![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আসেন দুনিয়ার সেরা সুন্দর কিছু বাড়ীর ভিতরের ইনডোর সুইমিং পুল দেখি:
আলটিরা হোটেল, ম্যাকাও, চীন।
কুরশেভেল, ফ্রান্স।
গ্রান্ড হোটেল, ক্রনেনহফ, সুইজারল্যান্ড।
লাংগহাম, সিডনী, অস্ট্রেলিয়া।
মরক্কো।
রেঘিস লাসা রিসর্ট, লাসা, চীন।
রুমমেট গ্রেস, নিউইয়র্ক।
উরুমবাম্বা, পেরু।
উমীদ ভবন প্যালেস, যোধপুর, ভারত।
ধন্যবাদ।
১৭ ই অক্টোবর, ২০১৪ দুপুর ২:৫২
ঢাকাবাসী বলেছেন: জেনে ভাল লাগল। আন্তরিক ধন্যবাদ আপনাকে।
২| ১৭ ই অক্টোবর, ২০১৪ দুপুর ২:২৯
ঈপ্সিতা চৌধুরী বলেছেন: এতু সুন্দর কেনু? আমার বাপির ইছে ছিল- বাসার ছাদে সুইমিং পুল বানানোর কিন্তু পরে করা হয়নি!
১৭ ই অক্টোবর, ২০১৪ দুপুর ২:৫৪
ঢাকাবাসী বলেছেন: বাংলাদেশে বাসার ছাদে পুল বানালে ভালই নতুন কিছু হতো। তবে এদেশে আমি খুব এটা দেখিনি। পড়ার জন্য ধন্যবাদ। ভাল থাকুন।
৩| ১৭ ই অক্টোবর, ২০১৪ বিকাল ৪:০৪
খেলাঘর বলেছেন:
এগুলো সৌন্দয্যের চিহ্ন নয়, দখলের চিহ্ন।
১৭ ই অক্টোবর, ২০১৪ বিকাল ৫:০৮
ঢাকাবাসী বলেছেন: না বুঝেই ধন্যবাদ।
৪| ১৭ ই অক্টোবর, ২০১৪ সন্ধ্যা ৬:৩৮
জাফরুল মবীন বলেছেন: সত্যিই অনিন্দ্য সুন্দর!
১৮ ই অক্টোবর, ২০১৪ রাত ১২:১৫
ঢাকাবাসী বলেছেন: খুশি হলুম, ধন্যবাদ নিন।
৫| ১৭ ই অক্টোবর, ২০১৪ রাত ১০:১৬
এহসান সাবির বলেছেন: দারুন।
১৮ ই অক্টোবর, ২০১৪ রাত ১২:১৬
ঢাকাবাসী বলেছেন: তাই বুঝি! পড়ার জন্য ধন্যবাদ।
৬| ১৭ ই অক্টোবর, ২০১৪ রাত ১০:৪৫
তুষার কাব্য বলেছেন: সুন্দর! +++
১৮ ই অক্টোবর, ২০১৪ রাত ১২:১৭
ঢাকাবাসী বলেছেন: প্রসংসা আবার প্লাস! অনেক অনেক ধন্যবাদ। ভাল থাকুন।
৭| ১৭ ই অক্টোবর, ২০১৪ রাত ১০:৪৮
সুমন কর বলেছেন: ফ্রান্সেরটা বেশী সুন্দর!
১৮ ই অক্টোবর, ২০১৪ রাত ১২:১৯
ঢাকাবাসী বলেছেন: শা.., ফরাসী সব কিছুই সুন্দর। মের্সি। ধন্যবাদ।
৮| ১৭ ই অক্টোবর, ২০১৪ রাত ১১:০৯
আবু শাকিল বলেছেন:
দেশে কোন ইনডোর সুইমিং পুল নাই ??
ইন্ডিয়া য় আছে দেইক্কা হিংসা হইল।
হাঁসে পাড়ে মুরগী পাড়ে আমরা পারি না ক্যান ?
১৮ ই অক্টোবর, ২০১৪ রাত ১২:২৫
ঢাকাবাসী বলেছেন: বছর খানেকের মধ্যে যদি ভারত না গিয়ে থাকেন তাহলে বোঝানো যাবেনা ওরা কতখানি উন্নত, স---ব দিক দিয়ে! তাই হাঁসে মুরগীতে যা পাড়ে আমরা তাই পাড়ি, ডিম্ব! ধন্যবাদ। ভাল থাকবেন।
৯| ১৮ ই অক্টোবর, ২০১৪ রাত ১২:৩৬
বোকা মানুষ বলতে চায় বলেছেন: প্রতিটি সুইমিং পুলই সুন্দর। তবে প্রতিটির দু'তিন লাইনে একটু বিবরণ বা স্বাতন্ত্র বৈশিষ্ট্য জুড়ে দিলে খুব চমৎকার হতো। আর হ্যাঁ, পাদটীকা হিসেবে ইনফো এন্ড পিকচার সোর্স অবশ্যই। একটু সমালোচনামূলক কমেন্ট হয়ে গেল, আন্তরিকভাবে দুঃখিত।
(আমার মতে কিন্তু গঠনমূলক কমেন্ট )
০৫ ই নভেম্বর, ২০১৪ বিকাল ৩:১০
ঢাকাবাসী বলেছেন: বড্ড আলসে লোক আমি, কোনমতে ছবিগুলো সেটে দিয়েই পার হতে চেয়েছিলুম, মাগার আপনার মত শুভাকাঙ্খীদের-- সুহৃদদের কারনে সেটা হয়ে উঠছেনা! পরের বার দেব। আর এগুলোতে কপিরাইট ছিলনা, নেটে ঘোরাঘুরি করলেই পাওয়া যায় তাই সোর্স দিইনি। আমার সব পোস্টেই দিই অবশ্য, এটাতে কেন দিরুমনা মনে নেই। ধন্যবাদ ভাই সুন্দর রেকটিফাইং কথাগুলোর জন্য। ধন্যবাদ, ভাল থাকবেন।
১০| ১৮ ই অক্টোবর, ২০১৪ সকাল ১১:৩৮
মাঈনউদ্দিন মইনুল বলেছেন:
বিশাল ব্যাপার....
নিজ বাড়িতে একটি সুইমিং পুল আধুনিক মানুষের স্বপ্নের বিষয়.....
০৫ ই নভেম্বর, ২০১৪ বিকাল ৩:১২
ঢাকাবাসী বলেছেন: আমাগো মত ছাপোষা লোকদের জন্য অবশ্য স্বপ্নের বিষয়ই বটে! ছবি দেখে আনন্দ পেলেই হলো! ধন্যবাদ আপনাকে।
১১| ১৮ ই অক্টোবর, ২০১৪ সকাল ১১:৫০
অপূর্ণ রায়হান বলেছেন: আহা মনে বড় সাধ জাগে :#> :#> :#> :#>
ভালো থাকবেন ভ্রাতা
০৫ ই নভেম্বর, ২০১৪ বিকাল ৩:১৩
ঢাকাবাসী বলেছেন: হ্যালো, বড় ভাল লাগল কথাগুলো। পাঠ ও মন্তব্যের জন্য আন্তরিক ধন্যবাদ।
১২| ১৮ ই অক্টোবর, ২০১৪ দুপুর ২:৪২
হাসান মাহবুব বলেছেন: বাহ বাহ!
০৫ ই নভেম্বর, ২০১৪ বিকাল ৩:১৪
ঢাকাবাসী বলেছেন: অনেক অনেক ধন্যবাদ।
১৩| ১৮ ই অক্টোবর, ২০১৪ বিকাল ৪:২১
আমিনুর রহমান বলেছেন:
১। নক্ষত্র বাড়ী
২। গ্রান্ড সুলতান রিসোর্ট
৩। রোজ ভিউ হোটেল, সিলেট
০৫ ই নভেম্বর, ২০১৪ বিকাল ৩:১৫
ঢাকাবাসী বলেছেন: চমৎকার ছবিগুলোর জন্য অনেক অনেক ধন্যবাদ।
১৪| ১৮ ই অক্টোবর, ২০১৪ বিকাল ৫:২৪
আমিনুর রহমান বলেছেন:
বাংলাদেশের সুইমিং পুলগুলো নিয়ে একটা পোষ্ট দিয়েন। আর ভুলে আমি আউডোর পুলের ছবি দিয়ে দিয়েছি
০৫ ই নভেম্বর, ২০১৪ বিকাল ৩:১৮
ঢাকাবাসী বলেছেন: পোষ্ট দেয়ার জন্য বাংলাদেশে ইনডোর সুইমিং পুল নেই বললেই চলে। ধন্যবাদ।
১৫| ১৮ ই অক্টোবর, ২০১৪ সন্ধ্যা ৬:০১
খেলাঘর বলেছেন:
বিশ্বের অর্থনীতির সাথে এ ধরণের বিলাশিতার মিল নেই।
০৫ ই নভেম্বর, ২০১৪ বিকাল ৩:২০
ঢাকাবাসী বলেছেন: খাইসে! ছবি দেখুন আনন্দ পান। বিশ্বের অর্থনীতি নিয়ে আমরা নাই ভাবলুম, কি বলেন? পড়ার জন্য আর সিরিয়াস মন্তব্য করার জন্য অনেক অনেক ধন্যবাদ।
১৬| ১৮ ই অক্টোবর, ২০১৪ সন্ধ্যা ৬:৫৬
ইমতিয়াজ ১৩ বলেছেন: রেঘিস লাসা রিসর্ট, লাসা, চীন এর টা ভাল লেগেছে। গোল্ডেন পানি ,
পোষ্টে পিলাচ
০৫ ই নভেম্বর, ২০১৪ বিকাল ৩:২১
ঢাকাবাসী বলেছেন: কম্যুনিস্ট তো তাই মনে হয়..। ধন্যবাদ ভাই ভাল থাকুন।
১৭| ১৮ ই অক্টোবর, ২০১৪ রাত ১০:৩৫
খাটাস বলেছেন: ওরে সুন্দর রে। ভাল লাগা ঢাকাবাসী ভাই।
০৫ ই নভেম্বর, ২০১৪ বিকাল ৩:২২
ঢাকাবাসী বলেছেন: আপনার ভাল লাগাতে আমার আনন্দ। ধন্যবাদ ভাই ভাল থাকবেন।
১৮| ১৯ শে অক্টোবর, ২০১৪ রাত ১:৪১
টাবলীগহেপী বলেছেন: ঢাকাবাসী ভাই,
আপনার ছবিগুলো আমার তুলনাহীন ভালো লেগেছে।
০৫ ই নভেম্বর, ২০১৪ বিকাল ৩:২৩
ঢাকাবাসী বলেছেন: হে হে কি যে বলেন! তবে আপনাকে অনেক অনেক ধন্যবাদ।
১৯| ১৯ শে অক্টোবর, ২০১৪ রাত ২:১৬
কলমের কালি শেষ বলেছেন: চমৎকার সব সুইমিংপুল । তবে আমাগো গ্রাম্য পুকুরের মত সুইমিংপুল আর হয় না ।
০৫ ই নভেম্বর, ২০১৪ বিকাল ৩:২৩
ঢাকাবাসী বলেছেন: তা যা বলেছেন। আন্তরিক ধন্যবাদ।
২০| ১৯ শে অক্টোবর, ২০১৪ রাত ২:২৭
দেওয়ান কামরুল হাসান রথি বলেছেন:
এটাতে গোসল করতে চাই ঢাকাবাসী ভাই। ব্যাবস্থা করে দেন।
০৬ ই নভেম্বর, ২০১৪ সন্ধ্যা ৭:২৫
ঢাকাবাসী বলেছেন: ভাই আমি ইনডোর সুইমিং পুলের কারবারী এই দুনিয়ার সর্বোচ্চ আউটডোর সুইমিং পুলটার ব্যাপারে আমি লাচার। তবে সিংগাপুর গিয়ে হোটেল মেরিনা বে স্যান্ডস এ মাত্র প্রতি রাতে হাজার পাচেক টাকা দিলেই এটাকে চান করে আসতে পারেন। কুনু ব্যাপারই না! অংশ নেয়ার জন্য অনেক অনেক ধন্যবাদ।
২১| ১৯ শে অক্টোবর, ২০১৪ রাত ২:৩২
প্রবাসী পাঠক বলেছেন: চমৎকার।
০৬ ই নভেম্বর, ২০১৪ সন্ধ্যা ৭:২৬
ঢাকাবাসী বলেছেন: ম্যালা দিন দেশে ছিলুমনা তাই উত্তর দিতে দেরী হলো। সাথে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ।
২২| ১৯ শে অক্টোবর, ২০১৪ রাত ১০:১২
মামুন রশিদ বলেছেন: সুইমিং পুল দেখে ঝাপ দিতে ইচ্ছে করছে ।
০৬ ই নভেম্বর, ২০১৪ সন্ধ্যা ৭:২৭
ঢাকাবাসী বলেছেন: সটান চলে যান প্যারিস বা যোধপুর আর ঝাপ দিন, ভালই লাগবে! পাঠ ও মন্তব্যের জন্য আন্তরিক ধন্যবাদ।
২৩| ১৯ শে অক্টোবর, ২০১৪ রাত ১১:৩৫
ডি মুন বলেছেন: বাহ, পোস্টে কমেন্টে সুইমিং পুলের ছড়াছড়ি। চমৎকার।
সুন্দর পোস্টের জন্য ধন্যবাদ
০৬ ই নভেম্বর, ২০১৪ সন্ধ্যা ৭:২৮
ঢাকাবাসী বলেছেন: ভাল লাগল আপনার মন্তব্য। আর সেজন্য রইলো আন্তরিক ধন্যবাদ। ভাল থাকুন আর জন্মদিনের শুভেচ্ছা আগেই দিয়েছি।
২৪| ১৯ শে অক্টোবর, ২০১৪ রাত ১১:৫৩
প্রবাসী ভাবুক বলেছেন: এগুলো দেখে তো ঈর্ষা হয়! আমার কেন নাই এমন একটা। অবশ্য এগুলো নিজের বাড়িতে থাকলেও একই জিনিস একটানা কয়েকদিন পর একঘেয়েমিতে পেয়ে বসতে পারে। এরচেয়ে বিভিন্ন দিন বিভিন্ন পুকুরে গিয়ে লুঙ্গি পরে গোসল করা আর সাতার কাটার মজাটাই আলাদা। যদিও সেই ভাগ্যও অনেক বছর যাবত নাই। সুন্দর তথ্যের জন্য ধন্যবাদ।
০৬ ই নভেম্বর, ২০১৪ সন্ধ্যা ৭:৩০
ঢাকাবাসী বলেছেন: চমৎকার কথা বলেছেন। এসব পুলে সাতার কাটার হ্যাপা অনেক। বৈচিত্রের জন্য মাঝে মাঝে ভাল লাগে অনন্ত কালের জন্য নয়। জ্ঞানগর্ভ মন্তব্যের জন্য ধন্যবাদ। ভাল থাকুন।
২৫| ২৫ শে অক্টোবর, ২০১৪ সন্ধ্যা ৬:৩৩
অন্ধবিন্দু বলেছেন:
ঢাকাবাসী,
সুইমিং পুলে মানুষ দেখছি না ! ব্যাপারটা কি ! হাহ হাহ হা।
সুন্দরের জয় হোক ...
০৬ ই নভেম্বর, ২০১৪ সন্ধ্যা ৭:৩২
ঢাকাবাসী বলেছেন: দারুন ব্যাপার ধরেছেন তো! মনে হয় পোস্টারে দেয়ার জন্য এগুলো বিশেষ ভাবে ছবি তোলা। পাশে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ। ভাল থাকুন।
২৬| ২৬ শে অক্টোবর, ২০১৪ বিকাল ৫:৩৭
বিদ্রোহী ভৃগু বলেছেন: সাতার কাটতে মুঞ্চায়.............
আহা কি সুন্দর....
কি চমতেকার! ....................
০৬ ই নভেম্বর, ২০১৪ সন্ধ্যা ৭:৩২
ঢাকাবাসী বলেছেন: আপনার নিকের ছবিটা চিনতে পারিনি। সুন্দর মন্তব্যের জন্য ধন্যবাদ।
২৭| ০২ রা নভেম্বর, ২০১৪ দুপুর ১২:১৯
দীপান্বিতা বলেছেন: সুন্দর ...
০৬ ই নভেম্বর, ২০১৪ সন্ধ্যা ৭:৩৩
ঢাকাবাসী বলেছেন: হ্যালো, মন্ব্যের জন্য আন্তরিক ধন্যবাদ আর কৃতজ্ঞতা।
২৮| ০৪ ঠা নভেম্বর, ২০১৪ বিকাল ৪:৫৮
মাহমুদ০০৭ বলেছেন: এত সুন্দর ,মন চায় অহনই নাইমা যাই ।
প্রিয়তে ।
ভাল থাকবেন ভাই ।
০৬ ই নভেম্বর, ২০১৪ সন্ধ্যা ৭:৩৫
ঢাকাবাসী বলেছেন: সুন্দর মন্তব্য আর প্রিয়তে নেয়ার জন্য অনেক অনেক ধন্যবাদ আপনাকে। ভাল থাকবেন।
২৯| ০৫ ই নভেম্বর, ২০১৪ বিকাল ৩:৩১
সোহানী বলেছেন:
আগে দেশীগুলাতে ডুইবা লই দেন ফরিনগুলা..........
০৬ ই নভেম্বর, ২০১৪ সন্ধ্যা ৭:৩৬
ঢাকাবাসী বলেছেন: আমি কইলাম ইনডোরগুলার কথা কইতাসিলাম, আপনে আউটডোরে গেলে ককেমনে অইবো? পাঠ আর চমৎকার মন্তব্যের জন্য আন্তরিক ধন্যবাদ।
©somewhere in net ltd.
১|
১৭ ই অক্টোবর, ২০১৪ দুপুর ১:৫২
megher_kannaa বলেছেন: নয়ন জুরায়ে গেলো