![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
৪২৩ নং পার্ক এভিন্যু, ম্যানহাটানে উপরের ছবিতে দেখানো পশ্চিম গোলার্ধের সবচাইতে উঁচু ভবনটি অবস্হিত। এখানে কিছু এপার্টমেন্ট আছে তার একটা হবে পশ্চিম গোলার্ধের সবচাইতে উঁচু আর মহামুল্যবান এপার্টমেন্ট।
এটার উচ্চতা ১৩৯৬ ফুট যা এম্পায়ার স্টেট বিল্ডিং(১২৫০ ফুট) ওয়ান ওয়ার্লড ট্রেড সেন্টারের (১৩৬৮ফুট) চাইতে উঁচু।
ডাইনিং রুম থেকে নিউইযর্ক দেখা যায়।
৯৬ তলা ভবনটাতে ১০৪ টা থাকবার এপার্টমেন্ট আছে। এপার্টমেন্ট গুলোর দাম ১১২ কোটি টাকা থেকে শুরু করে ৯৫ মিলিয়ন ডলার মানে সাতশ চল্লিশ কোটি টাকা। উপরের ছবিটা ঐ সাতশ চল্লিশ কোটি টাকা দামের এপার্টমেন্টের ডাইনিং রুমের। আসুন আরো কিছু ছবি দেখি।
বাথরুম
একটা রান্নাঘর
লিভিং রুম
আরেকটা লিভিং রুম
এটাও লিভিং রুম
জানালা দিয়ে শহর দেখা যায়।
অবিক্রিত কিছু এপার্টমেন্ট আছে, কিনবেন নাকি? ধন্যবাদ।
২৫ শে এপ্রিল, ২০১৫ রাত ১০:২৪
ঢাকাবাসী বলেছেন: হা হা হা, দারুণ বলেছেন, মানে আমাকে কিনতে বললেনতো, ভাই ভাংতি নাই তাই কিনতে পারলুমনা। সাড়েসাতশ কোটি টাকায় কেউ কিনলে কমিশন আসবে সাড়ে সাইত্রিশ কোটি টাকা! বেচতে পারলে..........।
ধন্যবাদ আপনাকে পাঠ ও মন্তব্যের জন্য।
২| ২৫ শে এপ্রিল, ২০১৫ রাত ৯:২১
মনিরা সুলতানা বলেছেন: দেখতে ভালোই কিন্তু সবুজ নাই
তারপর যে চকচকা আমার গায়ের ময়লা ঝরেলেই রুম ময়লা
কি দরকার এই সব হাবিজাবি কেনার
হ্যা কেউ গিফট করলে ,আমি আবার না করতে লজ্জা পাই
২৫ শে এপ্রিল, ২০১৫ রাত ১০:২৭
ঢাকাবাসী বলেছেন: তারউপর ঘর ময়লা হলে সেই ময়লা ফেলবো কোথায় তা একটা বিরাট সমস্যা, তাইনা? দেখি গিফট হিসেবে দিবে এমন কাউকে পাই কিনা, তারপর খবর দেব। অনেক অনেক ধন্যবাদ আপনাকে। ভাল থাকুন।
৩| ২৫ শে এপ্রিল, ২০১৫ রাত ১০:২৯
সেলিম আনোয়ার বলেছেন: দেখে ভাল লাগলো । আমার গ্রামে ছোট্ট একটা ঘর আছে সেটাই উইকেন্ড এর জন্য যথেষ্ট ।পোস্টে +
২৬ শে এপ্রিল, ২০১৫ দুপুর ১:০৬
ঢাকাবাসী বলেছেন: চমৎকার আইডিয়া কবি। উইকএন্ডে যেতে পারলে তো ভালই লাগে। ব্যাবস্হা রেখেছেন তার জন্য অভিনন্দন। পড়ার জন্য আন্তরিক ধন্যবাদ। ভাল থাকা হোক।
৪| ২৫ শে এপ্রিল, ২০১৫ রাত ১১:০১
দেওয়ান কামরুল হাসান রথি বলেছেন: ঢাকাবাসী ভাই আমার জন্য একটা বুকিং দিয়ে দেন।
২৬ শে এপ্রিল, ২০১৫ দুপুর ১:১০
ঢাকাবাসী বলেছেন: ওহ শিওর! একটা বেচতে পারলে আমার কমিশন দিয়া বাকী জীবন সোনারগাঁ হোটেলে থাকা যাবে! নাম ঠিকানা আর একটা পঁচিশ ত্রিশ মিলিয়ন ডলারের ডিমান্ড লেটার আর তিন চার মিলিয়ন ডলারের পে অর্ডার নিয়া আসেন। ফুরায়া গেলে আর পাবেননা। ধন্যবাদ আপনার আগ্রহের জন্য! ধন্যবাদ।
৫| ২৫ শে এপ্রিল, ২০১৫ রাত ১১:৩৯
ডি মুন বলেছেন: উঁচুতে থাকতে ভীষণ ভালো লাগে। উপর থেকে সবকিছু চোখের মধ্যে এক ক্লিকেই বন্দী করা যায়। আর উপরে তাকালে বিশাল খোলা আকাশ। আহ!!
এখানকার যেকোনো একটা ভবনের চিলেকোঠায় যদি আমাকে ফ্রি থাকতে দিত!!!
২৬ শে এপ্রিল, ২০১৫ দুপুর ১:১৪
ঢাকাবাসী বলেছেন: চমৎকার বলেছেন ডি মুন। ভাল কথা, আপনাকে আজকাল কম দেখি, নাকি আমিই চোখে কম দেখছি! আর হ্যাঁ ওগুলো চার পাচ হাজার বর্গ ফুটের এপার্টমেন্ট, চিলেকোঠা তো খুঁজেই পাচ্ছিনা! আসেন আস্তই কিনে ফেলি। আপাতত অনেক অনেক ধন্যবাদ নিন।
৬| ২৫ শে এপ্রিল, ২০১৫ রাত ১১:৪১
প্রোফেসর শঙ্কু বলেছেন: বাপ্রে দেখে ভয় পাইছি!!
ছবি দেখেই সাধ মিটাই, এপার্টমেন্ট লাগবে না
দারুণ পোস্ট।
২৬ শে এপ্রিল, ২০১৫ দুপুর ১:১৮
ঢাকাবাসী বলেছেন: ওটার আশে পাশে দিয়ে কয়েকবার গাড়িতে গেছি ঢুকি নাই মানে সাহস হয় নাই, ভয়ে যদি দেখবার চার্জ লাগে! আমেরিকাতে মাগনা তো কিছু নাই। আন্তরিক ধন্যবাদ আপনাকে প্রোফেসর শঙ্কু, অনেক দিন পর আপনাকে পেয়ে ভালো লাগলো। অনেক অনেক ধন্যবাদ। ভাল থাকুন।
৭| ২৫ শে এপ্রিল, ২০১৫ রাত ১১:৫৯
কলমের কালি শেষ বলেছেন: হুম একটা কিনতে হবে ।
২৬ শে এপ্রিল, ২০১৫ দুপুর ১:১৯
ঢাকাবাসী বলেছেন: তাড়াতাড়ি বুকিং দেন, স্টক সীমিত। পড়া আর কেনার আগ্রহের জন্য আন্তরিক ধন্যবাদ আপনাকে। ভাল থাকবেন।
৮| ২৬ শে এপ্রিল, ২০১৫ সকাল ১১:৫২
রোদেলা বলেছেন: কি যে সুন্দর।
২৬ শে এপ্রিল, ২০১৫ দুপুর ১:২০
ঢাকাবাসী বলেছেন: হে হে কি যে বলেন! পছন্দ হলে একটা বুকিং দিতে পারেন, অনেক আনসোল্ড আছে। আপাতত আমার তরফ থেকে ধন্যবাদ। ভাল থাকুন।
৯| ২৬ শে এপ্রিল, ২০১৫ দুপুর ২:৫৪
সুমন কর বলেছেন: চমৎকার শেয়ার।
কিন্তু কেউ কি, অামাকে একটা উপহার দিবে !
২৬ শে এপ্রিল, ২০১৫ বিকাল ৪:২৯
ঢাকাবাসী বলেছেন: সাড়ে সাতশো কোটি টাকার উপহার, খাইসে! ম্যানহাটানে ঘুরছি দেখি দাতা কাউকে পাই কিনা।
আচ্ছা উপরের সবাইকে আমার প্রশ্ন ব্লগাররা সব লেখা টেখা ছেড়ে দিলো নাকি? অনেককেই দেখছিনা! পাঠকের সংখ্যাটাও আশংকাজনক ভাবে কমে গেছে!
ধন্যবাদ সুমন কর, ভালো থাকবেন।
১০| ২৭ শে এপ্রিল, ২০১৫ রাত ১০:০৪
হাসান মাহবুব বলেছেন: জুসের স্বাদ টেস্টি স্যালাইন দিয়া মিটাই
০৬ ই মে, ২০১৫ সকাল ১০:১৫
ঢাকাবাসী বলেছেন: এই জুসগুলোর দামের তুলনায় স্যালাইন পাওয়াই মুস্কিল্ । তবু চস্টা করেছেন তাতেই খুশী। ধন্যবাদ।
১১| ০১ লা মে, ২০১৫ বিকাল ৫:৪২
অন্ধবিন্দু বলেছেন:
আরও উঁচু হোক। কিনার ইচ্ছে রাখলাম মেঘের কাছে।
০৬ ই মে, ২০১৫ সকাল ১০:১৭
ঢাকাবাসী বলেছেন: আপনার ইচ্ছে পূরণ হোক। ধন্যবাদ।
১২| ০৩ রা মে, ২০১৫ রাত ২:৫৯
চাঁদগাজী বলেছেন:
কিছু আরবের পকেট কাটার ষড়যন্ত্র?
০৬ ই মে, ২০১৫ সকাল ১০:১৯
ঢাকাবাসী বলেছেন: ভাল কথা বলেছেন। অবশ্য ওদের পকেট কাটলে ওরা তেমন মাইন্ড করেনা। আন্তরিক ধন্যবাদ আপনাকে। ভাল থাকবেন।
১৩| ০৩ রা মে, ২০১৫ সকাল ৭:২৯
রাফা বলেছেন: উপরে বসে ইট-কাঠের জঙ্গল দেখার কোন ইচ্ছাই জাগেনা।এর চেয়ে বাংলার শ্যামলিমায় কুড়েঘর অনেক ভালো।সবুজ গালিচা আর নীল আকাঁশের চাদরের নিচে।
চাদঁগাজি সঠিক বলেছে।
০৬ ই মে, ২০১৫ সকাল ১০:২১
ঢাকাবাসী বলেছেন: খুব ভাল ভাবনা। প্রকুতির কাছাকাছি থাকাটা অনেক আনন্দের। ধন্যবাদ।
১৪| ০৩ রা মে, ২০১৫ বিকাল ৪:১৫
প্রবাসী ভাবুক বলেছেন: যদি উপরেই কিনতে হয় তাহলে মেঘের উপর পর্যন্ত কোন বিল্ডিং উঠলে উপরের দিকের কোন ফ্লাট কিনব৷ ছোটবেলা থেকেই আকাশের মেঘকে ছুয়ে দেখার খুব ইচ্ছা৷
০৬ ই মে, ২০১৫ সকাল ১০:২২
ঢাকাবাসী বলেছেন: চমৎকার আইডিয়া! আপনার ইচ্ছা পূরণ হউক। ধন্যবাদ আপনাকে।
১৫| ০৫ ই মে, ২০১৫ রাত ৯:২২
ইমরান আশফাক বলেছেন: কোন বিলিওনার বুড়োবুড়ি কি একটা ফ্লাট কিনবে না? ওদের পাতানো সন্তান হয়ে গেলেই কয়েকদিন পর ফ্লাটটি উত্তরাধিকার সূত্রে পেয়ে যাবেন। তবে পৌরকর ও অন্যান্য সার্ভিস চার্জ কিন্তু আপনাকেই বহন করতে হবে।
০৬ ই মে, ২০১৫ সকাল ১০:২৪
ঢাকাবাসী বলেছেন: চিন্তাটা মন্দ না! দেখেন ওরকম পাওয়া যায় কিনা। ভাল কথা ওসমস্ত এপার্টমেন্টের মিউনিসিপাল ট্যাক্স প্রায় কুড়ি পচিশ হাজার ডলার বছরে! আমি তো ফেল! ধন্যবাদ।
১৬| ১৬ ই মে, ২০১৫ সকাল ১১:৪৭
সাঈদ মোহাম্মদ ফাহিম আবরার বলেছেন: ভাই। এত বড় জ্বানালা যে দেখা যায় ছোট বাচ্চারা তো মারামারি দিয়া ভাইংগা নিচে পড়ার সম্ভাবনা আছে
১৬ ই মে, ২০১৫ সন্ধ্যা ৭:৪৭
ঢাকাবাসী বলেছেন: কৌতুক করেছেন কিনা বুঝিনি তবে এটুকু বলা যায় যে ওসব কাঁচ বিশেষভাবে বানানো প্রায় বুলেটপ্রুফ, বড়রা চেস্টা করলে হাত দিয়ে ভাংতে পারবেনা। পড়া আর মন্তব্যের জন্য ধন্যবাদ।
১৭| ১৬ ই মে, ২০১৫ সন্ধ্যা ৭:০৮
বিদ্রোহী ভৃগু বলেছেন: উরি বাপসসসসসসসসসসসসসসস
ভুই পাইছি!
বলি দুনিয়ার মাইনষের আর কাম নাই! একদিকে ভুখা নাঙ্গা পেট পিঠে লাগা লোকজন! আর এক দিকে আকাশ ছোঁয়ার দৌড়!
মঙ্গল আর বৃহষ্পতি জয় দিয়া কি হবে? এই ভবেই মানুষ মানুষের পাশ নাই!!!!!! হায় দুনিয়া! হায়রে মানুষ!!!!
আমার আবার উচ্চতা ভীতি আছে! মাথা চক্কর মারে তাই ফ্রি দিলেও থাকুম না
১৬ ই মে, ২০১৫ সন্ধ্যা ৭:৫০
ঢাকাবাসী বলেছেন: একে তো উঁচু তার উপর আবার দামটা হল পৌনে এক হাজার কোটি টাকা! মাথা তো আমার প্রথম থেকেই ঘুরছে। আপনার ঘোরবার সংবাদ পেয়ে নিজেকে সান্ত্বনা দিলুম। ধন্যবাদ আপনাকে অনেক।
১৮| ১৬ ই মে, ২০১৫ রাত ৮:০৬
সাঈদ মোহাম্মদ ফাহিম আবরার বলেছেন: ফান না যদি বুড়দুইজন হাতাহাতি লাগে??চেয়ার দিয়া বাড়ি মারে??উচ্চতা ভীতির চেয়ে আমার ভিতর এটাই বেশী কাজ করে
২৬ শে মে, ২০১৫ সন্ধ্যা ৬:২৫
ঢাকাবাসী বলেছেন: কাদের কথা বলছেন বুঝিনি ভাই, তবে দুটো ফোবিয়াই বিপজ্জনক। ধন্যবাদ আপনাকে।
©somewhere in net ltd.
১|
২৫ শে এপ্রিল, ২০১৫ রাত ৯:১৮
কাজী রায়হান বলেছেন: নাহ্ পড়েই আমার মাথা ঘুড়ছে । আমার আবার হাইট ফোবিয়া আছে । ছবি গুলো সুন্দর । এককাজ করেন আপনি একটা কিনেন । আমি একদিন বেড়িয়ে আসব ।