![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
দুনিয়ার বিভিন্ন জায়গার মজার কিছু তথ্যের কথা শুনুন:
১। টোকিওতে ৫০ মিনিটের রাস্তায় একটা বাইসাইকেল একটা মার্সিডিজের চাইতে দ্রুতগতিতে যেতে পারে!
২। প্রিন্স চার্লস ও প্রিন্স উইলিয়াম একই প্লেনে কখনো চড়েনা। দুর্ঘটনা ঘটলে তো সর্বনাশ!
৩। আপনার শরীর প্রতি সেকেন্ডে দেড় কোটি লোহিত রক্তকণা বানাচ্ছে আর ধ্বংশ করছে!
৪। সাধারণ তাসের প্যাকেট দেখেছেন নিশ্চই। সেখানে হরতনের সাহেব হলো একমাত্র সাহেব যার কোন গোঁফ নেই!
৫। লাস ভেগাসে জুয়ার ক্যাসিনোগুলোতে কোনো ঘড়ি থাকেনা। হারুন যতক্ষন খুশী!
৬। প্রতি আটজন নাগরিকের জন্য একটা করে স্লট মেশিন আছে, লাস ভেগাসে।
৭। মোনালীসার চোখের উপর কোনো ভুরু নেই!
৮। দৈনিক গড়ে কুড়িটা ব্যাংক ডাকাতি হয়, আর চুরি যায় গড়ে ২৫০০ ডলার!
৯। দুনিয়াতে সবচাইতে জনপ্রিয় সর্বাধিক ব্যাবহৃত ফার্স্ট নেম হল 'মোহাম্মদ' (দঃ)।
১০। প্রথম দিকে শুধু হাত আর মুখ মোছার জন্য টেবল ক্লথ দেয়া হত!
১১। যারা আইসল্যান্ড বেড়াতে যান তারা জেনে রাখুন সেখানে রেস্তোরাতে বেয়ারাকে বখশিশ দেয়াকে অপমানজনক মনে করা হয়!
১২। উনবিংশ শতাব্দী পর্যন্ত সাইবেরিয়াতে চায়ের শক্ত ব্লকই টাকা হিসেবে ব্যাবহার হতো।
১৩। শান্তিতে নোবেল বিজয়ীকে যে মেডেলটা দেয়া হয় তাতে তিনজন ন্যাংটো মানুষের ছবি থাকে যারা একে অন্যের কাঁধে হাত দিয়ে আছে!
১৪। কাচ ভাংলে টুকরোগুলো প্রতি ঘন্টায় ৩০০০ মাইল বেগে ছোটে!
১৫। একটা বোয়িং ৭৪৭ প্রায় ৫৭২৮৫ গ্যালন জ্বালানী তেল বহন করে।
১৬। আমেরিকার ফিলাডেলফিয়ার টাকশালে প্রতিদিন দুকোটি ষাটলাখ পেনি তৈরী হয়!
১৭। একটা ভাল বেহালাতে ৭০ টা আলাদা আলাদা কাঠের টুকরা থাকে!
১৮। কাঁচ পুরোপুরি বিনস্ট হতে ১০ লাখ বছর লাগে, সুতরাং এটাকে প্রায় অসীম সময় রিসাইকল করা যায়!
১৯। অধিকাংশ লিপস্টিকে মাছে আঁশ থাকে।
২০। একটা বর্গাকৃতির কাগজকে সর্বোচ্চ ৭ বার প্রতিবার আধাআধি করে ভাগ করা যাবে, এর বেশী কেউ পারেননি।
২১। এক দুই করে প্রতিদিন সারাদিন গুনলে আপনার এক ট্রিলিয়ন গুনতে ৩১৬৮৮ বছর লাগবে! শুরু করে দিন।
২২। সুর্য্যটা আমাদের পৃথিবীর চাইতে ৩৩০৩৩০ গুন বড়।
২৩। মৃত্যৃদন্ড দেয়ার ইলেকট্রিক চেয়ার আবিষ্কার করেছেন একজন ডেন্টিস্ট!
২৪। উইন্ডমিল সবসময় ঘড়ির কাটার উল্টোদিকে ঘোরে, আয়ারল্যান্ড বাদে।
২৫। দুনিয়াটার ওজন ৫৯৪০ বিলিয়ন বিলিয়ন টন।
সুত্র: http://www.strangefacts.com/
১৩ ই অক্টোবর, ২০১৪ রাত ১১:৪৯
ঢাকাবাসী বলেছেন: প্রথম প্লাসের জন্য অনেক অনেক ধন্যবাদ।
২| ১৩ ই অক্টোবর, ২০১৪ রাত ৯:৩৯
অপূর্ণ রায়হান বলেছেন: ভালো পোস্ট ভ্রাতা +++++
শুভেচ্ছা
১৩ ই অক্টোবর, ২০১৪ রাত ১১:৫০
ঢাকাবাসী বলেছেন: প্রসংসা পেয়ে ভাল লাগছে। ধন্যবাদ আর শুভেচ্ছা আপনাকে।
৩| ১৩ ই অক্টোবর, ২০১৪ রাত ১০:৫৬
কাল্পনিক_ভালোবাসা বলেছেন: ফাটাফাটি!!
১৩ ই অক্টোবর, ২০১৪ রাত ১১:৫১
ঢাকাবাসী বলেছেন: হ্যালো অনেকদিন দেখিনি মনে হয়। স্বাগতম আর শেষে আন্তরিক ধন্যবাদ।
৪| ১৩ ই অক্টোবর, ২০১৪ রাত ১১:৪০
সুমন কর বলেছেন: নাইস পোস্ট। পড়ে কিছুক্ষণ থো মেরে রইলাম
১৩ ই অক্টোবর, ২০১৪ রাত ১১:৫৫
ঢাকাবাসী বলেছেন: ওমা তাই নাকি? এরকম তথ্য আরো শ'খানেক আছে স্টকে, আসছে! আপাতত অবস্হা কাটিয়ে উঠুন আর আমার আন্তরিক ধন্যবাদ নিন।
৫| ১৩ ই অক্টোবর, ২০১৪ রাত ১১:৪৩
গিয়াস উদ্দিন লিটন বলেছেন: ভালো লাগলো ।
১৩ ই অক্টোবর, ২০১৪ রাত ১১:৫৫
ঢাকাবাসী বলেছেন: ধন্যবাদ আপনাকে, অনেক ধন্যবাদ।
৬| ১৪ ই অক্টোবর, ২০১৪ রাত ১২:০৯
এম এম করিম বলেছেন: একই সাথে আশ্চর্য হলাম এবং মজা পেলাম।
সুন্দর পোস্ট।
১৪ ই অক্টোবর, ২০১৪ বিকাল ৫:৪০
ঢাকাবাসী বলেছেন: আর তাতেই আমার লেখার সার্থকতা। পাঠ আর মন্তব্যের জন্য কৃতজ্ঞতা আর ধন্যবাদ।
৭| ১৪ ই অক্টোবর, ২০১৪ রাত ১২:২৭
কলমের কালি শেষ বলেছেন:
বিস্ময়ক
র সব তথ্য ।
১৪ ই অক্টোবর, ২০১৪ বিকাল ৫:৪২
ঢাকাবাসী বলেছেন: আসলেই তাই। আপনার পড়া আর কিছু বলার জন্য ধন্যবাদ। ভাল থাকুন।
৮| ১৪ ই অক্টোবর, ২০১৪ রাত ১২:৪৪
আবু শাকিল বলেছেন: মজার পুষ্ট
১৪ ই অক্টোবর, ২০১৪ বিকাল ৫:৪২
ঢাকাবাসী বলেছেন: আন্তরিক ধন্যবাদ আর শুভেচ্ছা।
৯| ১৪ ই অক্টোবর, ২০১৪ রাত ১:০১
*কুনোব্যাঙ* বলেছেন: মজার সব তথ্য +++++
১৪ ই অক্টোবর, ২০১৪ বিকাল ৫:৪৩
ঢাকাবাসী বলেছেন: হ্যালো, দর্শন পাইনি অনেক দিন! প্লাসের জন্য অনেক অনেক ধন্যবাদ ভাই। ভাল থাকুন।
১০| ১৪ ই অক্টোবর, ২০১৪ রাত ২:০৮
প্রবাসী পাঠক বলেছেন: অনেক কিছু জানা হল। ধন্যবাদ ঢাকাবাসী আপনাকে পোস্টটির জন্য।
পোস্টে সপ্তম ভালো লাগা।
১৪ ই অক্টোবর, ২০১৪ বিকাল ৫:৪৪
ঢাকাবাসী বলেছেন: আপনার ভাল লাগাতে আমিও ধন্য হলুম। আপনাকে আন্তরিক ধন্যবাদ।
১১| ১৪ ই অক্টোবর, ২০১৪ রাত ৩:২৮
ব্ল্যাক পাইরেট বলেছেন: ভাল লাগল মাঝরাতে পোস্টটি পড়ে, তবে এত কিছু থাকতে শান্তিতে নোবেলের গায়ে নেংটু ছাপ্পা কেনো !!!
১৪ ই অক্টোবর, ২০১৪ বিকাল ৫:৪৫
ঢাকাবাসী বলেছেন: যে ব্যাটা ডিজাইন করেছে তাকে খুঁজছি। টিল দেন, অনেক অনেক ধন্যবাদ। ভাল থাকুন।
১২| ১৪ ই অক্টোবর, ২০১৪ ভোর ৬:০২
জাফরুল মবীন বলেছেন: এসব তথ্য পড়তে,জানতে,ভাবতে ও অবাক হতে মজাই লাগে।ধন্যবাদ আপনাকে শেয়ার করার জন্য।
১৪ ই অক্টোবর, ২০১৪ বিকাল ৫:৪৬
ঢাকাবাসী বলেছেন: আপনার মজা পাওয়াতেই আমার আনন্দ আর লেখার সার্থকতা। আপনাকে অনেক অনেক ধন্যবাদ।
১৩| ১৪ ই অক্টোবর, ২০১৪ ভোর ৬:৪১
তৌফিক মাসুদ বলেছেন: ভাল লাগল লেখা, শুভকামনা জানবেন।
১৪ ই অক্টোবর, ২০১৪ বিকাল ৫:৪৭
ঢাকাবাসী বলেছেন: হ্যালো, আমার ব্লগে স্বাগতম। পড়ার জন্য অনেক অনেক ধন্যবাদ।
১৪| ১৪ ই অক্টোবর, ২০১৪ সকাল ৮:৩১
তুষার কাব্য বলেছেন: অনেক কিছু জানা হল।বিস্ময়কর সব তথ্য ।
১৪ ই অক্টোবর, ২০১৪ বিকাল ৫:৪৮
ঢাকাবাসী বলেছেন: জানাতে পেরে আমারও খুব ভাল লাগছে। আপনাকে অনেক ধন্যবাদ আর শুভেচ্ছা।
১৫| ১৪ ই অক্টোবর, ২০১৪ সকাল ৮:৪৯
কালো গুপ্তচর বলেছেন: অনেক সুন্দর পোষ্ট। সোজা প্রিয়তে।
১৪ ই অক্টোবর, ২০১৪ বিকাল ৫:৪৯
ঢাকাবাসী বলেছেন: স্বাগতম আমার ব্লগে। পাঠ ও প্রিয়তে নেয়ার জন্য আন্তরিক ধন্যবাদ। ভাল থাকুন।
১৬| ১৪ ই অক্টোবর, ২০১৪ সকাল ৯:৪৩
রাঘব বোয়াল বলেছেন: অবশ্যই সরাসরি প্রিয়তে
১৪ ই অক্টোবর, ২০১৪ বিকাল ৫:৫০
ঢাকাবাসী বলেছেন: আমার পরিশ্রমটা সার্থক হলো মনে হয়। প্রিয়তে নেয়ার জন্য আপনাকে আন্তরিক ধন্যবাদ। ভাল থাকুন, রাঘব বোয়াল।
১৭| ১৪ ই অক্টোবর, ২০১৪ সকাল ১০:০৩
আহসানের ব্লগ বলেছেন: ধন্যবাদ
১৪ ই অক্টোবর, ২০১৪ বিকাল ৫:৫০
ঢাকাবাসী বলেছেন: আপনাকেও আন্তরিক ধন্যবাদ। ভাল থাকবেন।
১৮| ১৪ ই অক্টোবর, ২০১৪ সকাল ১০:১২
সোহানী বলেছেন: ওয়াও....++++++
১৪ ই অক্টোবর, ২০১৪ বিকাল ৫:৫১
ঢাকাবাসী বলেছেন: আম্মো খুব খুশী হলুম। ধন্যবাদ আপনাকে, অনেক ধন্যবাদ।
১৯| ১৪ ই অক্টোবর, ২০১৪ সকাল ১০:১৮
শেরজা তপন বলেছেন: ভাল লাগল
১৪ ই অক্টোবর, ২০১৪ বিকাল ৫:৫২
ঢাকাবাসী বলেছেন: আমিও খুশী হলুম আর আপনাকে ধন্যবাদ।
২০| ১৪ ই অক্টোবর, ২০১৪ সকাল ১০:৪১
ইছামতির তী্রে বলেছেন: দারুণ লাগল। +++
১৪ ই অক্টোবর, ২০১৪ বিকাল ৫:৫২
ঢাকাবাসী বলেছেন: সত্যিই! পাঠ ও প্লাসের জন্য অনেক অনেক ধন্যবাদ।
২১| ১৪ ই অক্টোবর, ২০১৪ সকাল ১১:৩০
মৃদুল শ্রাবন বলেছেন: ভালো
১৪ ই অক্টোবর, ২০১৪ বিকাল ৫:৫৩
ঢাকাবাসী বলেছেন: ধন্যবাদ আপনাকে। ভাল থাকবেন।
২২| ১৪ ই অক্টোবর, ২০১৪ সকাল ১১:৩৮
স্পর্শের মধ্যে বলেছেন:
:!>
:-&
১৪ ই অক্টোবর, ২০১৪ বিকাল ৫:৫৬
ঢাকাবাসী বলেছেন: এর অর্থ কি জানা নেই আমার। তবে 'ভানু'র (প্রয়াত কৌতুকাভিনেতা) মতে অর্থ দিয়া কাম নাই শুইনা যান'। যাই হোক, অনেক অনেক ধন্যবাদ আপনাকে।
২৩| ১৪ ই অক্টোবর, ২০১৪ দুপুর ১:০১
স্বপ্নসমুদ্র বলেছেন: সুন্দর পোস্ট। বলতেই হবে। আমি জানতাম যে অস্ট্রিয়াতে টিপস দিলে অপমানিত হয়। আইসল্যান্ডের টা আজ দেখলাম।
১৪ ই অক্টোবর, ২০১৪ বিকাল ৫:৫৬
ঢাকাবাসী বলেছেন: আমিও জানতুম না! পাঠ ও মন্তব্যের জন্য কৃতজ্ঞতা আর ধন্যবাদ।
২৪| ১৪ ই অক্টোবর, ২০১৪ বিকাল ৩:৪৫
রোদেলা বলেছেন: ভালো লাগলো।
১৪ ই অক্টোবর, ২০১৪ বিকাল ৫:৫৭
ঢাকাবাসী বলেছেন: আপনাকে ভাল লাগাতে পেরে খুশী হলুম, আর আপনাকে অনেক অনেক ধন্যবাদ।
২৫| ১৪ ই অক্টোবর, ২০১৪ বিকাল ৩:৫৬
জনাব মাহাবুব বলেছেন: দারুণ লাগল
১৪ ই অক্টোবর, ২০১৪ বিকাল ৫:৫৮
ঢাকাবাসী বলেছেন: অনেক অনেক ধন্যবাদ ভাই। ভাল থাকবেন।
২৬| ১৪ ই অক্টোবর, ২০১৪ বিকাল ৫:৪৩
আমিনুর রহমান বলেছেন:
মেলা কিছু জানলাম। ধন্যবাদ ঢাকাবাসী !
১৪ ই অক্টোবর, ২০১৪ বিকাল ৫:৫৯
ঢাকাবাসী বলেছেন: জানাতে পেরে আমিও ধন্য হলুম। সাথে আপনাকে আন্তরিক ধন্যবাদ। ভাল থাকুন পরিবার সন্তানদের নিয়ে।
২৭| ১৪ ই অক্টোবর, ২০১৪ সন্ধ্যা ৬:৩৯
এম ই জাভেদ বলেছেন: ২৫ নাম্বারটা মাপছে কোন হালায় ?
১৩ এবং ১৯ নম্বরটা শুনে টাস্কিত
১৫ ই অক্টোবর, ২০১৪ রাত ৮:৪৪
ঢাকাবাসী বলেছেন: আমার ব্লগে অশ্লীল শব্দ ব্যাবহার না করলেই খুশী হতুম। পৃথিবীর ওজন মাপার অনেক রকম পদ্ধতি আছে, পড়লেই জানবেন। পড়ার জন্য ধন্যবাদ। ভাল থাকুন।
২৮| ১৪ ই অক্টোবর, ২০১৪ রাত ১০:০৮
ইমরুল_কায়েস বলেছেন: বেশ তো মজার
১৫ ই অক্টোবর, ২০১৪ রাত ৮:৩৩
ঢাকাবাসী বলেছেন: মজা পেলেন তাতেই আমি খুশী। ধন্যবাদ আপনাকে, পড়ার জন্য। ভাল থাকবেন।
২৯| ১৪ ই অক্টোবর, ২০১৪ রাত ১১:২৪
বিদ্রোহী সত্ত্বা বলেছেন: ধন্যবাদ !
১৫ ই অক্টোবর, ২০১৪ রাত ৮:৩৪
ঢাকাবাসী বলেছেন: আপনাকেও আন্তরিক ধন্যবাদ।
৩০| ১৪ ই অক্টোবর, ২০১৪ রাত ১১:২৯
বশর সিদ্দিকী বলেছেন: দারুন ফেসবুকে শেয়ার দিবো ভাবতেছি।
১৫ ই অক্টোবর, ২০১৪ রাত ৮:৩৬
ঢাকাবাসী বলেছেন: এনি টাইম, মনে রাখবেন এটা আমার রচনা নয়, সংকলিত। সুতরাং এখানে আমার কোনই ক্রেডিট নেই। ধন্যবাদ আপনাকে। ভাল থাকবেন।
৩১| ১৪ ই অক্টোবর, ২০১৪ রাত ১১:৪০
আমি তুমি আমরা বলেছেন: দারুণ
১৫ ই অক্টোবর, ২০১৪ রাত ৮:৩৭
ঢাকাবাসী বলেছেন: তাই! পড়ার জন্য অনেক ধন্যবাদ।
৩২| ১৪ ই অক্টোবর, ২০১৪ রাত ১১:৫৫
মদন বলেছেন: +++++++++++++++
১৫ ই অক্টোবর, ২০১৪ রাত ৮:৩৮
ঢাকাবাসী বলেছেন: অত্তোগুলো প্লাস! খুশী হলুম ভাই, আর অনেক অনেক ধন্যবাদ আর কৃতজ্ঞতা।
৩৩| ১৫ ই অক্টোবর, ২০১৪ রাত ১২:২৫
সাহাদাত উদরাজী বলেছেন: প্লাস। প্লাস। প্লাস।
১৫ ই অক্টোবর, ২০১৪ রাত ৮:৩৯
ঢাকাবাসী বলেছেন: ধন্যবাদ ধন্যবাদ আর ধন্যবাদ। ভাল থাকবেন।
৩৪| ১৫ ই অক্টোবর, ২০১৪ সকাল ১১:১৩
প্রকৌশলী মোঃ জুলফিকার আলী জুয়েল বলেছেন: দক্ষিন কোরিয়ায় ছেলেদের পায়ের পাতা দেখানো টাও অভদ্রতা আর অশালীনতার মধ্যে পরে যার ফলে অফিসের ভিতরেও তারা মোজা পড়ে স্যান্ডেল পরে থাকে অথচ মেয়েরা হাফ প্যান্ট ( কোনো কোনো ক্ষেত্রে হাফ এর চাইতেও ছোট) পড়ে
১৫ ই অক্টোবর, ২০১৪ রাত ৮:৪২
ঢাকাবাসী বলেছেন: দারুন ব্যাপার তো! জেনে ভাল লাগল। আপাতত দঃ কোরিয়া যাবার কোনই ইচ্ছে নেই। পাঠ ও তথ্য দেয়ার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ।
৩৫| ১৫ ই অক্টোবর, ২০১৪ রাত ১০:০৭
রাজীব বলেছেন: ১। টোকিওতে ৫০ মিনিটের রাস্তায় একটা বাইসাইকেল একটা মার্সিডিজের চাইতে দ্রুতগতিতে যেতে পারে!
আর ঢাকায়??
২ ঘন্টার রাস্তায় একটা বাইসাইকেল একটা বিএমডব্লিউর চাইতে দ্রুতগতিতে যেতে পারে!
১৭ ই অক্টোবর, ২০১৪ সকাল ১১:৩৩
ঢাকাবাসী বলেছেন: তা আর বলতে! তবে টোকিওর রাস্তায় আপনি সাইকেল চালাতে পারবেন, মরার চান্স কম, আর ঢাকার রাস্তায় শা জাহান খানের ড্রাইভাররা আপনাকে খুব কম সময়ের মধ্যেই পেছন থেকে ধাক্কা দিয়ে পরপারে পাঠিয়ে দিবে, কোন বিচার হবেনা,কারন ঐ ড্রাইভার গরু ছাগল চিনে মানুষ চেনার দরকার মনে করেনা। ধন্যবাদ আপনাকে।
৩৬| ১৬ ই অক্টোবর, ২০১৪ রাত ৯:১৫
খেলাঘর বলেছেন:
ইন্টারেস্টিং
১৭ ই অক্টোবর, ২০১৪ সকাল ১১:৩৪
ঢাকাবাসী বলেছেন: তাই! ধন্যবাদ আপনাকে।
৩৭| ১৬ ই অক্টোবর, ২০১৪ রাত ১০:০১
প্রবাসী ভাবুক বলেছেন: ঢাকাবাসী ভাইয়ের পোস্টগুলো সবসময়ই চমকপ্রদ তাই নতুন করে বলার কিছু নাই৷ তবে মৃত্যু ভয়ে চার্লস ও উইলিয়ামের একই বিমানে না চড়াটা আসলে কতটুকু যুক্তিযুক্ত বুঝতে পারলাম না৷ বাস, ট্রেন, এমনকি একই স্থানে অবস্থান করাটাও তো একই সময়ে মৃত্যুর কারণ হতে পারে! সর্বোপরি একই সময়ে মৃত্যু হওয়ার জন্য দুজন পৃথিবীর দুই প্রান্তে থাকলেও ঘটতে পারে৷
১৭ ই অক্টোবর, ২০১৪ সকাল ১১:৩৮
ঢাকাবাসী বলেছেন: দেখুন এটা ঠিক ওরকম ভাবে ভাবা উচিত হবেনা। গাড়ী বা ট্রেনে একসিডেন্ট হলে সবাই মরতে নাও পারে প্লেনে তো নির্ঘাৎ মৃত্যু, তাই হয়তো! আপনি অবশ্যই সঠিক। পাঠ ও গুরুত্বপুর্ণ মতামতের জন্য আন্তরিক ধন্যবাদ।
৩৮| ১৬ ই অক্টোবর, ২০১৪ রাত ১০:৫৮
মুহাম্মাদ মাহফুজুর রহমান শরীফ বলেছেন: নোবেল প্রাইজের অদ্ভুত বিষয়টা বুঝলাম না।
তারা কেন এমনটা করলো।
০৬ ই নভেম্বর, ২০১৪ সন্ধ্যা ৭:৩৯
ঢাকাবাসী বলেছেন: কেন করল সে বিষয়ে কোন তথ্য আমি খুঁজে পাইনি। যাহোক পাঠ আর মন্তব্যের জন্য আন্তরিক ধন্যবাদ।
৩৯| ২০ শে অক্টোবর, ২০১৪ ভোর ৪:০৮
রেজওয়ানা আলী তনিমা বলেছেন: ১৭ নং প্লাস
০৬ ই নভেম্বর, ২০১৪ সন্ধ্যা ৭:৪০
ঢাকাবাসী বলেছেন: পাঠ আর প্লাসের জন্য অনেক অনেক ধন্যবাদ।
৪০| ২১ শে অক্টোবর, ২০১৪ দুপুর ১২:৪০
মামুন রশিদ বলেছেন: হরতন সাহেবের গোঁফ নেই!! এদ্দিন তাইলে কি খেললাম
০৬ ই নভেম্বর, ২০১৪ সন্ধ্যা ৭:৪২
ঢাকাবাসী বলেছেন: গোঁফ ছাড়া রাজাকে নিয়ে খেলসেন ! হা হা হা আপনার জুয়া খেলা হারাম অয়া গেসে রে রে রে ! ধন্যবাদ।
৪১| ২৫ শে অক্টোবর, ২০১৪ দুপুর ১:০৭
জেরিফ বলেছেন: চমৎকার তথ্য ++ ++++++
০৬ ই নভেম্বর, ২০১৪ সন্ধ্যা ৭:৪৩
ঢাকাবাসী বলেছেন: পাঠ ও প্লাসের জন্য অনেক অনেক ধন্যবাদ।
৪২| ২৭ শে অক্টোবর, ২০১৪ দুপুর ১:৩৪
এস এম কায়েস বলেছেন: মজার তো......।
০৬ ই নভেম্বর, ২০১৪ সন্ধ্যা ৭:৪৪
ঢাকাবাসী বলেছেন: তাই বুঝি! ধন্যবাদ আপনাকে। ভাল থাকবেন।
৪৩| ০৬ ই নভেম্বর, ২০১৪ রাত ৮:৪৩
মামুন রশিদ বলেছেন: জুয়া খেলিনাই ভাইডি! অকশন ব্রিজ খেলেছি জীবনের একটা বড় সময়
০৮ ই নভেম্বর, ২০১৪ সকাল ১০:৩৫
ঢাকাবাসী বলেছেন: আরি কি আশ্চর্য্য আমি তো একটু মজাক করলুম। অবশ্য আমি প্রফেশনাল তাস খেলোয়ার ছিলুম, স্কুল থেকে ভার্সিটি-- চাকুরীজীবন-- অবসর। আবার ধন্যবাদ।
৪৪| ০৮ ই নভেম্বর, ২০১৪ সকাল ১০:৪১
আদম_ বলেছেন: বাহ মজা তো।
১০ ই নভেম্বর, ২০১৪ সন্ধ্যা ৬:১১
ঢাকাবাসী বলেছেন: মজা পেলেন জেনে ভাল লাগল। পাঠের জন্য অনেক অনেক ধন্যবাদ।
©somewhere in net ltd.
১|
১৩ ই অক্টোবর, ২০১৪ রাত ৯:২৭
হাসান মাহবুব বলেছেন: দারুণ! +++++