![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আচ্ছা ডব্লিউএমবিসি প্রতিযোগীতার নাম শুনেছন? জনাব প্রতি দুবছরে একবার হওয়া দুনিয়ার বড় বড় শহরে দুনিয়াতে সবচাইতে সুন্দর দাড়ি গোঁফের প্রতিযোগীতাের নাম 'ওয়ার্লড মুশটাচ এন্ড বিয়ার্ড চ্যাম্পিয়নশিপ'। তা আসুন ঐ প্রতিযোগীতা আর চ্যাম্পিয়নদের কিছু ছবি দেখি: এটা অষ্ট্রিয়াতে হয়েছিল।
উইলি সাহেব (৬৫) জার্মান, ১ম স্হান
সিগপ্রীড জেসিয়ার্ণী (৫৬) জার্মান- ২য়
গ্রে প্লাংকেট (৫০) আমেরিকান- ৩য়
ই সি সেডম্যান- রাশ্যান
আস্দ্রে ক্রেইগ (৪৬) বৃটেন।
জার্মান
জেমস উড- বৃটেন।
ডিউক ওয়াকার- ফ্রান্স।
উডো ফ্রিজৎসি- জার্মান।
রানদীপ সিং- বৃটেন।
এবার প্রতিযোগীতার পরবর্তী অনুষ্ঠানের কিছু ছবি দেখুন।
সুত্র: http://www.worldbeardchampionships.com/2014-2/
০৭ ই নভেম্বর, ২০১৪ রাত ১১:৩২
ঢাকাবাসী বলেছেন: ঠিক ধরেছেন, সর্বত্রই জার্মানরা! ধন্যবাদ হাসান মাহবুব।
২| ০৭ ই নভেম্বর, ২০১৪ রাত ১০:১৪
অন্ধবিন্দু বলেছেন:
প্রতিযোগীতায় অংশগ্রহন করতে পারলে মন্দ হইতো না। তবে কাজটা বড্ডরকম কঠিন অবশ্যই। ধন্যবাদ, ঢাকাবাসী।
০৭ ই নভেম্বর, ২০১৪ রাত ১১:৩৪
ঢাকাবাসী বলেছেন: কাজট ঠিক সহজ নয়। তবে ট্রাই করতে পারতেন। হ্যাঁ সামনে ২০১৫ এ আমেরিকাতে হবে, চলে যান না। আর আন্তরিক ধন্যবাদ।
৩| ০৭ ই নভেম্বর, ২০১৪ রাত ১০:২৬
এম এম করিম বলেছেন: দাঁড়ির বাহার দেখে চমৎকৃত হলাম। আফসোস দাঁড়ি নাই...।
০৭ ই নভেম্বর, ২০১৪ রাত ১১:৩৬
ঢাকাবাসী বলেছেন: এই যাহ্ আমারও তো দাড়ি নেই! যাক বাঁচলুম। ধন্যবাদ আপনাকে।
৪| ০৭ ই নভেম্বর, ২০১৪ রাত ১১:০৯
অপূর্ণ রায়হান বলেছেন: হাহাহাহা মজার প্রতিযোগিতা । মজার পোস্ট ।
ভালো থাকবেন ভ্রাতা
০৭ ই নভেম্বর, ২০১৪ রাত ১১:৩৮
ঢাকাবাসী বলেছেন: মজা দেয়ার চেষ্টা করা আর মজা পাওয়ার জন্যই এ অধম এখানে ব্লগিং করি। মজা পেলে শ্রমটা সার্থক হয়, এই আর কি। আপনাকে অনেক অনেক ধন্যবাদ, কষ্ট করে পড়ার জন্য।
৫| ০৮ ই নভেম্বর, ২০১৪ রাত ১:৩১
প্রবাসী পাঠক বলেছেন: আমার কাছে তো প্রথম এর চেয়ে দ্বিতীয় টা বেশি ভালো লাগছে।
০৮ ই নভেম্বর, ২০১৪ সকাল ১০:২২
ঢাকাবাসী বলেছেন: আপনি ঠিক ধরেছেন, তবে ওদের মনে হয় আরো কিছু ক্রাইটেরিয়া আছে। পাঠ আর গুরুত্বপুর্ণ মন্তব্যের জন্য অনেক অনেক ধন্যবাদ। ভাল থাকবেন।
৬| ০৮ ই নভেম্বর, ২০১৪ রাত ২:০৫
সকাল হাসান বলেছেন: জার্মানরা মনে হয় খুব দাড়ি প্রিয়!
০৮ ই নভেম্বর, ২০১৪ সকাল ১০:২৬
ঢাকাবাসী বলেছেন: লেখক বলেছেন: সেই কার্ল মার্ক্স এর কথা মনে আছে? ওদের দাড়ি তো তখন থকেই দেখছি। ধন্যবাদ।
৭| ০৮ ই নভেম্বর, ২০১৪ সকাল ১১:০৪
সুমন কর বলেছেন: হাসান ভাই, আমার মন্তব্যটি করে দিয়েছেন।
জার্মানদের জয় জয়কার!
গুড শেয়ার।
০৯ ই নভেম্বর, ২০১৪ রাত ৯:১৩
ঢাকাবাসী বলেছেন: আসলেই তাই। ধন্যবাদ ভাই।
৮| ০৮ ই নভেম্বর, ২০১৪ সকাল ১১:৩২
মামুন রশিদ বলেছেন: গোঁফ দিয়ে যায় চেনা..
০৯ ই নভেম্বর, ২০১৪ রাত ৯:১৪
ঢাকাবাসী বলেছেন: হ্যাঁ, অবশ্য আজকাল গোঁফের পরিধি দাড়ি সহ হয়ে গেছে। ধন্যবাদ সাথে থাকার জন্য।
৯| ০৮ ই নভেম্বর, ২০১৪ সকাল ১১:৩২
জুন বলেছেন: আমি যাদের পছন্দ করলাম তারাই দেখি সব পোডিয়াম এর উপর
০৯ ই নভেম্বর, ২০১৪ রাত ৯:১৬
ঢাকাবাসী বলেছেন: হা হা হা কি আর করা। পাঠ ও মন্তব্যের জন্য আন্তরিক ধন্যবাদ আপনাকে।
১০| ০৮ ই নভেম্বর, ২০১৪ সকাল ১১:৫৭
কলমের কালি শেষ বলেছেন: অদ্ভুত সব কান্ডকীর্তি !! ++
০৯ ই নভেম্বর, ২০১৪ রাত ৯:১৭
ঢাকাবাসী বলেছেন: আর বলবেন না, বুড়োদের কারবার! তবে আপনাকে ধন্যবাদ। ভাল থাকবেন।
১১| ০৮ ই নভেম্বর, ২০১৪ দুপুর ১২:২৭
স্বপ্নবাজ অভি বলেছেন:
০৯ ই নভেম্বর, ২০১৪ রাত ৯:১৭
ঢাকাবাসী বলেছেন: ধন্যবাদ ভাই।
১২| ০৮ ই নভেম্বর, ২০১৪ বিকাল ৩:৪০
ডি মুন বলেছেন:
হা হা হা, দাঁড়ি গোফের বাহার দেখ !!!!
এর ও যে প্রতিযোগিতার ব্যবস্থা আছে জানা ছিলো না।
অনেক ধন্যবাদ আপনাকে
০৯ ই নভেম্বর, ২০১৪ রাত ৯:২০
ঢাকাবাসী বলেছেন: আর বলবেন না, প্রতি দু বছরে একবার করবে আর প্রচুর আনন্দ করবে। আমরা বড্ড দুঃখী জাতি, ওসব চিনিনা। ধন্যবাদ ডি মুন।
১৩| ০৮ ই নভেম্বর, ২০১৪ বিকাল ৩:৪২
লেখোয়াড় বলেছেন:
হে হে হে গেহ ছেহ...................
দ্যাহেন দিন ভাই কল্লেন কি!!
০৯ ই নভেম্বর, ২০১৪ রাত ৯:১৮
ঢাকাবাসী বলেছেন: মাপ টাপ কইরা দিয়েন আর কি। শ্যাষে ধইন্যবাদ।
১৪| ০৮ ই নভেম্বর, ২০১৪ বিকাল ৩:৫৪
বঙ্গভূমির রঙ্গমেলায় বলেছেন: এখানে জার্মানি!!
০৯ ই নভেম্বর, ২০১৪ রাত ৯:২২
ঢাকাবাসী বলেছেন: এরা কোথায় নেই! তবে শব্দ করেনা আর ফালতু কাজ করেনা, আনন্দ করে। ধন্যবাদ ভাই। ভাল থাকুন।
১৫| ০৮ ই নভেম্বর, ২০১৪ রাত ৮:১৩
সপ্নডানা বলেছেন: http://tech-tips99.blogspot.com/' target='_blank' >ধন্যবাদ, ভাল লাগল (Y)
http://tech-tips99.blogspot.com/
০৯ ই নভেম্বর, ২০১৪ রাত ৯:২৩
ঢাকাবাসী বলেছেন: আপনাকে অনেক অনেক ধন্যবাদ।
১৬| ০৯ ই নভেম্বর, ২০১৪ বিকাল ৩:৪৫
ইমতিয়াজ ১৩ বলেছেন: দাড়ী নিয়ে টোটাল ফটো ব্লগ। খুব ভাল লাগলো।
রানদীপ সিং- বৃটেন কে লাদেন মনে হয়েছিল মাথায় পাগড়ীর কারনে।
০৯ ই নভেম্বর, ২০১৪ রাত ৯:২৪
ঢাকাবাসী বলেছেন: পাঠ ও মন্তব্যের জন্য আপনাকেও অনেক অনেক ধন্যবাদ। রানদীপ শুনলে মামলা করতে পারে!
১৭| ০৯ ই নভেম্বর, ২০১৪ রাত ৯:২২
ডি মুন বলেছেন: ঠিকই বলেছেন। আমরা আনন্দ না করে শুধু ক্যাচাল আর মারামারি করি !!!
আমরা অতিশয় দুষ্ট (বদ অর্থে) প্রকৃতির জাতি
০৯ ই নভেম্বর, ২০১৪ রাত ৯:২৭
ঢাকাবাসী বলেছেন: আমাদের এই জাতির জন্য আমার কাছে অনেক বড় বড় বিশেষন আছে, লেখা গেলনা কারণ অতি মাত্রায় দেশপ্রেমিকদের পিটুনি খাবার চান্স আছে। আবারো ধন্যবাদ। ভাল থাকুন।
১৮| ১০ ই নভেম্বর, ২০১৪ ভোর ৪:৩৭
আরজু মুন জারিন বলেছেন: গোঁফ দাড়ীর ওয়ার্লড চ্যাম্পিয়নশিপ প্রতিযোগীতা
লোল।আহারে ছেলেদের কি সুন্দর প্রতিযোগিতার আয়োজন।মেয়েদের কোন প্রতিযোগিতা নাই চুল ছোট,বড়,কোকড়া,সোজা,..
বিনোদন পেলাম আপনার পোষ্টটিতে।অনেক ধন্যবাদ ঢাকা ভাই।ভাল থাকুন।
১১ ই নভেম্বর, ২০১৪ সকাল ১১:১৬
ঢাকাবাসী বলেছেন: মেয়েদের তো ম্যালা রকম প্রতিযোগীতা। যেমন বিশ্ব সুন্দরী, সবচাইতে সুন্দর পা, সুন্দর চুল, সুন্দর ..... ইত্যাদি অনেক গুলো। আপনার বিনোদনে আমার ভালো লাগা, ধন্যবাদ আর কৃতজ্ঞতা।
১৯| ১০ ই নভেম্বর, ২০১৪ বিকাল ৪:২৬
রেজওয়ানা আলী তনিমা বলেছেন: বাপরে একেই বুঝি বলে গোপে তা দেওয়া !?
১১ ই নভেম্বর, ২০১৪ সকাল ১১:১৭
ঢাকাবাসী বলেছেন: হে হে হে তা দিয়ে দিয়েই তো প্রাইজ নিয়ে গেলো! ধন্যবাদ অনেক ধন্যবাদ আপনাকে। ভাল থাকবেন।
২০| ১০ ই নভেম্বর, ২০১৪ রাত ৯:৫৫
জাফরুল মবীন বলেছেন: চমৎকার অায়োজন
ওয়ার্লড মুশটাচ এন্ড বিয়ার্ড চ্যাম্পিয়নশিপ' -এই প্রথম এরকম প্রতিযোগীতার কথা শুনলাম!
অনেক ধন্যবাদ মজার পোস্টটি শেয়ার করার জন্য।
১১ ই নভেম্বর, ২০১৪ সকাল ১১:১৮
ঢাকাবাসী বলেছেন: সুন্দর ঠ্যাং, সুন্দর চুল এসবও আছে, পরে আনছি। আপাতত আপনাকে ধন্যবাদ।
২১| ১০ ই নভেম্বর, ২০১৪ রাত ১১:৪৪
মাঈনউদ্দিন মইনুল বলেছেন:
গোঁফে তা’ দিয়ে যারা বেড়ায়, তারা তো পুরস্কার জিতবেই...
আমাদের এমএজি ওসমানীর কথা মনে পড়লো....
তখন প্রতিযোগিতা হলে একটা অবস্থান আমরা পেতাম হয়তো!
১১ ই নভেম্বর, ২০১৪ সকাল ১১:২০
ঢাকাবাসী বলেছেন: পুরষ্কারের চাইতে বিনোদনটাই মনে হয় মুখ্য, কি বলেন? ওসমানী সাহেবের গোঁফ সুন্দর ছিলো তবে তিনি ওখানে যেতেন বলে মনে হয় না। আর ওখানে প্রক্সি চলেনা। ধন্যবাদ।
©somewhere in net ltd.
১|
০৭ ই নভেম্বর, ২০১৪ রাত ১০:১২
হাসান মাহবুব বলেছেন: জার্মানদের জয় জয়কার!