![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আসেন এই গ্রহের কিছু ভয়াবহ দামের খাবারের জিনিসের ছবি দেখি:
নীচের ছবিটা হলো একধরনের আলু, ফ্রান্সে পয়দা হয়। দামটা শোনেন। ১৫৪৩ ডলার প্রতি পাউন্ড! প্রায় একলাখ কুড়ি হাজার টাকা এক পাউন্ড আলুর দাম।
উপরের ছবিটা ওলোঙ্গা চা, দাম ৬৬০০ ডলার প্রতি পাউন্ড!
কোবে গরুর গোশত, জাপানে বিক্রি হয় প্রতি পাউন্ড ৫০০ ডলার।
জাপানের ব্লুফিন টুনা মাছ, প্রতি পাউন্ডের দাম ১৩৬৫ ডলার!
মুসেস গরুর দুধের পনীর প্রতি পাউন্ড ৫০০ ডলার!
জাপানী বেনসুই তরমুয, ১৭ পাউন্ড ওজনের একখানের দাম ৬১০০ ডলার!
জাপানের মাৎসুয়েকে মাশরুম, ৫০০০ ডলার প্রতি পাউন্ড!
সুত্র: Click This Link
২২ শে জানুয়ারি, ২০১৫ রাত ৮:১০
ঢাকাবাসী বলেছেন: ঢাকাবাসী খেতে পারেনা এটুকু বলতে পারি। তবে এদেশের কেউ কেউ খায় এটা শুনেছি। কোনো দিশী ..ন্ত্রীও আছে খায়!
২| ২২ শে জানুয়ারি, ২০১৫ সন্ধ্যা ৭:১৬
তূর্য হাসান বলেছেন: বুঝলাম। কিন্তু এগুলো মানুষ খায়, না কি করে তা তো বুঝলাম না।
২২ শে জানুয়ারি, ২০১৫ রাত ৮:১১
ঢাকাবাসী বলেছেন: অবশ্যই আমাদের মত দেখতে মানুষেরাই খায়। মাথায় দেয়না এটা সিউর। ধন্যবাদ আপনাকে, ভাল থাকুন।
৩| ২২ শে জানুয়ারি, ২০১৫ সন্ধ্যা ৭:৪৯
এমএম মিন্টু বলেছেন:
২২ শে জানুয়ারি, ২০১৫ রাত ৮:১১
ঢাকাবাসী বলেছেন: কি আর করা! ধন্যবাদ আপনাকে অনেক।
৪| ২২ শে জানুয়ারি, ২০১৫ রাত ৮:৪৪
বিদ্রোহী বাঙালি বলেছেন: এগুলো মনে হয় অমানুষদের খাবার। মানুষের খাবারের দাম এতো বেশী হওয়া উচিৎ না।
বিচিত্র তথ্যপূর্ণ ছবি পোস্ট। ভালো লাগলো ঢাকাবাসী।
২২ শে জানুয়ারি, ২০১৫ রাত ৯:৫৭
ঢাকাবাসী বলেছেন: অমানুষদের খাবার ! না ভাই মানুষেরাই খায়। আমাদের দেশের বেশ কিছু বড়লোকের কুকুরের খাবার থাইল্যান্ড থেকে আসে! একজন মন্ত্রী বলে সাড়ে চার হাজার কোটি টাকা চুরি কোনো কিছুইনা। তো? পৃথিবীতে অনেক অনুচিৎই হচ্ছে, দেখে যাই আর কি। ধন্যবাদ।
৫| ২২ শে জানুয়ারি, ২০১৫ রাত ৮:৫১
সুমন কর বলেছেন: খামু না
২২ শে জানুয়ারি, ২০১৫ রাত ৯:৫৮
ঢাকাবাসী বলেছেন: যাব্বাবা! ভালো বলেছেন। আমিও খামুনা (পাইলে তো)! ধন্যবাদ সুমন কর।
৬| ২২ শে জানুয়ারি, ২০১৫ রাত ৮:৫৩
কলমের কালি শেষ বলেছেন:
২২ শে জানুয়ারি, ২০১৫ রাত ৯:৫৯
ঢাকাবাসী বলেছেন: হা হা হা ! আন্তরিক ধন্যবাদ আপনাকে।
৭| ২২ শে জানুয়ারি, ২০১৫ রাত ৯:১০
নিঃসঙ্গ গ্রহচারি বলেছেন:
২২ শে জানুয়ারি, ২০১৫ রাত ১০:০০
ঢাকাবাসী বলেছেন: ব্লগে স্বাগতম হে নিঃসঙ্গ গ্রহচারী। পাঠ ও মন্তব্যের জন্য আন্তরিক ধন্যবাদ।
৮| ২২ শে জানুয়ারি, ২০১৫ রাত ৯:৪১
আবু শাকিল বলেছেন: ভাই এইগুলা মাইনষে কিন্না খায় নাকি সোকেসে রাইখা দেয়
২২ শে জানুয়ারি, ২০১৫ রাত ১০:০১
ঢাকাবাসী বলেছেন: ফাস কেলাস কিনে চাকুম চামু করে খায়, অন্তত মাথায় যে দেয়না এইটা জানি। । পাঠ ও মন্তব্যের জন্য আন্তরিক ধন্যবাদ আপনাকে। ভাল থাকুন।
৯| ২২ শে জানুয়ারি, ২০১৫ রাত ১০:০৩
ক্ষুদ্র খাদেম বলেছেন: এইগুলা মানুষ একবার খায় আর একবছর মনে হয় না খাইয়া থাকে
২২ শে জানুয়ারি, ২০১৫ রাত ১০:১০
ঢাকাবাসী বলেছেন: হ্যালো, আমার ব্লগে স্বাগতম। না ভাই যারা খায় তারা মাঝে মাঝেই খায়, কুনু ঢাক পিটায়া খায়না। পড়ার জন্য ধন্যবাদ আপনাকে।
১০| ২২ শে জানুয়ারি, ২০১৫ রাত ১১:১২
কাল্পনিক_ভালোবাসা বলেছেন: প্রিয় ঢাকাবাসী ভাই, যারা এই সব খায়, তারা আসলেই মানুষ না। অমানুষ। সহমত জানাই। ফ্রান্সে যে জিনিস তারা এত দাম দিয়া খায়, আমাদের দেশে এডিরে নতুন আলু বলে, (আই গেস!)
২৩ শে জানুয়ারি, ২০১৫ সন্ধ্যা ৬:০৭
ঢাকাবাসী বলেছেন: হা হা হা ভাল বলেছেন< এরা মানুষ নামটি পেতে পারেনা। রাইট, আলুর দাম এতনা! টাকা চিবায়া খেলেও কম পড়ত! ধন্যবাদ কা_ ভা, অনেক দিন পরে এলেন। ভাল থাকুন।
১১| ২২ শে জানুয়ারি, ২০১৫ রাত ১১:১৩
ইমরান আশফাক বলেছেন: এইগুলি আমি পাইলেও খাইবো না, চালেন্জ দিয়ে বললাম। বিশ্বাস করবেন কিনা সেটা আপনার ব্যাপার।
২৩ শে জানুয়ারি, ২০১৫ সন্ধ্যা ৬:০৯
ঢাকাবাসী বলেছেন: অবশ্যই বিশ্বাস করি আর মানছি আপনার অনুভুতি। আধাসের আলুর দাম সোয়া লাখ টাকা! গলা দিয়া নামবনা! আন্তরিক ধন্যবাদ আপনাকে।
১২| ২৩ শে জানুয়ারি, ২০১৫ রাত ১২:২১
প্রবাসী ভাবুক বলেছেন: এগুলো কি খাদ্য নাকি অখাদ্য? যার দাম এত বেশি তা খাদ্য হয় কি করে? এত দামী জিনিস তো স্যুভেনির হিসেবে শোকেসে রাখতে হয়৷
২৩ শে জানুয়ারি, ২০১৫ সন্ধ্যা ৬:১০
ঢাকাবাসী বলেছেন: এঘুলো খাদ্যই ভাই আর কিছু লোকে দেদারসে খাচ্ছে! খাদ্য শোকেসে রাখলে নস্ট হয়ে যাবে সেই ভয়েই এরা খেয়ে ফেলে। অনেক অনেক ধন্যবাদ আপনাকে।
১৩| ২৩ শে জানুয়ারি, ২০১৫ সন্ধ্যা ৬:১৫
ডি মুন বলেছেন:
ফ্রান্সে এই সাইজ আলু রপ্তানি করার একটা চান্স নেয়া দরকার
ছোটোখাটো এক বস্তা আলু বিক্রি করতে পারলেই কেল্লা ফতে
দারুণ পোস্ট ++++++
২৩ শে জানুয়ারি, ২০১৫ রাত ৯:৫৪
ঢাকাবাসী বলেছেন: আরে সেটা ট্রাই কি কেউ করে নাই ভেবেছেন! মাগার ফরাসীদের জেনেটিক টেস্টেই তো ধরা পড়ল, রংপুরের আলু আর প্যারিসের আলু! যাক পড়ার জন্য আর প্লাসের জন্য আন্তরিক ধন্যবাদ।
১৪| ২৪ শে জানুয়ারি, ২০১৫ বিকাল ৩:৩১
হাসান মাহবুব বলেছেন: কেউ যদি খুব সাধে তো খেতে আমি তেমন কোনো আপত্তি করবো না
২৫ শে জানুয়ারি, ২০১৫ দুপুর ১:৩২
ঢাকাবাসী বলেছেন: হা হা হা। তা আমারও তেমন আপত্তি নেই। ধন্যবাদ হা মা সুন্দর কথার জন্য।
১৫| ২৪ শে জানুয়ারি, ২০১৫ রাত ৯:০৫
জুন বলেছেন: ওলোঙ্গা চা খেয়েছিলাম বেইজিং এ তবে এত দামী কি না বুঝতে পারি নি
পোষ্টে প্লাস ঢাকাবাসী
+
২৫ শে জানুয়ারি, ২০১৫ দুপুর ১:৩৫
ঢাকাবাসী বলেছেন: খাইসে! ৬৬০০ ডলারের চা ! আপনাকে অভিনন্দন। পোস্টে আসার জন্য অনেক অনেক ধন্যবাদ। প্লাসের জন্য আবার ধন্যবাদ। ভাল থাকুন।
১৬| ২৫ শে জানুয়ারি, ২০১৫ ভোর ৪:৪৯
জাফরুল মবীন বলেছেন: অন্যতম দামি খাবার হলো জন্মদিনের খাবার!
সে খাবার ঢাকাবাসী’র কাছ থেকে পাওয়া যাবে আশা করছি
“শুভ জন্মদিন”
২৫ শে জানুয়ারি, ২০১৫ দুপুর ১:৪৬
ঢাকাবাসী বলেছেন: তা তো বটেই! আমার আবার জন্মদিন! আন্তরিক ধন্যবাদ ভাই। আপনার চমৎকার সুন্দর মনের একটা ছবি দেখে। বড়ই ভাল লাগল্ । আপাতত নীচে ঢাকাইয়া খাওন দেখেন:
১৭| ২৫ শে জানুয়ারি, ২০১৫ সকাল ১১:০৫
জুন বলেছেন:
২৫ শে জানুয়ারি, ২০১৫ দুপুর ১:৫৫
ঢাকাবাসী বলেছেন: ওমা কস্ট করে দ্বিতীয়বার এসেছে শুধু এই অধমকে শুভেচ্ছা জানাবার জন্য! অনেক অনেক ধন্যবাদ আর কৃতজ্ঞতা। সাথে:
১৮| ২৫ শে জানুয়ারি, ২০১৫ সকাল ১১:৫১
তুষার কাব্য বলেছেন: এত দামী জিনিস আমি খাইনা
শুভ জন্মদিন ভাই...অনেক আনন্দে কাটুক সময় ।
২৫ শে জানুয়ারি, ২০১৫ দুপুর ১:৫৮
ঢাকাবাসী বলেছেন: একি! সবাই আমাকে এতো ভালোবাসা জানালে আমিতো খুশীতেই মরে যাব! অনেক অনেক ধন্যবাদ আপনাকে তুষার কাব্য, আপনি ভাল থাকুন।
১৯| ২৫ শে জানুয়ারি, ২০১৫ দুপুর ১:০৮
আরজু পনি বলেছেন:
নাহ এতো খা্ওয়া ভালো না
জন্মদিনের অনেক শুভেচ্ছা রইল, ঢাকাবাসী
২৫ শে জানুয়ারি, ২০১৫ দুপুর ২:০৪
ঢাকাবাসী বলেছেন: ঠিক বলেছেন। দুনিয়াতে খেয়েই বেশী মানুষ মরে > না খেয়ে মরার চাইতে। আন্তরিক ধন্যবাদ আর কৃতজ্ঞতা আপনাকে। ভাল থাকবেন:
২০| ২৫ শে জানুয়ারি, ২০১৫ দুপুর ১:৫০
বিদ্রোহী ভৃগু বলেছেন: আয় হায়.. ওরা কি বোকা???
নতুন আলু, ব্যাঙের ছাতা এত দাম দিয়ে খায়!!!!!!!!!!!!!!!!!!!!!!!!
আল্লারে আল্লা- হেতেরা কি বালিশ মাথায় দিয়ে ঘুমায়
২৫ শে জানুয়ারি, ২০১৫ দুপুর ২:০৬
ঢাকাবাসী বলেছেন: বোকা বলে মনে হয় ওদের ঘুম টুম হয়না। এসলে এগুলো স্টেটাস সিম্বলই বেশীর ভাগ, খওয়ার তৃপ্তি বলে কিছু থাকে কিনা জানা নেই। অনেক অনেক ধন্যবাদ আপনাকে।
২১| ২৫ শে জানুয়ারি, ২০১৫ দুপুর ২:২০
হাসান মাহবুব বলেছেন: শুভ জন্মদিন।
২৫ শে জানুয়ারি, ২০১৫ রাত ১১:৫৬
ঢাকাবাসী বলেছেন: কৃতজ্ঞতা আর ধন্যবাদ ভাই, ভাল থাকবেন।
২২| ২৫ শে জানুয়ারি, ২০১৫ সন্ধ্যা ৭:৪৪
স্নিগ্ধ শোভন বলেছেন: সুন্দর পোস্ট!
এই দিনে কোন কিছুর আয়োজন কি হপে?
২৫ শে জানুয়ারি, ২০১৫ রাত ১১:৫৯
ঢাকাবাসী বলেছেন: কৃতজ্ঞতায় মনটা ভরে গেল। অতো বড় শুভেচ্ছা জানালে কার না ভাল লাগে! আপনাদের শুভেচ্ছাটুকুই আমার অনেক বড় পাওয়া। আপনিইতো আয়োজন করে ফেললেন। তা আম্মো ভাবছি কি করা যায়। আপাতত আবার ধন্যবাদ।
২৩| ২৭ শে জানুয়ারি, ২০১৫ রাত ১২:১৬
ন্যালা-খ্যাপা বলেছেন: খাইতে মুঞ্চাইতাছে! কিন্তু কপালে নাই। কারণ পকেট আমার ফুটা।
ভালো লাগলো। শেয়ার করার জন্য ধন্যবাদ।
২৭ শে জানুয়ারি, ২০১৫ রাত ৮:৫৯
ঢাকাবাসী বলেছেন: আসলে এগুলো ঠিক স্বাভাবিক মানুষের খাবার নয়। এমনকি বড়লোকরাও সখে খায়। নিউইয়র্কে যারা একরাতে দুজনে লাখ টাকার ডিনার সারে তারা ঐ সখেই খায়, আমি কথা বলেই জেনেছি। আপনিও ওরকম না হোক ফোর সিজনসে এক আধবার নিশ্চই খেতে পারেন! ব্লগে আসার জন্য ধন্যবাদ।
২৪| ২৭ শে জানুয়ারি, ২০১৫ রাত ৯:০৪
সেলিম আনোয়ার বলেছেন: দামী পোস্ট +
২৮ শে জানুয়ারি, ২০১৫ সন্ধ্যা ৭:১৩
ঢাকাবাসী বলেছেন: হা হা হা, কবির মত মন্তব্যই বটে! ব্লগে আসার জন্য আর প্লাসের জন্য অনেক ধন্যবাদ, প্রিয় কবি।
২৫| ২৮ শে জানুয়ারি, ২০১৫ সন্ধ্যা ৭:৩৭
খেলাঘর বলেছেন:
জাপানীরা (কিছু কোরিয়ান ও চাইনীজও ) টাকার বিনিময়ে নিজেদের 'এলিট' বানাতে চায়; কিন্তু এই এডিয়টগুলো মনের দিক থেকে জল্লাদ। শালাগুলো কুত্তার মতো খাটে, আর অকারণে নিজকে এলিট বানাতে চায়।
২৯ শে জানুয়ারি, ২০১৫ বিকাল ৩:১১
ঢাকাবাসী বলেছেন: হ্যাঁ ঠিক বলেছেন। এটা এক ধরণের রোগই বলা যায়! ব্লগে আসা আর মন্তব্য করার জন্য অনেক ধন্যবাদ।
২৬| ২৮ শে জানুয়ারি, ২০১৫ রাত ১১:৫২
ফিল্ড মার্শাল গালিব বলেছেন: দাম দেইখ্যা সুইসাইড খাইবার মন চাইতাছে।
২৯ শে জানুয়ারি, ২০১৫ বিকাল ৩:১২
ঢাকাবাসী বলেছেন: আসলেই দামগুলো অস্বাভাবিক। ধন্যবাদ আপনাকে।
২৭| ২৯ শে জানুয়ারি, ২০১৫ বিকাল ৩:২০
বাড্ডা ঢাকা বলেছেন: ভাই কোন প্রয়োজন নাই এত দামী খাবার । মোরা ভাতে মাছে বাঙ্গালী।
৩০ শে জানুয়ারি, ২০১৫ সকাল ১০:৫৭
ঢাকাবাসী বলেছেন: ঠিক বলেছেন, তবে কিছু লোকের টাকার পরিমান এত বেশী যে তারা স্ট্যাটাস সিম্বল হিসেবেই খাবে! এমনকি তাদের মধ্যে এদেশী কিছু বাঙালীও আছে। ব্লগে আসার জন্য ধন্যবাদ। ভাল থাকুন।
২৮| ৩০ শে জানুয়ারি, ২০১৫ দুপুর ২:৪৭
মহান অতন্দ্র বলেছেন: এগুলান কারা খায়, তাগোরে দেখতে মন চাই
৩০ শে জানুয়ারি, ২০১৫ সন্ধ্যা ৭:১৯
ঢাকাবাসী বলেছেন:
উপরের ওরা খায় না আর আমি খাইনা মানে পাইনা আর কি! আন্তরিক ধন্যবাদ আপনাকে।
২৯| ৩০ শে জানুয়ারি, ২০১৫ দুপুর ২:৫৫
যোগী বলেছেন:
কোবে বিফ কোন দিন হয়ত খেতে পারবোনা, তবে একবার এক কনফারেন্সে বেশ ভালো মানের বিফ খাইছিলাম। কোথাকার তা জানিনা।
যদিও কোবে বিফ কী ভাবে উৎপাদন করা হয় সেটা এখনো সিক্রেট তবে শুনেছি জাপানে গরুকে বিয়ার খাওয়ানো হয় ভালো মানের বিফ পাওয়ার জন্য সেটা নিয়ে এখানে আমাদের হুজুরদের মধ্যে অনেক জল্পনা কল্পনা আছে।
৩০ শে জানুয়ারি, ২০১৫ সন্ধ্যা ৭:৩৫
ঢাকাবাসী বলেছেন: কোবে গরুর মাংশ হতে গেলে
এটাকে জাপানের হায়োগো এলাকার হতে হবে,
এটা ষাড় বা অবিবাহিত গাভী হতে হবে,
ওটা ঐ এলাকার বিশেষ ঘাস আর শস্য খাবে,
ঐ এলাকার কসাইখানায় জবাইকৃত হবে,
মাংশ আর চর্বির অনুপাত (বিএমএস) ৬ বা তার বেশী হবে,
মাংশটা এ-৪ বা এ৫ লেভালের হতে হবে,
প্রানীটার ওজন ৪৭০ কেজির কম হবে,
গরুটার একটা ১০ সংখ্যার আইডি থাকবে যাতে গরুটা আগে পরে চেনা বা ধরা যা।
ধন্যবাদ যোগী ব্লগে আসার জন্য।
৩০| ৩০ শে জানুয়ারি, ২০১৫ সন্ধ্যা ৭:১৮
খেলাঘর বলেছেন:
বাংলাদেশে গ্রামের কৃষকের পালিত গরুর মাংসের কেজি জাপানে ৫০০ ডলার হতো, যদি দেশে জীবানুমুক্ত গরু রাখা সম্ভব হতো।
৩০ শে জানুয়ারি, ২০১৫ সন্ধ্যা ৭:৩৭
ঢাকাবাসী বলেছেন: ঠিক বলেছেন। ধন্যবাদ আপনাকে।
৩১| ০১ লা ফেব্রুয়ারি, ২০১৫ দুপুর ১২:২০
দীপান্বিতা বলেছেন: অদ্ভুত খানা!!!!
০১ লা ফেব্রুয়ারি, ২০১৫ দুপুর ১:০১
ঢাকাবাসী বলেছেন: অদ্ভুত খানা বটে! আরো অদ্ভুত আর ভয়ংকর তার দাম! ব্লগে আসার জন্য কৃতজ্ঞতা আর ধন্যবাদ।
৩২| ০১ লা ফেব্রুয়ারি, ২০১৫ দুপুর ১:২০
মুহাম্মদ জহিরুল ইসলাম বলেছেন: ভাই, আপনের দেয়া ঐ লিংকে গিয়ে এইটা পাইলাম,
"A pound of Kopi Luwak coffee, which passes through the digestive tract of a civet before being dried, can cost nearly $230 (approx Rs 12,000)"
আমি তো এই জিনিস খাইছি !! তাইলে, আমি কি অমানুষ??
বসের উছিলায় বিশ্বের সবচেয়ে দামী কফি খেলাম !
০১ লা ফেব্রুয়ারি, ২০১৫ বিকাল ৪:৪৪
ঢাকাবাসী বলেছেন: ওটা আমি দেখেছি আর আপনি খেয়েছেন, তো আপনি দেশের গুটি কয়েকজনের একজন হলেন যারা ১২০০০ রুপী প্রতি পাউন্ডের কফি খেতে পারলেন, অভিনন্দন আপনাকে। ঐ লিংকে আর্টিকলটা আম্মো দেখেছিলুম, তবে মাত্র ২৩০ ডলারে আমার মন ভরলনা তাই ওটা পোস্টে দিইনি। আপনাকে আন্তরিক ধন্যবাদ পোস্টে এসে লিংক সহ তথ্য শেয়ার করার জন্য। ভাল থাকুন।
৩৩| ০২ রা ফেব্রুয়ারি, ২০১৫ দুপুর ১:০৮
দিশেহারা রাজপুত্র বলেছেন: আমি খাবো না।
আম্মায় বকবে।
তার থেকে বড় কথা আমি মানুষ, ভাত খাই টাকা না।
০২ রা ফেব্রুয়ারি, ২০১৫ বিকাল ৫:২৩
ঢাকাবাসী বলেছেন: হা হা হা, ভাল বলেছেন ভাই দিশেহারা রাজপুত্র। আসলে এসব খাবার খাবার নয়, স্টেটাস সিম্বল । এমনকি পৃথিবীর সেরা বড়লোকেরাও এসব খায় না বলে শুনি।
স্বাগতম আমার ব্লগে আর আন্তরিক ধন্যবাদ আর কৃতজ্ঞতা মন্তব্য করার জন্য।
৩৪| ০৮ ই ফেব্রুয়ারি, ২০১৫ সকাল ১০:১৩
বঙ্গভূমির রঙ্গমেলায় বলেছেন:
দামি খাবারের দামি পোস্ট
০৮ ই ফেব্রুয়ারি, ২০১৫ দুপুর ১:২৯
ঢাকাবাসী বলেছেন: আসলেই বড় বেশী দামী খাবার! ব্লগে এসে মন্তব্য করার জন্য অনেক অনেক ধন্যবাদ আপনাকে।
৩৫| ০৮ ই জুলাই, ২০১৫ সকাল ১০:৩৬
হাসিবুল হাসান শান্ত বলেছেন: আমার কারখানয় এগুলা বদহজমের কারন হতে পারে ..
০৮ ই জুলাই, ২০১৫ রাত ৯:২২
ঢাকাবাসী বলেছেন: তা হতে পারে। এত দামী জিনিস মানে খাবার কজনারই বা সহ্য হয়! আপনার কারখানার শ্রমিকদের ভালভাবে খাওয়াবেন আশা করি। আপনাকে ধন্যবাদ। ভাল থাকুন।
৩৬| ০৮ ই জুলাই, ২০১৫ রাত ৯:৫৮
নাম প্রকাশে ইচ্ছুক নহে বলেছেন: সর্বনাশ!!! দর্শনেও কি পয়সা দিতে হবে ভ্রাতা?
বোশেখ মাসে আমাদের দেশের ইলিশও কিন্তু কম যায় না।
০৯ ই জুলাই, ২০১৫ সন্ধ্যা ৭:৫৯
ঢাকাবাসী বলেছেন: আমার তো মনে হয় দেখতেও টাকা লাগবে। আমাদের ইলিশ ধীরে ধীরে শেষ হয়ে আসছে আমাদের নিজেদের অবিমৃষ্যকারীতার জন্য, অতি লোভের জন্য, শিক্ষার অভাবের, প্রকৃতির প্রতি আমাদের নির্মমতার জন্য জন্য সরকারের দুর্ণীতির জন্য...। ধন্যবাদ।
©somewhere in net ltd.
১|
২২ শে জানুয়ারি, ২০১৫ সন্ধ্যা ৭:১১
♥কবি♥ বলেছেন: কারা খায় এগুলা!!!!!!!!!!!!!!!???????????