![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
উপরের ছবিতে স্যু এন হ্যাম আর মিস্টার হ্যারল্ড হ্যাম।
সমপ্রতি তাদের তালাক সম্পন্ন হয়েছে আর তাতে সাবেক স্ত্রী স্যু এন পাবেন ৯৯৫ মিলিয়ন ডলার, দিবেন জনাব হ্যারল্ড হ্যাম, আমেরিকার সবচাইতে বড় তেলের ব্যাপারী কনটিনেন্টাল রিসোর্সের সিইও।
তাঁর সাবেক স্ত্রী এই নগদ টাকা ছাড়াও পাবেন ক্যালিফোর্ণীয়ার একটা প্রকান্ড খামার বাড়ী আর ওকলাহোমাতে বিশাল বাড়ী যেগুলোর দাম আরো কয়েক হালি কোটি ডলার। অবশ্য এই এক বিলিয়ন ডলারের মত দিলেও হ্যাম সাহেবের কিসসু আসবে যাবেনা কারন এই টাকা তার পুরো বিত্তের ভগ্নাংশ মাত্র!
ওদিকে সাবেক মিসেস হ্যাম আরো টাকা দাবী করে মামলা ঠুকেছেন।
আমেরিকার ইতিহাসে এটা অন্যতম বড় টাকার ডিভোর্সের রায়।
সুত্র: Click This Link
১৪ ই নভেম্বর, ২০১৪ রাত ৮:২৭
ঢাকাবাসী বলেছেন: আপনার ছবিটা পালটে গেল মনে হচ্ছে! হ্যাঁ হাজার হাজার কোটি টাকার ব্যাপার, আমরা আদার ব্যাপারীও হতে পারবনা! ধন্যবাদ আপনাকে। ভাল থাকুন।
২| ১৪ ই নভেম্বর, ২০১৪ রাত ৮:৪৪
ডি মুন বলেছেন: হ্যাঁ ছবি পালটে ফেললাম।
অচেনা অচেনা লাগছে তাইনা !!!
কেমন আছেন আপনি ?
১৪ ই নভেম্বর, ২০১৪ রাত ১১:০৫
ঢাকাবাসী বলেছেন: আরো ভাল লাগছে। আমি? আছি আর কি। ধন্যবাদ।
৩| ১৪ ই নভেম্বর, ২০১৪ রাত ৯:০৮
দেওয়ান কামরুল হাসান রথি বলেছেন: এর জন্য ওইদেশে কেউ বিয়া করতে চায়না। সারাজীবনের কষ্টের কামাই এখন বউ নিয়া যাবে।
১৪ ই নভেম্বর, ২০১৪ রাত ১১:০৭
ঢাকাবাসী বলেছেন: এই এক বিলিয়ন ওর মোট টাকার ভগ্নাংশ মাত্র। তবে ডিভোর্সের সময় হেভি টাকা লাগাতে ছেলেরা লিভিং টুগেদারটাই প্রেফার করে। আপনাকে ধন্যবাদ।
৪| ১৪ ই নভেম্বর, ২০১৪ রাত ৯:১২
মাঈনউদ্দিন মইনুল বলেছেন:
হ্যারল্ড হাম
বোকা রাম!
১৪ ই নভেম্বর, ২০১৪ রাত ১১:০৮
ঢাকাবাসী বলেছেন: তা যা বলেছেন। আস্ট হাজার কোটি টাকা গেল! ধন্যবাদ।
৫| ১৪ ই নভেম্বর, ২০১৪ রাত ৯:৪৫
সুমন কর বলেছেন: অাপনি তো সাধারণত একই দিনে ২টি পোস্ট দেন না।
যা হোক, তাদের জন্য
১৪ ই নভেম্বর, ২০১৪ রাত ১১:১০
ঢাকাবাসী বলেছেন: হে হে হে ভুল করে আজকের আমেরিকান পেপারটা ঘাটতে এটা চোখে পড়ে ব্যাস দিয়ে দিলুম, অনেক টাকার ব্যাপার তো! ফর এভরিথিং দেয়ার ইজ এ ফার্স্ট টাইম! ধন্যবাদ সুমন কর।
৬| ১৪ ই নভেম্বর, ২০১৪ রাত ১০:০২
খেলাঘর বলেছেন:
টপিক সুবিধে হয়নি এইবার।
১৪ ই নভেম্বর, ২০১৪ রাত ১১:১১
ঢাকাবাসী বলেছেন: সরি ভাই, বিলিয়ন ডলারের লোভে পড়ে গেলুম। সাথে থাকার জন্য আন্তরিক ধন্যবাদ। ভাল থাকুন।
৭| ১৪ ই নভেম্বর, ২০১৪ রাত ১১:১৪
অপূর্ণ রায়হান বলেছেন: :-& :-& :-&
হেতেরে কেউ মাইরালা !!
ভালো থাকবেন ভ্রাতা
১৪ ই নভেম্বর, ২০১৪ রাত ১১:১৭
ঢাকাবাসী বলেছেন: পাঠ আর মন্তব্যের জন্য আন্তরিক ধন্যবাদ । ভাল থাকবেন।
৮| ১৪ ই নভেম্বর, ২০১৪ রাত ১১:৩৭
আমি তুমি আমরা বলেছেন: বাপরে, বিলিয়ন ডলারের ডিভোর্স!!!
১৫ ই নভেম্বর, ২০১৪ সকাল ১০:২০
ঢাকাবাসী বলেছেন: বোঝেন এবার! এরকম গোটা তিনেক ডিভোর্স দিয়ে পদ্মা সেতু হয়ে যায়। ধন্যবাদ আপনাকে।
৯| ১৪ ই নভেম্বর, ২০১৪ রাত ১১:৪৪
কাল্পনিক_ভালোবাসা বলেছেন: নাউজুবিল্লাহ!!!
১৫ ই নভেম্বর, ২০১৪ সকাল ১০:২২
ঢাকাবাসী বলেছেন: ...ল্লাহ। ম্যালাদিন পরে পেলুম আপনাকে কা ভা! ভোলো তো? আসবার জন্য ধন্যবাদ। ভাল থাকবেন।
১০| ১৫ ই নভেম্বর, ২০১৪ রাত ১২:৫৫
কলমের কালি শেষ বলেছেন:
:!>
১৫ ই নভেম্বর, ২০১৪ সকাল ১০:২৪
ঢাকাবাসী বলেছেন: সথে আসবার জন্য আন্তরিক ধন্যবাদ আপনাকে। ভাল থাকুন।
১১| ১৫ ই নভেম্বর, ২০১৪ দুপুর ১:১০
হাসান মাহবুব বলেছেন: এত ক্যা?
১৫ ই নভেম্বর, ২০১৪ বিকাল ৪:৫২
ঢাকাবাসী বলেছেন: আদালতে জজ সাহেব সেরকম রায়ই দিলেন, কি আর করা। অবশ্য ওদেশে ভয়ংকর রকম মাইনে পায় বলে জজরা ঘুষ টুষ খায় না জানি। পাঠ ও মন্তব্যের জন্য কৃতজ্ঞতা আর ধন্যবাদ।
১২| ১৫ ই নভেম্বর, ২০১৪ দুপুর ২:৪১
রোদেলা বলেছেন: এ দেশের গরীব ঘরের মেয়েরা সংসার কইরাও কিছুই পায় না?আবার ডিভোর্স?সব বড়লোকদের কারবার।
১৫ ই নভেম্বর, ২০১৪ বিকাল ৪:৫৫
ঢাকাবাসী বলেছেন: এদেশে বড় বড় কয়েকজন নারী নেত্রী থাকা সত্বেও মহিলারা নির্যাতিত খুব বেশি হয়। মুখে তিন তালাক বললেই নাকি কারবার শেষ! টাকা পয়সা আবার কি জিনিস? বড়লোকরাও একই কাজ করে। ধন্যবাদ।
১৩| ১৫ ই নভেম্বর, ২০১৪ বিকাল ৪:৫৬
বলেছেন:
১৬ ই নভেম্বর, ২০১৪ সকাল ১১:০২
ঢাকাবাসী বলেছেন: আপনার নামটে বুঝতে পারিনি, তবু কষ্ট করে ব্লগে আসার জন্য আন্তরিক ধন্যবাদ।
১৪| ১৬ ই নভেম্বর, ২০১৪ ভোর ৬:০১
প্রবাসী পাঠক বলেছেন: ভদ্র মহিলা আরও টাকা চায়।
১৬ ই নভেম্বর, ২০১৪ সকাল ১১:০৪
ঢাকাবাসী বলেছেন: আর বলবেন না, আমাদের দেশের কথাই ধরুন না, যার শত কোটি আছে সে আরো চায়। ঐ যে, এ জগতে হায় সেই বেশী চায় আছে যার....। সাথে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ। ভাল থাকবেন।
১৫| ১৭ ই নভেম্বর, ২০১৪ ভোর ৪:৩৮
রেজওয়ানা আলী তনিমা বলেছেন: ধনীর দেশের ধনী মানুষের এটা আবার কোন অঙ্ক নাকি, হাতের ময়লা !
২২ শে নভেম্বর, ২০১৪ রাত ৮:২০
ঢাকাবাসী বলেছেন: ঠিক বলেছেন। অনেক দিন পরে এলেন মনে হয়। আসবার জন্য আন্তরিক ধন্যবাদ। ভাল থাকুন।
১৬| ২২ শে নভেম্বর, ২০১৪ রাত ৮:২৩
অন্ধবিন্দু বলেছেন:
তারা টাকায় ঢাকা আমরা কেবল ফাঁকা
২২ শে নভেম্বর, ২০১৪ রাত ৮:২৭
ঢাকাবাসী বলেছেন: এক্কেবারে ফাঁকা, শা--কোথায় আষ্ট হাজার কোটি টাকা আর কই আমি! রা্তে ঘুমাবো কি করে? আপনি ঘুমান ভাই। আর সাথে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ। ভাল থাকবেন।
১৭| ২২ শে নভেম্বর, ২০১৪ রাত ৯:০৮
বিদ্রোহী ভৃগু বলেছেন:
২৩ শে নভেম্বর, ২০১৪ দুপুর ২:১৩
ঢাকাবাসী বলেছেন: এটা কি শোকের চিহ্ন? তাহলে বলব আমরা কার জন্য করব, হ্যাম সাবের মোট টাকা এটার চৌদ্দগুন । আর মহিলা নাকি আরো টাকা দাবী করেছে। রায় প্রদানকারী জজ সাব ঘুষ খাননি এটা বলা যায়। সুতরাং এক বিলিয়ন ছাড়তেই হচ্ছে হ্যাম সাহেবকে। আন্তরিক ধন্যবাদ আপনাকে। ভাল থাকুন।
১৮| ২৩ শে নভেম্বর, ২০১৪ বিকাল ৫:৪২
খেলাঘর বলেছেন:
যেভাবে আয়, সেভাবেই ব্যয়।
আয়ের পেছেনে স্ত্রীও ছিল।
২৩ শে নভেম্বর, ২০১৪ সন্ধ্যা ৬:২০
ঢাকাবাসী বলেছেন: প্রায় ওরকমই। পাঠ ও মন্তব্যের জন্য অনেক অনেক ধন্যবাদ ভাই। ভাল থাকবেন।
©somewhere in net ltd.
১|
১৪ ই নভেম্বর, ২০১৪ রাত ৮:২৪
ডি মুন বলেছেন:
ভয়াবহ ব্যাপার !!!!!!!