![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
নীচে কিছু খেলোয়ারদের এবছরের জুন পর্যন্ত আয় দেখানো হল।
ফ্লয়েড মেওয়েদার, আমেরিকান বক্সার: $ ১০৫,০০০,০০০.০০ টাকায় প্রায় আটশ কুড়ি কোটি টাকা!
ক্রশ্চিয়ানো রোনাল্ডো, ফুটবলার: সাত কোটি তেইশ লাখ ডলার।
লী ব্রন জেমস, আমেরিকার বাস্কেট বলার: সাত কোটি তেইশ লাখ ডলার।
রজার ফেদেরার, সুইডিশ টেনিশ প্লেয়ার: পাঁচকোটি বাষট্টি লাখ ডলার।
কোবে ব্রায়ান্ট, আমেরিকান বাস্কেট বলার: ছয় কোটি পনেরো লাখ ডলার।
রাফায়েল নাদাল, স্পেনিশ টেনিশ খেলোয়ার: চার কোটি পয়তাল্লিশ লাখ ডলার।
ম্যানি পকুইনো, ফিলিপিনো বক্সার: চার কোটি দশ লাখ ডলার।
ব্রাজিলের ফুটবলার নেইমার: তিন কোটি ছত্রিশ লাখ ডলার।
ডেরিক রোজ, আমেরিকান বাস্কেট বলার: তিন কোটি ছেষট্টি লাখ ডলার।
কেভিন ডুরান্ট, আমেরিকান বাস্কেট বল খেলোয়ার: এক কোটি নব্বই লাখ ডলার।
গারেথ বেইল, যুক্তরাজ্যের ফুটবলার: তিন কোটি চৌষট্টি লাখ ডলার।
লুইস হ্যামিলটন, বৃটিশ রেসিং কার চালক: তিন কোটি বত্রিশ লাখ ডলার।
ম্যাথু স্ট্যাফোর্ড, মার্কিন ফুটবলার: সাড়ে তিন কোটি ডলার।
নোভাক জকোভিচ, সার্বিয়ান টেনিস খেলোয়ার: তিন কোটি একত্রিশ লাখ ডলার।
রাডামেল ফালকাও, কলাম্বিয়ান সকার প্লেয়ার: তিন কোটি চুয়ান্ন লাখ ডলার।
জেলাটান ইব্রাহিমোভিচ, সুইডিশ সকার প্লেয়ার: চার কোটি চার লাখ ডলার।
সুত্র: Click This Link
১৪ ই নভেম্বর, ২০১৪ সন্ধ্যা ৭:০২
ঢাকাবাসী বলেছেন: আসলেই আর টাকার পরিমানটা বেশ বড়। পাঠ ও মন্তব্যের জন্য অনেক ধন্যবাদ।
২| ১৪ ই নভেম্বর, ২০১৪ বিকাল ৩:২৪
আবু শাকিল বলেছেন: এত টাকা দিয়ে তাহারা কি করেন??
মজার পোষ্ট ঢাকাবাসী।
ধন্যবাদ।
১৪ ই নভেম্বর, ২০১৪ সন্ধ্যা ৭:০৪
ঢাকাবাসী বলেছেন: প্রথমত তারা সামনের খারাপ দিনের জন্য জমায়, ব্যাবসাতে খাটায় আর তাপর তারা ফুর্তি করে। একটা ইয়ট পার্টিতে লাখ পাচেক ডলার চলে যায়! সাথে থাকার জন্য ধন্যবাদ। ভাল থাকুন।
৩| ১৪ ই নভেম্বর, ২০১৪ বিকাল ৫:০৬
বলেছেন:
১৪ ই নভেম্বর, ২০১৪ সন্ধ্যা ৭:০৫
ঢাকাবাসী বলেছেন: ধন্যবাদ ভাই ভাল থাকবেন।
৪| ১৪ ই নভেম্বর, ২০১৪ সন্ধ্যা ৬:৫০
সকাল হাসান বলেছেন: এই লিস্টে মেসির ছবি না দেখে একটু অবাক হলাম! আমার জানামতে মেসির টাকার পরিমানও কম না!!!!
খেলা পাগল মানুষ আমি! পোষ্টটা প্রিয়তে নিয়ে রাখলাম!
১৪ ই নভেম্বর, ২০১৪ সন্ধ্যা ৭:১৭
ঢাকাবাসী বলেছেন: মারাত্মক ভুলটা ধরিয়ে দেয়ার জন্য আন্তরিক ধন্যবাদ। আগেই মিস হয়ে গেছে, চেষ্টা করেও এখন আর ছবিটা দিতে পারছিনা। মেসি ৬৫ মিলিয়ন ডলার কামাই করেছে এই সময়ে। প্রিয়তে নেয়ার জন্য অনেক অনেক ধন্যবাদ।
৫| ১৪ ই নভেম্বর, ২০১৪ সন্ধ্যা ৭:০৪
আব্দুল মোবিন বলেছেন: MESSI NAM KOI
১৪ ই নভেম্বর, ২০১৪ সন্ধ্যা ৭:১৮
ঢাকাবাসী বলেছেন: ভুল হয়ে গেসে, দুঃখীত। ৬৫ মিলিয়ন ডলার নিয়ে মেসি ৪ নম্বরে। ধন্যবাদ আপনাকে।
৬| ১৪ ই নভেম্বর, ২০১৪ সন্ধ্যা ৭:১৫
সুমন কর বলেছেন: টাকার খেলা !!!! হাহাহা..............এত টাকা রাখে কই ???
শেয়ার করার জন্য ধন্যবাদ।
১৪ ই নভেম্বর, ২০১৪ সন্ধ্যা ৭:১৯
ঢাকাবাসী বলেছেন: ব্যাংকে, ব্যাবসাপাতিতে খাটায় আর ফুর্তি করে টাকা খরচ করে। আপনাকে আন্তরিক ধন্যবাদ।
৭| ১৪ ই নভেম্বর, ২০১৪ সন্ধ্যা ৭:২০
তুষার কাব্য বলেছেন: কিছু তো এদিকে পাঠাইয়া দিলে পারে।
১৪ ই নভেম্বর, ২০১৪ সন্ধ্যা ৭:২৪
ঢাকাবাসী বলেছেন: ঠিক বলেছেন। এক দুই মিলিয়নে অবশ্য কাজ হবেনা, নিদেনপক্ষে ৫ মিলিয়ন দরকার, কি বলেন! ধন্যবাদ, আপনার আশা পূরণ হউক।
৮| ১৪ ই নভেম্বর, ২০১৪ রাত ৮:১৮
মামুন রশিদ বলেছেন: টাকাই টাকা
১৪ ই নভেম্বর, ২০১৪ রাত ৮:২৪
ঢাকাবাসী বলেছেন: আর বলবেন না, টাকাই টাকা! একটাও আমার না! পাঠ ও মন্তব্যের জন্য কৃতজ্ঞতা আর ধন্যবাদ ।
৯| ১৫ ই নভেম্বর, ২০১৪ রাত ১২:১৯
কলমের কালি শেষ বলেছেন: অবাক হওয়ার কিছু নেই । এদের মত হওয়া কি এত সোজা !! সেই খবরতো শুধু তারা নিজেরাই জানে ।
তথ্য জেনে ভাল লাগলো ।
১৫ ই নভেম্বর, ২০১৪ সকাল ১০:১০
ঢাকাবাসী বলেছেন: এরা ৮০০ কোটি মানুষের মধ্যে সেরাদের একজন, তো এরা টাকা কামাবে না তো ঢাকাবাসী কামাবে? পাঠ আর মন্তব্য করার জন্য কৃতজ্ঞতা আর ধন্যবাদ।
১০| ১৫ ই নভেম্বর, ২০১৪ রাত ১:১৬
স্বপ্নবাজ অভি বলেছেন: গ্যারেথ বেল যুক্তরাজ্যের না , অখ্যাত ওয়েলস এর নাগরিক সে ।
১৫ ই নভেম্বর, ২০১৪ সকাল ১০:১৮
ঢাকাবাসী বলেছেন: আপনার মত সুশিক্ষিত মানুষ এটা বলতে পারেন মনে হয় না। ওয়েলস একটা আলাদা রাস্ট্র কিন্তু সেটা ইউনাইটেড কিংডমের অংশ, রানীর অধীন, তাই না ভাই? উইকির প্রথম লাইনেই লেখা আছে! পড়ার জন্য আন্তরিক ধন্যবাদ ভাই। ভাল থাকুন।
http://en.wikipedia.org/wiki/Wales
১১| ১৫ ই নভেম্বর, ২০১৪ রাত ৯:৩৬
স্বপ্নবাজ অভি বলেছেন: হুম , সেটা ঠিক আছে !
কিন্তু খেলাধূলায় সে অংশ নেয় ওয়েলস এর হয়েই কিন্তু , যুক্তরাজ্য ফুটবল দলে সে খেলেনা । সেই হিসেবে ওয়েলসের দূত ও তাকে বলা যায় !
১৫ ই নভেম্বর, ২০১৪ রাত ১০:৪০
ঢাকাবাসী বলেছেন: আবার আসার জন্য আন্তরিক ধন্যবাদ।
১২| ১৫ ই নভেম্বর, ২০১৪ রাত ৯:৪৩
এক্সট্রাটেরেস্ট্রিয়াল স্বর্ণা বলেছেন:
মাইকেল জর্ডান কোথায়?
১৫ ই নভেম্বর, ২০১৪ রাত ১০:৫৬
ঢাকাবাসী বলেছেন: তিনি এখন আর খেলোয়ার নন। তবে ২০১৪ সনের স্পনসরশিপের আয় মিলিয়ে তিনি এখন এক বিলিয়ন ডলারের মালিক। নাইকি, কোকাকোলা ইত্যাদি তার স্পনসর। ধন্যবাদ আপনাকে।
১৩| ১৫ ই নভেম্বর, ২০১৪ রাত ১১:৩১
আমি তুমি আমরা বলেছেন: কুনু ক্রিকেটার নাই ক্যা?
২৪ শে নভেম্বর, ২০১৪ বিকাল ৪:২৩
ঢাকাবাসী বলেছেন: দুনিয়াতে সর্বোচ্চ আয় করা ক্রিকেটার এম এস ধোনীর সাকুল্যে আয় তিন কোটি ত্রিশ লাখ ডলার যা এই তালিকাতে পড়েনা। ধন্যবাদ।
১৪| ২৪ শে নভেম্বর, ২০১৪ দুপুর ১:৫১
মাহমুদ০০৭ বলেছেন: খেলোয়াড় হইলাম না কেরে?
মজার পোস্ট ।টাকাই টাকা পোস্ট ।
২৪ শে নভেম্বর, ২০১৪ বিকাল ৪:২৪
ঢাকাবাসী বলেছেন: এটাই ভাগ্যে লেখা ছিল এই আর কি! পাঠ ও মন্তব্যের জন্য অনেক অনেক ধন্যবাদ।
১৫| ২৪ শে নভেম্বর, ২০১৪ বিকাল ৫:৫৮
আর্টিফিসিয়াল বলেছেন: ভাই মেসিকে বাদ দিলেন???????????
২৪ শে নভেম্বর, ২০১৪ রাত ৮:৫১
ঢাকাবাসী বলেছেন:
সরি ভাই, সাড়ে ছয় কোটি ডলার নিয়ে মেসি ৪ নম্বর। আপনাকে অনেক অনেক ধন্যবাদ।
©somewhere in net ltd.
১|
১৪ ই নভেম্বর, ২০১৪ বিকাল ৩:১৭
জাফরুল মবীন বলেছেন: এ তো দেখি খেলায় টাকার খেলা!