![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
পৃথিবীতে সবচাইতে দ্রুতগামী কয়েকটা ট্রেনের কথা শুনুন আর ছবি দেখুন।
১০. উপরের ছবিতে দেখছেন ট্রেনটার নাম THSR 700T, চলে তাইওয়ানের শহর তাইপে আর কাউশিয়াং এর মধ্যে। এটার সর্বোচ্চ গতি ঘন্টায় ৩০০ কিলোমিটার। প্রথম ৩০ খানা ট্রেন বানাতে খরচ পড়ে প্রায় ৩৪০০ মিলিয়ন ডলার, ২৬০০০ কোটি টাকা!
৯. এটার নাম হারমোনি সিআরএইচ ৩৮০। এটা চলে ইটালীর রোম এবং মিলানের মধ্যে। গড় সর্বোচ্চ গতি প্রতি ঘন্টায় ৩০০ কি.মি.।
৮. টিভিজি ডুপ্লেক্স। এতে ৫১২ খানা সিট আছে, আপার এবং লোয়ার ডেক মিলিয়ে। এটা চলে প‌্যারিস এবং মার্সেই এর মধ্যে। গতি সর্বোচ্চ ৩০০ কি.মি.।
৭. উপরের ট্রেনটার নাম এসটন ইউরোডুপ্লেক্স। ১০২০ জন যাত্রী নিয়ে ঘন্টায় ৩২০ কি. মি. গতিতে জার্মানী ফ্রান্স সুইজারল্যান্ড এবং লুক্সেমব্যুর্গের মধ্য চলে।
৬. ৩২০ ই ৫. জাপানের সবচাইতে দ্রুতগামী ট্রেন, ২০১১ থেকে চারু হয়েছে। গতি ঘন্টায় ৩২০ কি.মি.। এটার নাকটার বিশিষ্টতার জন্য এটা টানেলের ভিতর দিয়ে যাবার সময় শব্দ করে কম।
৫. উপরের ট্রেনটার নাম টাগলো টি ৩৫০। গতি ঘন্টায় ৩৫০ কি. মি.।
৪. সিমেন্স ভালারো, উপরের ট্রেনটার নাম। এটা পৃথিবীর ৪র্থ দ্রুতগামী ট্রেন। গতি ঘন্টায় ৩৫০ কি.মি.। চলে মাদ্রীদ থেকে বার্সেলোনা পর্যন্ত।
৩. এভিজি ইটালো। এটা ইউরোপের সবচাইতে আধুনিক ট্রেন, ২০১২ থেকে চালু। এটা চলে নেপলস- রোম-ফ্লোরেন্স- মিলান - বোলোনা লাইনে। ৩৬০ কি.মি. গতি ঘন্টায়! এটার কেবিনে কোন শব্দ প্রায় হয়না!
২. হারমোনি। এটা সাংহাই আর বেইজিং এর মধ্যে চলাচল করে। এটার লাইন বানাতে সারে চার বছর লেগেছে, খরচ পড়েছে ১৭ বিলিয়ন ডলার। এটা এখন পৃথিবীর ২য় সবচাইতে দ্রতগামী ট্রেন, ঘন্টায় ৩৮০ কি.মি.
১. ম্যাগলেভ। হ্যাঁ, আসুন দেখি, উপরে, দুনিয়ার সবচাইতে দ্রুতগামী ট্রেনটার ছবি। এটার নাম ম্যাগলেভ। ট্রেনটাকে চুম্বকের সাহায্যে লাইন থেকে সামান্য উঠিয়ে দ্রুতবেগে চালনা করে। এতে ঘর্ষন জনীত লস কমে, গতি দাঁড়ায় ৪৩০ কি.মি. প্রতি ঘন্টায়।
নীচে ম্যাগলেভ ট্রেনের আরো কিছু ছবি।
আমাদের রেল কতৃপক্ষ ডেমু ট্রেন না কিনে এমন সীটওয়ালা (গতিওয়ালা নয়) ট্রেন কিনলেই পারেন।
সুত্র:
http://www.railway-technology.com/features/feature-top-ten-fastest-trains-in-the-world/
০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৫ বিকাল ৫:৫৬
ঢাকাবাসী বলেছেন: আপনার ভাল লাগাতে আমার লেখার সার্থকতা। ধন্যবাদ আপনাকে আর কৃতজ্ঞতা।
২| ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৫ দুপুর ২:৪১
হাসান মাহবুব বলেছেন: মাথাই নষ্ট।
০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৫ বিকাল ৫:৫৯
ঢাকাবাসী বলেছেন: হায় হায় কি হবে! তা ঐ ম্যাগলেভ ট্রেনটাতে এক ট্রিপ সাংহাই ঘুরে আসুন, মাথা ঠিক হলেও হতে পারে। অনেক ধন্যবাদ হা.মা. আপনাকে। ভাল থাকুন।
৩| ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৫ বিকাল ৩:১৭
সুফিয়া বলেছেন: আমি জাপানে বুলেট ট্রেনে চড়েছিলাম, যেটাকে জাপানীরা বলে সিনকানসেন। সেটা ২০০৮ সালের কথা। তখন মনে করতাম ঐটাই পৃথিবীর সবচেয়ে দ্রুতগামী ট্রেন। তারপর জেনেছি এরচেয়েও বহু দ্রুতগামী ট্রেন রয়েছে পৃথিবীতে এবং সেগুলো দেখতেও অনেক গরিমাময়। এই যেমন আজ আপনার সৌজন্যে অনেকগুলো ট্রেনের ব্যাপারে জানলাম।
ধন্যবাদ আপনাকে শেয়ার করার জন্য।
০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৫ সন্ধ্যা ৬:০১
ঢাকাবাসী বলেছেন: একসময় বুলেট গতিতে চ্যাম্পিয়ন ছিল, কালের আবর্তনে এটা পিছনে পড়ে গেছে। মন্তব্য করার জন্য ধন্যবাদ আর কৃতজ্ঞতা। ভাল থাকবেন।
৪| ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৫ বিকাল ৩:৫০
লাইলী আরজুমান খানম লায়লা বলেছেন: আমিতো ট্রেন দেখেই যাচ্ছি --- ভীষণ ভীষণ সুন্দর একটি পোস্ট
০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৫ সন্ধ্যা ৬:০১
ঢাকাবাসী বলেছেন: চমৎকার মন্তব্য করার জন্য অনেক অনেক ধন্যবাদ আপনাকে।
৫| ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৫ বিকাল ৩:৫৫
অন্ধবিন্দু বলেছেন:
ঢাকাবাসী,
এসব ট্রেন কী পেট্রোলবোমা প্রুফ ?
০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৫ সন্ধ্যা ৬:০৫
ঢাকাবাসী বলেছেন: নিঃসন্দেহে পেট্রোলবোমা প্রুফ, কারণ ঘন্টায় তিনশর বেশি স্পীডে চলা ট্রেনের গায়ে পেট্রোল বোমা মারার লোক এদেশে জন্মায় নি । বোমারুরা সকাল ১০ টার ট্রেন বিকেল ৫ টায় এসে শামুকের গতিতে চলা ট্রেনকে মারতে পারে।
দুনিয়াতে সবচাইতে নিকৃস্ট মানের ট্রেন সার্ভিস বাংলাদেশে।
আন্তরিক ধন্যবাদ।
৬| ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৫ বিকাল ৩:৫৮
গ্যাম্বলার বলেছেন: ধন্যবাদ।
০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৫ সন্ধ্যা ৬:০৫
ঢাকাবাসী বলেছেন: আপনাকেও অনেক অনেক ধন্যবাদ।
৭| ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৫ সন্ধ্যা ৬:০৮
নাজমুল হাসান মজুমদার বলেছেন: ট্রেনতো না , যেন প্লেন । আমাদের দেশে কবে হবে
০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৫ রাত ৮:০৯
ঢাকাবাসী বলেছেন: এদের বিশেষত্ব খালি স্পীড না, সৌন্দর্য সময়ানুবর্তীতা, কমফোর্ট ইত্যাদি অনেক কিছু যা আমাদের দেশে কখনোই আসবেনা! প্রধান কারণ দুর্ণীতি যা এদেশ থেকে যাবে না। ধন্যবাদ আপনাকে।
৮| ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৫ সন্ধ্যা ৬:১১
সুমন কর বলেছেন: চমৎকার !
০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৫ রাত ৮:১০
ঢাকাবাসী বলেছেন: অনেক অনেক ধন্যবাদ সুমন কর।
৯| ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৫ সন্ধ্যা ৬:২৬
চাঁদগাজী বলেছেন:
বুয়েটে পড়ে এগুলো বানানো সম্ভব হবে না।
০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৫ রাত ৮:১৩
ঢাকাবাসী বলেছেন: কি যে বলেন! বুয়েটের ছাত্ররা অবশ্যই পারবে তবে এদেশে বসে নয় অন্য কোথাও বসে। বিনয়ের সাথে বলছি আমি সেখানে এককালে পড়তুম। আন্তরিক ধন্যবাদ।
১০| ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৫ সন্ধ্যা ৬:২৭
চাঁদগাজী বলেছেন:
আমাদের দরকার হাইস্পীড রিকসা চালানোর ড্রাইবার।
০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৫ রাত ৮:১৫
ঢাকাবাসী বলেছেন: কিন্চিৎ দ্বিমত পোষন করছি। রিকশাটা আমাদের অথর্ব বানিয়েছে। ওটা উঠিয়ে দিলেই ভাল হয়। সভ্য দেশে মায় পাশের দেশের শহর কোলকাতাতেই রিকশা প্রায় নেই! ধন্যবাদ আপনাকে।
১১| ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৫ রাত ৮:০৪
বিদ্রোহী বাঙালি বলেছেন: নান্দনিক সব ট্রেন। মাথা নষ্ট হয়ে যাওয়ার মতো অবস্থা। চরে দেখতে শখ হচ্ছে ঢাকাবাসী। চমৎকার তথ্যবহুল পোস্ট। দারুণ।
০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৫ রাত ৮:১৭
ঢাকাবাসী বলেছেন: ওসব ট্রেনে চড়া কোন ব্যাপারই না! টিকিট কাটুন আর বসে পড়ুন, ব্যাস! পাঠ ও প্রসংসার জন্য আন্তরিক ধন্যবাদ।
১২| ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৫ রাত ৯:৫৭
তুষার কাব্য বলেছেন: অন্ধবিন্দু বলেছেন:
ঢাকাবাসী,
এসব ট্রেন কী পেট্রোলবোমা প্রুফ ?
০৫ ই ফেব্রুয়ারি, ২০১৫ দুপুর ১২:৫৭
ঢাকাবাসী বলেছেন: না পেট্রোল বোমাপ্রুফ নয় এগেলো কারন গত একশ বছরে এসব ট্রেনে কেউ বোমা মেরেছে বলে শুনিনি। আর আগেই বলেছি প্রায় তিনশ কি. মি. প্রতি ঘন্টায় গমনকারী ট্রেনের গায়ে বোমা মারতে জেট প্লেন বা এটাক হেলিকপ্টার লাগবে যা বোমারুদের নেই। অনেক ধন্যবাদ আপনাকে।
১৩| ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১০:১১
কলমের কালি শেষ বলেছেন:
আপনার এই ব্যতিক্রমী পোষ্টগুলো বেশ লাগে ।
০৫ ই ফেব্রুয়ারি, ২০১৫ দুপুর ১২:৫৮
ঢাকাবাসী বলেছেন: পাঠ ও মন্তব্যের জন্য আন্তরিক ধন্যবাদ আর কৃতজ্ঞতা।
১৪| ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১০:৪০
দিশেহারা রাজপুত্র বলেছেন: ভালো লাগল।
পোস্ট।
হাসি লাগল।
আমাদের দেশের ট্রেনের কথা মনে করে।
কষ্ট লাগল।
নিজেদের প্রযুক্তিগত অপ্রতুলতার কথা মনে করে।
ভালো থাকবেন।
০৫ ই ফেব্রুয়ারি, ২০১৫ দুপুর ১:০০
ঢাকাবাসী বলেছেন: প্রযুক্তিগত অপ্রতূলতা আছে ঠিক তবে ভাল ট্রেন সার্ভিস পেতে দরকার সৎ মানুষ। ট্রেন বানায় এমন দেশ হাতা গোনা। সবাই আমদানী করে, অর্ডার দিয়ে বানিয়ে নেয়। ডেমু ট্রেনের মত একটা লোহার বাক্স কেনেনা। ধন্যবাদ আপনাকে। ভাল থাকুন।
১৫| ০৫ ই ফেব্রুয়ারি, ২০১৫ রাত ২:১৬
রেজওয়ানা আলী তনিমা বলেছেন: চমৎকার পোষ্টে অজস্র ভালোলাগা।শুভেচ্ছা।
০৫ ই ফেব্রুয়ারি, ২০১৫ দুপুর ১:০২
ঢাকাবাসী বলেছেন: পাঠ ও মন্তব্য করার জন্য আপনাকে অনেক ধন্যবাদ আর কৃতজ্ঞতা। ভাল থাকুন।
১৬| ০৫ ই ফেব্রুয়ারি, ২০১৫ ভোর ৫:০৭
চাঁদগাজী বলেছেন:
আমরা ২০২১ সালের ভেতর মধ্য-আয়ের রিক্সা ড্রাইবার হওয়ার ক্থা ভাবছি।
০৫ ই ফেব্রুয়ারি, ২০১৫ দুপুর ১:০৩
ঢাকাবাসী বলেছেন: হা হা হা , উচ্চাশা বটে! ধন্যবাদ।
১৭| ০৫ ই ফেব্রুয়ারি, ২০১৫ সকাল ৮:৩৩
জাফরুল মবীন বলেছেন: অাপনার এ ধরণের পোস্টগুলো বিষ্ময় মিশ্রিত তথ্য ও আনন্দ প্রদান করে।
তবে আমাদের ট্রেনও কিনতু ফেলনা নয়।আমাদের ট্রেনগুলো ধীরগতির হওয়ায় তা পর্যটনবান্ধব।দ্রুতগামী ট্রেনে চড়ে দু’পাশের নয়নাভিরাম দৃশ্যাবলী দেখা স্বস্তিদায়ক নয়।তাছাড়া আমাদের ট্রেনগুলোতে চলন্তাবস্থাও আপনি চারপাশের ছবি তুলতে পারবেন।আরেকটি গুরুত্বপূর্ণ দিক হলো আমাদের ট্রেন আমাদের ধৈর্য্য শিক্ষাদানের মহান শিক্ষক যেটা উন্নত বিশ্বের দ্রুতগামী ট্রেনে পাওয়া সম্ভব নয়
শুভকামনা জানবেন।
০৫ ই ফেব্রুয়ারি, ২০১৫ দুপুর ১:০৫
ঢাকাবাসী বলেছেন: হা হা হা, ভাল বলেছেন। ধন্যবাদ।
১৮| ০৫ ই ফেব্রুয়ারি, ২০১৫ দুপুর ১২:০১
ইমতিয়াজ ১৩ বলেছেন: চমৎকার পোস্ট। তবে আমাদের দেশে আসবে সেই ট্রেন কবে ?????
০৫ ই ফেব্রুয়ারি, ২০১৫ দুপুর ১:১১
ঢাকাবাসী বলেছেন: আর কখনোই ঐসব ট্রেন এদেশে আসবেনা। জনসংখ্যা বৃদ্ধি, জমি দখল, সরকারীভাবে রেললাইন কমানো, ভয়াবহ দুর্ণীতি এসব মিলিয়ে ঐসব ট্রেন এদেশে আসবার কোনো চান্সই নেই!
১৯| ০৫ ই ফেব্রুয়ারি, ২০১৫ সন্ধ্যা ৬:৪৮
বঙ্গভূমির রঙ্গমেলায় বলেছেন:
দারুন সব দ্রুতগামী ট্রেনের মাথা নস্ট পোস্ট।++
০৫ ই ফেব্রুয়ারি, ২০১৫ রাত ৯:৫৪
ঢাকাবাসী বলেছেন: আরি সব্বোনাশ, মাথা ঠিক থাকুক নইলে আপনার মত এত মজার মন্তব্য পাবো কোত্থেকে? প্লাস আর মন্তব্যের জন্য আন্তরিক ধন্যবাদ। ভাল থাকবেন।
২০| ০৭ ই ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১০:২৯
সেলিম আনোয়ার বলেছেন: সুন্দর সব ছবিতে অনবদ্য পোস্ট ।+
০৭ ই ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১০:৩৫
ঢাকাবাসী বলেছেন: ধন্যবাদ কবি। ভাল থাকা হউক।
২১| ০৮ ই ফেব্রুয়ারি, ২০১৫ দুপুর ২:০৩
শায়মা বলেছেন: ট্রেন গুলো সব অজগরের মত!
ভেতরের সাজসজ্জা দেখে আমি মুগ্ধ!
০৮ ই ফেব্রুয়ারি, ২০১৫ বিকাল ৩:৪০
ঢাকাবাসী বলেছেন: পুরো ট্রেনের অভ্যন্তরীন সাজসজ্জা আরো সুন্দর। ওরা মনে হয় চুরি টুরি কম করে! ধন্যবাদ আপনাকে।
২২| ০৮ ই ফেব্রুয়ারি, ২০১৫ বিকাল ৩:৫৬
অন্তরন্তর বলেছেন: সুন্দর পোস্টে অনেক ভাল লাগা রইল। এই ট্রেনগুলোর ভাড়া যে প্লেইনের চেয়েও বেশী।
তারপরেও ট্রেন ভ্রমন হল সবচেয়ে আনন্দদায়ক।
শুভ কামনা।
০৯ ই ফেব্রুয়ারি, ২০১৫ সকাল ১১:৩৮
ঢাকাবাসী বলেছেন: আপনার ভাল লাগাতে আমার লেখার সার্থকতা। ভাড়ার কথাটি মনে হয় ঠিক না। পৃথিবীর সবচাইতে দ্রুতগামী ট্রেন ম্যাগলেভ ট্রেনের ভাড়া এক ট্রিপ মাত্র ছ'শ টাকার মত! হ্যাঁ দুনিয়াতে সবচাইতে জনপ্রিয় বাহন হল ট্রেন আর সেটাকেই আমাদের সরকার ইচ্ছাকৃতভাবে অবহেলা করে চলেছে। আপনাকে ধন্যবাদ।
২৩| ০৯ ই ফেব্রুয়ারি, ২০১৫ দুপুর ১:১৬
জুন বলেছেন: আমি সবচেয়ে দ্রুতগতির ট্রেনে চড়েছিলাম ইতালীর রোম থেকে ফ্লোরেন্স বোলোনা হয়ে ভেনিস ইউরোস্টারে । মাত্র চার ঘন্টা লেগেছিল ভেনিস পৌছাতে।
আরেকটি দ্রুতগামী ট্রেনে চড়েছিলাম বেইজিং থেকে শিয়ান যেতে যেড ২০ নাম। তবে আপনার তথ্যের মত হয়তো তারা অত দ্রুতগতির ছিল না ঢাকাবাসী
শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ
০৯ ই ফেব্রুয়ারি, ২০১৫ বিকাল ৪:২০
ঢাকাবাসী বলেছেন: হ্যালো, স্বাগতম। হ্যাঁ আপনি অনেক বেড়ান আর বেড়াতে পছন্দ করেন যা একটা গুন। আপনার আছে এসব ব্যাপারে প্রসংসনীয় অভিজ্ঞতা। একসময় ইউরোস্টার ছিল অন্যতম দ্রুতগামী ট্রেন। অচিরেই হয়ত একদিন ম্যাগলেভে চড়বেন। আন্তরিক ধন্যবাদ আর শুভেচ্ছা।
২৪| ১০ ই ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১১:৩৫
প্রবাসী ভাবুক বলেছেন: দারুন তথ্যবহুল পোষ্ট খুবই ভাল ভাল লাগল৷
তবে ৮ নম্বর ট্রেনটি অর্থাৎ উপরের দিক থেকে তৃতীয় ট্রেনটি টিভিজি এর পরিবর্তে হবে TGV(Train Grande Vitesse) ফরাসী উক্ত শব্দগুলোর বাংলা অর্থ হল- দ্রুত গতির ট্রেন৷ এটা চলে প্যারিস ও মার্সাইয়ের মধ্যে৷ এছাড়াও প্যারিস থেকে ফ্রান্সের অন্যান্য বড় শহরগুলোর মধ্যেও চলে৷
১১ ই ফেব্রুয়ারি, ২০১৫ সকাল ১০:৫৭
ঢাকাবাসী বলেছেন: ঠিক ধরেছেন, টাইপের ভুল, বাকী সব ঠিকই আছে। টিভিজি নয় টিজিভি হবে। যত্ন নিয়ে পড়ে মন্তব্য করার জন্য অনেক অনেক ধন্যবাদ।
২৫| ১১ ই ফেব্রুয়ারি, ২০১৫ দুপুর ১২:০৯
দীপান্বিতা বলেছেন: দারুন!
১১ ই ফেব্রুয়ারি, ২০১৫ দুপুর ১:৫৫
ঢাকাবাসী বলেছেন: আন্তরিক ধন্যবাদ।
২৬| ২৬ শে মার্চ, ২০১৫ রাত ১১:৪৯
আরজু পনি বলেছেন:
এই পোস্টটা দেখে মন খারাপ লাগছে !
আমাদের দেশের ট্রেনের যে সার্ভিস!
বড়ই করুণ...
একবার ট্রেনের পদ্মা (সম্ভবত) চেয়ার কোচে চড়ে আরাম পেয়েছিলাম।
এছাড়া প্রথম শ্রেণির সার্ভিসও তেমন ভালো না ।
দ্রুতগামী ট্রেনে চড়তে মন চাইছে !
২৭ শে মার্চ, ২০১৫ সকাল ১০:১৩
ঢাকাবাসী বলেছেন: পৃথিবীতে সবচাইতে নিকৃষ্ট রেল সার্ভিস বাংলাদেশে। এখানকার রেলগাড়ীতে চড়লেই দ্বিতীয়বার আর উঠতে ইচ্ছা করবেনা। মনে পড়বে আমাদের আমলারা মন্ত্রীরা নেতারা খালি ..ষ আর কমিশ.. খাওয়ার তালে থাকে, সার্ভিসের নিকুচী করি। আবার প্রমানিত হবে আমরা পৃথিবীর সবচাইতে করাপটেড দেশ।
ব্লগে আসার জন্য অনেক ধন্যবাদ । ভাল থাকবেন।
২৭| ১৭ ই জুলাই, ২০১৫ রাত ১২:২৪
কিঙ্ক১২৩ বলেছেন: ভাই, ডেমো না কিনে ব্রিটিশ আমলের ট্রেনগুলা কিনলেই হত।
১৭ ই জুলাই, ২০১৫ দুপুর ২:১২
ঢাকাবাসী বলেছেন: আরি ভাই কি যে বলেন ডেমো কিনলে কমিশন পাওয়া যায় প্রতিটাতে .. কোটি টাকা, তার উপর অপশনগুলো কমিয়ে দিসি যেমন এসি নেই, ফ্লোর হাইট এবনরমাল আরো কত গন্ডগোল। পাবলিক জাহান্নামে যাউক আমার কমিশন থাকলেই হল। কই এখন তো ডেমু নিয়ে আর কেউ চিল্লাচিল্লি করেনা! এত করাপটেড ..র পাল দুনিয়াতে আর নেই! ব্লগে আসার জন্য ধন্যবাদ। ভাল থাকুন।
©somewhere in net ltd.
১|
০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৫ দুপুর ২:১১
আবু শাকিল বলেছেন: ট্রেন দেখে মুগ্ধ হইলাম।
আপনি সবসময় মজার এবং ভাল লাগার পোষ্ট নিয়ে আসেন।
ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানবেন