০১৪ সন্ধ্যা ৬:৪৯
সুমন কর বলেছেন: অাসলে ব্যাপারটি এমন হয়, তাদেরকে প্যাকেট ধরিয়ে দেয়া হয় এবং তারা গ্রুপ করে, বাহিরে কোন এক জায়গায় গোল হয়ে কিংবা দল বেধেঁ খায়। কিন্তু উচ্ছিষ্টগুলো এলোমেলো করে ফেলে দেয়। অাবার এমনও হতে পারে, লাঞ্চের পর প্রোগ্রাম থাকে। তাই ওগুলো পরিষ্কার করার দায়িত্ব অায়োজকদের। তারা সেগুলো না করে, চলে গেছে।
অাপনি যা বলেছেন, তার সাথে অাংশিক সহমত।
৩০ শে আগস্ট, ২০১৪ সকাল ১১:৫৬
ঢাকাবাসী বলেছেন: লান্চের পর প্রােগ্রাম থাকুক আর যাই হোক, সারা স্টেডিযাম জুড়ে এরকম বিরিয়ানী আর প্যাকেট ছিটানো সভ্য মানুষের লক্ষন নয়। আয়োজক ছিল বা. ব্যাংক তাদের দক্ষতা সম্পর্কে কম বলাই ভাল, ওরা লজ্জাও পায়না। । পাঠের জন্য ধন্যবাদ।
১৪| ৩০ শে আগস্ট, ২০১৪ রাত ১:৪০
রেজওয়ানা আলী তনিমা বলেছেন: ওনারা তো আর বাইরে থেকে আসেননি। আমাদের মাঝে থেকেই আমাদেরই ভাইবোন, ছেলে মেয়ে। আমার যেমন উচ্ছৃঙ্খল জাতি আমাদের পা থেকে মাথা পর্যন্ত সব লেভেলেই সেই অবস্থা।
৩০ শে আগস্ট, ২০১৪ সকাল ১১:৫৮
ঢাকাবাসী বলেছেন: এক্কেবারে ঠিক বলেছেন। সারা জাতিটাই সভ্যতা শৃঙ্খলা হারিয়ে ফেলেছে। যেখানে তাকাবেন একই অবস্থা! ব্লগে আসার জন্য আন্তরিক ধন্যবাদ।
১৫| ৩০ শে আগস্ট, ২০১৪ সকাল ১০:২৯
জুন বলেছেন: বিশ্বকাপের সময় দেখেছিলাম জাপানী দর্শকরা খেলা শেষে তাদের গ্যালারীটা পর্যন্ত পরিস্কার করে এসেছিল । এমন মানুষ আমাদের দেশে কবে হবে।
গাড়ি চড়ে, কিন্ত গাড়ির ভেতর থেকে পানির বোতল চিপ্সের প্যকেট অনবরত ছুড়ে ফেলে রাস্তায়
৩০ শে আগস্ট, ২০১৪ দুপুর ১২:১৩
ঢাকাবাসী বলেছেন: জাপানীরা যা করেছিল তা করত বললে আমাদের দিশী বীরগন মারতে আসবে। গাড়ী চড়ে কিন্তু প্রাসঙ্গিক সভ্যতাটুকু বিন্দুমাত্র শেখেনি, তার উপরের অনেকেই শেখেনি! জাপান অস্ট্রেলিয়া বাদ দিলুম মায় কোলকাতাতেও মানুষ অনে--ক বেশী সভ্য। পাঠ ও মন্তব্যের জন্য অনেক অনেক ধন্যবাদ। ভাল থাকুন।
১৬| ৩০ শে আগস্ট, ২০১৪ রাত ১০:৪৫
প্রবাসী ভাবুক বলেছেন: লেখাপড়া শিখলেই শিক্ষিত হওয়া যায় না৷ মানসিক শিক্ষাটাও জরুরী৷ তেমনি স্যুটেড বুটেড হলেই ভদ্র হওয়া যায় না৷ কাজে কর্মেও উন্নত হতে হয়৷ যাতে তার কর্মে অন্যে কষ্ট না পায়!
৩১ শে আগস্ট, ২০১৪ দুপুর ১২:৫৪
ঢাকাবাসী বলেছেন: এদেশে এরা খালি জিপিএ ৫/৬ পায় মাগার শিখে অশ্বডিম্ব, অধিকাংশই। চাকরী পায় ফাঁস করা প্রশ্ন পড়ে, ফলাফল তো এই! আর অন্যের কষ্টের কথা এদেশের কোন পর্যায়েই ভাবা হয়না, এরা ভাববে কোন ছাড়! পড়ার জন্য ধন্যবাদ ভাই। ভাল থাকুন।
১৭| ০৭ ই সেপ্টেম্বর, ২০১৪ সন্ধ্যা ৭:৩৪
হানিফ রাশেদীন বলেছেন: ভালো লাগলো।
০৮ ই সেপ্টেম্বর, ২০১৪ দুপুর ১:২৯
ঢাকাবাসী বলেছেন: ধন্যবাদ।
১৮| ০৮ ই সেপ্টেম্বর, ২০১৪ রাত ১:৪৬
আরজু মুন জারিন বলেছেন: যেখানে সেখানে গার্বেজ নিক্ষেপ এ আমাদের জাতীয় বৈশিষ্ট্য
ময়লা, আবর্জনা,ফেলার দায়িত্ব কি আমাদের
। কাজের মানুষের
ভাল লাগল লেখা । ভাল থাকুন।
০৮ ই সেপ্টেম্বর, ২০১৪ দুপুর ১:৩০
ঢাকাবাসী বলেছেন: চমৎকার আন্তরিক সোজা মন্তব্যের জন্য অনেক অনেক ধন্যবাদ। ভাল থাকবেন।
১৯| ১১ ই সেপ্টেম্বর, ২০১৪ রাত ৮:২২
ঈপ্সিতা চৌধুরী বলেছেন: অফিসার হলেই কি তাদের কাছ থেকে যাবতীয় জ্ঞান আশা করা যায়? দেখতে হবে না আমরা কোন দেশে বাস করছি? তাই তো তারা এমনটা করতে পেরেছে!
১৯ শে সেপ্টেম্বর, ২০১৪ বিকাল ৩:৫৮
ঢাকাবাসী বলেছেন: ঠিকই বলেছেন। পুরো দেশটারই অবস্থা ভয়াবহ। যারা দেশ চালাচ্ছে তাদের অধিকাংশেরই মান জঘন্য রকমের নীচু। আপনাকে ধন্যবাদ।
২০| ১১ ই সেপ্টেম্বর, ২০১৪ রাত ৯:০৪
ইমরান আশফাক বলেছেন: আমরা এখনও ভদ্রভাবে খাবার খাওয়া শিখি নাই, খুব ছোটবেলা থেকে অথবা স্কুল থেকে পরিচ্ছন্নতা ও আদবের সাথে খাওয়ার পদ্বতি শিক্ষা দেয়া উচিৎ।
১৯ শে সেপ্টেম্বর, ২০১৪ বিকাল ৩:৫৮
ঢাকাবাসী বলেছেন: আপনার সাথে একমত। সাথে থাকার জন্য ধন্যবাদ।
২১| ১১ ই সেপ্টেম্বর, ২০১৪ রাত ৯:০৪
ইমরান আশফাক বলেছেন: আমরা এখনও ভদ্রভাবে খাবার খাওয়া শিখি নাই, খুব ছোটবেলা থেকে অথবা স্কুল থেকে পরিচ্ছন্নতা ও আদবের সাথে খাওয়ার পদ্বতি শিক্ষা দেয়া উচিৎ।
২২| ১৫ ই সেপ্টেম্বর, ২০১৪ বিকাল ৫:৪৩
দেশ প্রেমিক বাঙালী বলেছেন: অাংশিক সহমত।
১৯ শে সেপ্টেম্বর, ২০১৪ বিকাল ৩:৫৯
ঢাকাবাসী বলেছেন: ধন্যবাদ সাথে থাকার জন্য।
২৩| ২২ শে সেপ্টেম্বর, ২০১৪ রাত ৯:১২
ডি মুন বলেছেন: অনেকদিন হলো আপনার কোনো পোস্ট পাচ্ছি না
কেমন আছেন? খুব ব্যস্ত যাচ্ছে নাকি দিনকাল?
২৩ শে সেপ্টেম্বর, ২০১৪ দুপুর ২:৫৩
ঢাকাবাসী বলেছেন: মনে রাখার জন্য আন্তরিক ধন্যবাদ। না ভাই আমি দুনিয়ার একজন অন্যতম টোটালি বেকার মানুষ। তবে আজকাল পাঠক ভয়ানক রকমের কমে গেছে। যাও আছে তারা পড়ে ভাল মন্দ কিছু বলে না। রাজনীতি লেখাটা চলছে যা আমার পছন্দের বিষয় না। লিখতে তেমন ইচ্ছে করেনা। তবু আপনার মত কিছু সহৃদয় উৎসাহ দাতা আছে মনে করেই আবার লিখবো ভাবছি। আবারো ধন্যবাদ। ভাল থাকবেন।
২৪| ২৩ শে সেপ্টেম্বর, ২০১৪ বিকাল ৩:০৫
ডি মুন বলেছেন: আবারো লিখুন।
নিজের আনন্দের জন্য হলেও লিখুন। সেইসাথে আমরাও কিছুটা উপকৃত হই।
ভালো থাকবেন।
২৪ শে সেপ্টেম্বর, ২০১৪ রাত ৮:৪১
ঢাকাবাসী বলেছেন: আন্তরিক ধন্যবাদ আপনাকে। ভাল থাকুন।
২৫| ১৩ ই অক্টোবর, ২০১৪ দুপুর ১২:৪৩
মাথা ঠান্ডা বলেছেন: শিক্ষিত হলেই বা উচুঁ পদে চাকরী করলেই সচেহন হয়না ।
আমার অফিসের এসিসটেন্ট ডাইরেক্টর সাহেব ওযু করার পর বেসিনের কল বন্ধ না করে দেড় থেকে দুই মিনিট মাথার চুল ঠিক করেন তারপর কল বন্ধ করেন ।
ভালো লাগলো । মাঝে মাঝে সচেতনতামূলক লেখা আশা করি।
২৪ শে নভেম্বর, ২০১৪ দুপুর ১২:২০
ঢাকাবাসী বলেছেন: আপনার সচেনতার প্রসংসা করছি। আপনার অফিসের সাহেবের মতো সাহেব সারা দেশে বহু আছে। যাক, আপনাকে ধন্যবাদ।
২৬| ১৯ শে অক্টোবর, ২০১৪ রাত ৯:০৯
শরীফ মাহমুদ ভূঁইয়া বলেছেন: শেম অন মাঠ কর্তৃপক্ষকে, কারণ তাদেরই উচিত ছিল এ ব্যাপারটা নিশ্চিত করা, যাতে নোংরা না হয় পরিবেশ।
২৪ শে নভেম্বর, ২০১৪ দুপুর ১২:২৪
ঢাকাবাসী বলেছেন: আপনি ঠিক, তবে মাঠ কতৃপক্ষ ভুল করলেও আপনি শিক্ষিত হয়ে আপনার সঠিক কাজটুকু করলেই হতো, তাইনা? ধন্যবাদ।
২৭| ২৪ শে নভেম্বর, ২০১৪ দুপুর ১২:৩০
ভিটামিন সি বলেছেন: আয়োজকদের উচিত ছিল নির্দিষ্ট দুরত্বে ময়লা ফেলার ঝুড়ি বসানো এবং কয়েকটা কাগুজে লিফলেট প্রিন্ট করে টানিয়ে দেয়া বা টেবিলে দেয়া। যেমনঃ "যেখানে সেখানে ময়লা ফেলবেন না। ময়লার ঝুড়িতে ময়লা ফেলুন"। তাহলেই পরিস্কার থাকতো।
বাইরের দেশে এমন হলে অনুষ্ঠান পন্ড করে দিয়ে সবাইকে বড় অংকের জরিমানা গুনতে হতো। একবার আমাদের এক বাংলাদেশী শ্রমিক বাজার করে বাজারের লিস্টটা হাঁটার সময় হাত থেকে ফেলে দিয়েছিলো; সেখানেই উপস্থিত ছিলো সিভিল পোষাকে এক অফিসার। সাথে সাথেই ২০০ ডলার জরিমানা। পরে সেই জরিমানা পরিবেশ অধিদপ্তরের হেড অফিসে গিয়ে দিয়ে আসি। ঘটনাটা সিংগাপুরের।
২৪ শে নভেম্বর, ২০১৪ বিকাল ৪:৩২
ঢাকাবাসী বলেছেন: বাংলাদেশ ছাড়া সব দেশে মায় কোলকাতাতেও পরিবেশ সুন্দর রাখার জন্য প্রচেস্টা লক্ষ্যনীয়। এদেশে সবচেয়ে বড় পরিবেশ দূষনকারী আইন অমান্যকারী হলো সরকারী লোকেরা। এদেশে সিঙ্গাপুরের মত শৃঙ্খলা কোনদিন আসবেনা। গনতন্ত্র আছে না?
©somewhere in net ltd.
১|
২৪ শে আগস্ট, ২০১৪ দুপুর ২:৫১
হাসান মাহবুব বলেছেন: তীব্র ধিক্কার!